শেষটা সুন্দর’ পর্ব-৩

0
428

#শেষটা_সুন্দর
#পর্ব৩
#নুসরাত_তাবাস্সুম_মিথিলা
রিক্সা থেকে নামার পর হঠাৎ দেখলাম ভার্সিটির সামনে বিশাল জটলা বেঁধে রয়েছে। আমি অবাক হলাম । এমন সময় একটা গানের সুর আমার কানে ভেসে এলো । কি সুন্দর গান গাইছে ! আমি মন্ত্রমুগ্ধের মত সামনে এগিয়ে যেতে থাকলাম। দেখলাম গানটা আর কেউ না রেহান গাইছে । কি সুন্দর গান গাইতে পারে রেহান।হঠাৎ আমাদের চোখাচোখি হয়ে গেল।ও আমার দিকে তাকিয়ে গানটা গাইতে লাগল ।আমার মনে হচ্ছিলো প্রতিটা লাইন যেন আমার জন্য।এই গানটা আগেও অনেকবার শুনেছি কিন্তু কখনও এত ভালো লাগেনি । আমি মনোযোগ দিয়ে গানটা শুনতে লাগলাম । ও গাইছে…
আমার অজানায় হলো.. কি
তোমাকে তা কখনো
বুঝতে দেবো না ।
দৃষ্টির পানে আকাশে চেয়ে
তোমাকে আমি খুঁজবো না ।
আকাশের পানে চেয়ে চেয়ে
ভালোবাসি তা বলবো না ।
তুমিও কি আমার মতো করে
একটু ভালোবাসবে না ।
তুমিও কি আমার মতো করে
একটু কাছে ডাকবে না ।
তুমিও কি আমার মতো করে
একটু ভালোবাসবে না ।
তুমিও কি আমার মতো করে
একটু কাছে ডাকবে না ।
( গিটারের টুংটাং শব্দ )
আগেও তো ভালোবাসতে তুমি
আগেও তো কাছে ডাকতে তুমি ।
তবে আজ কেনো দূরত্বটা
সব চেয়ে কাছের,
ভালোবেসে কি ভুল করেছি আমি ।
তুমিও কি আমার মতো করে
একটু ভালোবাসবে না ।
তুমিও কি আমার মতো করে
একটু কাছে ডাকবে না ।
তুমিও কি আমার মতো করে
একটু ভালোবাসবে না ।
তুমিও কি আমার মতো করে
একটু কাছে ডাকবে না ।
সকলের করতালিতে আমার ধ্যান ভাঙল । আমি ঘোরের মাঝে রয়েছি ।কখন শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। রেহান আমার সামনে এসে হাত নাড়াতে লাগলো। আমি তখনও ওর দিকে ক্যাবলার মত তাকিয়ে রয়েছি । ও বলল,
এই যে মিস মুগ্ধতা , কোথায় হারালেন?
আসলে আপনি অনেক সুন্দর গান গাইতে জানেন। আমিতো টেরই পাইনি কখন গানটা শেষ হয়ে গেল।
ধন্যবাদ আপনাকে। আমার এই বেসুরো গান আপনার এত ভালো লেগেছে!
সত্যি বলছি আপনার গানের গলা অনেক সুন্দর।
আবার আপনাকে ধন্যবাদ।
আপনি ক্লাসে যাবেন না?
হ্যাঁ যাবো তো। আপনি?
যাবো।
চলুন একসাথে যাওয়া যাক।
আমাদের দুজনের ক্লাস ভিন্ন রুমে।কারণ আমাদের ডিপার্টমেন্ট আলাদা। ঐদিন আমাদের আর কথা হয়নি। কিন্তু এরপর থেকে আমাদের প্রায়ই দেখা হতো কিন্তু সেভাবে কথা হতো না । তার কিছুদিন পর প্রায়ই কে যেন চকলেট দিয়ে যেতো । তার সাথে কিছু কবিতা লেখা
নোটস থাকত। কিন্তু সেই নোটস এর মালিককে আমি খুঁজে পাইনি। এভাবে দিন চলছিল। আর আমার মনে সেই নোটস মালিকের জন্য সুপ্ত অনুভুতি জাগ্রত হচ্ছিল। রেহানের সাথে নাম ছাড়া সম্পর্কটা আজ বন্ধুত্বে রূপ নিয়েছে।আজ লাইব্রেরী গিয়েছিলাম।রোজকার মতো আজও একটা চকলেট আর কবিতা লেখা একটা নোট ছিল।সেখানে লেখা ছিল;
শুধু তুমি আছো তাই,
আমি কথা খুঁজে পাই,
দূর হতে আমি তাই,
তোমায় দেখে যাই।
#চলবে
[রি চেইক হয়নি।ভুলত্রুটি মাফ করবেন]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here