#নতুন_তুই_আমি
Writer:Nargis Sultana Ripa.
পর্ব:-৩৩…………………………..
তামান্না ঘুমাচ্ছে।
পাশে সিয়াম বসে।
কি সুন্দর অবলীলায় বাচ্চাদের মতো লোকমাগুলো মুখে তুলে নিচ্ছিলো মেয়টা।
তাই ভাবছে সিয়াম।
আর কেমন কাঁদোকাঁদো হয়ে ঠিক একটা দুগ্ধ শিশুর মতো হয়ে শাশুড়ির কোলে মাথা রেখেই ঘুমিয়ে গেল।
আজব!!!একটা মানুষকে সত্যিই কাছে থেকেও এত সহজে বুঝা যায় না।
যেমন সিয়াম পারে নি।
যে মেয়ে শক্ত হয়ে যে কোনো সমস্যা নিজেই সমাধান করতে পারে সে কি না সকাল বেলা নিজের হাতে খেতে পারে না।
বিষয়টা যুদ্ধে জয়ী যোদ্ধার নিজের ছায়া দেখে ভয় পাওয়ার মতো।
প্রায় এগারো টা বাজতে চলল।
তাই সিয়াম এবার তামান্নাকে ডেকে দিলো।
বৌ-ভাত তো আজকে।উঠে আবার রেডি হতে হবে তাঁকে।
আত্নীয়রা এসেছে তাঁদের সাথেও দেখা করতে হবে।
আড়মোড়া হয়ে উঠে বসলো তামান্না।সিয়ামের সামনে ঘুমাচ্ছিলো তাই একটু জড়তা কাজ করছে তার মাঝে।
কারণ সে জানে ঘুমালে সে একটু বেশিই অচেতন হয়ে পড়ে।
দ্বিধা কাঁটাতে সিয়াম বলল,
“এখন কেমন লাগছে??”
তামান্না সিয়ামের দিকে না তাঁকিয়েই বলল,
“ভালো….”
“হুম।আন্টি ফোন করেছিলো।তুই ঘুমাচ্ছিলি তাই আমিই কথা বলেছি।”
তামান্না অচমকা তাঁকাল সিয়ামের দিকে।উচ্ছাস্বিত হয়ে জানতে চাইল,
“কি বলল মাম্মাম??বাবার সাথে কথা বলেছিস??”
“রিলেক্স।ওরা আসবে সবাই।”
“সত্যি???”
“এটাই তো স্বাভাবিক।”
“তাহলে তো আমি আজ বাসায় চলে যাবো তাই না??”
“তা তো যাবি-ই……”
“আচ্ছা শোন না,তুইও যাবি তো??”
“না আমি যাচ্ছি না।”
তামান্না কিছু একটা ভাবল।
তারপর মুখ গোমড়া করে বলল,
“কেনো??”
সিয়াম বিছানা থেকে উঠতে উঠতে জবাব দিল,
“এমনি।তুই ফ্রেশ হয়ে নে।অনেকেই এসে গেছে।তাদের সাথে দেখা করতে হবে মনে হয়।আর তারপর আবার রেডি হতে হবে বিকালের জন্য।”
তামান্না বেশিকিছু বলল না।
শুধু সিয়ামের দিকে তাঁকিয়ে অস্ফুটস্বরে বলল,
“হুম…..”
তামান্না ফ্রেশ হয়ে নিচে নেমে আসে।তারপর উপস্থিত সবার সাথে যতটা সম্ভব নতুন বউ হিসেবে কথা বলা উচিত বলেছে।
“তামান্না,মা-চল……”
তামান্না সোফা থেকে উঠে সিয়ামের মায়ের সাথে চলে গেল।
“আ..মা,কিছু বলবে??”
“সাওয়ার নিয়ে নে…..”
তামান্না সকালে একবার সাওয়ার নিয়েছে।তাই সে চাইছে না আবার সাওয়ার নিতে।কিন্তু শাশুড়ী মাকে তো আর বলা যায় যে সকালে সাওয়ার নিয়েছি।
তামান্না আমতা আমতা করে বলল,
“মা….অনুষ্ঠানের পর আমি ফ্রেস হয়ে নিতে চেয়েছিলাম।”
সিয়ামের মা একটু অস্থিত্বে পড়ে গেল।সে ভেবেছিল রেডি হওয়ার আগে সাওয়ার করলে ভালো লাগবে কিন্তু তিনি মোটেও এতসব ভেবে কথাটা তামান্নাকে বলতে আসে নি।
তিনি নিজেকে ঠিক করে নিয়ে বললেন,
“ঠিক আছে তাই করিস তাহলে…..”
“ঠিক আছে মা…..”
“আচ্ছা তাহলে তুই রোমে যা।আমি পার্লারের মেয়ে গুলোকে রোমে পাঠিয়ে দিচ্ছি।”
“আচ্ছা….”
তামান্না রোমে চলে গেলে পার্লারের মেয়েগুলো চলে আসে।
“ম্যাডাম……”
“ওহ…আপনারা।”
“আমরা পার্লার থেকে এসেছিলাম।আসবো??”
“হ্যাঁ।অবশ্যই আসুন…..”
!
তামান্নাকে সাজানো হচ্ছে।
দরজায় কেউ কড়া নাড়ছে।
পার্লারের একজন বলল,
“ভেতরে সাজানো হচ্ছে….”
বাইরে থেকে সিয়াম বলল,
“তামান্না।যদি দরজা খোলা যায় তাহলে একটু খুলবি??আমার ফোন টা রেখে গেছি।”
তামান্না উঠে এসে দরজা টা খোলল।সে শুধু শাড়ি পড়ে মাত্রই মেকাপ টা করছিলো।
আর কোনো সাজ নেই।
এমনকি কোনো গহনাও না।
তামান্না দরজা খোলতেই সিয়ামের চোখ পড়ল তামান্নার উপর।
একদম অন্য রকম লাগছে মেয়েটাকে।
সদ্য প্রকৃতির বুকে ফোটা একটা চামিনীর কথাই মনে হচ্ছে সিয়ামের।
তামান্না মাথা নিঁচু করে আছে।
সিয়াম সবার সামনে তামান্নাকে আর লজ্জা দিতে চাইল না।
সে সরাসরি রোমে ডুকে নিজের ফোনটা নিয়ে তামান্নার দিকে একবার তাঁকিয়েই সোজা বাইরে বেরিয়ে গেল।
প্রায় তিন ঘন্টা লেগে গেল তামান্নার রেডি হতে।
এরমধ্যে রাইয়ান দুবার ডেকে গেছে তাদের।
বাসা থেকে একদম কাছেই একটা সেন্টারে বৌ ভাতের আয়োজন করা হয়েছে।
লোকজন চলেও এসেছে অনেকে।তামান্না দরজা খোলে বাইরে মানে বাড়ির হল রোমে কাউকে দেখতে পাচ্ছে না।
পার্লারে মেয়েগুলোও ওকে কিছু না বলে চলে গেল।
“মা…..”
তামান্না নিচে নেমে এসে ডাকল।
কিন্তু সারা পেল না।
“মা!!রাইয়ান…..”
তামান্না একটু অবাক হচ্ছে।
বাসায় কেউ না তো কেউ ওর জন্য অপেক্ষা করবে।
এটাই তো স্বাভাবিক।
নতুন বউকে তো আর একা একা সেন্টারে নিয়ে যাওয়া হবে না।
হঠাৎ দরজা খোলার আওয়াজে পেছন ফিরে তাঁকায় তামান্না।
এবং ভালোভাবে খেয়াল হতেই রীতিমতো একটা ধাক্কা খায় সে…………..
লেখিকার গ্রুপ : https://facebook.com/groups/646951215765318/
সেরা সব গল্পের লিংক পেতে :https://www.facebook.com/SeraGolpo500/
RiaZ UddiN ShAkiL 😎✌️🤞😐🙂😉😚☺️🙏