শেষটা সুন্দর’ পর্ব-৯

0
398

#শেষটা_সুন্দর
#পর্ব৯
#নুসরাত_তাবাস্সুম_মিথিলা
রেহান আর মুগ্ধতার সঞ্চালনায় অনুষ্ঠানটি খুব সুস্থভাবেই চলছিলো । একে একে সকলের পারফর্ম করা শেষ । দর্শক সারিতে বেশ উত্তেজনা ।ওদের জুটিটাকে সকলের কাছেই খুব প্রাণবন্ত মনে হয়েছে । এবার অপেক্ষার অবসান ঘটিয়ে রেহান এবং মুগ্ধতার গান গাওয়ার পালা । এসব দেখে দর্শক সারির একজন মোটেও সহ্য করতে পারছে না । সে আর কেউ নয় মিনহাজ । মিনহাজকে ওর বন্ধুমহলে এর জন্য একধাপ অপমান ও কটাক্ষ ও সহ্য করতে হয়েছে । সে এখন মুগ্ধতাকে কথা শোনানোর জন্য একপ্রকার ফুঁসছে এবং অনুষ্ঠান শেষ হবে অপেক্ষাতে রয়েছে।এর মাঝেই স্টুডেন্টদের চিৎকারে ক্যাম্পাস মুখরিত হয়ে উঠলো। মিনহাজ বিস্ময় কাটিয়ে স্টেজে তাকাতেই দেখলো, রেহান আর মুগ্ধতা বলছে যে – এবার কি আমরা গান গাইবো ?
সকলে বলে উঠলো , অবশ্যই ।
তাহলে শুরু করা যাক । আগে বাংলা না হিন্দি ?
বাংলা লা লা .. ।
ওকে সবাই শান্ত থাকুন । আমি শুরু করছি ।
আমার পরান যাহা চায়
তুমি তাই, তুমি তাই গো
আমার পরান যাহা চায়
তোমা ছাড়া আর এ জগতে
মোর কেহ নাই, কিছু নাই গো
আমার পরান যাহা চায়
তুমি তাই, তুমি তাই গো
আমার পরান যাহা চায়
রেহানের কন্ঠে যেন মধু রয়েছে । হারিয়ে যাচ্ছি ওর কণ্ঠের জাদুতে । না হারানো যাবে না । এবার আমার পালা আমায় গাইতে হবে ।
তুমি সুখ যদি নাহি পাও যাও সুখের সন্ধানে যাও
তুমি সুখ যদি নাহি পাও যাও সুখের সন্ধানে যাও
আমি তোমারে পেয়েছি হৃদয়মাঝে
আর কিছু নাহি চায় গো
আমার পরান যাহা চায়
তুমি তাই, তুমি তাই গো
আমার পরান যাহা চায়
বিয়ের পর তো আমি তোমার কণ্ঠে রোজ গান শুনতে চাই মুগ্ধ । কি সুমধুর মিষ্টি কণ্ঠ! হারিয়ে যেতে চাই আমি তোমার মাঝে । এবার আমায় গাইতে হবে ,
আমি তোমার বিরহে রহিব বিলীন
তোমাতে করিব বাস
দীর্ঘ দিবস, দীর্ঘ রজনি, দীর্ঘ বরস-মাস
যদি আর কারে ভালবাসো
যদি আর ফিরে নাহি আসো
তবে তুমি যাহা চাও তাই যেন পাও
আমি যত দুঃখ পাই গো
আমার পরান যাহা চায়
তুমি তাই, তুমি তাই গো
মুগ্ধতা আবারো গাইতে শুরু করলো ,
আমার পরান যাহা চায়
তোমা ছাড়া আর এ জগতে
মোর কেহ নাই, কিছু নাই গো
আমার পরান যাহা চায়
তুমি তাই, তুমি তাই গো
আমার পরাণ যাহা চায়
হঠাৎ করতালিতে ক্যাম্পাস প্রাঙ্গন মুখরিত হয়ে উঠলো। চার মিনিটের বিরতিতে রয়েছে রেহান আর মুগ্ধতা । এখন ওদের বদলে অন্য একটা জুটি সঞ্চালনা করছে। আজকের পুরো অনুষ্ঠানটা এই দুই জুটি মিলে সঞ্চালনা করেছে । এবার ওরা রেহান ও মুগ্ধতাকে ডেকে নিলো।রেহান গাইতে শুরু করলো ,
Aa bhi jaa, aa bhi jaa,
ae sub-aah aa bhi jaa
Aa bhi jaa, aa bhi jaa,
ae sub-aah aa bhi jaa
Raat ko kar vida, dilruba aa bhi jaa
Aa bhi jaa, aa bhi jaa,
ae sub-aah aa bhi jaa
Aa bhi jaa, aa bhi jaa,
ae sub-aah aa bhi jaa
Raat ko kar vida, dilruba aa bhi jaa
Aa bhi jaa, aa bhi jaa,
ae subaah aa bhi jaa
Mere, mere dil ke, paagalpaaaaaan
ki oh seema kya hai
Yun to, tu hai meri chhaya
tujh mein ho, tera kya hai,
Main hoon gagan tu hai
zameen, adhoori si mere bina
Raat ko kar vida, dilruba aa bhi jaa
Aa bhi jaa, aa bhi jaa,
ae subaah aa bhi jaa
Aa bhi jaa, aa bhi jaa,
ae subaah aa bhi jaa
রেহানের গাওয়া শেষ হতেই মুগ্ধতা শুরু করলো ,
Dekhoon chaahe jisko, kuch
kuch tujhsa dikhta kyoon hai
Jaanoon, jaanoon na main,
tera mera rishta kyoon hai
Kaise kahoon kitna bechain
hai dil mera tere bina
Raat ko kar vida, dilruba aa bhi jaa
Aa bhi jaa, aa bhi jaa,
ae subaah aa bhi jaa
Aa bhi jaa, aa bhi jaa,
ae subaah aa bhi jaa
ওদের গাওয়া শেষ হতেই আবার করতালিতে প্রকম্পিত হলো পুরো ক্যাম্পাস ।অনুষ্ঠানের সকল পর্ব সুস্থভাবেই সম্পন্ন হয়েছে । সিনিয়রদের দ্বারা জুনিয়রদেরকে বরণ করে নেয়া হয়েছে । রেহান আর মুগ্ধতা এখন অডিটোরিয়ামে । ওদের মাঝে পিনপতন নীরবতা । নীরবতা ভেঙে রেহান বলে উঠলো ,
মুগ্ধ এগুলো তোমার জন্য ।
তারমানে এতদিন তুমি কি আমায় এগুলো দিতে ?
হা মানে ওই আর কি ।
কিসের জন্য কোন অধিকারে তুমি এগুলো দিয়েছো ?
আসলে সরি ।
কিসের সরি রেহান ?
তুমি রাগ করো না প্লিজ । আমার ভুল হয়ে গেছে আর হবে না , আমি আসি । আমি বের হয়ে যাবো ঠিক তখনি –
রেহান , এই রেহান । দাঁড়াও ,দাঁড়াও বলছি । ছন্দগুলো খুব সুন্দর । একেবারে মারাক্তক । এই বলে আমি আর দাঁড়াই নি রেহানের উত্তর শোনার অপেক্ষায় , ছুটে চলে এসেছি । বাইরে বেরিয়ে এসে নোটটা খুললাম । তাতে লেখা ছিল –
প্রিয়তমা তোমার মুখের হাসি, বড্ড বেশি প্রিয়.. বড্ড বেশি ভালোবাসি। দুঃখগুলো তোমার মাটি হোক, সুখের সাগরে ডুবে থাকো তুমি , অবশ্যই তোমার মাঝে আমি সহস্রবার হারাতে যাচ্ছি।
নোটটা ব্যাগ এ রাখতেই হঠাৎ হাতে টান অনুভব করলাম । হাতটা আর কেউ না আমার সো কলড বয়ফ্রেন্ড মিনহাজ ধরে রেখেছে । আমি কিছু বলব তার আগেই ও আমাকে সজোরে একটা চড় মারলো । ঘটনার আকস্মিকতায় আমি কথা বলার ভাষা , শক্তি সব হারিয়ে ফেললাম । আমার রাগে, দুঃখে মরে যেতে ইচ্ছে করছে. আমার আব্বু, আম্মু কখনো আমার গায়ে হাত তুলে নি আর আজকে একটা বাইরের ছেলে হয়ে আমাকে মারলো কিন্তু কেন? আমি বলে উঠলাম ,
মিনহাজ তুমি আমার গায়ে হাত তুললে আমায় মারলে কিন্তু কেন? বলো কি করেছি আমি? ।
#চলবে
[রি চেইক হয়নি।ভুলত্রুটি মাফ করবেন ]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here