ধারাবাহিকগল্প #ভৌতিক থ্রিলার #পাপের ক্ষরণ পর্ব-চার মাহবুবা বিথী

#ধারাবাহিকগল্প
#ভৌতিক থ্রিলার
#পাপের ক্ষরণ
পর্ব-চার
মাহবুবা বিথী

জয়া যেন এক জাদুকরি সম্মোহনে পুলের দিকে এগিয়ে যাচ্ছে। নুপুরের শব্দটাও পুলের কাছে থেমে গেলো। পুল থেকে উঠে আসলো মেদহীন বলিষ্ট যুবক। ঐ যুবক জয়াকে চুম্বকের মতো টানতে লাগলো। জয়া চল্লিশে এসে আজও অবিবাহিত। কারণ আজ অবধি কোনো পুরুষ ওকে আকর্ষণ করতে পারেনি। কিন্তু একে দেখা মাত্রই বুকের ভিতর তোলপাড় শুরু হলো। ঐ যুবক জয়াকে পুলের পাশে লোহার চেয়ারটায় হাত ধরে বসিয়ে দিলো। একটু আগে জয়া নিজের ঘরে ফুলের মিষ্টি সুবাস পেয়েছিলো। সেই সুবাসটা এখন ও আবার পাচ্ছে। পাশে বসে থাকা মানুষটার শরীর হতে জয়া ঐ সুবাস পাচ্ছে। চারিদিকে আজ অদ্ভূত মায়ার পরিবেশ। চাঁদের রুপালী আলো পুলের পানিতে ঝরে পড়ছে। সাদা ইটালিয়ান মার্বেল পাথরে তৈরী পুলের পানিতে চাঁদের ছায়া পড়ছে। দূরে নাম না জানা এক রাতজাগা পাখি ডাকছে। জোনাক পোকাগুলো ঝোপেঝাড়ে জ্বলছে। ঝিরি ঝিরি বাতাস বইছে। জয়া ঐ যুবককে বললো,
—-তুমি কে? তোমার নাম কি? আর এই মাঝরাতে তুমি কেনইবা পুলে সাঁতার কাটছো?
—-ধীরে বৎস, একসাথে এতোগুলো প্রশ্নের উত্তর কিভাবে দিবো?
—–আমি আল্লাহপাকের সৃষ্টি। আমার নাম জিন্নাত। দিনে কাজে ব্যস্ত থাকি তাই রাতের বেলা সাঁতার কাটি।
জয়ার মনে হলো ওকে যেন কোথায় দেখেছে। জয়া ওকে বললো,
—–তোমার চেহারাটা আমি যেন কোথায় দেখেছি।
—-দেখতেই পারো। আমি শুনেছি পৃথিবীতে নাকি একই চেহারার বেশ কয়েকজন মানুষ থাকে।
—-তুমি এই মাঝরাতে কড়া নিরাপত্তার মধ্যে এখানে কি করে আসলে?
—–ও আমার বুদ্ধির কেরামতি। তুমি তো আমাকে অনেক প্রশ্ন করলে এবার আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করি।
—-তুমি এখানে কেন এসেছো জয়া?
—-আমি তো আমার নাম এখনও তোমায় বলিনি। তুমি জানলে কি করে?
—-ইচ্ছা থাকলে উপায় হয়। তুমি তো বললে না, এখানে কেন এসেছো?
—-আমার বন্ধুর মৃত্যুর রহস্য উদঘাটন করতে। জয়ার চোখ দিয়ে রায়হানের জন্য দুফোঁটা পানি গড়িয়ে পড়লো।
জিন্নাতের চোখে পড়ায় ও জয়াকে বললো,
—–বন্ধুর মৃত্যু বড়ই বেদনাদায়ক। আমি তোমার কষ্ট উপলব্ধি করতে পারছি। কারণ আজ থেকে বারো বছর আগে আমি আমার বন্ধুকে হারিয়েছি। ওকেও খুন করা হয়েছিলো। আজও আমার বুকের ভিতর প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছে। জানো আমার বন্ধুটার নাম ছিলো চাঁদনী। চাঁদের মতই রূপ ছিলো তার। ওকে আমি ভালবাসতে চেয়েছিলাম। কিন্তু ও আমার স্রেফ বন্ধু হতেই চেয়েছিলো। আমি ওর বন্ধুত্বকেই সাদরে বরণ করে নিলাম। কেন জানো,কারণ সবকিছু জোড় করে কেড়ে নেওয়া যায়। ভালবাসা জোড় করে পাওয়া যায় না। তাই আমি ওর বন্ধু হয়েই থাকলাম। আমার যা কিছু সম্পদ ছিলো ওর সুখের জন্য সব ওর হাতে তুলে দিলাম। ও অন্য একজনকে ভালবাসতো। ও খুব গরীব ছিলো। তাই ওর ভালবাসার মানুষটা ওকে বিয়ে করতে চায়নি।

জয়া দেখলো জিন্নাত হঠাৎ খুব নিরব হয়ে গেলো। ও যেন কোথায় হারিয়ে গেলো। জয়া আবার ওকে জিজ্ঞাসা করলো,
—-এরপর কি হলো জিন্নাত?
—-আজ থাক। একটু পরেই ফজরের আযান দিবে। আমি নামাজ পড়তে মসজিদে যাবো। কাল আবার তোমার সাথে এখানেই দেখা করবো।
হঠাৎ বাড়ির কেয়ারটেকার জব্বারের ডাকে জয়া পিছন ফিরে তাকালো,
—–জয়া ম্যাডাম আপনি এখানে কখন আসছেন?
—-মাঝরাতে আমি এখানে এসেছি।
জিন্নাতকে জব্বারের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য পাশ ফিরে তাকিয়ে দেখে ও নেই। জয়া বুঝে পেলো না এক লহমায় ও কি করে হাওয়া হয়ে গেলো।
জব্বার আবারও বললো,
—-ম্যাডাম মাঝরাতে আপনার কিন্তু এভাবে একা একা এখানে আসা উচিত হয়নি। বড় কোনো বিপদ ঘটে যেতে পারতো। ছোটো সাহেব রাতের বেলা এখানেই মারা গিয়েছিলো।
জয়া ওর কাছে রাতে ঘটে যাওয়া ঘটনাগুলো বলতে গিয়েও বলতে পারলো না। ওর কেন যেন মনে হলো একটা ছায়ার অবয়ব ওর আশে পাশে ঘোরাফেরা করছে। জব্বার অবাক হয়ে জয়ার দিকে তাকিয়ে থাকলো। জয়া জব্বারকে কিছু না বলে নিজের ঘরে চলে আসলো।
বাড়ির সবাই একা রাতের বেলা পুলে যাওয়াতে জয়ার উপর খুব রাগ করলো। রশ্নি জয়াকে বললো,
—-আমি তোকে অনেক বুদ্ধিমতি ভেবে ছিলাম। কিন্তু তুই বোকার মতো এই কাজটা কিভাবে করলি? ক,দিন আগে রায়হান ঐ পুলের পানিতে ডুবে মারা গেলো। সেই শোকে আমি দিশেহারা। তুই আর নতুন করে কোনো ঝামেলা পাকাস না। আমি আর কোনো দুঃসংবাদ সইতে পারবো না।
রশ্নি খেয়াল করলো ওর কথাগুলো যেন জয়ার মাথার উপর দিয়ে চলে গেলো। ও খুব উদাসীন ভাবে জানালা দিয়ে পুলের দিকে আপনমনে তাকিয়ে আছে। রশ্নি ওকে ধাক্কা দিয়ে বললো,
—–তুই আমার কথাগুলো শুনেছিস?
জয়া ওকে বললো,
—-আমি একটু ঘুমোবো।
রশ্নি একটু ভয় পেয়ে জয়াকে বললো,
—-ঠিক আছে। ঘুমিয়ে পড়।
রশ্নি জয়াকে নিয়ে খুব চিন্তায় পড়ে গেলো। বিকালে ঘুম থেকে উঠার পর জয়াকে অনেক ফ্রেস লাগলো। রশ্নি জয়াকে বললো,
—-এখন তোর শরীর কেমন লাগছে?
—-আমি তো পুরাই ফিট আছি।
—যাক ভালো আছিস শুনে ভালো লাগলো। যা চিন্তায় ফেলে দিয়েছিলি।
জয়া খিল খিল করে হেসে বললো,
—-আমায় নিয়ে অত ভাবিস না। আফটার অল আমি একজন গোয়েন্দা। যা কিছুই ঘটুক না কেন গোয়েন্দাগীরি করতে ভুলবো না। খুব ক্ষিদে পেয়েছে। আমাকে খেতে দে।
রশ্নি জয়াকে সুস্থ দেখে হাঁফ ছেড়ে বাঁচলো। ওর জন্য খাবার রেডী করতে নিচে চলে গেলো। জয়া ওয়াশরুম থেকে ফ্রেস হয়ে আসার পর ঘরে ঐ সুবাসটা আবার পেলো। শরীরের পশম কাঁটা দিয়ে উঠলো। মনে হলো কেউ ওর ঘরে আছে। জয়া পেটে কিছু চালান দিতে তাড়াতাড়ি নিচে চলে গেলো। খাবার টেবিলে জয়া রশ্নিকে জিজ্ঞাসা করলো,
—– রশ্নি তোকে একটু ব্যক্তিগত প্রশ্ন করি?
রশ্নি বললো,
—–ঠিক আছে।
—-তোর শ্বশুর বাড়িতে কখনও কেউ খুন হয়েছে?
—-হঠাৎ তোর এটা মনে হলো কেন জয়া?
—-যা জানতে চাইছি তার উত্তর দে। আসলে আমি রায়হানের মৃত্যু শুধু পানিতে ডুবে হয়েছে এটা মানতে পারছি না। আমার মনে হয় অন্য কিছু ঘটেছে। আমি নিশ্চিত রায়হানের স্বাভাবিক মৃত্যু হয়নি। তাই তোর কাছে জানতে চাইছিলাম।

চলবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here