শেষটা সুন্দর’ পর্ব-৮

0
381

#শেষটা_সুন্দর
#পর্ব৮
#নুসরাত_তাবাস্সুম_মিথিলা
আজকের আবহাওয়াটা মেঘাচ্ছন্ন, খুবই নরম রৌদ্র । আবহাওয়াটা খুবই মিস্টি লাগছে । কেন জানি আজকে একটু বেশিই ভালো লাগছে আমার কাছে । এর মাঝেই কেটে গেছে তিন তিনটে দিন । একদম চোখের পলকে সময় চলে যাচ্ছে. আজকে সেই কাঙ্খিত দিন । আজ নবীন বরণ অনুষ্ঠান । যদিও আমিও নবীন, কিন্তু কিছু দায়িত্ব পাওয়াতে নিজেকে প্রবিন বলে মনে হচ্ছে । ক্যাম্পাসে খুব সকাল সকাল এসে পড়েছি । আজ ক্যাম্পাস নতুন আঙ্গিকে সেজেছে। সবার মাঝে উৎসবের রং ছড়িয়ে পড়েছে । বিশাল স্টেজ সাজানো হয়েছে। অতিথিদের আসনও প্রায়ই কমপ্লিট , আজ অতিথি হিসেবে থাকবেন একজন প্রখ্যাত রাজনীতিবিদ।তিনি এলাকায় খুবই জনপ্রিয় । তাই যেনো শেষ মুহূর্তের তোর-জোর বেশ জোর কদমে চলছে । এসব ভাবতে ভাবতেই মুগ্ধের গলা শুনতে পেলাম।বিগত তিনদিন আমরা আমাদের রিহার্সেল বেশ কয়েকবার করেছি ।শুরুতে কনফিডেন্ট থাকলেও এখন নার্ভাস ফিল হচ্ছে । মুগ্ধের দিকে তাকাতেই যেন আমার সব ক্লান্তি, নার্ভাসনেস সব দূর হয়ে গেলো ম্যাজিকের মতো । ওর রুপের বর্ননা কিভাবে দেব ? ও যে খুব আহামরি সেজেছে তা কিন্তু নয় ! খুবই ছিমছাম , মুখে কোনো ভারী মেকআপ নেই। চোখে গাঢ় লাগল , ঠোঁটে লাল লিপস্টিক, খোঁপায় লাল গোলাপ আর কানে-গলায় আমার দেয়া গহনা আর এতেই যেন ওকে অসাধারণ লাগছে।আর শাড়িতে ওকে অসম্ভব মানিয়েছে । ওর গায়ের চাপা রংটাকে ফুটিয়ে তুলেছে । আর কি বলবো ? আমার ভাষা হারিয়ে যাচ্ছে , ওর প্রশংসা করার ভাষা নেই আমার কাছে । আমার মায়াবতীতো আমায় তার মায়ার নেশায় আসক্ত করে ফেলছে । এই আসক্তি দূর করার উপায় কি ? কীভাবে দূর করব ? মন তো বলছে , এখনি ওকে ভালোবাসার কথা বলে দেই। তিন সপ্তাহ অপেক্ষা বোধ হয় আমি করতে পারবো না। আচ্ছা আজকের চকলেট আর নোটটা আমি নিজেই ওকে দিয়ে দেই । এরপর যা হবে দেখা যাবে।অনুষ্ঠান শেষ হলেই দিয়ে দিবো।
রেহান সেই কখন থেকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে । ওর চোখের পলক পড়ছে না । আমিতো লজ্জায় কুকড়ে যাচ্ছি। ও কি তা বুঝে না ? কিন্তু আমার বেহায়া চোখ জোড়াও যেন আমার নিয়ন্ত্রণে নেই আড়চোখে রেহানকে স্ক্যান করেই চলছে । কি সুন্দর লাগছে ওকে ! চোখ ফেরানোটাই বড্ড দায়। আর আশেপাশের মেয়েগুলো যেন ওকে চোখ দিয়েই গিলে খাচ্ছে । আমি এবার ওকে পুনরায় ডাকলাম।
এই রেহান । রোহান ভাই কোথায়?
অসাধারন ।
কি অসাধারণ ? রেহান , এই রেহান ।
হঠাৎ মুগ্ধতার ধাক্কাতে আমার ঘোর কাটলো সাথে ধ্যান ভেঙ্গে গেলো ।আমি পুরো বোকা বনে গেলাম । ঘোরের মাঝে কি সব আবোল-তাবোল বকছিলাম । পরিস্থিতি স্বাভাবিক করতে বললাম ,
রোহানকে দেখেছো কোথাও? ছেলেটা যে কই ?
আমিও তো তোমাকে সেটাই বললাম রোহান ভাই কোথায় ?
এই ও তো আমাদের সাথেই পরে । ওকে তুমি ভাই ডাক কেন ?
কেন জানি ওর মাঝে নিজের বড় ভাইয়ের মতো একটা অনুভুতি খুঁজে পাই তাই ডাকি । সেতো সেই কলেজ থেকেই ওকে ভাই ডাকি। কেন বলতো ?
না এমনি । জাস্ট জানার একটু ইচ্ছা জাগলো ।
ও তাই বলো । একটুপর আমাদের স্টেজে যেতে হবে । খুব নার্ভাস লাগছে।
চিন্তা করো না । সব ঠিকঠাক হবে ।
হুম।

#চলবে

[রি চেইক হয়নি।ভুলত্রুটি মাফ করবেন ]
{বিঃ দ্রঃ আজকের পার্ট এ ৫০ টা রিয়েকট আর ১০টা কমেন্ট না আসলে নেক্সট পার্ট দিব না । আপনাদের মন্তব্যগুলো আমাকে লেখার উৎসাহ দেয় । তাই একটু কষ্ট করে রিয়েকট আর কমেন্ট করবেন। ধন্যবাদ ।}

#মিথিলা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here