হৃদয় নিবাসে তুই পর্ব-১৪

0
2374

#হৃদয়_নিবাসে_তুই
#পর্ব_১৪
লেখনীতেঃভূমি

ফেব্রুয়ারির শেষের দিকের শীত।রাতের আকাশটায় আজ একটু বেশিই আঁধার নেমেছে।অনেকক্ষন তাকিয়েও চাঁদের দেখা পাওয়া গেল না আকাশে।অদ্রিজা বেলকনিতে দাঁড়িয়ে আকাশ দেখছিল।রক্তিম নামক পুরুষটার জন্য অস্থিরতা টা যেন রাত হলেই হু হু করে বেড়ে উঠে।সেই অস্থিরতায় তার ছোট্ট মনটা যেন রোজ রোজ ভেঙ্গে চুড়মার হয়।অদ্রিজা লম্বা দীর্ঘশ্বাস ফেলেই আকাশের দিকে তাকাল।গভীর দৃষ্টিতে আকাশটাকে দেখতে মত্ত হতেই কানে আসল বেসুরা মোবাইলের রিংটোন।অদ্রিজা কপাল কুঁচকাল।রাত এগারোটা- সাড়ে এগারোটা হচ্ছে।এতোক্ষনে কে কল করবে তা বুঝে না উঠেই তৎক্ষনাৎ হাতের মোবাইলটা উল্টে চাইল।মোবাইলের স্ক্রিনে রক্তিমের নামটা জ্বলজ্বল করতে দেখেই অজানা অনুভূতি এসে ভীড় করল হৃদয়ে।অনুভূতিটা যেমন খুশির তেমনই অজানা ভয়ের।মোবাইলের স্ক্রিনে সময়টা দেখে হয়তো ভয়টা আরেকটু বাড়ল।বারোটা বাঁজার আর বিশমিনিট বাকি।এই সময়ে কেন কল করল রক্তিম?অদ্রিজা বুঝল না।কলটা রিসিভড করেই কাঁপা গলায় বলল,

‘ হ্ হ্যালো!’

রক্তিম কিছু বলল না।চুপ রইল।অদ্রিজার অস্থিরতাটা বেড়েই চলল।হাতের তালু বেলকনির গ্রিলে ঘষতে ঘষতেই আবারও বলল,

‘ হ্যালো রক্তিম?’

রক্তিম হালকা হাসল।বলে উঠল,

‘ আকাশের তারা কখনো বাবা মা হয় না।আপনি সেটা জানেন না?তাও আকাশপানে তাকিয়ে আছেন কেন?’

অদ্রিজা চমকে উঠল রক্তিমের কথা শুনে।সে আকাশ দেখছে তা রক্তিম কি করে জানল? বেলকনির গ্রিল ভেদ করে আশেপাশে তাকিয়েই রাস্তার ওপাশটায় বাইকে হেলান দিয়ে দাঁড়ানো রক্তিমকে দেখেই শিউরে উঠল মুহৃর্তে।লম্বা চওড়া সাদা ধবধবে শরীরে ব্ল্যাক শার্ট, গুঁটানো হাতা, ব্ল্যাক জিন্স।মোবাইল কানে রেখে তার দিকেই তাকিয়ে আছে ঘোর লাগানো চাহনিতে।সেই চাহনিতেই যেন নড়বড়ে হয়ে গেল অদ্রিজার ভেতরটা।অস্বস্থিতে হাঁসফাঁস করেই বলল,

‘ আপনি আমার বাসার সামনে রক্তিম?’

রক্তিম ঠোঁট বাঁকিয়ে হাসল।অদ্রিজার দিকে ঠিক সেভাবেই তাকিয়ে রইল।ভ্রু উঁচিয়ে বলল,

‘ তো?’

অদ্রিজা কি বলবে খুঁজে পেল না।রক্তিমের হাসি আর তাকানো দেখেই লজ্জ্বায় মিইয়ে এল যেন সে।মুহুর্তেই বোধগম্য হলো রক্তিম নামক পুরুষটাকে দেখে সে লজ্জ্বা পাচ্ছে।মুখ নামিয়ে মোবাইলটা কানে রেখেই লজ্জ্বা ভাবটাকে লুকোতেই কঠিন গলায় বলল,

‘ তো মানে?এতরাতে আপনি আমার বাসার সামনে আসবেনই বা কেন?মানুষজন দেখলে কি ভাববে!এই পাড়ায় নতুন আমরা।একটা বিবাহিত মেয়ে রাত বিরাতে বেলকনিতে এসে কোন ছেলের সাথে প্রেম বিনিময় করছে বিষয়টা মোটেই ভালো দেখায় না।’

রক্তিমের তেমন একটা ভাবাবেগ হলো না।বরং অদ্রিজাকে আরো লজ্জ্বায় ফেলতেই মুখে অন্যরকম দুষ্টুমিমাখা হাসি ফুটাল।ঠোঁট কাঁমড়ে চোখমুখের চাহনি অন্য রকম করেই অদ্রিজার দিকে তাকিয়ে রইল একদৃষ্টিতে।অদ্রিজা সেই দৃষ্টির সম্মুখীন হতেই চোখ মুখ কুঁচকে ফেলল।জামার ওড়না ঠিকঠাক করে ওড়নায় হাত ঘষে অস্বস্তি কমাতে চেয়েই বলে উঠল,

‘ ছিঃ!তাকানোর কি ধরণ।এক্ষুনি বখাটে ছেলে হিসাবে রাস্তায় ঘনপিটুনি খেতে পারেন আপনি। ‘

রক্তিম আওয়াজ করে হাসল।চাহনিটা সেরকম রেখেই বলল,

‘ যাক বাবা!আপনিই বললেন প্রেম বিনিময় করছি আর প্রেমময় দৃষ্টিতে তাকালেই অপরাধ?’

‘অপরাধ।খুব বড়সড় অপরাধ!’

রক্তিম হাসল।বাইকের থেকে সরে এসেই রাস্তার একপাশে দাঁড়াল। অদ্রিজার দিকে চাহনি সরল না অবশ্য।ঠোঁটজোড়া গোল করে তীক্ষ্ণ আওয়াজ করে শিষ বাঁজিয়ে উঠল।অদ্রিজা কপাল কুঁচকে তাকিয়ে রইল। রক্তিম বাঁকা হেসেই বলল,

‘ এই বখাটে ছেলের গর্হিত অপরাধে কেউ শাস্তি দিচ্ছে না অদ্রিজা।দেখুন।’

অদ্রিজা কিছুক্ষন চুপ থেকেই ছোট্ট শ্বাস ফেলল।সরাসরি বলল,

‘ কেন এসেছেন?’

রক্তিম নির্লিপ্তভাবে উত্তর দিল,

‘ সুইটহার্টের বার্থডে আজ।পিচ্চিরা পাঠাল আপনাকে নিয়ে যেতে।নিচে নামুন তো দ্রুত।’

রক্তিমের কথাগুলো শুনেই এতক্ষনকার স্বচ্ছ সুন্দর অনুভূতি, শিহরণ সবটাই মুহুর্তে রূপান্তরিত হলো বিশ্রী রাগ আর ক্ষোভে।রক্তিমের মুখপানে এক নজর চাইতেই রক্তিম মুচকি হাসল।বলল,

‘ এভাবে তাকালে ভয় পাব অদ্রিজা।’

‘ ভয় পাওয়ার দরকার নেই। আপনি চলে যান।আমি এখন ঘুমাবো।আপনার সুইটহার্টকে আমার হয়ে জম্মদিনের শুভেচ্ছা জানিয়ে দেবেন রক্তিম।ওহ হ্যাঁ, একটু দাঁড়ান।আমি আপনার সুইটহার্টের জন্য গিফ্ট নিয়ে আসছি।ওটা দিয়ে দেবেন আমার হয়ে।’

কথাটা বলেই অদ্রিজা রুমে ডুকল দ্রুত।রক্তিম প্রায় মিনিট দুই বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকার মাঝেই নিচে নামল অদ্রিজা রক্তিমের সামনে গিয়েই একটা তরতাজা গোলাপ আর একটা বক্স ধরিয়ে দিয়েই বলে উঠল,

‘ আপনার সুইটহার্টের জন্য উপহার। দিয়ে দেবেন।বাই।’

কথাগুলো বলে অদ্রিজা পেঁছন দিকে পা বাড়াতে নিলেই রক্তিম তার বা হাতটা ধরে হেঁচকা টান দিল।বাইকের পেঁছনে বসিয়ে দিয়েই নিজেও বসে পড়ল সামনে।বাইক চালানো স্টার্ট করার আগেই আয়নায় একনজর চাইল অদ্রিজার দিকে।বাঁকা হেসে বলল,

‘ আমায় ধরে বসুন।পরে পড়ে টড়ে গেলে জানা নেই।’

অদ্রিজা রক্তিমকে ধরে বসল না।ছটফট করে উঠে যেতে নিলেই রক্তিম বাইক চালানো শুরু করল।অদ্রিজা হুড়মুড় করে টাল সামলাতে না পেরেই রক্তিমের পিঠে শার্টটা খামচে ধরল।রক্তিম বাঁকা হাসল।মৃদু কন্ঠে বলল,

‘ প্রথমেই বলেছিলাম। ‘

.

জায়গাটা বিশাল। খালি মাঠ।পাশেই রাস্তা। রাতের ঠান্ডা বাতাসে কোথাও থেকে ভেসে আসছে শিউলি ফুলের তরতাজা সুগন্ধ।অদ্রিজা পাশ ফিরে চারদিকটা ঘুরে তাকাল।রাস্তার পাশেই শিউলি গাছ।রাতের অন্ধকারেও শিউলি ফুলগুলোর সাদা আভা আবছা দেখা যাচ্ছে।অদ্রিজা মৃদু হাসল। মাঠের মাঝখানে তাকাতেই দেখা মিলল ছোট ছোট ছেলেমেয়ে গুলোর।লাল নীল বাতি, হরেক রকম বেলুন দিয়ে সাঁজানো হয়েছে মাঠটা।মাঠের মাঝখানে আরো লোক আছে।অদ্রিজা স্পষ্ট দেখতে পেল না তারা কারা।রক্তিমের দিকে ভ্রু কুঁচকেই প্রশ্ন ছুড়ল দ্রুত,

‘ আমাকে জোর করে আনলেন কেন রক্তিম?আমি আসতে চাইনি।আপনার প্রেমিকা আপনার প্রেম, আপনি আসবেন তার বার্থডেতে।আমাকে কেন?’

রক্তিম মুচকি হাসল।অদ্রিজার প্রশ্নের উত্তর না দিয়েই নিজের ডান হাতের তর্জনি আঙ্গুলটা রাখল অদ্রিজার ঠোঁটজোড়ায়।অদ্রিজা যেন মুহুর্তেই জমে গেল।রক্তিমের হাতের স্পর্ষ হঠাৎ ঠোঁটে পেয়েই চমকে গেল সে।চোখজোড়া বড় বড় করে তাকাতেই রক্তিম হাসল।ঘড়িতে বেশ মনোযোগ দিয়ে সময় দেখেই বলল,

‘ বারোটা বাঁজার আর চার মিনিট।আপনি আসলে আসুন। না আসলে এখান থেকে চলে যান।এজ ইউর উইশ!’

অদ্রিজা সঙ্গে সঙ্গে জ্বলে উঠল।চোখজোড়া দিয়ে মুহুর্তেই অগ্নির ন্যায় ফুলকি বের হলো।রক্তিমের তাতে তেমন হেলদোল ঘটল না।অদ্রিজার মুখে ফু দিয়েই পা এগিয়ে চলে গেল সামনে।অদ্রিজা ঠাই অগ্নিমূর্তি ধারণ করে সেখানেই দাঁড়িয়ে রইল।এত রাতে এখানে এনে তাকে একা ছেড়ে চলে গেল?আবার চলে যেতেও বলল?দুনিয়ায় অসভ্য, নিকৃষ্ট লোক থাকলে এই লোকটাই তার শীর্ষে অবস্থান করছে।রাগে হাঁসফাঁস করেই এগিয়ে গেল মাঠের মাঝখানে থাকা লোকজন আর বাচ্চাগুলোর দিকে।মাঠের এককোণায় গিয়ে মুখচোখ ভারী করে দাঁড়িয়ে থাকতেই বাচ্চাগুলো ঘিরে ধরল তাকে ঘিরে। সবাই একসাথেই বলল চেঁচামেচি করে,

‘ অদ্রিজা আপি?’

অদ্রিজা মুচকি হাসল।রক্তিমের প্রতি রাগ, ক্ষোভটা মুহুর্তেই যেন উবে গেল।মিষ্টি হেসেই বলল,

‘ হ্যাঁ ছোট্ট পিচ্চিরা।তোমাদের পিকনিক শেষ?’

ছোট ছোট ছেলেমেয়েগুলোর মাঝখান থেকে একজন মুহুর্তেই বলল,

‘ নাহ তো, এখনও তো সুইটহার্টের কেক কাঁটা বাকি আছে।ওটাই তো মেইন পার্ট ।’

অদ্রিজা অবাক হলো।কপাল কুঁচকে মেকি হাসল।ওরাও সুইটহার্ট ডাকে তাকে?কে সে?চোখ মুখ কুঁচকে নিয়ে ভাবতেই মাঠের মাঝখানে এসে উপস্থিত হলো রক্তিম। শুধু সে নয়।সাথে সাদা শাড়ি পরিহিত একজন বৃদ্ধা মহিলাও আছে।রক্তিম তার চোখজোড়া হাতজোড়া দিয়ে ধরে রেখেছে।অদ্রিজা কিছুই বুঝে উঠল না।পা বাড়িয়ে সামনে যেতেই চোখে পড়ল নেহাকেও।অদ্রিজাকে দেখেই ঝটফট এগিয়ে আসল তার দিকে।দাঁত কেলিয়ে বলল,

‘ তুই কবে আসলি দ্রিজা?এতক্ষন একা একা বোর হচ্ছিলাম।’

অদ্রিজা ড্যাবড্যাব করে তাকিয়ে রইল নেহার দিকে।রক্তিম আর বৃদ্ধ মহিলাটার দিকে আরেক নজর তাকিয়েই পুরা বোকার মতো চেয়ে রইল।নেহা খিলখিল করে হেসেই ঘড়ি দেখল।অদ্রিজার কানে ফিসফিসিয়ে বলল,

‘ আর এক মিনিট ত্রিশ সেকেন্ড দ্রিজা।’

অদ্রিজা থমকানো মস্তিষ্ক নিয়ে সেভাবেই দাঁড়িয়ে রইল।রক্তিমের সুইটহার্ট কে বুঝে না উঠেই কান্না পাচ্ছে তার।আর ঐ বৃদ্ধাই বা কে?রক্তিমের সুইটহার্ট কি সেই?বুঝে উঠল না।মস্তিষ্ককে বারবার প্রশ্ন করেও কোন উত্তর খুঁজে পেল না সে।বিধ্বস্ত মন নিয়ে একবার রক্তিম আর ঐ বৃদ্ধা মহিলা তো একবার নেহার দিকে তাকাল।শুকনো ঢোক গিলেই কাঁপা গলায় বলল,

‘ উ্ উনি? উ্নিই কি রক্তিমের সুইট….’

অদ্রিজা পুরো কথাটা শেষ করতে পারল না।সঙ্গে সঙ্গেই চারপাশ থেকে ভেসে আসল আনন্দ উচ্ছ্বাসিত মিশ্রিত হৈ- হুল্লুড়। ছোট্ট ছোট্ট পিচ্চি গলার তীক্ষ্ণ আওয়াজ সহ, রক্তিম, নেহার গলায়ও শোনা গেল,

‘ হ্যাপি বার্থডে সুইটহার্ট! হ্যাপি বার্থডে টু ইউ! ‘

অদ্রিজা ঠাঁই দাঁড়িয়ে রইল।রক্তিমের দিকে স্থিরভাবে তাকিয়ে রইল সে।রক্তিম সামনের বৃদ্ধা মহিলার চোখ থেকে সরিয়ে নিল হাতজোড়ার শক্ত বাঁধন।মুখটা বৃদ্ধার কাঁধে গুঁজেই মিষ্টি হেসে বলতে লাগল,” হ্যাপি বার্থডে সুইটহার্ট।”অদ্রিজা রক্তিমের থেকে নজর সরিয়ে বৃদ্ধার দিকে তাকাল।মুখটা পুরোপুরি নেহার মতোই দেখতে।গায়ের রং রক্তিমের মতোই ফর্সা ধবধবে।কুঁচকানো চামড়া। মাথায় সাদা পাঁকা কোঁকড়ানো চুল।রক্তিম সে চুলেই একহাত দিয়ে হাত বুলিয়ে মুখ ঘেষল বৃদ্ধ মহিলার মুখের কুঁচকানো চামড়ায়।টুপ করেই সাদা ধবধবে গালের কুঁচকানো চামড়ায় চুমু খেল।বৃদ্ধা হাসল।রক্তিম হাঁটু গেঁড়ে বসেই বৃদ্ধার বাম হাতের আঙ্গুলে পরিয়ে দিল চকচকে হীরার রিং।পেঁছন থেকে অদ্রিজার দেওয়া সেই গোলাপটাই এগিয়ে দিয়েই হেসে বলল,

‘শুভ জম্মদিন সুইটহার্ট।তোমায় অনেক ভালোবাসি সুইটহার্ট।সবসময় আমার পাশে এভাবেই থাকবে।’

বৃৃদ্ধা মুচকি হাসল। রক্তিমের হাত ধরে উঠিয়েই হাত উঁচিয়ে চুলগুলো এলোমেলো করে দিল।মুচকি হেসেই বলল,”পাগল!”অদ্রিজা মুগ্ধ চাহনিতে তাকিয়ে রইল।রক্তিমের হাত ধরে কেক কাঁটতে গিয়েই চারপাশে একবার ফিরে চাইল বৃদ্ধা।অদ্রিজার দিকে তাকাতেই চোখাচোখি হলো দুজনের চাহনি।অদ্রিজা সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিল।মৃদু হেসে নেহার কাছাকাছি দাঁড়িয়েই কানে ফিসফিসিয়ে বলল,

‘ উনি তোর দাদীমা?মানে রক্তিমের নানী?রুহানা চৌধুরী যেমন তোর কার্বন কপি তেমনটা না হলেও তোর চেহারার সাথে অনেক মিল আছে উনার চেহারার।তাই মনে হলো।’

নেহা মুচকি হাসল।বলল,

‘ হ্যাঁ।আমার দাদীমা।’

অদ্রিজা চকচকে চাহনিতে তাকাল।সঙ্গে সঙ্গেই অস্পষ্ট কন্ঠে বলে উঠল,

‘ তার মানে রক্তিমের সুইটহার্ট উনিই?উনাকে সুইটহার্ট ডাকে রক্তিম?’

নেহা খিলখিলিয়ে হাসল।ফিসফিসিয়ে বলল,

‘ উহ!কেবল সুইটহার্ট না তো।প্রেমিকাকে যতরকম সম্বোধন করা যায় সবই ডাকে রক্তিম ভাইয়া দাদীমাকে।’

অদ্রিজা মুচকি হাসল।এক দৃষ্টিতে তাকিয়ে রইল রক্তিমের হাসিমাখা মুখটার দিকে।এই যুবকটির মাঝেই যে কতশত দুঃখ লুকায়িত আছে তা কি কেউ বলবে তার এই মারাত্মক ঘায়েল করা হাসি দেখে?

.

তখন খাওয়ার পর্ব শেষ। বিশাল মাঠের মাঝখানেই খাওয়ার আয়োজন করা হয়েছে।অদ্রিজা আর নেহা ও খাবার শেষ করে দুটো চেয়ারেই বসে ছিল।বাচ্চাগুলো যে যার মতো খাওয়া শেষ করে খেলছে হাত পা ছড়িয়ে। সামনের টেবিলটাতে আরো বেশ কয়েকজন। নেহার মা বাবা সহ, চাচা চাচি। অদ্রিজা মিনমিনে চাহনিতে তাকিয়ে তাকিয়ে দেখছিল তাদের।ঠিক তখনই পেঁছনে এসে দাঁড়াল নেহার দাদীমা।মাথায় হাত রেখেই মুখ নিচু করে অদ্রিজার মুখটা দেখল।মিষ্টি হেসে বলল,

‘ তুমি নেহার ফ্রেন্ড বুঝি? চিনলাম না তো। ‘

অদ্রিজা মাথা ঘুরিয়ে তাকাল।মুচকি হেসে উঠে দাঁড়াল।টিস্যু পেপারে দ্রুত হাত মুঁছে মিষ্ট হেসেই জবাব দিল,

‘ জ্বী হ্যাঁ। আবার রক্তিমের ওয়াইফ…..’

বাকিটা বলতে দিল না রক্তিম।তার মুখ থেকে কথাটা একপ্রকার কেঁড়ে নিয়েই বলল,

‘ উহ!রক্তিমেন ওয়াইফ না, লিটল ওয়াইফের ফ্রেন্ড তুমি অদ্রি…জা। ভুলে গেলে আমি নেহাকে লিটল ওয়াইফ ডাকি। ওয়াইফ না ‘

অদ্রিজা বিষম খেল।রক্তিমকে গিরগিটির মতো রং বদলাতে দেখে বিস্ময়ে চোখমুখ চকচক করে উঠল।রক্তিমের মুখ থেকে তুমি ডাকটা শুনে আরো বিস্ময় খেলে গেল চোখমুখে।হালকা কেঁশেই অস্ফুট স্বরে বলল,

‘ জ্বী।’

রক্তিম অদ্রিজার দিকে তাকিয়েই বাঁকা হাসল। নিজের নানীকে কিছু একটা বুঝিয়েই অন্য পাশে পাঠিয়ে দিল।অদ্রিজা হতবিহ্বল চাহনি নিয়ে তার দিকে তাকিয়ে থাকার মাঝেই ডানহাতটা চেপে ধরে হেঁচকা টানে সরিয়ে নিয়ে গেল অন্য দিকে।পেঁছনে কোন গাছের সাথে হাতজোড়া চেপে ধরেই দাঁতে দাঁত চেপে বলে উঠল,

‘ সুইটহার্টের সামনে আপনাকে আমার ওয়াইফ হিসেবে পরিচয় দিচ্ছিলেন কোন সাহসে অদ্রিজা?আমার আর আপনার সম্পর্কটা শুধুমাত্র একমাসের সম্পর্ক। মিস্টার মাহমুদের সাথে চুক্তি করেই বিয়েটা করেছিলাম।আপনি যেমন আপনার বাবার ঋন বা পাওনা মিটারোর জন্য বিয়ে করেছেন।তেমনই আমিও এই যে বিশাল জায়গাটা দেখছেন? এই জায়গাটার জন্যই চুক্তি করে আপনাকে বিয়ে করেছি।শুধু এইটুকুই।সুইটহার্ট এই বিষয়ে কিছু জানে নাহ।আমি চাই না জানুক।আপনিও কিছু বলবেন না।আপনার চুক্তি তো মিটেই গিয়েছে।এবার আমার চুক্তিটাও মিটে যাওয়ার অপেক্ষা। তারপর সবটা শেষ!আর কিছুই থাকবে না আমাদের মাঝে।মাইন্ড ইট!’

অদ্রিজার চোখজোড়া টলমল করে উঠল।নিজের এতটা কাছে রক্তিম অথচ রক্তিমের দিকে তাকাতে ইচ্ছে করছে না তার।কান্না আসছে চোখজুড়ে।এই যুবকটিকে সত্যিই কি তবে ভালোবেসে ফেলল সে?নাহলে এতটা কেন কষ্ট হয়? এত কেন অস্থিরতা তার জন্য?একবার যদি সবকিছু ভুলে বলে দেয়, ” ভালোবাসি।” রক্তিম কি মেনে নিবে সম্পর্কটা?নাকি ফিরিয়ে দেবে?

#চলবে….

[কেমন হয়েছে জানাবেন।গল্প কি বেশি অগোছাল বা খারাপ হচ্ছে?দয়া করে গল্পের ভালো-খারাপ তুলে ধরবেন। আমি লেখা শুধরানোর চেষ্টা করব।আর যারা এই গল্পের প্রতি বোর হয়ে গেছেন, বিরক্ত লাগছে, লেখাগুলো নিছকই তাদের কাছে খারাপ মনে হচ্ছে প্লিজ ইগনোর করবেন।অনুরোধ রইল খারাপ লাগলে ইগনোর করার।ভুলত্রুটি মার্জনীয়।সবার জন্য ভালোবাসা রইল❤️🥀।]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here