শেষটা সুন্দর’ পর্ব-১৪

0
416

#শেষটা_সুন্দর
#পর্ব_১৪
#নুসরাত_তাবাস্সুম_মিথিলা
শেষ রাতে চোখ লেগে এসেছিল । আর ফলাফল ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে । বাসা থেকে কাম্পাসের দূরত্ব ১৫ মিনিটের পথ । আর এখন সকাল ৮ টা ১০ বাজে । মানে ৫ মিনিটের মধ্যে বের হতে হবে । তাই একপ্রকার তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম । ক্যাম্পাসে পৌঁছাতে টো মিনিট লেগেছে । আজকে আমার গাড়িতেই এসেছি । মিনহাজ আজকে আসবে না , ওর নাকি দুদিনের তুৰ আছে । সে যাই হোক এখন ক্লাসে যেতে হবে ।দ্বিতীয় ক্লাস শেষে ক্যান্টিনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম । ব্যাপার কি পুরো ক্যান্টিন এমন অন্ধকার কেন ? হাটতে হাটতে একটা টেবিলের সাথে হোঁচট খেলাম । হঠাৎ মনে হলো পেছনে কেউ দাঁড়িয়ে আছে। ঠিক একজন না বেশ কয়েক জন দাঁড়িয়ে রয়েছে।মনে সাহস সঞ্চার করে পিছন ফিরলাম ঠিক তখনি লাইট জ্বলে উঠলো । আমি ভয়ে চিৎকার করবো তার আগেই কেউ আমার মুখ চেপে ধরে বলল ,
মুগ্ধ , ইটস মি রেহান । ইওর ফ্রেন্ড। ডোন্ট সাউট ।
আমি যেন হাফ ছেড়ে বাঁচলাম । আমি রেহানার এতটা কাছে ছিলাম যে ওর বুকের ধুকধুক আওয়াজটা শুনতে পাচ্ছিলাম । এই প্রথম ওর এতটা কাছে আসা । আমার হৃদপিন্ডটা সেতো ছুটে বেরিয়ে আসতে চাইছে ।মনে হচ্ছে ওকে আস্ত খেয়ে ফেলি । এরকম কেউ করে । আমার প্রাণতো যায় যায় অবস্থা । ও মুখ থেকে হাত সরালো । আমি কিছু বলব তার আগেই ও বলে উঠলো ,
চুপ , একদম চুপ । কোনো কথা বলবে না । আমি যা বলবো সেটা শুধু শুনবে ।
আর কিছু বললাম না । ও বললো ,
চোখটা বন্ধ করো ।
আমিও বাধ্য মেয়ের মত ওর কথা শুনলাম । তারপর হঠাৎ রোহান ভাইসহ রেহানের ফ্রেন্ডসরা বলে উঠলো ,
হ্যাপি বার্থডে মুগ্ধতা ।
আরে আজকে ২রা সেপ্টেম্বর । আমার তো মনেই ছিল না । রেহান এর জন্য আমার কাছে এক ঘন্টা চেয়েছিল । আমি তো পুরো সারপ্রাইজড ।
এরপর কোথা থেকে যেন আমার ফ্রেন্ডগ্যাং এর সবগুলোর আগমন ঘটলো । সবাই মিলে অনেক মজা করলাম । কেক কাটার পর রেহানকে সর্বপ্রথম খাইয়ে দিলাম । রেহান ও আমাকে খাইয়ে দিলো । এরপর সকলকে বিদায় দিয়ে আমরা দুজন গেলাম মাঠে । বটগাছের নিচে দুজনেই বসলাম। তারপর ও আমাকে হঠাৎ করেই বললো ,
মুগ্ধতা তোমার কাছে ভালোবাসার সংজ্ঞা কি ?
আমি বললাম ,
ভালোবাসার সংজ্ঞা হচ্ছে সততা, সম্মান, দায়বদ্ধতা । ভালোবাসা মানেই হলো কেয়ার , রেস্পন্সিবিলিটি , কমিটমেন্ট আর সঙ্গীর প্রতি বিশ্বস্ত থাকা ।
রেহান বলল , শুধু এতটুকুই । আমি বললাম , হ্যাঁ । এখন বলো তোমার কাছে ভালোবাসার সংজ্ঞা কি ?
চারটি অক্ষরের সমণ্বয়ে ছোট্ট একটি শব্দ হলো “ভালোবাসা” যাকে আরবীতে বলা হয় ‘মুহাব্বত’ এবং ইংরেজী ভাষায় ‘love’ বলে । যার অর্থ হচ্ছে – অনুভূতি, আকর্ষন, হৃদয়ের টান; যা সৃষ্টিগত ভাবে প্রত্যেকের মধ্যেই বিদ্যমান থাকে ।
রেহান উঠে দাঁড়ালো সাথে আমিও । হঠাৎ করেই রেহান কথা বলতে বলতে আমার খুব কাছে এসে দাড়ালো তারপর আমার হাতটা ধরলো এবং আবার বলতে শুরু করলো ,
কোন বস্তু বা জিনিসের প্রতি গভীর অনুভূতির পাশাপাশি প্রবল আকর্ষণ এবং অফুরন্ত হৃদয়ের টান থাকার নামই হলো ভালোবাসা । মধ্যযুগীয় দার্শনিক সেন্ট অগাস্টিন (Saint Augustine: 354 AD – 430 AD)। তাকে প্রশ্নটি করা হলে তিনি বললেনঃ
“If you ask me, I don’t know but if you don’t ask, I know.”
(ভাবার্থ: যদি তুমি আমাকে প্রশ্ন করো, তাহলে বলব এর উত্তর আমার জানা নেই। আর যদি প্রশ্ন না করো তাহলে বলবো, আমি জানি।
অর্থাৎ, পার্থিব কোনো ভাষা দ্বারা এটিকে অনুবাদ বা সংজ্ঞায়িত করতে পারবনা। এটাকে শুধু হৃদয় থেকে হৃদয় দিয়েই হৃদয়ঙ্গম করতে হয়।)
আমি মন্ত্রমুগ্ধের মত ওর কথা গুলো শুনছিলাম । বলা যায় আমি রেহান এর কথার জাদুতে ওর কথার ঘোরের মাঝে ডুবে রয়েছি । ও আমার অনেক কাছে এসে পড়েছে । এতটা কাছে যে আমার মুখের ওপর ওর গরম নিশ্বাস এসে পড়ছে । আমার হাত পা কাপছে । ওই আমার জীবনের প্রথম পুরুষ যে কিনা আমার এতটা কাছে এসেছে । আমি কথা বলার সব শক্তিও হারিয়ে ফেলেছি । হঠাৎ কাউকে তালি বাজাতে শুনলাম এবং …

#চলবে

#NUSRAT_TABASSUM_METHILA

[রি চেইক হয়নি।ভুলত্রুটি মাফ করবেন ]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here