সেই তো এলে তুমি পর্ব_৪

0
1143

#সেই_তো_এলে_তুমি
#পর্ব_৪
#Saji_Afroz

দু’দিন বাদেই নিখিল তায়শাকে দেখা করার প্রস্তাব দেয়। তায়শাও রাজি হয়। এই দু’দিন সে আবারও উপহার পাঠিয়েছে। তার বাড়ির সবাই আশিক পাঠিয়েছে ভেবে মহাখুশি। কেবল সে-ই সত্যটা জানে।
মোবাইলে কথা হয় বলে ফেইসবুকে আর ব্লকটা অবধি খোলা হয়নি তায়শার। যদিও তার নিখিলের প্রতি কোনো আগ্রহ নেই। সে তো পছন্দ করে আশিককে৷ বিয়ের আগে কিছু দামি উপহার যদি নিখিলের কাছ থেকে পায় তবে সমস্যা কি!
আজ যেহেতু প্রথম দেখা করছে, নিশ্চয় আজও কোনো উপহার দেবে। এই ভেবে সে তৈরী হতে থাকে।
বুশরা তাকে দেখে বলল, কোথাও যাওয়া হচ্ছে?
-হু।
-আশিক ভাইয়া দিন দিন এত রোমান্টিক হয়ে যাচ্ছে?
-হলে তো ভালোই হত।
-মানে?
-বলতে চেয়েছি হচ্ছে তো ভালোই হলো।
-তা আর বলতে!
-তোরা কি খাবি বল? রেস্টুরেন্ট থেকে নিয়ে আসব।
.
আলিয়া খাতুন রুমে আসলেন। তায়শার কথা শুনে বললেন, মা কে জিজ্ঞাসা করলে সওয়াব হলেও পেতি।
-আমার এত সওয়াবের দরকার নেই। এমন না যে ওর জন্য আনলে তোমরা না খেয়ে থাকবে!
-এই মেয়ে তোকে কি জাদু করছে কি জানি!
-বের হওয়ার সময় মেজাজটা খারাপ করিও না তো।
.
বুশরা আর না দাঁড়িয়ে রুম থেকে বেরিয়ে যায়। পথে তার ফুফা তাকে থামিয়ে বাজারের ব্যাগটা হাতে দিয়ে বললেন, আজ মাছ এনেছি। কয়েক রকমের এনেছি৷ আজ সরষে ইলিশ রান্না করতে পারবি?
-জি পারব।
.
বাজারের ব্যাগের ভেতরে তাকিয়ে বুশরা বলল, ফুফাজান?
-কি?
-কিছু মাছ বাজার থেকে কেটে আনতে পারতেন? তাহলে ঝামেলা টা কম হত।
.
তিনি বিরক্তমাখা কণ্ঠে বললেন, তুই থাকতে বাজার থেকে কেটে আনব কেন? সারাদিন বাসায় বসে করিস কি? যাহ। সব মাছ কেটে ফ্রিজে রেখে দে।
.
আলিয়া খাতুন এসে বললেন, হয়েছে কি?
.
বুশরা রান্না ঘরের দিকে এগিয়ে যায়। তার দিকে তাকিয়ে আকবর আলী বললেন, নবাবজাদীর আবদার শোনো? মাছ কেটে আনতাম বাজার থেকে।
-এটা বলছে ও?
-হু।
.
তিনি রেগেমেগে রান্নাঘরে গিয়ে বললেন, ফুফাকে এসব কথার বলার মানে কি? তোর দায়িত্ব নিয়ে কি ভুল করে ফেলছে সে?
-তোমাকে সবসময় বলি ফুফু। কাঁচা মাছের গন্ধ আমার ভালো লাগে না।
-তোর বাপের মতো ভিনদেশী তো না আমার জামাই, যে অঢেল টাকা পড়ে আছে তার! আবার টাকা খরচ করে মাছ কেটে আনবে?
-তবে তুমিই তো একটু হাত লাগালে পারো।
.
আলিয়া খাতুনের মেজাজ বিগড়ে যায়। সামনে মাছ নিয়ে বসে থাকা বুশরার বা গালে সজোরে চড় বসিয়ে দেন তিনি।
এটা নতুন কিছু নয়! এসব অভ্যেসে পরিণত হয়েছে।
বুশরা মাথা নিচু করে চোখের পানি ফেলতে লাগলো। আর আলিয়া খাতুন চেঁচামেচি করতে করতে বেরিয়ে গেলেন-
এই বয়সে এসেও নাকি আমি মাছ কাটব। তোকে কিসের জন্য পালতেছি আমরা। দুইটা ডিম পাড়লেও তো আমাদের লাভ হত!
.
.
নিখিল বসে আছে রেস্টুরেন্টে বেশকিছুক্ষণ হলো। তায়শাকে প্রবেশ করতে দেখে খুশিতে আত্মহারা হয়ে গেল সে। তায়শা এদিক সেদিক তাকাতে লাগলো। কারণ সে নিখিলকে চেনে না। নিখিলই এগিয়ে আসে তার কাছে। নিখিলকে যেমনটা ভেবেছিল তেমনটা সে নয়। স্মার্ট তবে সুদর্শন না। তাতে অবশ্য তার কিছু যায় আসেনা। আশিক তো আছেই তার জন্য।
নিখিলের সাথে বসে সে গল্প করতে থাকে। নিখিল আবারও একগাদা উপহার তার হাতে ধরিয়ে দেয়।
তায়শা বোনদের গল্প করলে তাদের জন্যও খাবার প্যাকিং করে দেয় নিখিল। এরপর তায়শাকে প্রশ্ন করলো, তোমাকে কেউ কি উপহার দিয়ে প্রপোজ করলে বেশি খুশি হবে তুমি?
-ডায়মন্ড রিং! অবশ্য জানি এটা আমার মিথ্যে স্বপ্ন। এমন কেউ করবে না।
.
তখনো তায়শা জানতো না তার জন্য কি সারপ্রাইজ অপেক্ষা করছে সামনে!
সেদিনের মতো সে বাসায় চলে আসে। এদিকে প্রায় তার ফোন ওয়েটিং পায় আশিক। সে আজ অনেকটা রাগ নিয়েই তায়শাকে ফোন দেয়। তায়শা নিখিলের দেওয়া বার্গারে কামড় বসিয়েছে মাত্র। আশিকের ফোন আসতেই নাফিশা রিসিভ করে বলল, আপনার পাঠানো খাবারই আমরা খাচ্ছিলাম।
.
বুশরাও উচ্চশব্দে বলল, ধন্যবাদ আশিক ভাই।
.
এদিকে তাদের কথা শুনে তায়শার গলায় খাবার আটকে যায়। সে কাশতে শুরু করলে বুশরা তাকে পানি দেয়। ওদিকে নাফিশাকে আশিক জিজ্ঞাসা করলো, আমার পাঠানো খাবার মানে?
.
তায়শা দ্রুত ফোন নিয়ে বারান্দায় চলে আসে। সে বলল, আসলে তুমি তো শালিদের জন্য কিছুই দাও না৷ তাই আজ আমি কিছু খাবার নিয়ে এসে ওদের বললাম তুমি দিয়েছ।
-ওহ এই ব্যাপার! আচ্ছা আমি সবটা বুঝি বলো? আমাকে শিখিয়ে দিলেই পারো।
-সব শিখিয়ে দিতে হয়? পারো না মাঝেমধ্যে এটা ওটা সারপ্রাইজ দিতে?
-দেব কি, তোমাকে তো আজকাল পাইনা। থাকো কই সবসময়? ফোনও প্রায় ওয়েটিং এ থাকে।
-আসলে হয়েছে কি, প্রাকটিকাল এর জন্য ফ্রেন্ডদের সাথে কথা বলতে হয়। গ্রুপ নিয়ে কাজ বুঝো তো।
.
মিথ্যে বলে কোনো রকমে আশিককে সামলে নেয় সে। ফোন রাখতেই নিখিলের মেসেজ আসে-
কাল একই জায়গায় দেখা করতে পারবে? সারপ্রাইজ আছে।
.
তায়শার ইচ্ছে না থাকার পরেও সারপ্রাইজ এর কথা শুনে সে রিপ্লাই দিলো-
হু পারব। তবে এমনিতেও বললে করতাম। সারপ্রাইজ এর প্রয়োজন নেই।
-আছে আছে। কাল আসো। আমি জানি তুমি অনেক খুশি হবে।
.
তার মানে আবারও উপহার পাবে সে! আজ রাতেও আর ঘুম হবে না। কি দিতে পারে নিখিল?
.
.
পরেরদিন কথামতো সকালে একই রেস্টুরেন্টে আসে তায়শা। আজ সে উত্তেজনায় নিখিলের আগেই চলে এসেছে। খানিকবাদে নিখিল আসে। কিন্তু তার হাত খালি দেখে হতাশ হয় তায়শা। উপহার আনতে কি ভুলে গেল না কি সে?
খাবারের অর্ডার দিলে খাবার আসে। খাবার খাওয়াও শেষ হয়ে যায়। এরপর তায়শা তাড়াহুড়ো করতে থাকে। কারণ অহেতুক তার সাথে বসে সময় নষ্ট করার ইচ্ছে তায়শার নেই। নিখিল একটি বক্স বের করে এগিয়ে দেয় তায়শার দিকে। সাথে রয়েছে একটি কার্ড । তায়শা চটজলদি তার হাত থেকে বক্সটি নিয়ে খুললো। একটি সুন্দর রিং দেখে সে অবাক হয়ে বলল, রিং?
.
নিখিল বলল- ইটস ডায়মন্ড!
.
তায়শা খুশিতে আত্মহারা হয়ে যায়। জীবনের প্রথম সে ডায়মন্ড ছুঁতে পেরেছে!
সে আঙুলে পরে ছবিও তুলে ফেলে। নিখিল বলল, কার্ডটি খুলে দেখো?
.
ডায়মন্ডের রিং এর কাছে এই কার্ডটি যেন খুবই তুচ্ছ তায়শার কাছে। সে বলল, বাসায় গিয়ে দেখি?
-উহু। এখুনি দেখো। যা আমি বলতে পারছি না তা এখানে লেখা আছে।
.
তায়শা ভ্রু কুচকে সেটি হাতে নিয়ে খুললো। লেখাটি পড়ে তার মাথায় যেন ভাজ পড়লো। লেখা আছে-
বিয়ে করবে আমায়? অনেক বেশি ভালোবেসে ফেলেছি তোমায়।
.
সে নিখিলের দিকে তাকিয়ে বলল, উত্তরটা পরে দিই?
.
নিখিল বলল, ইটস ওকে।
.
নিখিল ভেবেছিল তায়শা এখুনি তাকে ভালোবাসে জানিয়ে দেবে। মেয়েটা নিশ্চয় তাকে লজ্জা পাচ্ছে। তাই সে তাকে সময় দিতে রাজি হয়।
তায়শা আর সময় নষ্ট না করে উঠে পড়ে বাড়ি যাওয়ার জন্য।
রেস্টুরেন্ট থেকে বেরুনোর সময় নিজের বাইকে তায়শাকে বাড়ি পৌঁছে দিতে চায় নিখিল। সে রাজি হয় না। সি.এন.জি ঠিক করে তাতেই বাড়ি চলে আসে। আসার সময় নিখিল বলল, সাবধানে যেও।
.
সে মিষ্টি করে হেসে বলল, অবশ্যই।
.
তখনো নিখিল জানতো না, তার সাথে মিষ্টিমুখে হেসে তায়শার এটিই শেষ কথা বলা।
.
.
তায়শা বাড়িতে এসে রিং টা লুকোতে যাচ্ছিল। তখনি তা দেখে ফেললো বুশরা। সে নাফিশাকে ডাকতে যাবে তখনি তার মুখ চেপে ধরে তায়শা বলল, হুশ! এটা কাউকে দেখানো যাবে না এখন।
-কেনো? দেখে মনে হচ্ছে অনেক দামি। সেইজন্য?
-আরে না। এটা বাসর রাতের উপহার। এখুনি দিয়ে ফেলেছে। তাই আরকি।
-ও আচ্ছা! কিন্তু আমাকে তো একটু দেখা।
.
তায়শা তাকে দিতেই বুশরা বলল, এত চকচক করছে যে? এই তুই আশিক ভাইয়ার থেকে জোর করে ডায়মন্ড নিস নি তো?
-আরেহ না। এটা ডায়মন্ড না। ভালো আর দামি পাথরের তাই এমন চিকচিক করছে।
.
বুশরা কিছু বলার আগে আলিয়া খাতুনের ডাক আসে। সে রিং টা ফেরত দিয়ে তড়িঘড়ি করে ছুটে যায় সেদিকে। তায়শা তা আলমারিতে রেখে হাফ ছাড়ে। এরপর বিছানায় এসে শরীরটা এলিয়ে দেয় সে।
.
নিখিল সম্পর্কে সে যতটুক জেনেছে, বড়োলোক পরিবারের ছেলে সে। কিন্তু তায়শার পাশে একদমই তাকে মানাবে না। সে যাকে নিয়ে চলবে, মানুষটাকে অবশ্যই মানানসই হতে হবে। আশিক তার জন্য সঠিক। দেখতেও নিখিলের চেয়ে ঢের ভালো। তারও সুন্দর দোতলা বাড়ি আছে। আর কোনো ভাই-বোনও নেই। শুনেছে অনেক জমি-জমাও আছে। একজন ছেলের জন্য এসব যথেষ্ট। আর বুশরা বলে, গাড়িও নিয়ে নেবে। নিজেই তো ব্যাংকার। এদিকে নিখিল এখনো ছাত্র৷ তার সমবয়সী। যা আছে সবকিছু না কি চাচাতো ভাই দেখাশোনা করে। কৌশলে জেনে নিয়েছিল, সবকিছুই নাকি তার চাচার সম্পদ। চাচাতো ভাই যে তাকে কিছু দেবে গ্যারান্টি কি? বাড়িটা দু’জনের হলেও বিজনেস তো চাচার মানে চাচাতো ভাই এর। দুই ভাই একসাথে কাজ করলেও মূলত ব্যবসাটা ছিল বড় জনের। যা এখন চাচাতো ভাই সামলায়। এখন বেকার নিখিলের জন্য বিয়েটা ভাঙলে তারই ক্ষতি হবে।
নাহ, যা উপহার পাওয়ার পেয়ে গেছে সে। এখন সময় এসেছে নিখিলের সাথে যোগাযোগ বন্ধ করে দেওয়ার।
এই ভেবে সে নিখিলকে মেসেজ পাঠায়-
দেখো নিখিল তুমি অনেক ভালো ছেলে। কিন্তু তোমার সাথে আমার হবে না। মাত্রই জানলাম বাবা আমার বিয়ে ঠিক করেছে৷ আর বাবাকে আমি কষ্ট দিতে পারব না। আমায় ক্ষমা করে দিও৷ তোমার মতো স্টুডেন্ট ছেলের সাথে বিয়ে দেবে না আমায়। দরকার হলে তোমার দেওয়া সব উপহার নিয়ে যেও।
.
শেষের লাইনটা লিখতে কষ্ট হলেও লিখে দেয় তায়শা। উপহার যে ফেরত নেবে না এটা ভালোভাবেই জানে। সে ভেবেছে নিখিল হয়তো সব মেনে নেবে সহজেই। কিন্তু না। নিখিল তাকে ছাড়ার পাত্র না। সেই থেকে এখনো অবধি পড়ে আছে তার পেছনে।
.
.
দেখা করে গিয়ে মাত্র বিয়ে ঠিক আছে এমন একটা মেসেজ আশা করেনি নিখিল। সে তায়শাকে অনেকবার বুঝিয়েছে৷ তার পরিবারের সাথে কথা বলতে চেয়েছে। কিন্তু তায়শা তাকে গুরুত্ব-ই দিলো না। বরং করতে থাকলো অবহেলা। হুট করে তার এই পরিবর্তন মেনে নিতে পারছে না নিখিল।
.
আগের কথাগুলো ভাবতে ভাবতে নিখিলের চোখ ঝাপসা হয়ে আসলো। ঘড়ির দিকে তাকালো নিখিল। একজনকে সে একটি কাজ দিয়েছিল। বলেছিল সকালেই সবটা জানাবে। তার ফোনেরই অপেক্ষা করছে সে।
অবশেষে ফোনটা আসে। ওপাশ থেকে সবটা শুনে তার রাগ আরও বেড়ে যায়।
সে বাড়ি থেকে বেরিয়ে বাইকে উঠে বসে। সোজা চলে আসে ভাই এর অফিস রুমে।
নিহির কাজে ব্যস্ত ছিল। নিখিলকে দেখে সব ফাইল এক পাশে রেখে বলল, তুই এখানে?
.
নিখিল তার ভাই এর পাশে এসে বলল, তায়শা আমাকে ইচ্ছে করেই কষ্ট দিয়েছে ভাইয়া। ওর বিয়েটা অনেক আগে থেকেই ঠিক হয়ে আছে। এরপরেও সে আমার সাথে অভিনয় করেছে।
-কীভাবে বুঝলি?
-ওর এলাকার এক ছেলের মাধ্যমে খোঁজ নিয়েছি।
-বলিস কি! বিয়ে ঠিক হওয়ার পরেও তোর সাথে এই অভিনয় কেনো?
-সেটা আমি জানিনা।
কিন্তু আমি এটা মানতে পারছি না, আমাকে ঠকিয়ে সে এত সহজে আর কাউকে বিয়ে করে নেবে।
-তুই কি চাস এখন?
-আমি ওকে শাস্তি দিতে চাই।
-তবে ঘৃণা করছিস ওকে?
-নাহ। ঘৃণা করা এত সহজ না ভালোবাসার মানুষকে।
-তবে?
-ওকে যেভাবেই হোক, বিয়েটা আমিই করতে চাই। এটাই হবে ওর জন্য বড়ো শাস্তি।
.
নিহির বলল, ভেবে বলছিস তো?
-হু।
-তবে তুই শেরওয়ানি পছন্দ করে নে। বাকিটা আমার কাজ।
.
নিখিল আনন্দিত হয়ে বলল, সত্যি?
-হু।
-কিন্তু কি করবে তুমি? কথা বলতে গিয়ে তো কিছুই পারলে না।
-সেটা আমার উপরেই ছেড়ে দে। এখন আর কথাতে কাজ করব না।

.
নিহির ড্রয়ার থেকে কিছু টাকার বান্ডেল বের করে নিখিলকে দিয়ে বলল, শেরওয়ানি নিয়ে আয়।
.
নিখিল তা নিয়ে ছুটলো শপিংমলের দিকে৷ সে জানে, তার ভাই যা বলে তাই করে! আরেকবার বিশ্বাস করতে চায় সে তার ভাইকে।
.
চলবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here