#শেষটা_সুন্দর
#পর্ব৪
#নুসরাত_তাবাস্সুম_মিথিলা
আচ্ছা রেহান তুই মুগ্ধতাকে সব কিছু বলে দে ।
আমি পারবও না রে ।
এভাবে আর কত দিন চলবে , তুই কিছু বলিবি না আবার একা একা কষ্ট পাবি । আমি তোর বেস্টফ্রেন্ড হয়ে কিভাবে সহ্য করবো বল তো।
তাহলে আমি কি করতে পারি কোনো একটা উপায় বল ?
তুই ওকে প্রপোজ কর।
ও আমাকে ওর খুব ভালো ফ্রেন্ড ভাবে। যদি এর কারণে আমাদের ফ্রেন্ড শিপ নষ্ট হয়ে যায় ।
তাইলে এভাবে কষ্ট পাইতে থাক , আমার কাছে আর সাহায্য চাবি না।আর এই ভাবে ওরে আর কোনো চকোলেট দিবি না নোটসও দিবি না ।
আচ্ছা যাহ্ ওকে আমি ওর বার্থডেতে সব কিছু বলে দিবো । তারপর যা হয় দেখা যাবে ।
আচ্ছা তোর কি মনে হয় ও তোকে নিয়ে কি কিছু ভাবে ?
নারে ও আমাকে ওর ফ্রেন্ড এর বেশি কিছু মনে করে না ।
থাক কষ্ট পাইছ না সব ঠিক হয়ে যাবে।
হুমম। ও শুন!তোকে একটা কথা বলা হয় নাই , রোহান ।
বল কি বলবি?
আম্মু আমাকে মেডিকেল এ পরীক্ষা দিতে কইছে। তাই আমি পরীক্ষা দিবো বুঝলি , তাই কালকে আর আমি ভার্সিটিতে আসমু না । বাসায় ২ দিন থেকে আসবো।
খালামনিরে বলছিস?
হ আম্মু বলছে ।
তাইলে তো হইছেই , আহা তোর প্রেয়সীর কি হবে?
ওকে বলা হয় নি , বলবো।
ওর নাম্বার নিয়ে নিস ।
এটা আমার মনে আছে ।
দুই দিন পর :
আজ দুই দিন হল , কোনো নোট পাই না। আমি খুব মিসস করছি সেই লেখা গুলো। রেহান , তারও খবর নেই। আমি তো ওকে মিসস করছি। আচ্ছা এই নোটগুলো কি রেহানই দেয় নাকি ? আচ্ছা রেহানও কি আমায় মিসস করে ? কিন্তু আমি ওকে নিয়ে এত ভাবছি কেন? ও তো শুধু আমার ফ্রেন্ড। নাহ ওকে নিয়ে আর ভাবা যাবে না। মিনহাজ , ওকে নিয়েও তো কখনো এত ভাবি নি আমি ।আমার হল টা কি?
এসবই ভাবছিলাম ঠিক তখনই ফোনটা ভাইব্রেট করতে শুরু করলো। একটা আননোন নাম্বার থেকে কল আসছে। ধরতে ইচ্ছা করতেছিল না। কেটে গেলো , কিছুক্ষন পর আবার বেজে উঠলো। অনিচ্ছা শর্তেও এবার ফোনটা পিক করলাম। আরে এতো আমার পরিচিত কন্ঠ , রেহান কল করেছে !
হ্যালো।
হুম হ্যালো।
মিস মুগ্ধতা বলছো?
হুম , কে রেহান বলছো?
কথা বলতে বলতে কখন যে দুই ঘন্টা পার হইছে , টের পাইনি।পরে রেহান বলাতে খুব লজ্জা পেয়েছি ।আমি খেয়াল করলাম,ওর সাথে কথা বলার পর আমার মনটা ভাল হয়ে গেল। সারাটা দিন ওর চিন্তায় চিন্তায় আমার মনটা খুব খারাপ হয়েছিল অথচ কি ম্যাজিক জানে ও ,মন ভালো করার ম্যাজিক ।
দুইদিন পর খুব শান্তি লাগছে মুগ্ধতার সাথে কথা বলতে পেরে।মেয়েটা যে কবে আমার মনটা বুঝবে।তুমি অপেক্ষা করো মায়াবতী,তোমায় আমি খুব শীঘ্রই আমার মনের গহীনে নিয়ে যাব। আর এক সপ্তাহের অপেক্ষা মাত্র।
এক সপ্তাহ পর,
#চলবে
[রি চেইক হয়নি।ভুলত্রুটি মাফ করবেন]