#নতুন_তুই_আমি#
💜💜💜💜💜💜💜💜
Writer:Nargis Sultana Ripa.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
!
পর্ব:-৩৮………………………………..
এগারো দিন পড় আজ সিয়াম তামান্নাকে নিয়ে তাদের বাড়ি যাচ্ছে।
দু দিন যাবত তামান্না খুব আসফাস করছিলো বাসায় আসার জন্য।সিয়াম না না বলেও আজ নিয়ে আসলো।
আজ সকালেও সিয়াম রাজি ছিলো না।
বলছিলো আর কিছু দিন যাক।
কিন্তু তামান্না তাতে মোড অফ করে রেখেছিলো তাই নিয়ে আসা।
আর সব চেয়ে যেটা ভালো লাগার বিষয় সেটা হচ্ছে সিয়াম আজ তামান্নাকে নিজের হাতে হিজাব পড়িয়ে দিয়েছে।
যদিও সে ঠিক মতো পড়াতে পাড়ে না।
তামান্নাও একটু আধটু হেল্প করায় বিষয়টা খুব সহজ হয়ে গেছে।
!
তামান্না বাসায় এসে একদম আগের মতো ব্যবহার করছে।
মনে হচ্ছে এতো দিনের বন্ধি পাখি তার চিরচেনা আবাসে ফিরে এসেছে।
তামান্না ওর ভাবীর সাথে গল্প করতে বসে গেছে।
সিয়াম ফ্রেস হয়ে নিয়েছে।
বসার রোমে তামান্নার বাবার সাথে কথা বলছে সে।
এদিকে তামান্নার মা আর জেঠি নতুন জামাই এসেছে বিধায় বিশাল তোড়জোড় শুরু করে দিয়েছে।
তামান্না যে আজ আসবে তারা কেউ জানতো না।
সিয়ামের আম্মু জানাতে চেয়েছিলো। কিন্তু বারণ করায় আর জানায় নি।
তবে এভাবে হুটহাট সারপ্রাইজ পেয়ে সবাই বেশ খুশিই হয়েছে।
“তামান্না!!!তামান্না!!মা নিচে আয় তো…..”
রান্না ঘর থেকে মায়ের ডাকে তামান্না আর ভাবী দুজনেই নিচে নেমে আসে।
“কি করছিলে তোমরা বউ মা বলতো??”
“মা!!আসলে…… ”
“হয়েছে হয়েছে।এবার যাও দুজনে মিলে জলদি এসব টেবিলে রেখে আসো।”
তামান্না অবাক হয়ে খাবারের দিকে তাঁকিয়ে আছে।
বিষ্ময় ভরা চোখে সে বলল,
“জেঠি মনি!!!!কি এসব??”
“কি আবার??দেখছিস না তুই!খাবার গুলো নিয়ে যা….জলদি কর….”
“কিন্তু তাই বলে এতো!কে খাবে এসব?”
তামান্নার মা ট্রে হাতে রান্না ঘরে ডুকতে ডুকতে বলল,
“শোনো মেয়ের কথা!!নতুন জামাই এসেছে আমাদের।তাঁকে একটু ভালো মন্দ খাওয়াতে হবে না!
আর তুই তো না জানিয়ে এসেছিস।তবুও এমন একটা দিনে আসলি যে বাসার সব কাজের লোক ছুটিতে।”
তামান্না ভেঙচি কেঁটে বললো,
“আহা রে কি না কি জামাই!!তার জন্য এতো কিছু।রাক্ষস নাকি সে?”
“তামান্না কথা না বলে তাড়াতাড়ি করো মা….”
“জেঠিমনি!!তুমি না…..”
তামান্না হাতে হাতে কাজ করছে আর ফিসফিস করে চলেছে।
তার মাথায় একই প্রশ্ন সিয়াম কি করে এতো সব খাবে!!!!
এসব কি আদৌ সম্ভব!!!
.
সিয়ামকে টেবিলে ডাকা হয়েছে।যেহেতু দুপুর হয়ে গেছে তাই তামান্নার বাবাও সাথে বেসেছেন।
তামান্নাকেও বলা হচ্ছে কিন্তু সে মানা করেছে সে এখন খাবে না।
এই একটা জিনিসে তার যত অরূুচি।
সিয়ামকে রীতিমতো জোর করে খাওয়ানো হচ্ছে।
সে বারবার না করা সত্বেও কেউ শুনছে না।
সিয়ামের এতো হতবাকের মতো অবস্থা দেখে হেঁসে কুটিকুটি হয়ে যাচ্ছে।
সিয়াম যে বিষয় টা খেয়াল করে নি তা না।সে খুব ভালোভাবেই তামান্নাকে দেখে যাচ্ছে।
!
খাবার শেষে সিয়াম রোমে চলে যায়।তামান্নার রোমে এসে অনেক এসেছে তবে এখনকার আসা টা যেনো আগের চেয়ে বেশী গুরুত্ব বহন করে সবার কাছে।
ভাবতেই মুঁচকি হাঁসলো সিয়াম।
সিয়ামের খাওয়া টা বেশী হওয়ায় শরীর টা মেচমেচ করছে।তাই শুয়ে শুয়ে পড়লো।
এমন সময় হনহনিয়ে রোমে ডুকলো তামান্না।
সিয়ামকে দেখেই টিম্পানী দিয়ে বলল,
“কি রে নতুন জামাই!!কেমন খেলি??”
সিয়াম কিছু বলল না। একবার তাঁকিয়ে দেখলো শুধু।
তামান্না সিয়ামের পাশে বসে বললো,
“আহা রে বেচারার কি নাজেহাল দশা!!!”
বলেই হাঁসলো তামান্না।
সিয়াম হুট করে তামান্নার হাতে টান দিয়ে তাঁকে শুইয়ে দিলো।
মুহুর্তেই তামান্নার মুখের হাঁসি উধাও।
সিয়াম তামান্নার মুখের কাছে তার মুখ টা নিয়ে বললো,
“খুব হাঁসি পায়??তাই না??”
তামান্না ভ্যাবলার মতো তাঁকিয়ে থাকলো শুধু।
সিয়াম আবারও বললো,
“আমাকে যত খাবার খাওয়ানো হয়েছে।দেখিস আমি তোকে তার চেয়ে আরও বেশী খাওয়াবো।বলে দিলাম।আমি তো সহ্য করতে পেরেছি।তুই পারবি না??”
তামান্না সিয়ামকে ধাক্কা দিয়ে বললো,
“সর তো।যতসব।নিজে সব বেশী বেশী খেয়ে…..”
কথা শেষ করেই উঠে আসতে চাইলো তামান্না।
কিন্তু বাঁধা দিলো সিয়াম।
সে জোর করে তামান্নাকে শুইয়ে রেখছে।
“কি হলো ছাড়…..”
“চুপ কর।”
“ছাড় না প্লিজ ঘুমা…..”
সিয়াম তামান্নার শাড়িী ফাঁকে হাত রেখে তামান্নার পেটে আলতো করে একটা চাপ দিয়ে বলল,
“শুধু শুয়ে আছি।সহ্য হচ্ছে না তোর?”
“খাবো আমি।নিজে তো খেয়ে নিয়েছিস।আমার ক্ষুদা লাগে না??”
“আচ্ছা!!”
সিয়াম তামান্নাকে আরও শক্ত করে জড়িয়ে ধরলো।
বললো,
“এতো সহজে ছাড়ছি না।শাস্তি পেতে হবে তোকে।”
“মানে??কিসের শাস্তি!!”
“এই যে অনিয়ম করিস।”
“ইশশ!!আসছে আমার শাস্তিদাতা!!!”
সিয়াম তামান্নার কথা শেষ হওয়া মাত্রই তামান্নার ঘাড়ে বেশ জোরে এলটা কামড় বসিয়ে দিলো।
“আওওওও…..”
চেঁচিয়ে উঠলো তামান্না।
সিয়াম তামান্নার মুখের দিকে তাঁকিয়ে বললো,
“আরও যদি না চাস এমন। তাহলে চুপ করে এখানে বসে আমার শরীর টা মালিশ করে দে।”