লাল_ছাতি ৪র্থ_পর্ব

লাল_ছাতি
৪র্থ_পর্ব

নূর উপস্থিত হলো রিদওয়ানের সামনে। তার চোখ জ্বলছে। নূরকে দেখেও রিদওয়ান শান্ত। নূর ক্রুদ্ধ কন্ঠে প্রশ্ন ছুড়ে দিলো,
“তোমার মিটিং কি এখানে হচ্ছে রিদওয়ান?”
“নূর শান্ত হও, এটা তো পাবলিক প্লেস”
“নিকুচি করেছে তোমার পাবলিক প্লেস আগে আমার উত্তর চাই, কিসের সম্পর্ক তোমাদের? আমি জানতে চাই রিদওয়ান এবং সেটা এই মূহুর্তে”

নূরের কন্ঠে ক্ষোভ স্পষ্ট। পারমীতা খানিকটা ইতস্ততবোধ করছে। নূরের ক্ষোভ জায়েজ, কোনো স্ত্রী তার স্বামীর যত্ন অন্য কোনো নারীর সাথে ভাগ করে নিতে পারে না। সেকারণে সে বাঁধাও দিয়েছিলো রিদওয়ানকে কিন্তু সে শুনে নি। কিছু কিছু দায়িত্ব মানুষ চাইলেও এড়াতে পারে না। মানুষের জীবনে এমন পরিস্থিতি উৎপন্ন হয় যা সে চাইলেও এড়াতে পারে না। পারমীতা এগিয়ে এসে বললো,
“তুই ভুল বুঝছিস নূর, প্লিজ ভাইয়াকে ভুল বুঝিস না। আমার শরীরটা খারাপ হয়ে গিয়েছিলো।“

পারমীতার দিকে শীতল কড়া চাহনী দিয়ে বললো,
“স্বামী স্ত্রীর মাঝে তৃতীয় ব্যক্তি হওয়াটা বন্ধ কর পারমীতা। আমি আমার হাসবেন্ডের সাথে কথা বলছি।“

নূরের কথা শুনে মিয়ে যায় পারমিতা। এদিকে সিঁথি দিদি নূরকে শান্ত করার চেষ্টা করলো,
“নূর ভুলে যাস না এতা রাস্তা, তোর অফিস এখানে। কেউ দেখলে শুধু শুধু গসিপ করবে।“

কিন্তু আজ যেনো নূরের ধৈর্য্য বাঁধ ভেঙ্গেছে। সত্য, মিথ্যা, ভুল, ঠিক সব কিছুর ভেদ সে ভুলতে বসেছে। রিদওয়ানের মুখোমুখি হয়ে তীক্ষ্ণ স্বরে প্রশ্ন করে,
“উত্তর দিচ্ছো না কেনো? আমার উত্তর রিদওয়ান”
“সবকিছুর একটা সঠিক সময় থাকে নূর। সময় এলে আমি নিজ থেকেই সব বলবো।”

রিদওয়ান শান্ত কন্ঠে কথাটা বলে। নূরকে শান্ত করাটা প্রয়োজন। অহেতুক রাস্তার মানুষের হাসির খোড়াক হতে চায় না সে। নূর ও দমে যাবার পাত্র নয়, শক্ত কন্ঠে বলে,
“আর সেটা কবে?”

নূরের চোখের দিকে তাকিয়ে থাকে রিদওয়ান। নূরের চোখে তার প্রতি অবিশ্বাসের আস্তরণ স্পষ্ট। এখন সব বললেও নূরের কাছে তা অযৌক্তিক মনে হবে। রিদওয়ান তাই শান্ত স্বরে বললো,
“আমরা বাসায় যাই, তারপর কথা বলি?” “আগে তোমার কথা শুনবো, তারপর আমি ঠিক করবো আমি ও বাড়ি যাবো কি না!”
“নূর!”

নূর অবিচল, সে একচুল নড়লো না। সরু দৃষ্টিতে তাকিয়ে রইলো কেবল। রিদওয়ান কিছুক্ষণ চুপ করে থাকলো। কাতর দৃষ্টিতে নূরের দিকে কিছুসময় তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললো সে, তারপর বললো,
“আমি তো একবার বলেছি, বাড়ি না যেয়ে আমি কোনো কথা বলবো না। তুমি অহেতুক মানুষের সামনে সিন ক্রিয়েট করছো!”

রিদওয়ানের কথাটা ভেতর থেকে নাড়িয়ে দিচ্ছে নূরকে। হৃদয়ে বিষাক্ত ছুরি যেনো কেউ চালাচ্ছে, এতোটা কষ্ট লাগছে নূর। ক্ষোভ, বিষাদ তাকে যেনো অন্ধ করে দিয়েছে। তার রুদ্র দৃষ্টি তখন পারমীতার দিকে প্রয়োগ করলো মেয়েটা, নত মাথায় এখনো দাঁড়িয়ে আছে। মুখটা শুকিয়ে গিয়েছে, চোখের নিচে গাঢ় কালি, সৌন্দর্য যেনো মূর্ছা গিয়েছে। তার কিসের দুঃখ, সে তো আরো খুশি হবার কথা। নূর তার কাছে গিয়ে জোরে হাত চেপে ধরলো, ক্ষোভ জড়ানো কন্ঠে বললো,
“এখন এতো নাটকের প্রয়োজন নেই তো, যা চাই তো পেয়ে তো গেলি! খুশি হচ্ছিস না?”
“কি যা তা বলছিস তুই নূর?”
“ঠিক বলছি, তোর লজ্জা করলো না। কিসের সম্পর্ক রে তোর রিদওয়ানের সাথে? মাত্র তো কয়েকমাস হলো তার অফিসে চাকরি নিয়েছিস। তাতেই এতো দরদ জন্মেছে তোর জন্য? কি এমন কথা যে রাত তিনটায় বান্ধবীর হাসবেন্ডকে ফোন দিতে তোর একবার ও লজ্জা হয় না! কার সাথে শুয়ে বাচ্চার মা হয়েছিস তার দায়িত্ব আমার স্বামীর উপর দিতে চাচ্ছিস? কেমন মেয়ে মানুষ তুই”

নূরের কথাগুলো ঠোঁট কাঁমড়ে শুনলো পারমীতা। তার কান্না পাচ্ছে, কিন্তু কাঁদতে পারছে না। কোনোভাবে কাঁপা স্বরে বললো,
“তুই ভুল বুঝছিস নূর”
“আমি এতোও বোকা নই পারমীতা, যদি ভুল হয়েই থাকি। ঠিকটা বল! বলতে পারবি না, হয়তো নিজেও জানিস না এই বাচ্চার বাবা কে! হয়তো আমার গুনধর স্বামী ই তোর বাচ্চার বাবা! ভুল বলছি কি? নয়তো ছয়মাসেও আমাকে ছুতেও তার এতো উৎকন্ঠা কেনো হবে?”

এতোক্ষণ শান্ত থাকলেও কেনো আর চুপ করে থাকতে পারলো না রিদওয়ান, নূরের কথাগুলো অত্যন্ত বিশ্রি লাগছে কানে। নূরের হাতটা পারমীতা থেকে ছাড়ালো প্রথমে, তারপর বরফ শীতল কন্ঠে বললো,
“অনেক হয়েছে, দোষ আমার। আমি লুকিয়েছি। পারমীতাকে কেনো অকথ্য বুলি শুনাচ্ছো। তোমার যা বলার আমাকে বলো, জানো না ও প্রেগন্যান্ট”

রিদওয়ানের শীতল চাহনী ক্ষত বিক্ষত করলো নূরকে। চূর্ণবিচূর্ণ হলো নুরের কোমল হৃদয়। রিদওয়ানের কাছ থেকে এরুপ ব্যাবহার মোটেই কাম্য নয় তার। তবুও রিদওয়ান বাহিরের নারীর জন্য তাকে শীতল চাহনী দিচ্ছে। কঠিন স্বরে তার সাথে কথা বলছে। নুরের অজান্তেই চক্ষুজোড়া নোনা জল ছেড়ে দিলো, শ্যাম গাল বেয়ে নেমে এলো এক রাশ কষ্ট। কিন্তু নিজেকে সামলে নিলো নূর। চোখ মুছে বললো,
“আমার উত্তর আমি পেয়ে গেছি”

বলেই হাঁটা দিলো নূর। রিদওয়ান তাকে আটকালো না। কিছু কাঁতর চাহনীতে চেয়ে রইলো তার যাবার পানে। পারমীতা বললো,
“ভাইয়া ওকে আটকান। ও ভুল বুঝছে। ভুলটা তো ভাঙ্গাতে হবে”
“যে বুঝতে চায় না, তাকে বুঝিয়ে কি লাভ বলো তো। এর চেয়ে তুমি নিজেকে চিন্তা করো। পজিশন কিছু তোমার ভালো না।“

পারমিতা কোনো কথা বলে না। সেদিন রাতে নূর আর বাড়িতে ফিরে না। নাজমা বেগম জিজ্ঞেস করে বহুবার,
“নূর কোথায়? ও আসে নি কেনো?”

রিদওয়ান চুপ থাকে। কোনো কথা বলে না। নাজমা বেগম ও একটা সময় চুপ করে যান।

সময় পেরিয়ে যায়, এক সপ্তাহ, দু সপ্তাহ। রিদওয়ান বার পাঁচেক ফোন দেয়, কিন্তু নূর ফোন রিসিভ করে না। সে বাবার বাড়িতেই থাকে। নাজমা বেগম বাড়ি ফিরতে বলেন কিন্তু এড়িয়ে যায় সে। রিদওয়ানের কাজে মন বসে না, না খেতে পারে; না ঘুমোতে। পুরো ঘরময় নূরের হাসি, তার কথা, তার স্মৃতি যেনো তাড়া করে রিদওয়ানকে। অজান্তেই মেয়েটা মনের ঘরে জায়গা করে নিয়েছে। এখন তাকে ছাড়া বাড়িতে থাকতেও ভালো লাগে না রিদওয়ানের। চোখ বুঝলেই গোল গালের মেয়েটার প্রতিচ্ছবি চোখে ভাসে। সেই স্নিগ্ধ হাসি, সেই ভেজা চুলের গন্ধ। বড্ড ভালোবেসে ফেলেছে এই মেয়েটিকে। কিন্তু দূর্ভাগ্য, বলাই হলো না, হয়তো তাদের সম্পর্কটা এতোটুকুর ই ছিলো________

কফি শপে মুখোমুখি বসে আছে পারমীতা এবং নূর। অনেক কষ্টে পারমীতা নিজের সাথে দেখা করতে রাজী করায় নূরকে। রিদওয়ানের অবস্থাটা কেমন খুব ভালো করেই জানে পারমীতা। ভালোবাসার মানুষ মুখ ফিরিয়ে নিলে সত্যি কষ্ট লাগে। আর এই ভুলবোঝাবুঝির উৎস কেবল সে। তাই জেনেবুঝে একটা বিয়েতে ফাটল ধরাতে রাজি নয় সে। একটি বিয়ে ভাঙ্গা মসজিদ ভাঙ্গার মতোই ধরা হয়। নূর শক্ত মুখে বসে আছে। এবং বারবার মোবাইলের ঘড়ি দেখছে। তার অস্বস্তি লাগছে পারমীতার সাথে বসতে। শেষমেশ আর ধৈর্য না ধরে বিরক্তি নিয়ে বললো,
“যা বলার দ্রুত বল”

পারমীতার কথা শুনে পারমীতা ভনিতা ছেড়ে বললো,
“আমার আর রিদওয়ান ভাইয়ার সম্পর্কটা শুধু কলিগ কিংবা বন্ধুর স্বামী হিসেবে নয়। আমি রিদওয়ান ভাইয়াকে তোর বিয়ের অনেক অনেক আগ থেকে চিনি। ইভেন তোর আমার বন্ধুত্বেরও বহুআগ থেকে………

চলবে

[গল্পটা দিতে দেরি হয়ে গেছে, ছোট করেও লিখেছি। একটু বাহিরে ছিলাম তাই লিখতে অনেক টাইম লেগে গিয়েছে। আগামীকাল পুষিয়ে দেবো। পরবর্তী পর্ব আগামীকাল রাতে ইনশাআল্লাহ পোস্ট করবো। লেখার ভূল ত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিত দেখবেন দয়া করে এবং দয়া করে কার্টেসি ব্যাতীত কপি করবেন না]

মুশফিকা রহমান মৈথি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here