নিশুতি_তিথি পর্ব ৮

0
529

#নিশুতি_তিথি
লেখা : মান্নাত মিম
পর্ব ৮
___________

১৬.
আঞ্জুমানকে কেবিনে শিফট করা হয়েছে পরেরদিন দুপুর নাগাদ। রাতে শুধু একবার আলীর জোড়াজুড়িতে ওটি রুমে দেখা করার অনুমতি দেওয়া হয়েছিল। তারপর গিয়ে একেবারে সুদর্শনীর দেখা দুপুর গড়িয়ে বিকেলে পায়। শরীরের ক্ষত আস্তে আস্তে সেরে যাবে, যা ক্ষত হয়েছিল। ভাগ্য সুপ্রসন্ন ছিল বলে মুখ ক্ষত-বিক্ষত হতে বেঁচে গেছে। নাহলে যে কী হতো তা আর বলার অপেক্ষা রাখে না। মাঝে আলী তাকে একবার চোখের দেখা দেখে বাড়ি চলে যায়, নার্সদের কড়া দায়িত্ব দিয়ে যায় আঞ্জুমানকে দেখে রাখার। বাড়ি হতে ফ্রেশ হয়ে এসে শুনতে পায় আঞ্জুমানের জ্ঞান ফেরার কথা। মনে মনে বেশ ভালো ছক কষে নিয়ে দেখা করতে যায়। তবে ভেতরে গিয়ে সকল ছক কষার স্থান গুমোট বাঁধে মরার মতো নির্জীব, নিস্তেজ, প্রাণহীন হয়ে কেবিনের ভেতরের সফেদ বেডে শুয়ে থাকা আঞ্জুমানকে দেখে। বদ্ধ আঁখিযুগলে নিচে কালো দাগের স্থান পেয়েছে। মেয়েটা বেশ শুকিয়ে গিয়ে গৌরবর্ণা থেকে রঙ কিছুটা কালচে হয়ে এসেছে একদিনেই। এসব কিছুই আলীকে দেখিয়ে দেখিয়ে ভেতরের পাপবোধকে খুঁচিয়ে দিচ্ছে। ভেতর থেকে আওয়াজ তুলছে কোনো এক অনুভূতি,

‘দেখ, মেয়েটাকে তুমি কোন পর্যায়ে এনে ছেড়েছ।’

তবে ভেতরকার আরেক নির্বোধ সত্তা তা যেন মানতে নারাজ,

‘তাকে পাওয়ার জন্যই তো এতকিছু।’

‘তবে মেয়েটা যে এখন বেঁচেও প্রাণহীন, মৃত। তুমি কি এই জীবন্মৃত আঞ্জুমানকে’ই চেয়েছিলে?’

‘জীবিত বা মৃত সারাজীবন আমার সাথেই থাকতে হবে তাকে।’

‘গেয়ারের মতো কথাবার্তা তোমার। সত্যি আজ বা কাল হোক, প্রকাশ পেলেই এই ফুল তোমার আঙিনায় আর থাকবে না। হয় মূর্ছা যাবে নয় হারিয়ে যাবে।’

আলীর মাথা রাগে দপদপ শুরু করেছে। হিতাহিতজ্ঞানশূন্য বোধ করছে।

‘না, মানি না আমি।’

এবার আলীর মুখ নিসৃত হলো শব্দযোগ বেশ চিৎকারের সুরে। এতে করে আঞ্জুমানের বদ্ধ আঁখি উন্মোচিত হয়ে গেল। সম্মুখে থাকা আলীর চেহারায় গম্ভীরভাবটা স্পষ্টত হতেই ভয় পেয়ে সে-ও চিৎকার করে উঠল। আলীর সম্ভিত ফিরলে আশ্বস্ত ভঙ্গিতে আঞ্জুমানের উদ্দেশ্যে বলল,

‘হুস, হুস! শান্ত হ। আমি, আমি-ই তো। ভয় পাচ্ছিস কেন?’

এরইমধ্যে নার্সের আগমনে আঞ্জুমান নিজের দূর্বল শরীর নিয়ে নার্সের কাছে গুটিয়ে গিয়ে তাকে আঁকড়ে ধরে। যার ফলে নার্স আলীকে বিরক্তি ভঙ্গিতে বলল,

‘আপনি যান। আপনাকে দেখে পেশেন্ট ভয় পাচ্ছে।’

আলীর যারপরনাই রাগ হলো। তবে ভাবল, মেয়েটা তাকে দেখে কেন ভয় পাচ্ছে বোধগম্য হলো না। কিন্তু করার আপাতত কিছু নেই। সুস্থ হলে জানান দিবে তার আসল ভয়ের অস্তিত্বকে। এই অসুস্থতার মাঝে তার অন্য সত্তার প্রকাশ পেলে হিতে বিপরীত ঘটার আশংকা রয়েছে। তাই চুপ থাকাই ভালো। বাইরে বেরিয়ে এসব ভাবার মাঝে ফোন বেজে উঠল। দেখে রিমার কল। মেয়েটার সাথে তার কথা হয়েছে গতকাল রাতে। তারপর আর কথা হয়নি বলতে গেলে সেই সুযোগটাই হয়নি। ব্যস্ততা তাকে ঘিরে রেখেছিল বলে। তাও সেদিন ফোন বন্ধ থাকার কারণ দর্শাতে গিয়ে দম-জান সব বেরিয়ে গিয়েছিল তার। অতিরিক্ত ভালোবাসে কি না মেয়েটা তাকে, তাই যা বুঝ দিয়েছে সে তা-ই মেনে নিয়েছে মেয়েটা। ফোন রিসিভ করে কানে তুললে অপরপাশের মেয়ে কণ্ঠী বলল,

‘কী খবর জনাবের? ফোন-টোন দেওয়ার খবর নেই দেখি এত ব্যস্ততা কীসের?’

‘বিবি সাহেবাকে বিরক্ত করার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না বলে।’

‘জনাব, এভাবে বলতে পারল? আমি কি তার কথায় বিরক্তবোধ করি না কি? উলটে তার ফোনের অপেক্ষা করি অধির আগ্রহে।’

মুচকি হেসে আলী বলল,

‘সেটা জনাব জানে। তবে জনাব তার বিবিজানের জন্য খুব বড়ো একটা সারপ্রাইজ তৈরি করছে। এটার জন্য বিবির সাথে কথা বলা হয়ে উঠছে না, সেজন্যই জনাবের এত ব্যস্ততা।’

সারপ্রাইজ! তাও আলীর থেকে। তড়িৎ গতিতে বিদ্যুতের মতো শিহরণ বয়ে গেল রিমার সারা গা জুড়ে। কী সারপ্রাইজ হতে পারে আলীর? আলী যদি-ও তাকে ছোটোখাটো, সাধারণ সারপ্রাইজ দিয়ে থাকে। যেমন, বাইরে ঘুরতে যাওয়া, হঠাৎ হঠাৎ ভালোবেসে এটা-সেটা কিনে দেওয়া। সেসব তো রিমার জানা। কিন্তু অজানা বড়ো সারপ্রাইজের কথা শুনে দমবন্ধ, দমবন্ধ অনুভব হচ্ছে তার। জীবনের মোড় ঘুরার মতে। সইতে না পেরে অবুঝের মতো ফট করে জিজ্ঞেস করে ফেলে,

‘কী সারপ্রাইজ বলো না?’

‘এই বোকা মেয়ে, সারপ্রাইজ বলে দিলে সেটা কি আর সারপ্রাইজ থাকে না কি?’

তবুও রিমা গো ধরে উৎসুকতার সহিত বলতে লাগল,

‘এই শোন না, প্লিজ বলো। বলো প্লিজ।’

ফোঁস করে দীর্ঘশ্বাস ছেড়ে আলী বলল,

‘আমি আসছি তোমাদের বাসায় কাল, পরশুর মধ্যে।’

একটা চিৎকার দিয়ে রিমা উত্তেজনার সহিত বলল,

‘সত্যি বলছ, বাসায় আসছ?’

বলে খানিক থেমে উত্তেজিত হওয়া কণ্ঠ ঢিমেতালে নিয়ে এসে বলল,

‘ওয়েট, ওয়েট। বাসায় তো আসো’ই। এটা আবার সারপ্রাইজ হলো কীভাবে? তাও ব-ড়ো সারপ্রাইজ।’

শেষের বড়ো শব্দটাকে টেনে টেনে বলল রিমা। আলী তখন কথা ঘুরানোর জন্য উলটে তাকে প্রশ্ন করল,

‘এটা সারপ্রাইজ মনে হলো না তোমার কাছে? আমি তোমার কাছে সারপ্রাইজ না, তাও সবচেয়ে বড়ো? থাক তাহলে না-ই বা গেলাম তোমাদের বাড়ি।’

শেষের বাক্য মলিনতার রেশ ধরে বিষণ্ণ কণ্ঠে বলল আলী কথাটা। সে জানে, সে কী রিমার কাছে। এত বছর হয়ে এলো সম্পর্ক, তাও রিমার ভালোবাসায় কমতি এলো না। আর আলী! হা হা! তার কাছে ভালোবাসার সংজ্ঞাটা নাহয় অসংজ্ঞায়িত থাক।

‘না, না প্লিজ সোনা এসো তুমি। আমার জীবনের সবচেয়ে বড়ো সারপ্রাইজটা তুমি। প্লিজ রাগ না করে এসে পড়ো। তোমার পছন্দের সব রান্না করব।’

লজ্জিত সজ্জায় সেজে শেষের কথাখানি বলল রিমা।

১৭.
বেশখানিক সময় কথা কাটাকাটি হলো আলীর। তাও আবার ডাক্তারের সাথেই। কারণ, আঞ্জুমানকে বাড়িতে শিফট করতে চায় সে। কিন্তু ডাক্তারের এক কথাই, মেয়েটা অসুস্থ আলীর কি চোখে পড়ে না? অপারেশন হওয়া মেয়েটাকে কীভাবে বাড়িতে নিতে চাইছে! প্রশ্ন করাট চেয়ে বিষয়টা ডাক্তারের কাছে বেশ অবাকান্বিত ঠেকলো। তবে আলী সেসবের ধার দিয়েও গেল না। অর্থেবিত্তের কাজে লাগিয়ে বেশ সাবধানতা অবলম্বনে আঞ্জুমানকে ক্লিনিক থেকে বাড়িতে নিয়ে ফিরে এলো। গেস্টরুমেই স্থান পেল আঞ্জুমান। কেবিন থেকে এম্বুল্যান্সে ওঠানোর সময় শুধু একবার ঘুম পাতলা হয় তার। এরপরে ওষুধের কড়া ডোজে ঘুম ভাঙেনি। ক্লিনিক থেকে দু’জন নার্স-ও হায়ার করা হয়, দায়িত্ব তাঁদের আঞ্জুমানকে দেখভাল করার। বিন্দুমাত্র ভুল তো নার্সদের চাকরির নাম ঘুচিয়ে দিবে। সবকিছুর ঠিকঠাক মতো গুছানো আলী নিজে দাঁড়িয়ে থেকে দেখে। অতঃপর আঞ্জুমানের জন্য সকল ব্যবস্থা করে রাখা জিনিসপত্র পারফেক্ট হতে দেখলে চলে আসে নিজ রুমে। নিজে ফ্রেশ হয়ে নেয়। দু’দিনের ক্লান্তি তাকে বেশ নাজেহাল করে দিয়েছে। বিছানায় শরীর লাগানোর মতো সময়ও ছিল না। আজ ক্লান্ত শরীর বিছানা পেয়ে ভার ছেড়ে দিলো। আরামের আবেশে দু’চোখ বোজে এলো। কতক্ষণ সয়ম নিয়ে ঘুমালেো আলী সে খেয়াল হলো না। তবে আরামের ঘুম হারাম হলো করিম মিয়ার ডাকে। তখন বাইরের ঘুটঘুটে আঁধারে বোধগম্য হয় সময়টা রাতের। বেরিয়ে রাতের ডিনারে যাওয়ার সময়কালে একবার আঞ্জুমানকে দেখার তীব্র তৃষ্ণা জাগল মনে। এগিয়ে গেল করিডোর বরাবর শেষ মাথার রুমে থাকা গেস্ট রুমের দিকে। গেস্টরুমের সোফায় একজন নার্স ঘুমন্ত। দু’জন শিফট অনুযায়ী কাজ করবে। একজন দিনে তো একজন রাতে। তবে আজ দিনের জনই সময় দেবে। কাল থেকে পরিবর্তন হয়ে আসবে। তাই বোধহয় মেয়েটার ঘুমে চোখ জড়িয়ে এসেছে। সেদিকে এক পলক তাকিয়ে নজর পরিবর্তন করল। সেই নজর এসে পড়ল আঞ্জুমানের ওপর মেয়েটা এখনো ক্লিনিকের ড্রেস পরিহিত। মাথার বড়ো বড়ো চুলগুলো মোটা মোটা দু’টো বেনিতে আবদ্ধ করা। খানিক হাসল বেনিগুলো দেখে। মেয়েটা বেনিতে বাচ্চা বাচ্চা লাগে। ভেতরের এক সত্তা তখন সুযোগে বলে উঠল,

‘মেয়েটা তোমার অনুযায়ী বাচ্চা’ই।’

কথাটা উপেক্ষা করে বাঁকা হাসি মুখে ঝুলিয়ে এগিয়ে আঞ্জুমানের মুখের ওপর ঝুঁকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগল তাকে। মেয়েটাকে না পছন্দ করার কারণ খুঁজতে লাগল। কাজটার জন্য মেয়েটাকে তার নিখুঁত মনে হলো। এরচেয়ে বেটার অপশন হতেই পারে না।

‘আগুন ঝরা স্পর্শ,
তোমাকে করবে ত্রস্ত।’

চলবে…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here