ছায়া হয়ে থাকবো পাশে part- 26

0
1090

ছায়া হয়ে থাকব পাশে
part ঃ 26
writer ঃ humayra khan

আহান বাসায় পৌছেই সোজা চলে যায় চারুর রুমে–
সেড লুক নিয়ে চারু সামনে এসে দাড়ালে–
চারু আহানের সেড লুক দেখে–
চারু ঃ কি হল পারেননি তো এরেঞ্জ করতে
কথাটি বলে চারু জোড়ে জোড়ে হাসতে শুরু করে…..
আহান কোন কথা না বলে তার দুই হাত দিয়ে চারুর চোখ জোড়া বন্ধ করলে–
চারু ঃ কি হল? আমার চোখ এই ভা
বে ধরে আছেন কেন????
আহানঃ চুপ.. কোন কথা নয়…….জাস্ট আমার সাথে চলো…..
কথাটি বলে আহান চারুকে বাসার বাইরে নিয়ে যায়–
চারুর চোখ থেকে নিজের হাত জোড়া সরিয়ে—
আহানঃ সারপ্রাইজ……..
চারু সামনে তাকিয়ে দেখল একটা কালো রঙের সাইকেল আর সাইকেলের বাসকেট এ অনেক গুলো গোলাপ ফুল…….
চারু বেশ অবাক হয়ে তাকিয়ে থাকে সাইকেল এর দিক এ……..
চারু ঃ আপনি এতো রাতে সাইকেল কিভাবে পেলেন???
আহানঃ কিভাবে পেয়েছি কি করে পেয়েছি এই গুলা বাদ দিয়ে চল সাইকেল এ করে তুমাকে পুরো পৃথিবী ভ্রমণ করাই…
আহানের কথা শুনে চারু জোড়ে জোড়ে হাসতে লাগলে আহানও চারু হাসির সাথে তাল মিলিয়ে হাসতে শুরু করল…….
আহান ওর হাসি বন্ধ করে সাইকেলে উঠে —
আহানঃ চারু তাড়াতাড়ি সাইকেলে বসো
চারুঃ আপনি নামেন সাইকেল থেকে….
আহানঃ কেন??(অবাক হয়ে)
চারু ঃআগে নামেন তারপর বলছি…….
আহান চারুর কথামত সাইকেল থেকে নেমে পরলে চারু সাইকেলের সামনে বসে পরে–
চারু ঃনিন এবার উঠুন…
আহানঃ এই তুমি সামনে বসলা কেন???
চারু ঃ কারন সাইকেল আপনি নয় আমি চালাব..
আহানঃ ওয়াট ( অবাক হয়ে)
চারু ঃজলদি উঠুনতো….
আহান কথা না বাড়িয়ে সাইকেলে উঠে পরলে চারু সাইকেল চালাতে থাকে আপন মনে……
সাইকেল চালানোর সাথে সাথে গান গাইতে থাকে
চারু ঃ আহা কি আনন্দ আকাশে বাতাসে…….
আহানঃ ওই এতো আসতে চালাচ্ছো কেন.??
মনে হচ্ছে ভেলগাড়ি তে উঠে বসে আছি…..
চারু ঃ তাই নাকি তাহলে দেখেন চারুর কামাল.
কথাটি বলে চারু খুব স্পিড এ সাইকেল চালাতে শুরু করে…..
আহানঃ এই করছটা কি?… তোমাকে একটু জোড়ে চালাতে বলেছি উড়োজাহাজের মত উড়ানোর কথা বলিনি.. স্পিড কমাও বলছি….
চারু ঃ অই আপনার সম্যসা কি???
একবার বলেন স্প্রিড বারাও এক বার বলেন কমাও
(পিছনের ঘুরে আহানের দিক এ তাকিয়ে…)..
আহানঃ অই তুমি আমার দিক এ না তাকিয়ে সামনে তাকাও…এক্রিডেনট হবে তো…
চারু আহানের দিক এ তাকিয়ে থাকার ফলে সাইকেলের উপর থেকে নিজের নিয়ন্রন হারিয়ে ফেলে যার ফলে সাইকেল ধপাস হয়ে পরে যায় মাটিতে….
আর চারু আহানের উপর…..
চারুর এলোমেলো থাকা চুলগুলো সোজা এসে পরে আহানের মুখে…….
দুইজনেই এইভাবে বেশক্ষানিক ধরে একের অপরের দিক এ তাকিয়ে থাকে পলকহিন ভাবে…….
চারু উঠতে নিলে আহান চারুর কোমড় শক্ত করে জড়িয়ে ধরে—
আহানঃ তোমাকে তো উঠে যাওয়ায় পারমিশন দেইনি আমি….
চারু ঃ সারা রাত কি আমরা এই ভাবেই রাস্তায় শুয়ে থাকব….
আহানঃ হুম আমার তো কোন সম্যসা নেই সারা রাত তোমাকে আমার বুকের মাঝে রাখতে…
চারু ঃ তাই বলে রাস্তায়???অই ছাড়ুন আমাকে…
আহানঃ আমি তো মোটেও ছারছিনা…
চারুঃ দাড়ান কিভাবে ছাড়াতে হয় আমার জানা আছে…..
চারু সাথে সাথে আহানকে একটা কিস করে বসে…
চারু এইভাবে কিস করায় আহান যেন পুরো পুরি শকড…আহান শকড হয়ে চারুর কোমড় থেকে নিজের হাতটা সরালে চারু সেই সুযোগে আহানের উপর থেকে উঠে পরে…….
চারু ঃ এই যে রাস্তায় কি ঘুমিয়ে থাকার পরিকল্পনা করছেন নাকি আপনি…
কথাটি বলে চারু পাগলের মতো হাসতে শুরু করে…
আহান ঃ ওও আমার সাথে চালাকি.. তাই তো মনে মনে বলছি হঠাৎ করে আমার জন্য এতো ভালোবাসা জাগল কিভাবে….
চারু ঃ নেন হাতটা ধরেন আর উঠুন জলদি করে….
(আহানের দিক এ হাত বাড়িয়ে)
আহান চারুর হাতটা ধরে উঠে পরে মাটি থেকে….
আহানঃ উফফ সাইকেল এর তো বারোটা বেজে গেছে বাসায় যাব কি করে…..???
চারু ঃ উড়ে উড়ে(হেসে)
আহান চারু কথা শুনে ভ্রু কুচকিয়ে ওর দিক এ তাকালে….
চারু ঃ আরে বাবা হেটে হেটে যাব……
আহানঃ হুম চল…….
কয়েকমিনিট এই ভাবে হাটার পর আহান আর চারু একটা ওয়াইট কালারের গাড়ি আসছে দেখতে পেলে –
চারু গাড়িটির সামনে হাত উচু করে ইশারা করলে গাড়িটি থেমে যায়……
গাড়িটির গ্লাস নিচু করে-
ড্রাইভার ঃডু ইউ নিড এনি হেল্প ম্যাম..??
চারু ঃ ভাইয়া আমাদের একটু…..
কথাটি পুরো পুরি বলতে পারলনা চারু এর আগেই আহান ওর হাত হ্যাচকা টান দিয়ে সেই খান থেকে সরিয়ে আনতে নিলে…
ড্রাইভারঃ ম্যাম আমার গাড়িতে আসুন আপনাদেরকে পৌছে দেই…
আহানঃ নো থ্যাংকস.. আমরা যেতে পারব…
আহানের কথা শুনে লোকটি কালো মুখ করে,তার গাড়ি নিয়ে চলে যায় সেইখান থেকে…
চারু ঃ কি করলেন এইটা???(রেগে)
ভালোয় ভালো লিফট দিচ্ছিল আর আপনি…
আহানঃ এই ভাবে কাউকে সহজেই বিশ্বাস করতেই নেই চারু….. দিনকাল অনেক খারাপ।….
যদি লোকটা খারাপ হতো??
চারু ঃ আরে লোকটার ফেস দেখে তো বুঝাই যাচ্ছিল লোকটা মোটেও খারাপ না…
আহানঃ হ মানুষ এর ফেস এ লিখা থাকে সে ভালো না খারাপ…
চারু ঃ হ সব জ্ঞান তো আপনারই আছে..
কথাটি বলে চারু জোড়ে জোড়ে হাটা শুরু করে….
আহানঃ অই কই যাও আমাকে রেখে…
আহান ও চারুর পিছনে হাটা শুরু করলে…
চারু ঃ অই আমার পিছনে পিছনে আসবেন না…
আহানঃ ওকে…
কথাটি বলে আহান চারুকে কোলে তুলে নেয়..
চারু ঃ অই ছাড়েন আমাকে….
আহানঃ মোটেও ছাড়ছিনা তোমাকে…
যত ইচ্ছা লাফালাফি করো…
চারু কোন উপায় না পেয়ে আহানের ঘাড় এ কামড় দিয়ে বসে…
কিন্তু আফসোস তাতেও কোন কাজ হয়না….
আহানঃ ওও ফাস্ট এ কিস তারপর কামড়…
আজ দেখি অনেক ভালোবাসা জাগছে আমার উপর (ডেভিল হাসি হেসে)….
চারু ঃ হ অনেক ভালোবাসা জাগছে আপনি আমাকে নিচে নামালে আরও জেগে উঠবে…
আহানঃ কি( ভ্রু কুচকিয়ে)
চারু ঃ কি আবার ভালোবাসা …
তো প্লিজ নিচে নামান আমাকে….
আহানঃ বাসায় গিয়ে তারপর…..(হেসে)
এইভাবে আহান চারুকে কোলে করে নিয়ে হাটতে থাকে আর চারু ও আহানের কোল থেকে নামার হাজার চেষ্টা করলেও সফল হয়ে উঠে না চারু,……
বাসায় এসে পৌছালে….
চারু ঃ এখন তো নামান…
আহানঃ না আমি এইভাবে তোমাকে কোলে করে নিয়ে তোমাকে তোমার রুমে দিয়ে আসব…..৷
কথাটি বলেই আহান বাড়ির দরজার সামনে এসে দরজার দিক এ ওর চোখ পরলে
ভুতের মতো দাঁড়িয়ে থাকে আহান……
আহান এই ভাবে দাঁড়িয়ে থাকায়….
চারু ঃ কি হল এইভাবে দাঁড়িয়ে রইলেন কেন? ভুত দেখেছেন নাকি????
আহানঃ দরজার দিক এ তাকাও চারু….
চারু আহানের কথা শুনে সামনে তাকালে-
চারু ঃ……….

চলবে…..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here