এক রাতের বউ পর্ব_০২

0
4117

#এক রাতের বউ
#শারমিন_আক্তার_বর্ষা (লেখনীতে)
#পর্ব_০২

ঠিক ৩টা বেজে ৫মিনিট!
গাড়ি চলছে আমিও বসে আছি অপেক্ষা করছি কতক্ষণে পৌঁছাবো।
কোই ভেবেছিলাম আজ বাড়িতে তারাতাড়ি যাবো রাতের কাজকর্ম শেষ করে তারাতাড়ি শুয়ে পরবো কিন্তু সেটা হলো না।

রাত আট টা বেজে গেছে কিন্তু এই মিটিং এখনও চলছে। বাড়িতে রাতে রান্না করা এখনো বাকি।

রাত ১০ টা বাজে স্যার উনার ড্রাইবারকে বলে আমাকে উনার গাড়ি দিয়েই বাড়িতে ড্রপ করে দিতে বলে।
গাড়ি থেকে নেমে বাড়িতে ঢুকি আমার কাছে এক্সটা চাবি ছিলো আর তাছাড়া হাজার ডাকলেও মা এসে দরজা খুলতো না। বাবার বয়স হয়েছে তেমন কাজ কর্ম করতে পারে না। পুরো বাড়ির দায়িত্ব আমার কাঁধে ওদিকে অফিসের দায়িত্ব আর এদিকে বাসার দায়িত্ব। স্যারের বাড়িতে গিয়েছিলাম তারপরে ম্যাডাম আর না খাইয়ে ছাড়েনি খেয়েই আসলাম।
তাছাড়া বাড়িতে এসে না খেয়েই থাকতে হতো। রাতে দেরি করে আসলে না খেয়েই থাকতে হয় আগেও অনেকবার হয়েছে মা শুধু নিজের জন্য আর আব্বুরও জন্য কোনো কিছু বানিয়ে খেয়ে শুয়ে পরে আমার কপালে জুটে না আজও কিচেনে কিছু নেই।
নিজের জীবনের উপর একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে রুমে চলে আসলাম।

পরেরদিন সকালে অফিসে এসে স্যারের কেবিনে ঢুকি স্যারের সাথে ম্যাডাম বসে কথা বলছে। দু’জনেরই মুড অফ দেখেই বুঝতে পারছি।

আমি আসার পর ম্যাডাম বললো।

“যেভাবেই পারো আমার ছেলেকে আটকাও…”
বলেই ম্যাডাম উঠে চলে গেলেন।
মানে কি স্যারের ছেলে দেশে ফিরেছে”? (মনে মনে)
যাওয়ার আগে আমার দিকে একবার তাকিয়ে চলে যায় আর আগে আমার সাথে কত কথাই না বলতো যাইহোক আমাকেও তো বুঝতে হবে উনাদের মুড অফ আজ নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে।
স্যারের সামনে একটা ফাইল দিয়ে অন্য টেবিলের সামনে আসলাম আর স্যারের মেডিকেল নিয়ে এক গ্লাস পানি সহ ঔষধ গুলো দিলাম।
স্যার: প্রীতি তুমি আবার ছোটো থেকে ছোটো জিনিসের খুব সুন্দর করে খেয়াল রাখো।

” স্যার একটা কথা জিজ্ঞেস করবো “?

স্যার: হ্যাঁ করো।

আমি: ম্যাম এত রেগে আছেন কেনো?

স্যার: আর বলো না কাল রাতের ফ্ল্যাইটে আমাদের ছেলে হামিম দেশে আসছে আর আজ সকালেই বলছে আগামী কালকের মধ্যেই ও ফিরে যাবে এখন তোমার ম্যাডাম বলছে যেভাবেই হোক ছেলে কে আটকাতে দরকার হলে জেনো বিয়ে দিয়ে দেই তবুও জেনো ছেলেকে যেতে না দেই এখন তুমিই বলো বিয়েটা কি ছেলে খেলা যে বললেই দিয়ে দিলাম আর ভালো মেয়েও তো পেতে হবে।

: ম্যাম উনার জায়গায় ঠিক আছে স্যার কারণ কোনো মা’ই চায় না তার সন্তান তার থেকে দূরে চলে যাক।
আর ভালো মেয়ে খুঁজলে স্যার সব পাবেন।
স্যার আজ আপনার কোনো মিটিং নেই আপনি চাইলে আজ বাড়ি গিয়ে রেস্ট নিতে পারেন এদিকে আমি সামলে নিবো।

স্যার: আচ্ছা সব তুমি দেখে নাও আমি বাড়ি যাচ্ছি।
জানি না কি এমন অন্য মনস্ক হয়ে ভাবলেন আর অফিস থেকে বেরিয়ে চলে গেলেন।
সারাদিন কাজ করে বাড়ি ফিরলাম একটু রেস্ট নিবো তারও উপায় নেই খুব ঘুম পাচ্ছে কিন্তু আমাকে রান্না করতে হবে।

চলবে?

কার্টেসী ছাড়া কপি করা নিষেধ। ❌

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here