ফিরে আসা পর্ব-৮

0
649

#ইসলামিক_গল্প #ISLAMIC_STORY
===========================

❝ ফিরে_আসা ❞
———————-

লেখিকা: Umma Hurayra Jahan

পর্ব: ৮

মাহিন: আজ কি মিমি???

মিমি : omg বেবি তুমি আজকের দিনটা কিভাবে ভুলে গেলে ?আজ না আমার birthday

মাহিন: Ohhh I am so sorry.
একটু কাজের চাপ ছিলো তা তাই ভুলে গেছি ..

মিমি : আমার থেকে তোমার কাজটা বড় হলো তাই না???

মাহিন : বললাম তো sorry

মিমি: আচ্ছা ঠিক আছে. তোমার মনে আছে তো, তুমি আমাকে বলেছিলে আমার birthday তে তুমি আমাকে একটাi phone গিফ্ট করবে ।
আমার কিন্তু এটা আজি লাগবে
আমার সব ফ্রেন্ডদের কাছে i phone আছে আমার কাছেই নেই

মাহিন : ওকে বেবি । তুমি একটা iphone চেয়েছো আর আমি না দিয়ে পারি
আজকেই পার্টিতে ফোন পেয়ে যাবে

মিমি: you are too good. Love you baby.

মাহিন : love you too. আচ্ছা রাখছি এখন. Bye

মিমি: ok bye

রানা : আচ্ছা মাহিন যখনি দেখি ,মিমি শুধু তোর কাছ থেকে দামি দামি গিফ্ট চায় । বেপার টা কি রে, ও কি তোকে সত্যি ভালোবাসে নাকি তোর টাকাকে ।

মাহিন: কি বলছিস এসব । আজকাল প্রেম করতে গেলে কিছু খরচ করতেই হয় । আর মিমি যথেষ্ট মর্ডান একটা মেয়ে ওর আবদার কি আমি ফেলতে পারি ।আমি তো ওর মতই জীবন সাথী চাই ।

রানা : কিন্তু তোর বাবা তো তোর বিয়ে ঠিক করেছে ,তার কি হবে???

মাহিন : আরে বেটা চিল চিল ,
মা বলেছে এ বিয়ে মা কিছুতেই হতে দিবে না.So don’t worry

রানা : হুম তুই যা ভালো বুঝিস
চল কোথাও ঘুরে আসি

মাহিন: হুম চল

,,,,,,,,,,,,,

রফিক: কি গো বেগম সাহেবা তোমার মেয়ে কোথায় ???

খাদিজা: ও তো ওর রুমে আছে

রফিক: তা তোমার মেয়ে কি রাজি হলো???

খাদিজা : মেয়ের মতামত জেনে আর কি হবে, তোমার কাছে কি আর তার মতামতের দাম আছে? ??

রফিক : দেখো তুমি শুধু শুধু রাগ করছো । আমি সব দিক চিন্তা ভাবনা করেই এই বিয়েটা ঠিক করেছি ।
আরমান আমার বন্ধু ,ওর ছেলের সাথে বিয়ে হলে ফাতেমা ভালো থাকবে

খাদিজা: কিন্তু ছেলেটা তো পরহেজগার না, এমন কি নামাযও পড়ে না । তুমি তো জানো তোমার মেয়ের পরহেজগার ছেলে পছন্দ,ওর তো মুন্সি ছেলে পছন্দ

রফিক: আরে রাখো তোমার মুন্সি ।
এসব মুন্সি টুন্সি আমার একদম পছন্দ না ।
তুমি মেয়েকে যে করেই হোক রাজি করাও

খাদিজা: [দীর্ঘশ্বাস ফেলে ] হুম ঠিক আছে

রফিক: আর মনে আছে তো কালকের পরের দিন ওরা ফাতেমাকে দেখতে আসবে? ??

খাদিজা : হুম মনে আছে

ফাতেমা এশার নামায আদায় করে জায়নামাজে আল্লাহর দরবারে দু হাত তুলে বসে আছে আর বলছে

হে আল্লাহ আমি জানি তুমি তোমার বান্দাকে কখনো নিরাস করো না, তুমি যা করো সব কিছুর পিছনে বান্দার কল্যান নিহিত থাকে ,আর তুমি যাকে বেশি ভালোবাসো তাকেই বেশি পরীক্ষার মাঝে ফেলো ,তুমি তোমার বান্দার ইমান পরীক্ষা করো
আমি জানি তুমি আমার পরীক্ষা নিচ্ছ
হে আল্লাহ আমি যেন এই পরীক্ষায় সফল হই
আমি যেন ধর্য ধরতে পারি ,আমাকে ধৈর্য ধরার ক্ষমতা দাও হে রব্বুল আলামিন।
আমিন

খাদিজা : ফাতেমা ,আসবো? ??

ফাতেমা : হে মা এসো । বসো মা

খাদিজা : মা রে আমি জানি রে মা তোর মনটা খারাপ ,আমি তোর অভাগি মা তোর জন্য কিছু করতে পারছি না

ফাতেমা : এসব কি বলছো মা ।
আল্লাহ যা করেন ভালোর জন্য করেন

/খাদিজা: তুই কি রাজি রে মা???

ফাতেমা : হে মা আমি আমার রব্বুল আলামিনের উপর ভরসা রেখে এ বিয়েতে রাজি । এটাই আমার ভাগ্য হয়তো
আর আমি না রাজি হয়ে তোমাদেরকে গুনাহগাড় বানাতে চাই না

খাদিজা : কেন রে মা গুনাহগাড় হবো কেন ???

ফাতেমা : কারন মহানবী {সা:} বলেছেন
““ কোন কুমারি মেয়ে বা কোন বিধবা নারীকে তার মতামত ছাড়া বিয়ে দেওয়া যাবে না ”” {সহিহ বুখারী :৬৯৭০}

তাই আমি যদি রাজি না হই তাহলে তোমাদের গুনাহ হবে, তাই এটা আমি চাই না যে তোমাদের গুনাহ হোক

খাদিজা : মেয়েকে জড়িয়ে ধরে কাদতে লাগলেন ] মা রে তুই তো আমার মেয়ে না, তুই তো আমার মা
তুই চলে গেলে আমি কিভাবে থাকবো রে মা

ফাতেমাও মাকে ধরে কাদতে লাগলো
খাদিজা : তুই চলে গেলে এভাবে আমাকে কে বুঝাবে

ফাতেমা : কেদো না মা. আমাকে কি একেবারের জন্য তাড়িয়ে দিচ্ছো না কি???আমি কি আর আসবো না??কাদো কাদো চোখে মুচকি হেসে কথাটা বললো ফাতেমা

খাদিজা: হয়েছে আর পাকামো করতে হবে না, কলেজের পড়া শেষ করে তাড়াতাড়ি আয় তোকে আজ নিজ হাতে খাইয়ে দিবো

এর মধ্যেই হাসান এলো

হাসান : দাও দাও সব আদর পুচকি কেই দিয়ে দাও ,আমাকে আর আদর করতে হবে না, শুধু মেয়েকেই খাইয়ে দিয়ো আমার লাগবে না

খাদিজা : ওরে দুষ্টু ছেলে বোন কে আদর করছি বলে হিংসে হচ্ছে তাই না??

ফাতেমা : হুম ,আমি তো কয়দিন পড়ে চলেই যাবো পড়ে সব আদর তুই একাই খাস

হাসান: তুই চলে গেলে যে, আমি বড্ড একা হয়ে যাবো রে বোন
আমি কার সাথে আমার সব শেয়ার করবো? ??

এই বলে হাসান কেদে দিলো

ফাতেমা : [ কান্না চোখে হাসি মুখে ] দেখো মা তোমার বুড়া খোকা কেমন করে কাদছে??

খাদিজা : হয়েছে হয়েছে আর কাদতে হবে না, তোরা দুজনেই পড়া শেষ করে তাড়াতাড়ি আয়

“““““““
পরদিন সকালে কলেজে

রিয়া : এই ফাতেমা শুনো !

ফাতেমা : আসসালামুআলাইকুম রিয়া ,হুম বলো

রিয়া : একটা কথা বলবো. ……..

চলবে ইনশাআল্লাহ

মন চাইলে কমেন্ট করে জানিয়ো বন্ধুরা,
কেমন হয়েছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here