মশারি পর্ব-৩৪

0
746

বর বউয়ের রোমান্টিক ঝগড়ার গল্প:

♠♥♠ #মশারি ♠♥♠

♣♣পর্ব : ৩৪

♠গল্পকার : গল্প বুড়ি #তিলোত্তমা
!
!
!
!
কারন তখন বিবেকের চেয়ে আবেগ কাজ করে বেশি”‘”””!
কিন্তু সাহিলের কথা শুনে মনটা অনেক খারাপ হল””””‘
!
!
সাহিল : এই শোন আমার খুব লেট হয়েছে””! সন্ধ্যা ৬:০০টা বেজে গিয়েছে”‘”! আমি তোমাকে একবারে এয়ারপোর্টে গিয়ে ফোন দিব”‘!
আল্লাহ হাফেজ”””””
!
!
এই বলে ফোনটা কেটে দিল”””! আমায় কোন কথাই বলার সুযোগ দিল না”‘”!! আমি একটু কিছুই বলতেও পারলাম না””। এটা ও বলতে পারলাম না”””
সাবধানে যাবেন””
!
“”””কেমনডা লাগে”””!😖😖😖😖
!
!
মাগরিবের আযান হচ্ছে””! আমি বারান্দার গ্রীল ধরে দাড়িয়ে আছি””! আর সন্ধ্যার আকাশ দেখছি””!
আযানের শব্দে কুকুরগুলো খুব জোরে জোরে চিৎকার করছে””!
আযান শুনে যে জবাব দিবো তা ও ভাল ভাবে দিতে পারছিনা”‘!
!
আবার কুকুরগুলোকে ও বোকতে পারছিনা”””! কারন আমি শুনেছি যখন আযান দেয়। আযানের শব্দে নাকি শয়তান দৌড়ে পালায়””! আর কুকুরগুলো সেই শয়তানদের দেখতে পেয়ে জোরে জোরে চিৎকার করে”‘! কিন্তু আমরা সৃষ্টির সেরা জীব মানুষ হয়েও তা দেখতে পাই না””'”!
!
সত্যিই আল্লাহ তায়ালা তার কত নিয়ামত কত ক্ষমতা আমাদের সামনে তুলে ধরেছেন””!
তারপর ও তার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি না””! বরং আল্লহকে ভুলে নিজেদের বীরত্ব প্রকাশ করি”””!
এত পাপ করার পরও আল্লহর কাছে খাস দিলে তওবা করে ক্ষমা চাইলে তিনি কবুল করেন’এবং ক্ষমা করেন”””!
আল্লাহ সত্যি পরম ক্ষমাশীল,,,,,,,,,
!
এ কথাগুলো ভাবতে ভাবতে চারদিক প্রায় অন্ধকার আচ্ছন্ন হয়ে গিয়েছে'”!
হঠাৎ সাহিলের কথা মনে পড়ে গেল”‘”!
কি আজব ব্যাপার “”’!
যখন আল্লাহর খেয়ালে থাকি দুনিয়া এসে উঁকি মারে””! কিন্তু দুনিয়ার খেয়ালে পড়লে সহজে পরকালের চিন্তা আসে না”‘!
শয়তান কিভাবে আমাদের ধোঁকা দিয়ে ভুলিয়ে রাখে”‘”””! আর আমরাও অতি সহজে ধোঁকার মাঝে সব ভুলে থাকি “”””!
!
!
আমার রুমে এসে ফোনটা হাতে নিলাম””! রাগ করে ফোনটা সাইলেন্ট মুড করে রাখালাম””‘!
আর ভাল লাগছে না’!
কেবল সন্ধ্যা ৭:৩০ টা'”‘”! সাহিল তো এয়ারপোর্ট গিয়ে পৌছাতে রাত ৯:০০ টা বেজে যাবে””! এখনও অনেক সময়””!
অপেক্ষার সময় নাকি আরও সহজে শেষ হয় না””! তা আজ আমি হাড়ে হড়ে টের পাচ্ছি””””!
!
আমি বিছানাতে পা তুলে হেলান দিয়ে বসে আছি””! মনটার মাঝে কেন জানি অনেকগুলো মেঘ জমে আছে”‘!
!
আমার বড় ভাবি আর তনুর আগমন ঘটলো আমার রুমে””! তাও আবার দুজনে মিলে গান গাইতে গাইতে”‘””
এদের ভাব দেখে গা জ্বলে””‘”
!
!
বড় ভাবী :
!
“”””প্রেমে পড়েছে মনপ্রেমে পড়েছে
“”””””””””””””অচেনা এক মানুষ
আমায় পাগল করেছে””””””””””””
“””””””সে যেন আমায় ডাকে
দেখিনা কোথাও তাকে””””””””””
“”””””””””ভালবাসায় জড়িয়ে সে যে
আমায় পাগল করেছে🎶🎻🎶🎸
!
!
তনু :
!
“””””প্রেম রোগ কঠিন রোগ
সহজে যে সারে না””””
“””””””এই না রোগের ঔষুধ নাকি
ডাক্তার দিতে পারে না””””‘🎶🎸🎶🎻
!
!
দুজন মিলে আমাকে খুব ক্ষ্যাপাচ্ছে””! দুজনের কন্ঠ বেশ সুরেলা “”🎶🎶
বিশেষ করে বড় ভাবীর কন্ঠটা বেশি সুন্দর””! আর এদিকে বড় ভাইয়ার কন্ঠের কথা কি আর বলব”””
মিরাক্কেলের জোকস শুনে যদি কেউ না হাসে তবে বড় ভাইয়ার গান শুনে সে ১০০% হাসবে। আমি গ্যারান্টি “”😂😂
তাই তো ভাবী ভাইয়ার সাথে রাগ করলে। গান গেয়ে রাগ ভাঙ্গায়”‘”। কারন তার গান শুনে হাসবে না এমন মানুষ খুঁজে পাওয়া বিরল””””!
!
!
তনু : দেখছো ভাবী তোমার ননদ তো একবেলার বিরহে বেচারি রোগী রোগী হয়ে গিয়েছে””!☺☺☺
!
!
বড় ভাবী : বেচারী হবে না”'”‘? বেচারী নতুন প্রেমে পড়েছে যে “””!😁😁😁
!
!
আমি : তোমরা দুজন আমাকে কি পেয়েছো বল তো””? রুমে ঢুকেই দুজন যা শুরু করছো ভাল্লাগেনা””!😖😖😖
তনু তুই শোন “”
!
“””””””এই দিন দিন না”””
আরও দিন আছে
এই দিনেরে নিব আমি
“””””সেই দিনেরও কাছে”””
!
আরেকটা কথা ভাল করে শুনে নে””’
“”””””এক মাঘে না শীত যায় না,,,,,,,,,,
!
!
তনু : শোন আমি না তোর মত হব না ”! বুঝলি””! কারণ আমি আমার বরকে নিজের থেকে আলাদা থাকতেই দিবো না””””😊😊😊😊
!
!
বড় ভাবী : তনু তোর পেটে পেটে এত”””?
😱😱😱😱
!
!
আমি : তবে তুই তো জামাই পাগল বউ হবি”””””’😂😂😂😂
!
!
বড় ভাবী : তোরা যাই বলিস না কেন””?
ভালবাসার মানুষ থেকে দূরে থাকা কত যে, কষ্টের কত যে বেদনার। তা শুধু আমার মত প্রবাসী মানুষের বউরা এটা ভাল করে জানে””! 😖😖😖
!
আমার বিয়ে হয়েছে ১০ বছর আর তোর ভাইয়া দেশের বাহিরে থাকে ১৩ বছর যাবত”””! তোর ভাইয়া ১ বছর পর পর ২ মাসের ছুটিতে আসে ”! গোনা দিনগুলো কোন দিন শেষ হয় টেরই পাই না””!
!
!
আমি : তুমি ভাইয়াকে একবারে দেশে আসতে বল না কেন””? দাড়াও ভাইয়া ফোন দিলে আমিই এবার বলবো””!
!
!
ভাবী : তোর ভাইয়া আসার জন্য তিন পায়ের উপর খাড়া””! আমিই না করি”! কারন তাজের বয়স কেবল ৬ বছর”!
এখনকার বাচ্চাদের পিছনে যে খরচ””! টাকা ছাড়া কিছুই সম্ভব না””! তাই বলি আর পাঁচটা বছর থাকুক””!
!
!
তনু : ভাবী আমরা কি আবার ফুপি হবনা””? তাজের কি আর ভাইবোন লাগবে না নাকি”‘?😍😍😍
!
!
আমি : ভাবী সত্যিই তো””””! তোমরা আরেকটা বাবু নিচ্ছো না কেন””?
!
!
ভাবী : আমার বাবুর কথা বাদ দে””! তোর ভাইয়া কাল বলে কি”‘? বলে আমার ছোট্ট মিষ্টিটা বড় হয়ে গেল'””। তার বিয়েও হল”””। কবে যে শুনবো আমি মামা হব””! সেই কথা ভাবতেই নাকি তোর ভাইয়ার অনেক খুশি লাগে”””!
!
!
আমি : আমার বাবু মানে””? আমি নিজেই তো এখনও তোমাদের কাছে ছোট””””!😊😊😊
!
!
তনু : তুই ছোট বলেই তো “”! সাহিল ভাইয়াকে দ্বায়িত্ব দেয়া হয়েছে তোকে বড় করতে আর বাচ্চার মা বানাতে”””!😂😂😂😂
!
!
আমি তনুর কথা শুনে ফাজিলটাকে ইচ্ছামত বালিশ দিয়ে মাইর দিলাম””! কি শয়তান মেয়ে রে বাবা”””””‘!😡😡😡
!
!
ভাবী : তোরা দুজন এবার থাম”””!
এবার তোদের ভাইয়া আসলে, আরেকটা বাবু নেয়ার ইচ্ছা আছে। যদি আল্লাহ মুখ তুলে চান তবেই”””””!😊😊😊
!
!
আমি ভাবী আর তনু আমরা তিনজন মিলে খুব গল্প করলাম”! তাজের প্যান প্যানানিতে ভাবী রুমে চলে গিয়েছে”! আজ ভাবছি তনুকে আমার কাছে রেখে দিব'””! আজ দুজন মিলে জমিয়ে আড্ডা দিব”””!
!
!
তনু : আমি বাড়ি যাব রে “”! দেরি হয়ে গিয়েছে”””!
!
!
আমি : মানে””'””? তুই আজ আমার কাছে থাকবি”””!
!
!
তনু : সাহিল ভাই থাকলে থাকতে বলতি””?
আর শোন তোর কাছে থাকা যাবে না””!
!
!
আমি : এই ফাজিল কেন””””?
!
!
তনু : আমিন স্যার বলছে”””
!
তনু এই কথা শুনে আমরা দুজনেই খুব হাসছি””! 😂😁😂😁😂😁
কারনটা হল, আমাদের স্কুলের বাংলার টিচার ছিলেন আমিনুল হক স্যার””! তিনি আমাদের বলতেন অবিবাহিতা মেয়েরা বিবাহিতা মেয়েদের সাথে মিশবে না””! কারন ওরা বরদের সাথে কি করে না করে তোদের সাথে সেই সব গল্প করবে”'”!
আর তোরা সেই গল্প শুনে তোরা পাজি হবি”””!
তনু আজ স্যারের উপদেশ ফলো করছে”‘”!😂😂😂😂
!
!
তনু আজ আমার কাছে থাকবে””! আমরা দুজনে রাতের খাবার খেয়ে আবার আমার রুমে এলাম””!
!
আজকের আবহাওয়া মেঘলা মেঘলা””! মনে হচ্ছে বৃষ্টি হবে””! “““““
তনু আমাকে বলছে ওর সাথে গানের কলি খেলতে””! 🎶🎻🎶🎸🎶🎻
আমি বললাম মন্দ হয় না”‘”
দুজনে মিলে অনেক গান গাইছি””! তারপর আমার কাছে অক্ষর আসলো “”য””। য অক্ষরটা আসতেই মনের ভিতর একটা গানের লাইন বার বার মনে পড়ছে”””‘
!
“””যেটুকু সময় তুমি থাকো পাশে””’
“”””মনে হয় এ দেহে প্রাণ আছে””””
“””বাকিটা সময় যেন মরণ আমার””‘
“””হৃদয় জুড়ে নামে অথৈই আঁধার””‘””
!
!
গান টা শেষ করে দেখি আমার সামনে বড় ভাবী দাড়িয়ে আছে ফোন হাতে নিয়ে””! 📱📱📱
আমি গান গাওয়ার সময় এতটা বিভোর ছিলাম যে খেয়াল করিনি ভাবী কখন এসেছে””!
!
ভাবী আমার কানে ফোন ধরিয়ে দিয়ে চলে গেল””! ফোন থেকে কারো কথার আওয়াজ পেলাম”””””
!
!
সাহিল : আরে বাহ”””’!
আমার বউটা এত ভাল গান গাইতে জানে “”! আর আমি অভাগা জানি না””!
জান সোনা তুমি জানো তো তোমারে ছাড়া আমার জীবনটা ও তোমার গানের লাইনগুলোর মত””!
!
!
আমি কি বলবো”‘”‘? ভাবী কত বড় পাজি “”! চুপ করে আমার গান শুনিয়ে দিল”‘! আমার ফোনটা হাতে নিয়ে দেখি সাহিলের ১০টা মিসকল””!
আমার ফোন সাইলেন্ট থাকাতে আমি কল টের পাইনি””! এজন্য আবার বড় ভাবীকে ফোন দিয়েছে”””‘!
!
!
সাহিল : মনের সাথে মন লাগিয়ে মনের কথা শুনতে পাইনা””!
এখন আমি ঢাকা থেকে তোমার মনের কথা ফোনে শুনবো কিভাবে””?
প্লিজ চুপ করে থেকো না””কথা বল””
!
!
বিকাল থেকে যার সাথে কথা বলার জন্য এতটা ব্যাকুল ছিলাম””! এখন মনে হচ্ছে গলা দিয়ে কথা বের হচ্ছে না””‘! কন্ঠটা শুনেই শান্তি লাগছে”””!
!
!
আমি : আপনি ভাল ভাবে পৌছিয়েছেন “‘?
!
!
সাহিল : হুম””’! আল্লহর রহমতে ভালভাবে এসেছি””!
জানো তো দুষ্ট বউ “”? যদি এটা অনেক important business টুর না হত””! তবে কাল রাতের মত আজও চলে যেতাম”””
!
!
আমি মনে মনে বলি একে বেশি কিছু বলা যাবে না””! যে লোক আবার না বিমান থেকে প্যারাসুট নিয়ে নেমে না আসে 😂😂😂
!
!
আমি : আপনার ফ্লাইটের তো সময় হয়ে এলো””! তাই বিমানে উঠার আগে ফোনটা এ্যারোপ্লেন মুডে রাখবেন “”বুঝলেন”‘!
বিমান বিধ্বসত্ব হবার কারন হিসেবে ফোন ওপেন রাখা অন্যতম কারন”””।✈✈✈✈
!
!
সাহিল : তুমি আমার বউ কম ম্যাডাম বেশি”””! সব সময় শুধু শাসন”””
!
!
আমি : আপনি জানেন না”””‘
“”””””শাসন করা তার সাজে
সোহাগ করে যে””””‘””””””

আর শোনেন পৌছানোর পর অবশ্যই ফোন দিয়ে জানাবেন””! আল্লাহ হাফেজ
!
!
সাহিল ফোন কেটে দিতেই দেখি বড় ভাইয়া কল করেছে'”! আমি ফোন নিয়ে ভাবীকে দিলাম”‘! ভাবী ভাইয়াকে আমার কথা বলতেই””! ভাইয়া আমাকে লাইনে চাইল”””! আমি ভাইয়ার সাথে কথা বলে রুমে চলে এলাম””!
!
রুমে এসে দেখি তনু ঘুমিয়ে পড়েছে”! বেচারির মামা অসুস্থ হওয়ায়”‘””! কয়েক দিন ওর উপর খুব ধকল গিয়েছে”””! তাই আজ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছে”””!
!
!
রাত ১২:০০ টা বাজে “”!
আমি ফোন হাতে নিয়ে বসে আছি””! কখন শুনবো সাহিল ভাল ভাবে পৌছে গিয়েছে””! তারপর আমার শান্তি””!
!
আমার ফোনে রিং বেজে উঠল”‘”!
আমি ফোন রিসিভ করে সালাম দিয়ে কথা বলা শুরু করলাম “””!
সাহিল আমার সালামের জবাব দিল””””
!
!
আমি : আপনি কখন পৌঁছিয়েছেন””?
!
সাহিল : এই তো আধা ঘন্টার বেশি””! তা বউ তুমি এখনও ঘুমাও নি কেন”‘?
!
আমি : আপনি পৌঁছেছেন কি না””‘? আমি না জেনে কিভাবে ঘুমাবো””?
!
!
সাহিল : আর বলো না”‘”! আমার বস শালার জন্য ফোন করতে দেরি হল”'”! আমি এয়ারপোর্ট থেকে বেড়িয়ে ফোন দিতাম”‘!
কিন্তু শালার বস আমাকে ফোন দিতেই দিল না”” “”! শালা একটা “””
“””””কাবাব মে হাড্ডি””””‘
!
!
আমি : 😂😂😂
আমি বেচারাকে এত বোকছেন কেন'”‘?
!
!
সাহিল : 😂😂😂😂
শালা আবার কোন বোকা হল””!
এ শব্দটা তো খাঁটি বাংলার একটা উপসর্গ”””!
এখানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে”””! এখন ঘুমাও, রাত অনেক হয়েছে”””! আমার আবার কাল সকালে মিটিং আছে””‘””
!
বউ #I_L♥vE_y♦u
!
good night “” 🌙🌴🌙🌴🌙
!
you see a sweet dream””””😍😍
উম,,,,,,,,,,,,,,,,,,,,,মা””””””””
!
!
আল্লাহ জানে ফোনের স্ক্রিন ফেটে গেল কিনা””!
!
!
আমি : same to you”””’😍😍😍
!
!
সাহিল : দুষ্ট বউ এটা কিন্তু চিটিংবাজি হচ্ছে”””
আমি তোমার মুখ থেকে তোমার কথা শুনতে চাই””””””’
!
!
আমি :#I_L♥vE_y♦u to,,,,,,,,,
!
!
আমি কথাটা বলেই ফোনটা কেটে দিলাম””। মন চাইছিল সারা রাত সাহিলের সাথে কথা বলে নির্ঘুম রাত্রি কাটাই””””! আমি জানি ও তাই চাইছিল”””‘! কিন্তু পারলাম না এই ভেবে বেচারা আজ অনেক জার্নি করেছে”””!
তাই রেস্ট নিক””
!
!
ওদিকে সাহিলের ও ঘুম আসছে না”’
সাহিলের মন চাইছে তিলোত্তমার সাথে কথা বলতে”””! কিন্তু সে ভাবছে বউটাকে এত রাত জাগিয়ে রাখা ঠিক হবেনা”””‘তাই”””
!
দুজন দুজনের জন্য ছাড় দিচ্ছে “‘! এই ছাড় বা ত্যাগ ই হচ্ছে সম্পর্ক সুন্দর করার মূল মন্ত্র”‘”””
!
সাহিলের ঘুম আসছে না বলে তিলোত্তমা কে একটা ম্যাসেজ লিখল””‘”””
!
!
আমার ফোনে ম্যাসেজর টোন বেজে উঠলো”‘”। ফোন হাতে নিয়ে ম্যাসেজটা দেখে ঘুম মনে হয় আমার থেকে আরও দূরে চলে গেল””””
!
“”””””””””নির্ঘুম নিঝুম রাত
নেই আকাশে চাঁদ””””””””🌙🌙🌙
“”””””””””টিপটিপ বৃষ্টি
অপলক দৃষ্টি”””””””””””””
“”””””””””একাকী নিঃসঙ্গতা
মনে আজ বিষ্ননতা”””””””””
“”””””””””””তাই দিশেহারা আমি
এর উত্তর”””””””””””””
“””””””””””””জানো কি তুমি”””””””??????
!
!
তিলোত্তমা ভাবছে সে এত রাতে সাহিলকে কি কল করবে কি করবে না”””
এই দোটানা ভুগছে”””‘
!
!
!
চলবে””””””‘
“🎁🎁🎁

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here