সবটা অন্যরকম♥ পর্ব-৩

0
611

সবটা অন্যরকম♥
#পর্ব_৩
Writer-Afnan Lara
.
দুলাভাই এসেছেন?
না থাক উনার আসার প্রয়োজন নেই,যে কথাগুলো বলবো তা উনার সামনে বলতে আমার বিবেকে বাঁধে,,আহনাফ থাকুক,ওর জানা জরুরি
.
তোর দুলাভাই ঘুমাচ্ছে,কি হয়েছে সেটা তো বলবি
.
আমি যাকে তোমাদের বাসায় পাঠালাম সে হলো দিবা,,,দিবা হক
আমার মেয়ে
.
আহনাফ আর তার মা চমকে উঠলো মৌসুমীর কথা শুনে,, তারপর মা আগ্রহ নিয়ে বললেন”কিহহহ!!কেমন মেয়ে?”
.
আমার নিজের পেটের মেয়ে
.
আমরা আজ পর্যন্ত জানতাম তোর ইভান আর ইতি ছাড়া কোনো সন্তান নেই,তাহলে দিবা আসলো কই থেকে?
.
আপা তোমার মনে আছে?আমি সাদাতের সাথে পালিয়ে গিয়েছিলাম??কিন্তু ও আমাকে বিয়ে করেনি,,বিয়ে করবে কথা দিয়ে দুদিন আমাকে তার বাসায় রেখে বের করে দিয়েছিলো খালি হাতে,,বিয়ের কথা বলেও সে বিয়ে করেনি,,এরপর আমি বাসায় ফেরত এসেছি দেখে তোমরা মাসের শেষের দিকে বিয়ে দিয়ে দিলে আমায় জসিমের সাথে
জসিমকে আমি সব সত্যি বলে দিয়েছিলাম যে আমার সাদাতের সাথে ঘনিষ্ট সম্পর্ক হয়েছিলো,তাও সে আমাকে বিয়েটা করে
এরপর আমরা চিরজীবনের জন্য খুলনায় এসে পা রাখলাম,,
বিয়ের সপ্তাহ পার হতে না হতেই জানতে পারলাম আমার গর্ভে সন্তান,এটা যে জসিমের না সেটা সে আর আমি খুব ভালো করে জানি,,জসিম তার পরিবারের কাউকে কিছু বলেনি,আমাকে এবরশান করাতে ও নিয়ে গেলো না,বললো শিশুটি কোনো দোষ করেনি
মনে মনে ভাবতাম আমার এত ভুল কেন জসিম মেনে নিচ্ছে বারবার এর কারণ কি আমায় সে ভালোবাসে নাকি অন্য কিছু
পরে আমার সামনে এসে দাঁড়ালো একটা কঠিন সত্য
আমি জানতে পারি জসিম বিবাহিত ছিলো,,ডিভোর্স হওয়ায় আমায় সে বিয়ে করে,,তার আগের সংসারের একটা ছেলে আছে ইভান,,সে তখন ক্লাস ফাইভে পড়তো,,আমি ইভানকে নিজের ছেলের মতন বড় করতে থাকি
৯মাস পর আমার কোলে দিবা আসে
দিবার খবর আমি জসিম আর ইভান ছাড়া কেউ জানলো না
জসিমের পরিবার ও নাহহ,কারণ তাদের বাসা ঢাকাতে,,চাকরিসূত্রে আমরা খুলনায় বাসা ভাড়া নিয়ে থাকতাম
ছুটিতে জসিম তার দেশের বাড়ি গেলেও আমি যেতাম না
কারণ দিবার পরিচয় দিতে আমায় হিমশিম খেতে হয়
দিবাকে কার কাছে রেখে যেতাম??
বাসায় না আসা নিয়ে জসিমের পরিবার আমার সাথে আজ পর্যন্ত ভালোভাবে কথা বলে না
কেউ বিশ্বাস করবে না এটা জসিমের মেয়ে,কারণ তার চেহারায় সাদাতের প্রতিচ্ছবি ফুটে থাকে সারাক্ষণ
আজ এতটা বছর হয়ে গেলো আমি দিবাকে লুকিয়ে রেখেছি আমার সব আত্নীয় অনাত্মীয় থেকে,আমার ঘরে আরেকটি কন্যাসন্তান হয়েছে,সে ইতি,,,কেন জানি না মনে হয় দিবা আমার সংসারটাকে শেষ করে দিবে,ওকে দেখলে আমার সাদাতের কথা মাথায় আসে,,জসিম দিবাকে নিজের মেয়ে ভাবে না,আবার অনাদর ও করে না,,ওর পড়ার খরচ ভরণপোষন এতদিন ও চালিয়েছে
ইভান তো সহ্যই করতে পারে না দিবাকে,,ইতিও তার ভাইয়ের মতন হয়েছে
দিবাকে আমার কাছে রাখলে কষ্ট ছাড়া আর কিছুই দিতে পারবো না
দিবা এখন বিয়ে করবে না আর এদিকে ইতি বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে
ইতির বিয়ের জন্য এসে পাত্রপক্ষ দিবাকে পছন্দ করে ফেলে,জসিম এটা সিরিয়াস নিয়ে ফেলেছে,সে বলে আমার দিবার কারণে ইতির জীবন নষ্ট হবে
এভাবে রিজেক্ট হতে থাকলে ওর মন ভেঙ্গে যাবে
দিবা এখন বারতি ঝামেলা হয়ে গেছে তার কাছে,ডেইলি এই প্রসঙ্গে কথা উঠায় আর আমায় অপমান করে
সাদাতের নাম নিয়ে
আমার আর সহ্য হয় না এসব
দিবাকে দূরে ঠেলে দিতে আমার বুক পুড়ে যাচ্ছে,কিন্তু এভাবে ইমোশান দেখালে তো হবে না,ওকে শক্ত রাখতে আমি ওকে অনেক কড়া কথা বলেছি যাতে ও আর কখনও পিছনে ফিরে না তাকায়,আমাকে ভুললে ও ভালো থাকবে
নানা জুটঝামেলায় আমি বাধ্য হয়ে ওকে তোমার কাছে পাঠালাম
তুমি আজীবন আফসোস করলে তোমার একটা মেয়ে নেই বলে
আজ আমি তোমায় একটা মেয়ে উপহার দিলাম,দিবা পানির মতন, যে পাত্রে থাকবে তার রঙ ধারন করবে,তুমি যদি বলো তোমায় আজ থেকে মা মানতে তাহলে সেটাই করবে,,বুদ্ধি কম,,বোকা সোকা,,আমি পারিনি ওকে আমার কাছে রাখতে,,,ও তোমার কাছে ভালো থাকবে আশা করি,,ছোট বোনটার এই মিনতি রেখো,,জীবনে কখনও দেখা হলে পায়ে ধরবো তোমার তাও দিবাকে ফেলে দিও না আপা
.
মৌসুমী লাইন কেটে দিলেন,আহনাফের মা শাড়ীর আঁচল দিয়ে চোখ মুছে দিবার দিকে তাকালেন,,আহনাফ রোবটের ন্যায় বসে আছে এক জায়গায়,,ওর মা এবার উঠে দাঁড়িয়ে দিবার কাছে এসে ওকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন,,ওর মাথায় হাত রেখে বললেন”এরকম ভাগ্য নিয়েও কেউ আসে?”
.
আহনাফ বুঝেছে বিষয়টা এবার সেন্টিমেন্টাল হয়ে যাবে
স্থান পরিবর্তন করাই শ্রেয়
সে তার ভার্সিটির বইখাতা গুছিয়ে বাসা থেকে বেরিয়ে গেলো,সোজা ভার্সিটিতে
গায়ের হলুদ রঙের টিশার্ট পাল্টে এবার খয়েরী রঙের টিশার্ট পরেছে সে,বাকি সব আগেরই,,কালো জ্যাকেট আর কালো প্যান্ট,ক্যাপটা রেখে ুসেছে,,হাত দিয়ে চুলগুলোকে এলোমেলো করতে করতে হাঁটছে সে
তার এই ড্রেসআপ এই ভার্সিটির কারোর সাথেই মেলে না
সে নিয়ম করে টিশার্টের রঙ পাল্টালেও তার জ্যাকেট সেই কালো রঙই থাকবে, দূর থেকে কেউ ওকে দেখলে তাই সহজেই চিনতে পারে
হেঁটে যাওয়ার সময় যতগুলো মেয়ে সামনে পড়েছে সবাই গুড মর্নিং বলেছে ওকে,,আর আহনাফ মনে মনে ভাবছে এগারোটার সময় গুড মর্নিং বলে পাগলে,আমার কাছে সকাল মানে ৫টা টু ৭টা,,এরপরে সকালের শেষ হতে শুরু করে
আর এখন তো এগারোটা,এখন হলো দুপুরের শুরু
ব্যাগটা ক্লাসের বাহিরে ঝুলিয়ে রেখে হাতে কলম নিয়ে সিটে বসে গেলো সে,,আজকে ইংলিশ পরীক্ষা তার,তাই এত ছুটে আসা,,পরীক্ষা এখনও শুরু হয় নাই বলে শান্তি বিরাজ করছে চারিদিকটা,নাহলে আহনাফ দুনিয়া উল্টায় দিতো যদি পরীক্ষা শুরু হয়ে যেতো

দিবা এই রুমটা তোমার,,পছন্দ হয়েছে?
.
দিবা মুখটা ছোট করে বললো”আমাকে আপনারা রেখে দিবেন?”
.
হুম রেখে দিব,এখন থেকে এই রুমটা তোমার,,ওপাশের রুমটা আমার আর তোমার খালুর,,আর এ পাশের রুমটা আহনাফের,,আহনাফকে তো চেনা হয়ে গেছে তোমার
আমার কিন্তু আরেকটা ছেলে আছে,সে আরিফ,,সে আজ বিয়ের অনুষ্ঠানে গেছে বলে দেখতে পাওনি
.
আমি সায়দাবাদে উনাকে দেখেছিলাম,বাইক এনে ঐ লোকটাকে দিয়েছিলো
.
কোন লোকটা?ওহ আচ্ছা আহনাফ?তুমি ওরে ভাইয়া ডাকতে পারো,খালাতো ভাই বোন তোমরা,তবে আরিফ ওর চেয়ে ছোট,আবার তোমার চেয়ে বড়,তাই ওদের দুজনই তোমার ভাইয়া হবে
.
দিব মাথা নাড়িয়ে “আচ্ছা” বললো
.
তা এই বিড়ালটা কিছু খাবে??ওরে কি খাওয়াও?
.
আমি যা খাই ও তাই খায়,আলাদা বাটি আছে ওর,সেটায় করে দিলে খায়
.
তাহলে হাত মুখ ধুয়ে আসো,আমি তোমায় খাবার দিচ্ছি
.
কথা শেষ করে আহনাফের মা রান্নাঘরের দিকে চলে গেলেন,দিবা ব্যাগটা টানতে টানতে রুমে ঢুকালো,,ক্রিম কালার করা রুমটা,,বিছানায় লাল নীলের মিশ্রনের বিছানার চাদর,,একটা বালিশ আর একটা কোলবালিশ সেখানে,,পাশে একটা আর এফ এলের আলমারি আর একটা চিকন ড্রেসিং টেবিল,আর কিছু নেই,সম্ভবত এটা মেহমানদের রুম,একটা ছোটখাটো বারান্দা আছে দেখে দিবার মুখে হাসি ফুটলো,ব্যাগ আর মিনিকে রেখে সে গেলো সেটা দেখতে
বারান্দা সম্পূর্ন খালি,,দিবা ভাবলো সে নিজ হাতে সাজাবে,আজ থেকে তো এটাই তার ঠিকানা,,মুচকি হেসে সে বারান্দার আশেপাশে তাকালো,,পাশেই আরেকটা বারান্দা,সেটাতে একটা লুঙ্গি ঝুলছে আর হলুদ রঙের টিশার্ট
টিশার্টটা দেখেই আহনাফের কথা মনে আসলো দিবার,লোকটার রুম একদম আমার রুমের পাশেরটাই পড়তে গেলো,এবার সারাজীবন জ্বালাবে আমায়
.
দিবা রুমে ফেরত এসে ব্যাগটা ফ্লোরে শুইয়ে চেইন খুলে ভেতর থেকে তোয়ালে আর মিনির খাবারের বাটি বের করলো
তারপর তোয়ালে নিয়ে বাথরুমে গেলো হাতমুখ ধুতে
মিনি গুটিগুটি পায়ে বারান্দায় এসে স্টাইল করে শুয়ে পড়লো
খুলনায় ও তার এমন বারানন্দায় শোয়া অভ্যাস ছিল,,
দিবা মুখ ধুয়ে বের হয়ে মিনিকে ডাক দিয়ে রুম থেকে বের হলো,,আহনাফের আম্মু ব্যস্ত হয়ে টেবিলে খাবার আনছেন,,দিবাকে দেখে হাসলেন,তার চোখে যেন পানি দেখতে পেলো দিবা
উনি চোখ মুছে বললেন”জানো!তোমার মা সেই যে বিয়ে করে খুলনায় পা রেখেছিলো এর পরে আমি আমার বোনরা এমনকি আমার বাবা মা ভিডিও কল ছাড়া ওকে দেখিনি
আমাদের উপর থাকা তার অভিমান তাকে এতবছর ধরে আলাদা করে রেখেছে,,তোমায় দেখে মনে হলো ওর ছোঁয়া পেলাম,ও আসলে আরও ভালো হতো
এভাবে ওর ছোঁয়া পাবো আসলেই ভাবিনি কখনও
.
দিবা থুতনির নিচে জমে থাকা পানি মুছে হালকা করে মুচকি হেসে টেবিলের কাছে এসে দাঁড়ালো,,আহনাফের আম্মু খাবারের প্লেটটা এগিয়ে দিয়ে বললেন”ইতিকে ভিডিও কলে দেখেছি,,জসিম ভাইয়ের চেহারা ইতি পেয়েছে,,
আর সাদাত ভাই মনে হয় জসিম ভাইয়ার চেয়েও সুন্দর ছিল যার কারণে তার মেয়ে এত সুন্দর,ইতি ও সুন্দর তবে এখন তোমায় দেখে বুঝছি কেন পাত্রপক্ষ ওকে বাদ দিয়ে তোমায় পছন্দ করে বশে সবসময়
দিবা মন খারাপ করে বললো”আমার জন্য ওকে কথা শুনতে হতো সবসময়”
.
মিনি দিবার পায়ের কাছে এসে চুপ করে আছে,,দিবা তার পাতের মাছটাকে দুভাগ করে ভাত মেখে মিনির বাটিতে দিয়ে নিচে রাখলো,মিনি মজা করে সাথে সাথে খাওয়া শুরু করে দিয়েছে
দিবা নিজের খাবারটা শেষ করে বললো”আপনাকে কি ডাকবো আমি?”
.
খালামণি ডাকো বা আম্মু,যেটা তোমার মন চায়
.
দিবা মাথা নাড়িয়ে বললো”কি কাজ আছে দিন আমি করে দিচ্ছি”
.
মাথা কি গেছে তোমার?তোমাকে দিয়ে আমি কাজ করাবো না,,আমার বাসায় কাজের মানুষ আছে,সাথে আছি আমি
তুমি বরং টিভি দেখো
.
দিবা মুখটা গম্ভীর করে বললো”না থাক,,টিভি দেখতে মন চায় না,আমি বরং আমার রুমে য়াই”
.
মিনির খাওয়াও শেষ,সেও ড্যাং ড্যাং করে দিবার পিছু পিছু রুমে এসে পড়েছে,এবার সে ভাতঘুম দেবে,বারান্দায় গিয়ে চিটপটাং হয়ে চোখ বন্ধ করে ফেলেছে মিনি
দিবা বারান্দার গ্রিল ধরে ভাবলো এসময়ে মায়ের ঔষুধ খাওয়ার সময়,,বাবার অফিসে টিফিন পাঠানোর সময়,ইভান ভাইয়ার ব্রেক নিয়ে বাসায় ফেরার সময়,আর ইতির চাউমিন খাওয়ার সময়,সে লাঞ্চ টাইমে চাউমিন খায়
ওদের সবাইকে খুব মনে পড়ছে,সবার সিম বন্ধ,,নতুন সিম নিয়েছে সবাই
আমার এতই অপরাধ যে জীবনে এসময়টায় এসে মাঝপথে আমাকে তারা পর করে দিলো
যতই রেডিমেট পরিবার পাই না কেন,নিজের পরিবারের মায়া কি ভুলতে পারি?
মায়ের কথা খুব করে মনে আসছে,একটিবার ও কি আর কখনও কথা বলবে না আমার সাথে?

দুপুর আড়াইটা বাজে এখন
দিবার চোখে ঘুম নেই,সে আসলে দুপুরে ঘুমায় না
মিনি বেশ ভালো ঘুম দিয়েছে
দিবা রুম থেকে বের হলো,,বের হতেই আহনাফের বাবার মুখোমুখি হলো সে
দিবা চমকে গিয়ে শুরুতেই তাকে সালাম দিয়ে একটু পিছিয়ে দাঁড়ালো
উনি সালাম নিয়ে দিবার মাথায় হাত রেখে বললেন”কোনো সমস্যা হচ্ছে না তো এখানে থাকতে?”
.
নাহ
.
আচ্ছা
.
উনি আর কিছু না বলেই চলে গেলেন,,তার সারাদিনে কাজ হলো নামাজ কালাম আর সকাল বিকাল বাসার সামনের চায়ের দোকানটায় গিয়ে চুপচাপ বসে থাকা,মাঝে মাঝে পুরোনো বন্ধুবান্ধবদের সাথে আড্ডা দেওয়া
পুরো সংসারের দায়িত্ব আহনাফের,,তার চাকরির টাকায় চলছে সংসার
আরিফ এখনও চাকরি পায়নি,তবে চেষ্টা চালাচ্ছে
বাবার হার্ট এটাক হওয়ার পরে আহনাফ তাকে আর চাকরি করতে দেয়নি,নিজেই সংসারের হাল হাতে নিয়েছে
বিকাল হলেই সে ছুটবে তার চাকরিতে,ভার্সিটির পরীক্ষা শেষ করে সে এখন ক্যামপাসে ফ্রেন্ডের সাথে ঘুরছে,,সবার হাতে কোল্ড ড্রিংকস,,পরীক্ষার প্রশ্ন সহজ হলো নাকি কঠিন তা নিয়ে কথা কাটাকাটি করছে সবাই

দিবা যখন দেখলো আহনাফের বাবা মা দুপুরের খাবার খেয়ে ঘুমাচ্ছে তখন সে দরজা খুলে বাসা থেকে বের হলো,,ঢাকায় নতুন বলে ঢাকার সব কিছু ওর ভাল্লাগছে
বাসার নিচে এসে এদিক ওদিক দেখতে দেখতে হাঁটছে সে,,কোলে মিনি
মিনি থাকলে একটা ভরসা লাগে,,বাসার সামনে পিছনে একই ধরনের বহুতল ভবন সব,রাস্তাঘাট পরিষ্কার,কলোনি ভালো বলা যায়
মানুষ রোডে একটাও নেই,,এই দুপুরবেলাতে সবাই যার যার বাসায়
দিবা এক এক করে সবার বারান্দা দেখছে মূর্তির মতন দাঁড়িয়ে
মানুষ কত সুন্দর করে বারান্দাকে সাজায়,,আমিও সাজাবো,কিন্তু টাকা পাবো কই,ইভান ভাইয়া আমাকে মাস শেষে একশো টাকা দিতো বেতন পেলে,এখানে কি ঐ লোকটা দিবে আমায়??যদি না দেয়?
তাহলে আর কি করার,বারান্দা সাজানোর সাধ আর হবে না তাহলে
চলবে♥

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here