#শেষটা_সুন্দর
#পর্ব২
#নুসরাত_তাবাস্সুম_মিথিলা
আড্ডা চলতেছিল হঠাৎ দেখলাম চারজন মেয়ের একটি দল আমাদের আড্ডার দিকেই এগিয়ে আসছে। তাদের মাঝে একজনকে দেখে আমার নজর আটকে গেল। হাতটা হঠাৎই বুকের বাপাশে চলে গেল।মুখ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে এলো মায়াবতী।কতক্ষণ যে তার দিকে তাকিয়ে ছিলাম তা মনে নেই।হঠাৎ রোহানের ডাকে ধ্যান ভাঙলো।
কিরে কই হারালি?
না হারা.. হারাবো কেনো?
যেভাবে তাকাইছিস না জানি কি হয়ে গেল?
কিছু.. কিছুই হয় নাই।
ভাই তুই তোতলাস কেন?
না আসলে একটু কেমন যেন লাগছে আমি বাসায় যাই।
ধুর তুই বস , আড্ডার মধ্যে থেকে যেতে পারবিনা।
দোস্ত বোঝার চেষ্টা কর।
কি বুঝ হুম ।
কিছু না , আমি বাসায় যাব।
কিন্তু মুগ্ধতাসহ ওরা আসলো আর তুই চলে যাবি।
মুগ্ধতা কে?
ওই যে, ওই মেয়েটা।
ওকে তুই চিনিস?
হ ,অয় তো অনেক মেধাবী।আমরা একসাথে কলেজে পড়তাম সেখান থেকে চিনি। তুই ওর কথা জিজ্ঞেস করতেছিস কেন?
এমনি।
ও।
আড্ডা শেষে বাড়ি ফিরে এলাম। কি সুন্দর নাম মুগ্ধতা ! আমার মায়াবতী মুগ্ধতা। সারারাত ওর মুখটাই চোখে ভাসছিল । এ কেমন অনুভূতি?একদিনের দেখায় কাউকে এতটা মনে রাখা যায়? কি যে হলো আমার?
ওকে ভাবতেই নিয়ে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই ।
এদিকে মুগ্ধতা ভার্সিটি থেকে বাসায় আসার পর একটুও বুঝতে পারছে না ওর হলো টা কি?
আজব ব্যাপারতো রেহানের কথা ভুলতেই পারছিনা , কিন্তু কেন ? ওতো আমার সাথে ঠিকমত কথা বলল না।তাহলে আমি ওকে নিয়ে ভাববো কেন ? কত বড় সাহস ! আমাকে এই মুগ্ধতাকে, ইগনোর করে।কালকে আসুক ? ওর একদিন কি আমার একদিন ।ও এখনও চিনেনা আমি কে ?
কালকে বোঝাবো আমি কে ? কিন্তু এটা কি ঠিক হবে । না আর ভাবতে পারছি না, ঘুমানো দরকার ।
সকাল হয়ে গেছে আমাকে আম্মু ডাকেনি?আজকে তো লেট হয়ে যাবে 9 টা বাজে। আমার 9:30 এ ক্লাস। এখন কি হবে?আম্মু আব্বু কই তোমরা? আমাকে ডাকোনি কেন? আমার কত লেট হয়ে গেছে।
মুগ্ধতা তোকে কয়বার ডাকছি বলতো? তুইতো উঠলিনা । এখন সব দোষ আমার?
ঠিক আছে আমি গেলাম।
খেয়ে যা।
ক্যান্টিন থেকে খেয়ে নেব ।
শুনে তো যা।
আসি আম্মু টাটা।
বাসার সামনে থেকে রিকশা নিয়ে নিলাম কারণ গাড়িটা গ্যারেজে। ফোন চালাতে চালাতে ভার্সিটি এসে পড়লাম।
রিক্সা থেকে নামার পর হঠাৎ
#চলবে