প্রকৃত বান্ধবী পর্ব-৫

0
1090

Story :- প্রকৃত বান্ধবী (Real best friend)
Writer :- গল্পছোঁয়া (Jannat)
Part :- 05
——ঠিক আছে, আমি আর কোনোদিন তোমার সাথে মিট করতে চাইবো না।আমাকে আর কখনো কল/মেসেজ দিবেনা।বায় ভালো থেকো।

——এই না, প্লিজ রাগ করোনা।ঠিক আছে আমি তোমার প্রস্তাবে রাজি। আমি ঠিক সময়ে চলে আসব।বাট কোন জায়গাতে? ???
——-আমার বাড়ির পাশের বড় বাগানটায়, বাট আমি কিন্তু কাল মুখ দেখাবো না। আমি মুখ দেখাব ওই শুক্রবারই।এখন বায়, মা ডাকছে।
——okk by.
,,,,,, [[[[নীলা আর সাগর মনেমনে ভাবছে,,,,
নীলা:- আমার plan successful .তুমি কি ভাবছিলা আমার বান্ধবীর জীবন টা এইভাবে নষ্ট করে দিবা।আমি থাকতে এটা কখনোই হতে দিবোনা।কাল তোমার ফোন থেকে আমাকে all numbers দেখতে হবে এবং সুযোগ বুঝে তোমার ফোন থেকেই তোমার all fack gf দেরকে মেসেজ করতে হবে তোমার নাম করে।লিখবো “””আমি শুক্রবার বিকেল 4:00টায় তোমার সাথে দেখা করতে চাই, পার্কে”””
বেস কাজ শেষ, তুমি চলো ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়।হাহাহা,,,,,,
সাগর:- ইশ, এই মিলিকে মুরগি করতে গিয়ে আমার প্ল্যান টাই ভেস্তে গেল।কতোদিন পরে একটা ভার্জিন মেয়ে পাইছিলাম।ওকে নিয়ে কতকিছু করতে চাইছিলাম, প্ল্যানিং ও রেডি ছিল। last moment এ এই মিলির জন্য সব ভেস্তে গেল। ওরে মিলি তুই আমাকে চিনিস না, তোকে পটানোর পরে তোকে নিয়ে এমন কাজ করব তুই সারাজীবন এ ভুলতে পারবিনা।তোর জন্য আমি অনেক কিছু মিস করছি। এখন আমায় নদী কে কল করে কাল আমার বাড়িতে আসতে বারণ করতে হবে, ধুর আর ভাল্লাগেনা। ওরে মিলি আমার পাকা ধানে তোর মই না দিলে কি চলছিলো না,,]]]]
{{{{এরপর……….}}­­}}
নদী:- [[ইশ সাগর কে কষ্ট দেওয়া আমার একদম ঠিক হয়নি। ও তো আমাকে হারানোর ভয়েই এসব করতে চাইছে, আমি বরং ওকে একটা কল দিয়ে বলি যে আমি ওর প্রস্তাবে রাজি]]] ক্রিং ক্রিং…….
সাগর:- হ্যালো নদী, আমি আপনাকেই কল দিতে যাচ্ছিলাম।ভালো হলো আপনিই কল দিলেন। actually, আপনার সাথে আমার একটা কথা ছিল? ?
——একি সাগর, তুমি হঠাত করে আমার সাথে আপনি আপনি করে কথা বলছ কেন? ??? এখোনো কি রেগে আছো আমার ওপরে? ??,
——কে আপনি যে আপনার ওপরে রাগ করবো??
—–সাগর, আমি তোমার প্রস্তাবে রাজি।তুমি যা চাইছ তাই হবে।প্লিজ এবার আর রাগ করে থেকো না।
——এতক্ষণে তাহলে সু বুদ্ধি উদয় হলো।
—–আসলে এটা অনেক বিশাল ব্যাপার তো তাই একটু টাইম নিচ্ছিলাম আরকি ভাবার জন্য।বাট আমি তোমার জন্য সব করতে পারি এমনকি এটাও।কাল সময় মতো আমি তোমার বাড়িতে পৌঁছে যাব।
—–না নাহ, আমি জাস্ট তোমাকে পরিক্ষিত করলাম।যে তুমি আমার কথায় এতো বড় কাজ করতে রাজি হউ কিনা।তোমার ভালোবাসার পরিক্ষিত ছিল এটা।
——তো আমি কি পাশ করছি এই পরিক্ষায়?????
—–পাশ করছো বাট 90%।
—–90% কেন? ? বাকি 10% কোই গেল? ???
——তুমি যদি প্রথমেই আমার প্রস্তাব এ রাজি হয়ে যেতে তাহলে 100% হতো।কিন্ততুমিতো ভাবনা চিন্তা করে রাজি হয়েছো তাই 90%।
—–oh okay. কাল তাহলে আসছি কিন্ত।
——আরে নাহ্, আমি বাজে বখাটে ছেলে নই যে বিয়ের আগেই এসব করব।বললাম তো আমি জাস্ট তোমার পরিক্ষা নিচ্ছিলাম।
——as your wish. খেয়েছ তুমি? ??
——না এখন খাইতে যাব ।বায়।
—–আমিও খাইনি তোমার চিন্তায়।তাহলে আমিও যাই, বায়।
,,,
,,,
{{{{পরের দিন ভোরে, ,,,,,}}}}
সাগর:- ক্রিং ক্রিং
নীলা:- হ্যা, বলো???
——কই তুমি, আমি তো চলে এসেছি? ?
—–ওয়েট করো আমি আসতেছি।
——ওকে।
——-[[ওই যে ছেলেটা ওটাই মনে হচ্ছে হারামী টা]]
——[[একি মিলি আসছেনা কেন???]]
—–[[যাই তাহলে]] এই যে ভাইয়া, আপনি কি কাউকে খুজছেন???

—–ইয়ে মানে না মানে হ্যা।
—–ওহ্।
—–তুমিও কি কাউকে খুঁজছো????
—–হ্যা, কল দিয়ে দেখি বরং।ক্রিং ক্রিং….
,,,,,,
,,,,
,,
☆☆☆☆{{কল বাজার পর দুজনে একসাথে, ,,,,☆☆☆☆☆
নীলা-সাগর:- তুমিই! !!!!!!!
নীলা:- আকাশ, আমি তোমাকে চিনতেই পারিনি।but গলার sound এ একটু dowbt feel হওয়ায় call দিলাম।
——-ওহ্হো। anyway, তুমি বোরকা পরে মুখ আটকে আসলে যে? ????
——উফফ, আকাশ তুমি এতো মন ভোলা কেন??? আমি তো তোমাকে কল এই বলছিলাম যে আজ আমি মুখ দেখাবো না। একেবারে শুক্রবারই আমি মুখ দেখাব।
——-oh, sorry. ভুলে গেছিলাম। actually, মাথায় অনেক tension তো।
——-it’s okay. But কিসের এতো tension জানত পারি কি????
——-বুঝোইতো, খোলামেলা জায়গায় meet করব।যদি কেউ দেখে ফেলে, তোমার safety নিয়েই আমি tension এ আছি।
——-tension করোনা।এখনি সব tension করলে পরে কি করবে? ????? সামনে তো হাজারো tension পরে আছে।
——–সামনে আরো tension মানে বুঝলাম না! !!!! What you mean? ???
——ঘাবড়াচ্ছো কেন? ?? Future এ বিয়ে করবে, বাচ্চাকাচ্চা হবে। এসব অনেক tension আছে না, আমি সেটাই বলছি।
——ওওওও, তাততাই বলো।আমি শুধু তোমাকেই ভালবাসি, তোমাকেই বিয়ে করব।তাই অর্ধেক tension তুমিও করবে, কি বলো????
——-হ্যা হ্যা, তাইতো।,, [[খুউউউউব নিব tension, শালা দেখনা, কার tension কে নেয় ]]
—–আচ্ছা, নীল নাম টা কেমন লাগে তোমার? ??
——ভালো, বাট আমার আকাশ নাম টাই বেশি পছন্দ। আচ্ছা তোমার ফোন টা একটু দিবে? ????
—–‘-কেনো????? [[Omg!!! হঠাৎ ফোন চাইছে কেন, কি করব এখন]]
——নাহ্, কিছুনা। একটা সেলফি তুলব।
——আমিই তুলছি,তোমার কষ্ট করার কি দরকার? ???
—–ভয় পাচ্ছি? ????? ফোনে তো ভালোই ডায়লগ মারছিলে “”ফোন চেক করে দেখতে পারো”” আর এখন এমন করছো, থাক লাগবে না।
☆☆☆☆দুজনেই মনেমনে ভাবছে☆☆☆☆
,,,
,,
, সাগর:- কি বলি মিলি কে, থাক দিয়েই দি। মেয়েদের নাম্বার গুলো তো ওদিকে নামের 1st word দিয়ে save করে রাখছি।মিলি কিছু জিজ্ঞেস করলে বলব , “”বাবার ভয়ে বন্ধুদের number এইভাবে save করছি””
,,
নীলা:- খালি একবার ফোন টা পাই।তোর পায়ে কাদা লাগিয়ে দিব।পা পরিষ্কার করতে যাবি, সেই chance এ তোর ফোন থেকে সব মেয়েদের SMS করে দিব।পা পরিষ্কার করার তাড়ায় তো তুই আমার হাত থেকে নিজের ফোন টাই নিতে ভুলে যাবি, এরকম টা সচরাচর ই হয়।যা থাকে কপালে, চেষ্টা তো করি।
,,,,
,,
{{তারপর, ,,,}}
সাগর:- রাগ করোনা, এই নাও ফোন।
নীলা:- হুম, আমার পাশে এসো। [[এখনি কাঁদা লাগাই]]
——ইশ……এইরে পায়ে কাদা লেগে গেল। ছিঃ ছিঃ,,,
—–sorry sorry, আমি বুঝতে পারি নি।
—-it’s okay. তুমি দাঁড়াও আমি পরিষ্কার করে আসছি।
——[[ফোন টা পেয়ে গেলাম।কিন্তু এ কি, এখানে তো অনেক নাম্বার, কোনটা কার বুঝবো কি করে।এইতো এখানে ওর বন্ধুদেরনানাম্বা নাম দিয়ে সেভ করা আছে। মেয়েদের নামে তো কোনো নাম্বার ই নেই এখানে, তাহলে কি আমি ই ভুল ছিলাম। আরে, এ কি!!!!!! এটা তো নদীর নাম্বার, “N” দিয়ে সেভ করা। আমার নাম্বার কি নামে দেখি তো। এক ই আমার নাম্বার তো ” MM” দিয়ে সেভ করা।তারমানে বাটপার টা প্রত্যেক মেয়ের নাম্বার তাদের নামের 1ST word দিয়ে সেভ করছে।এখানে তো দেখছি এরকম ভাবে অনেক নাম্বার সেভ করা আছে। সবকটাতে একই মেসেজ দিব “”জানু, চলোনা আমরা শুক্রবার পার্কে বিবিকা 4:00টায় দেখা করি।””
এই মেসেজ টা পেয়ে আসবেই ওর gf গুলো।তারপর………হ­াহাহাহা।
সাগর:- জান, আমি এসে গেছি।কি করছ???
——কিছুনা, আমি তোমার জন্যই ওয়েট করছিলাম আকাশ। এই নাও তোমার ফোন, সেলফি তো আর উঠা হলো না।
——–হইনিতো কি হয়েছে। এখন তুলবো, আসো???
—–নাহ না, একবার যখন বাঁধা পরছে তখন আর পিক তুলতে হবে না।কালকেই পিক তুলবো নি জন্মের মতো। [[হারামজাদা, বাটপার তুই ভাবলি কি করে যে তোর সাথে আমি ছবি তুলব, কুত্তার বাচ্চা]]
—–জন্মের মতো, মানে? ???
——-নাহ, কিছুনা।byyy চলে যাব।চারিদিক পরিষ্কার হয়ে যাচ্ছে।অন্ধকার কেটে গেলে দুজনেই প্রবলেম এ পরব।
——–তোমার মুখটাই দেখা হলো না।
——আজ দেখালে কালকে তো মজাই পাবেনা।by
——okay, কাল তাহলে 4:00টায় দেখা হবে।বায়
,,,,
,,,
,,
,
☆☆☆পরের দিন☆☆☆
নীলা:- [[ইশ, এই নদীটা আসছেনা কেন।সেই কখন থেকে ওয়েট করছি। এখানেই তো আসার কথা ছিল।ধুর আমি বরং ওর বাড়িতে যাই।]]

নীলা:- টিং টং টিং টং,,,
নদী:- কে??????
——-নদী, আমি নীলা
——ওয়েট
——কিরে তোর কি হয়েছে। এখোনো রেডি হসনি কেন? ????
——কিছুনা, ভালো লাগছে না।তুই যা, আমি যাবো না।
চলবে, ,,,,,,,,
♡♡♡
♡♡

কেমন লাগলো জানাবেন প্লিজ? ????

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here