অতঃপর_প্রেমের_গল্প❤পর্ব – ২৫+২৬
#কায়ানাত_আফরিন
আজ অন্যান্য দিনের তুলনায় একটু দেরি করে ঘুম থেকে উঠলো ফারহান। ঘড়ির কাটায় তাকিয়ে দেখে পোনে সাতটা বাজে। হয়তো একজন স্বাভাবিক মানুষের কাছে তা অনেক সকাল। কিন্ত যেই ছেলে ফজরের ওয়াক্তের আগেই ঘুম থেকে উঠে যায় তার কাছে এই সময়টা দেরি মনে করাটাই স্বাভাবিক। আজ ফারহানের হাতে কোনো কাজ নেই। সিদ্ধান্ত নিয়েছে আগামী কিছুদিন পার্টি অফিসে যাবে না। একটু আশেপাশে ঘোরাঘুরি করবে। শ্রীমঙ্গলের আষাঢ়-শ্রাবণ মাস ঘুরাফিরার জন্য বেস্ট। আর প্রতিবছর এ মৌসুমেই প্রকৃতির আদ্রতা অনুভবের জন্য এই মাস দুটোকে ফারহান বড্ড আপন মনে করে। প্রতিবছরই নিজের সকল রাজনৈতিক জন্জাল ফেলে ফারহান অবাধে ঘুরাফিরা করে বাংলাদেশের প্রতিটি পাহাড়ি কোণায়। ফারহান সিদ্ধান্ত নিয়েছে অনেক তো হলো দেশ ঘোরা, আগামীবছর এই সীমান্ত পেরিয়ে মেঘালয়ে পাড়ি জমাবে সে। চেরাপুন্জির বৃষ্টির পানিতে সিক্ত হয়ে ভুলিয়ে দিবে শৈশবকালের প্রতিটা কষ্ট, পরিবারকে হারানোর যন্ত্রণা।
ফারহান খাট থেকে উঠে মুখ ধুয়ে বাইরে বেরিয়ে এলো এবার। অনেকদিন ধরেই চা বাগানের ভেতরটা দেখা হচ্ছে না। এগুলোর একটু খবর নিতে হবে, নাহলে কর্মচারীরা সবসময়ই সুযোগ খুজে কাজে ফাঁকি দেওয়ার। একটা একটা চিকন স্লিভসের সাদা গেন্জি আর ট্রাউজার পড়ে বেরিয়ে এলো ফারহান। বারান্দার সিড়ি বেয়ে নিচে নামতেই আফরার মুখোমুখি হয়ে সে যেন অবাক না হয়ে পারলো না। আফরা কাঠের ছোট্ট এই বাড়ির সামনের অংশে কাঠের বেঞ্চের ওপর বসে আছে। ওর পা বারবার স্পর্শ করছে ঘাসের নরম কণা।
আফরাকে এত সকালে এখানে দেখে ফারহান কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লো। সচরাচর ওর অংশটুকুতে কেউই আসেনা। চাচি-ইলা তো দূরের কথা আর ফাহিম বা মিঃ ইফাজের কোনো প্রয়োজন হয় তবে বাংলোতে ডেকে নিয়ে যায়। তাই এখানে ফারহানের অবাধে বিচরণ। বরাবরের মতো একাকীত্ব এ জীবনে ফারহানের ভাবতে হয়নি যে এভাবে চিকন স্লিভসের গেন্জি পড়ে বেরিয়ে আসলে কেউ ভাববে কি-না। কিন্ত এখন আফরার সামনে এভাবে আসাতে ও বিব্রতবোধ করছে।
ফারহান কিছু বলতে যাবে তার পূর্বেই আফরা বললো,
-‘আপনার জন্যই অপেক্ষা করছিলাম মিঃ কমরেড ! শুভসকাল।’
আফরার মুখে ‘শুভসকাল’ শব্দটি শুনে ফারহানের ভালোলাগলো। আফরা যদিও বাংলায় কথা বলাতে একটু আটকে যাক না কেনো, ওর মুখে ছোট ছোট এসব মধুর শব্দ দারুন লাগে।
-‘শুভসকাল। আপনি এত সকালে এখানে এসেছেন যে?’
-‘একটা অনুরোধ নিয়ে হাজির হয়েছি আপনার কাছে।’
আফরার ঠোঁটকোলে স্মিত হাসি। ঠোঁট কামড়ে বললো,
-‘তবে আপনাকে এই লুকে দারুন লাগছে কিন্ত মিঃ কমরেড। এমন হট বডি লুকিয়ে সারাদিন কিভাবে কমরেডগিরি করেন আপনি?’
ফারহান বিস্ফোরিত চোখে তাকালো আফরার দিকে। নিজের সম্পর্কে এমন উক্তি শুনে কি বলবে ভেবে পেলো না। এইপ্রথম কোনো মেয়ে দুঃসাহসিকতার সাথে ওকে টিজ করলো সেদিকে ওর সৌন্দর্যে এখানকার হাজার মেয়ে ঘায়েল হলেও ফারহানের ভয়ঙ্কর রাগের জন্য কেউ কিছু বলার স্পর্ধা দেখাতো না। আফরা আবার হাসতে হাসতে বসে পড়লো বেঞ্চটিতে।কোনোমতে নিজেকে সামলে বললো,
-‘আরে মজা করছি ম্যান ! আপনি এতো সিরিয়াস হচ্ছেন কেনো?’
-‘এসব মজা আমার সাথে করবেন না আফরা। আমার এসব পছন্দ না।’
কোনোমতে নিজেকে শান্ত করে বললো ফারহান। আফরা বুঝতে পেরেছে এই ছেলে বড্ড ইগোস্টিক মানুষ। এত সহজে কাউকে প্রশ্রয় দিবে না।তাই মাথা নাড়িয়ে সম্মতি জানালো সে।
-‘তো বলুন কি জরুরি বিষয় নিয়ে হাজির হয়েছেন?’
-‘প্রায় অনেকদিন তো হয়ে গেলো আমি এখানে আছি। এখন আমার অনুরোধ হলো আপনি আমায় শ্রীমঙ্গলে ঘুরাবেন। প্রতিটা কোণে, প্রতিটা সৌন্দর্যে। যতই এ বাধাঁ ও বাধাঁ আসুক না কেনো।’
ফারহান বিস্মিত হলো আফরার কথায়। তবুও ঠোঁট নাড়িয়ে আড়ষ্ট কন্ঠে বলে ওঠলো,
-‘আমি যতটুকু জানি চাচি ফাহিম আর ইলাকে দায়িত্ব দিয়েছে আপনাকে ঘুরানোর জন্য।তাহলে আমায় টানছেন কেনো?’
-‘কেননা ফাহিম ব্যস্ত আর ইলার কিছুদিন পর পরীক্ষা। ওর এখন নিয়মিত কলেজ যাওয়া আসা করতে হয়। আর ইলা আমায় বলেছিলো এ আষাঢ়-শ্রাবণ মাস আপনি নাকি সকল কাজকর্ম বিচ্ছিন্ন করে নিজ মনে ঘুরেন? তাহলে আমাকে বানাতে পারবেন না আপনার ভ্রমণ সঙ্গী?’
ফারহান ভাবলো কিছু একটা। আফরা বললো,
-‘আমি একটা চরম দুঃখ নিয়ে এখানে এসেছিলাম জানেন? কিন্ত আমি সেসব কাটিয়ে নতুনভাবে বাঁচতে চাই। আমার বিশ্বাস আপনি অবশ্যই আমায় নতুনভাবে সৌন্দর্যের গহীনে নিয়ে যাবেন। আমিও আষাঢ়-শ্রাবণের এই টানটা অনুভর করতে চাই ফারহান ! না করবেন না।’
আফরার আদ্র কন্ঠে ফারহানের শিরদাঁড়া দিয়ে যেন শীতল স্রোত বয়ে গেলো। এই প্রথম নিজেকে ব্যাতীত কাউকে পেয়েছে যে আষাঢ়-শ্রাণের এই সৌন্দর্যের জন্য তৃষ্ণার্ত হয়ে আছে। ফারহান ঠোঁট চেপে সম্মতি জানালো আফরাকে।মৃদু কন্ঠে বললো,
-‘আপনি আমার ভ্রমণসঙ্গী হতে পারবেন আফরা!’
____________________________
রৌদ্রজ্জল দিন আজ। পুন্জিভূত মেঘের অবয়বে বৃষ্টির ছিটেফোটা নেই। এই মাসে শ্রীমঙ্গলে এমন দৃশ্য দেখা দুর্লভ ব্যাপার। তাই লোকজন চুটিয়ে কাজ করছে।রৌশিন সেসবে একনজর তাকিয়ে ‘শ্রীমঙ্গল সরকারি কলেজ’ স্ট্রিটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো ইলার।অপরপাশেই টং দোকানের আশপাশে ছাত্রাছাত্রীরা হুমড়ি খেয়ে পড়ছে। কেউ কেউ ক্যাম্পাসের পাশে চায়ের দোকানে আড্ডা দিতে ব্যাস্ত। কিন্ত ইলাকে এখনও আসতে না দেখে বেশ বিরক্ত লাগছে রৌশিনের। ক্লাস শুরু হতে দশমিনিটের মতো সময় আছে।এদিকে মারুফও অনবরত কল দিয়ে যাচ্ছে মোবাইলে। রৌশিন আশাই ছেড়ে দিয়েছিলো ইলার। মনে করেছিলো আজ বোধহয় ইলা আবার লেট করবে। এটা ভেবে রৌশিন তপ্তশ্বাস ছেড়ে ক্যাম্পাসে প্রবেশ করছিলো তখনই পেছন থেকে শোনা গেলো এক শক্ত পুরুষালি কন্ঠ।
-‘রৌশিন দাঁড়াও।’
পা থামালো রৌশিন। পেছনে ফিরেই সে দেখতে পেলো ফাহিমকে। ফাহিমের গাড়ি থেকে সবেমাত্র বেরিয়ে এলো। পাশের সিট থেকে বেরোলো ইলা। রৌশিনের এতক্ষণের বিরক্তি যেন নিমিষেই উবে গেলো ফাহিমের প্রাণোচ্ছল মুখ দেখে। ফাহিম বরাবরই হাসিখুশি ধরনের মানুষ। তাই ডাক্তারি আবেশের সাথে এই হাসি মুখশ্রীটা নিতান্তই সুদর্শন করে তুলছে মানুষটাকে। ইলা এক কানে হাত দিয়ে রৌশিনের উদ্দেশ্যে বললো ,
-‘সরি রে জানু, আজকে বাসা থেকে বেরোতে বেরোতেই লেট হয়ে গিয়েছিলো।’
-‘তোর জন্য কতক্ষণ অপেক্ষা করছিলাম তুই জানিস?’
-‘কি করবো বল? একে তো ঘুম থেকে উঠতে লেট হয়ে গেলো তারওপর আফরা আপুকে নিয়ে বৈঠক করতে করতেই টাইম চলে গেলো?’
-‘মানে?’
রৌশিন অবাক হয়ে ইলাকে জিজ্ঞেস করতেই ফাহিম বলে ওঠলো,
-‘আসলে দু’দিন হাসপাতাল থেকে ছুটি নিয়েছিলাম বলে আগামী কিছুদিন ওভারনাইট ডিউটি করতে হবে আমায়। এখন আফরা যেহেতু আমাদের অতিথি তাই মা চেয়েছিলো ওকে একটু ঘুরাতে এখানে। কিন্ত আমার টাইম ম্যানেজ করতে একটু কষ্ট হয়ে যায়। এগুলোর ব্যাপারে কথা বলতে বলতেই একটু দেরি হয়ে গেলো।
ছোট করে ‘ওহ্’ প্রতিউত্তর দিলো রৌশিন। ইলা এবার বলে ওঠলো,
-‘এখন জলদি ক্লাসে চল্।আর ভাইয়া তোমাকে নিতে আসতে হবেনা। আজকে রৌশিন মারুফের সাথেই বাসায় ফিরে যাবো। ফুচকা খাওয়ার জন্য বুকটা কেমন যেন আনচান করছে।ক্লাস শেষে তাই ফুচকা খাবো।’
-‘এসব হাবিজাবি খাবি না ইলা?’
ফাহিম কথাটি বলামাত্রই রৌশিন চোখ বাকিয়ে বললো,
-‘কি হবে খেলে?’
-‘অনেক কিছু হবে। ওকে আমি না বললাম সাথে তুমিও খাবে না। আফটার অল ইলার মতো তুমিও তো আমার বোন।’
রৌশিন চরম রেগে গেলো উনার কথায়। তাই প্রখর গলায় বললো,
-‘কে আপনার বোন? লিসেন আমার একমাত্র ভাই হচ্ছে সাদ্দাফ ভাইয়া। আর কেউ না। আপনিতো একেবারেই না। তাই এসব হাবিজাবি কথা বলবেন না।এই ইলা ! চল তো?’
বলেই রৌশিন হনহন করে চলে গেলো ইলার হাত ধরে। ফাহিম এবার বিস্মিত।রৌশিনের আচমকা রূপে ফাহিমের কেমন প্রতিক্রিয়া করা উচিত তা ফাহিমের অজানা। নিনির্মেষেই মুখ দিয়ে বেরিয়ে এলো,
-‘স্ট্রেন্জ গার্ল !’
____________________________________________
ড্রইংরুমে ফারহানকে স্থিরভাবে বসা দেখে মিসেস নাবিলা অবাক। উনার জানামতে ফাহিম বা মিঃ ইফাজ কেউই তো তাকেনি ওকে যে ফারহান এখানে আসবে। ফারহান বরাবরই ইগোস্টিক মানুষ। পারিবারিক এ সমস্যাগুলোর জন্য ফারহান অকারনে খুব কমই এসেছে এখানে। তাছাড়া ছেলেটা ফর্মাল অবস্থায় নেই। একটা রেগুলার টিশার্ট আর থ্রি কোয়ারহটার প্যান্ট পড়ে আছে। মিসেস নাবিলা ফিচালো হাসি দিয়ে বললেন,
-‘আরে ফারহান ! তুমি হঠাৎ এখানে?’
ফালহান আলতো হাসলো। স্মিত কন্ঠে বললো,
-‘চিন্তা করবেননা চাচি , আপনাকে জ্বালাতে আসিনি।’
-‘ধ্যুর বোকা ছেলে, আমি কি সেরকম কিছু বলেছি?’
ফারহানের কোনো উত্তর না পেয়ে কিছু বললেন না উনি। ইতিমধ্যে আফরা সিড়ি বেয়ে নিচে নেমে এলো। আজ ফিশিং করতে যাবে বলে একটা কর্মোর্ট জিন্স আর বুকে কুচি দেওয়া কোয়ার্টার হাতার টপস পড়েছে সে। কপালে কালো রঙের একটি ক্যাপ। ফারহান শীতল কন্ঠে বললো,
-‘রেডি আপনি?’
-‘হুম। জিনিসপত্র কোথায়?’
-‘গাড়িতে রাখা আছে।’
মিসেস নাবিলা এবার তাই আগ বাড়িয়ে জিজ্ঞেস করলেন,
-‘কোথায় যাচ্ছো তোমরা?’
-‘বিলে নিয়ে যাচ্ছি।’
শীতল কন্ঠে বললো ফারহান। মিসেস নাবিলা অসন্তুষ্ট হলেও কিছু প্রকাশ করলেন না। তিনি আফরাকে জিজ্ঞেস করলেন,
-‘তোমার আঙ্কেলকে বলেছো?’
-‘আঙ্কেলই তো বললো উনার সাথে যেতে।ফাহিমের নাকি সময় নেই?’
-‘ওহ্ ! তাহলে যাও!’
মলিন স্বরে বলেন মিসেস নাবিলা। ফারহান আর আফরা এবার বেরিয়ে গেলো বাংলো থেকে। নীল আকাশ আর টিলার সৌন্দর্য মনোহর করে তুলছে পরিবেশটি। ফারহান ঠোঁটে স্মিত হাসি তুলে বলে ওঠলো,
-‘তাহলে প্রস্তুত তো আমার ভ্রমণসঙ্গী হওয়ার জন্য?’
আফরা সম্মতি জানানো। মনের মধ্যে নুপুরের ন্যায় বেজে ওঠলো,
‘আপনি চাইলে আমি আপনার চলার পথের সঙ্গী হতেও রাজি কমরেড সাহেব!❤
.
.
.
.
~চলবে……ইনশাআল্লাহ
রিচেক করার সময় পাইনি। হয়তো অনেক বানাই ভুল হয়েছে।
[ভুলক্রুটি ক্ষমাসুলভ চোখে দেখবেন।]