শেষ_প্রহর পর্বঃ০৪

0
1274

#শেষ_প্রহর
পর্বঃ০৪
জাহান আরা

টিউশন শেষ করে চন্দ্র রাত ৯ টায় বাসায় ফেরে,ততক্ষণে নাসিমা বেগমের জ্ঞান হারাবার জোগাড়,নতুন বৌ সেই দুপুরে বেরিয়েছে এখন কতো রাত হয়েছে অথচ বৌ বাড়ি ফেরে নি।
নিষাদের কয়েক দফা গালাগালি শোনা শেষ চন্দ্রর মোবাইল নাম্বার না রাখার অপরাধে।
নিষাদ ও বুঝতে পারে চন্দ্রর মোবাইল নাম্বার রাখা উচিৎ ছিলো তার কিন্তু যা হয়ে গেছে তা নিয়ে এতো রাগারাগি করার কি আছে নিষাদ বুঝতে পারছে না।

চন্দ্রকে দেখে নাসিমা বেগমের ধড়ে প্রাণ এলো।তাৎক্ষণিক টেবিলে খাবার দিতে বললেন মাজেদা কে।
চন্দ্র হাতমুখ ধুয়ে খাবার টেবিলে আসে।নিষাদ রকিং চেয়ারে সেই যে বসেছে সন্ধ্যায় আর কোনো উঠাউঠি নেই তার।
নাসিমা বেগম কয়েকবার ডেকেছে খেতে আসার জন্য কিন্তু নিষাদ আসে নি তার মাথা ধরেছে বলে।
চন্দ্র সারাদিন না খেয়ে ছিলো,টিউশনিতে নাশতা দেয় সেটা চন্দ্র খেতে আরে না তার ভীষণ অস্বস্তি হয়।

গোগ্রাসে গিলছে চন্দ্র,নাসিমা বেগম আগ্রহ নিয়ে দেখছেন চন্দ্রকে।ভীষণ অবাক হচ্ছেন তিনি যতোবারই চন্দ্রকে দেখেন তার মনে হয় যেনো চন্দ্র না তার সামনে বসে আছে সুলতানা। যেনো সুলতানার কার্বনকপি এই মেয়ে।

আচ্ছা চন্দ্র কি সুলতানার মতো বিচক্ষণ হবে??

তা হলে নাসিমা বেগমের কোনো আফসোস থাকবে না,অবশ্য সুলতানার উপর তার বিশ্বাস আছে,তাই এটুকু নিশ্চিত তিনি চন্দ্র মোটেও খারাপ মেয়ে হবে না।

নাসিমা বেগমের ঠান্ডা লেগেছে,খাবার টেবিলেই তিনি কেশে উঠলেন।

খাবার সময় হাঁচি-কাশি এসব তোজাম্মেল চৌধুরীর পছন্দ না,তিনি শীতল দৃষ্টিতে নাসিমা বেগমের দিকে তাকিয়ে রইলেন।
স্বামীর মনোভাব বুঝতে পেরে নাসিমা বেগম খাবার না শেষ করেই উঠে গেলেন।খুব অভিমান হলো তার,এতোদিনের সংসারে আজও তোজাম্মেল সাহেব তার ভালো খারাপ সব কিছু কে আপন করে নিতে পারলেন না,এটাই তার বড় কষ্ট।

সামান্য কাশি-ই তো দিয়েছেন,তার ইচ্ছে করছে তোজাম্মেল সাহেব কে গিয়ে বলেন, “একটু কাশি দিয়েছি খাবার টেবিলে বসে,হেগে তো দিই নি,এরকম করে তাকানোর তো কিছু নেই তাতে”

মাঝেমাঝে অনেক কিছুই বলতে ইচ্ছে করে তার স্বামীর মুখের উপর,কিন্তু সাহসের অভাবে বলেন না।তবে তার খুব ইচ্ছে একদিন তিনি যা ইচ্ছে তা বলবেন,বলে বাড়ি থেকে বের হয়ে যাবেন।গুলশানে তার নামে যে বাড়িটি আছে তাতে গিয়ে পড়ে থাকবেন একা একা,চাইলে চন্দ্রকে ও নিয়ে যেতে পারেন যদি চন্দ্রকে তার খুব বেশি পছন্দ হয়,সুলতানা থাকলে অবশ্য চোখ বন্ধ করে নিয়ে যেতেন
তিনি।

একটা কাঁচের বাটিতে করে রসুন তেল গরম করে চন্দ্র নাসিমা বেগমের রুমের সামনে এসে দাঁড়ায়।

“মা,আসি?”

ছোট একটা বাক্য,দুটো শব্দ,অথচ শুনেই নাসিমা বেগমের মনে হতে লাগলো কতো মধুর বাক্য এটি,তাৎক্ষণিক তার চন্দ্রকে বেশ পছন্দ হয়ে গেলো,এবং সাথেসাথে সিদ্ধান্ত নিলেন কোনো জড়তা ছাড়া এরকম সহজ সাবলীলভাবে তাকে মা বলে ডাকার জন্য তিনি তার নামে যেসব সম্পত্তি আছে সব চন্দ্রকে দিয়ে যাবেন।

“আসো”

চন্দ্র এসে বাটি থেকে তেল নিয়ে নাসিমা বেগমের হাতে পায়ে,বুকে তেল মালিশ করতে লাগলো,এমনভাবে সব করছে যেনো নাসিমা বেগমকে চন্দ্র অনেক যুগ ধরে চেনে,যেনো অনেক দিনের বৌ শাশুড়ীর সম্পর্ক তাদের।

তেল মালিশ করায় নাসিমা বেগমের খুব শান্তি লাগলো।চন্দ্র উঠে গিয়ে নাসিমা বেগমের জন্য দুধ পাউরুটি নিয়ে আসে।চন্দ্রর এরকম আন্তরিকতায় নাসিমা বেগম মুগ্ধ হয়ে যান,তিনি যে খাবার খান নি সেটা তার বৌ খেয়াল করেছেন।এটাই তার আনন্দের কারণ।

নিজের মেয়ে নেই বলে সবসময় চাইতেন বৌ হয়ে যারা আসবে তারা যেনো মেয়ে হয় তার,তিনি কখনো শাশুড়ীসুলভ আচরণ করবেন না।

প্যারাসিটামল নেয়ার জন্য নিষাদ মায়ের রুমে আসে,দরজার সামনে এসে দেখতে পায় মা বিছানায় আধশোয়া হয়ে আছেন,চন্দ্র গ্লাসে রুটি ভিজিয়ে ভিজিয়ে মা’য়ের মুখে দিচ্ছে।

এমন কোনো আহামরি দৃশ্য না তবু বিষয় টা নিষাদের মনে গভীর দাগ ফেলে,মুহূর্তেই মনে হয় সুস্মিতা কি এভাবে মায়ের যত্ন নিতে পারতো?

মনে হয় না তার।চুপচাপ চলে এলো রুমে নিষাদ,কেনো যেনো মাথাব্যথা ও সেরে গেলো তার তখন।
পেটের মধ্যে ক্ষুধা মাথাচাড়া দিয়ে উঠছে এখন,খেতে যাওয়া ঠিক হবে কি-না নিষাদ ভেবে পাচ্ছে না।নিষাদ ক্ষিধে সহ্য করতে পারে না কখনো।
পেটের ভিতর ইদুর দৌড়াচ্ছে আবার খেতে গেলে এখন চন্দ্রকে বেড়ে দিতে হবে।মাজেদা খালা শুয়ে পড়েছে তাকে এখন বোম মেরেও উঠানো যাবে না।

তার এক কথা,”শইল্যের মইধ্যে শান্তি আহে যহন রাইতে বিছানায় পিট ঠেহাই,লাখ টাকা দিলেও আমারে কেউ একবার গিয়ে শুইলে আনতে পারবেন না,কেউ আমারে ডিস্টাব দিলে আমি তখনই চাকরি নট কইরা সোজা গেরামের দিকে হাটা শুরু করমু,ছোট মুখে এইডা আমার বড় কথা। ”

মাজেদা খালার ছোট মুখের বড় কথা শোনার ভয়ে হোক আর অন্য যেকোনো মানবিক কারণে হোক,তিনি ঘুমালে কেউ আর তাকে জাগায় না,খালার মাথাব্যথার সমস্যা আছে,ঘুম ভাঙালে তার মাথাব্যথা শুরু হয় এটা বাড়ির প্রত্যেকেই জানে।

অন্য যারা আছে কাজ করার তারা অন্য কাজ করে,ডাইনিং টেবিলে শুধু মাজেদা খালা আসে।

নিষাদ পড়েছে বিপাকে,চন্দ্রকে সে বলতে পারবে না খাবারের কথা নিজ মুখে,আবার না খেয়েও পারছে না।

মেজাজ খুব খারাপ হয়ে গেলো নিষাদের।

চন্দ্র রুমে ঢুকে খাবার প্লেট হাতে নিয়ে। কোনো কথা না বলে টেবিলের উপর খাবার প্লেট রেখে বই নিয়ে বসে যায়।

নিষাদ ঝাপিয়ে পড়ে খাবারের উপর। খাচ্ছে আর চন্দ্রর দিকে তাকিয়ে দেখছে চন্দ্র তাকে খেয়াল করে কি-না। আশ্চর্য হচ্ছে নিষাদ এই ভেবে যে চন্দ্র একবারের জন্যও বই থেকে মুখ তোলে নি,যেনো পুরো পৃথিবীতে চন্দ্র একা বেঁচে আছে তাই আশেপাশে কে আছে না আছে তা দেখার দরকার নেই তার।

খাবার খেয়ে নিষাদ শুয়ে পড়ে। মাঝরাতে নিষাদের ঘুম ভেঙে যায় কান্নার শব্দে,বিছানায় উঠে বসে নিষাদ মোবাইল দেখে,রাত দুটোর বেশী বাজছে,এতো রাতে কে কাঁদছে তার রুমে নারী কণ্ঠে?

তারপরেই নিষাদের মনে পড়ে সে বিয়ে করেছে,তার বৌ আছে।ড্রিম লাইটের হালকা আলোতে দেখতে পায় চন্দ্র জায়নামাজে সিজদাহ্ তে গিয়ে অঝোরে কাঁদছে।

এই প্রথম বার নিষাদের মন খারাপ হয় চন্দ্রর জন্য,কিসের এতো কষ্ট এই মেয়ের!

বিছানা থেকে নেমে পা টিপে টিপে চন্দ্রর পাশে গিয়ে দাঁড়ায় নিষাদ।চন্দ্র তার বাবার কথা বলে কাঁদছে। বাবার যেনো জান্নাত নসিব হয় তা বলে কাঁদছে চন্দ্র।বাবার পরে মায়ের জন্য দোয়া করছে,চন্দ্রর কান্নার শব্দ নিষাদকে ছুঁয়ে যায়।
মায়ের পরে ছোটবোনের জন্য কাঁদছে চন্দ্র,বোনের পরে সুলতানার জন্য,তার পরে নিজের শ্বশুর শাশুড়ীর জন্য দোয়া করছে কেঁদে কেঁদে।
হঠাৎ করেই নিষাদের মনে লোভ জাগে,তার অবচেতন মন ও চায় চন্দ্র একবার তার জন্য দোয়া করুক।

তারপরেই শুনতে পায় নিষাদ চন্দ্র তার জন্য দোয়া করছে,আল্লাহ কে বলছে যাতে নিষাদের মনশান্ত করে দেয় আল্লাহ,নিষাদের মনের ইচ্ছে যেনো আল্লাহ পূর্ণ করে দেয়,নিষাদ মনেপ্রাণে যাকে চায় আল্লাহ যেনো নিষাদের ভাগ্যে তাকে মিলিয়ে দেয়।

নিষাদ মুগ্ধ হয়ে শুনছে মেয়েটা কি সুন্দর করে আল্লাহর কাছে আরজ করছে,”আল্লাহ ছোট বেলা থেকে হারাতে হারাতে বড় হয়েছি,বাবাকে হারিয়েছি খুব ছোট বেলায়,বাবার পরে বড় ভাইকে হারিয়েছি,তারপর হারিয়েছি জীবনের সব সুখ,আরেকটু বড় হতেই হারিয়েছি বাবার ভিটেমাটি,হারিয়েছি জীবনের সব স্বপ্ন,হারাতে হারাতে এই পর্যন্ত এসে থেমেছি।
এবার না হয় নিজের স্বামী কে হারাবো,তাতে আমার আফসোস থাকবে না আল্লাহ,উনি খুশি থাকবেন এটাই অনেক,আমার সাথে উনি খুশি না আল্লাহ,নারীর জীবনে বিয়ে একবার,আমিও তাই কবুল বলার সাথে সাথে মেনে নিয়েছি উনি আমার স্বামী,আমাকে ভালোবাসুক আর না বাসুক,তবুও আমি চাই তিনি যাতে খুশি থাকেন,তার বদলে যদি আমাকে তার জীবন থেকে সরে যেতে হয় আমি তাই করবো………”

নিষাদের আর শুনার শক্তি হলো না। আবার পা টিপে টিপে বিছানায় চলে গেলো নিষাদ।বুঝতে পারছে তার সামনে একটাই রাস্তা আছে,চন্দ্র কে ভালোবাসা।
কিন্তু ভালোবাসা কি এতোই সোজা!
চাইলেই হয়ে যায়?

উফফ,বুকটা কেমন ভারী ভারী লাগছে নিষাদের।এরকম জটিল পরিস্থিতি জীবনে আসবে সেটা নিষাদ কখনো ভাবতে পারে নি।

চন্দ্র তাহাজ্জুদ শেষ করে সোফায় গিয়ে শুয়ে পড়ে,সারারাত পড়তে হয়েছে,তারপর নামাজ পড়েছে।
নিষাদ বিছানায় উঠে বসে চন্দ্রর দিকে তাকায়,কি মায়াবী লাগছে চন্দ্রকে!
আজ কেনো হঠাৎ এতো মায়াবী লাগে,নাকি ড্রিম লাইটের নীল আলো তাকে কোনো ঘোরে নিয়ে যাচ্ছে।
আচ্ছা বৌ হলে কি এরকম হয় মেয়েরা??
সুস্মিতা কি কখনো এরকম দোয়া করতো তার জন্য?

নিষাদের মনে পড়ে গতবছর রমজানের ঈদের পর নিষাদ সুস্মিতা কে জিজ্ঞেস করেছিলো কদরের রাতে আল্লাহর কাছে কি দোয়া করেছে,সুস্মিতা হাই তুলতে তুলতে বলেছিলো,ঘুমিয়ে কূল পাই নি,নামাজ ও পড়ি নি।
আর এসব আমি কখনো পালন করি নি।

নিষাদের ভাবনারা ভোতা হয়ে আসছে,কেউ যেনো ভিতর থেকে চিৎকার করে বলছে,চন্দ্র তোমার,চন্দ্রকে আপন করে নাও।

আচ্ছা,আপন করে নেওয়া কি এতোই সোজা?
সুস্মিতাকে এতো ভালোবাসার পর কিভাবে সে পারবে চন্দ্র কে ভালোবাসতে?
চন্দ্রকে আস্তে আস্তে ভালো লাগছে,কিন্তু ভালো লাগা আর ভালোবাসা তো আলাদা বিষয়,মাথা ব্যথাটা আবার মাথাচাড়া দিয়ে উঠে।

ঘুম ভাঙে কুরআন তিলাওয়াত শুনে,চোখ মেলে নিষাদ দেখতে পায় চন্দ্র কুরআন তিলাওয়াত করছে,নিষাদ অভিভূত হয়ে যায়। শেষ কবে কুরআন তিলাওয়াত করেছে তা তার মনে নেই।
শুনতে শুনতে আবার ঘুমিয়ে যায় নিষাদ।

১০ টায় আবার ঘুম ভাঙে,দেখে চন্দ্র ঘরে নেই।ফ্রেশ হয়ে নিচে চলে যায় নিষাদ।নাশতা করে আবার বের হয় নিষাদ সুস্মিতা কে খুঁজতে।
সুস্মিতা কে আর কোথাও না খুঁজে সোজা সুস্মিতার বাসায় চলে যায় নিষাদ।
দারোয়ান নিষাদ কে চিনে আগে থেকে তাই আর বাঁধা দেয় নি নিষাদকে।
সুস্মিতা বাসায় আছে বলে জানায় দারোয়ান।

ভিতরে প্রবেশ করে নিষাদ ড্র‍য়িং রুমে বসে,চারদিকে তাকায় ড্রয়িংরুমের। কতো চেনা এই বাসা,অথচ আজ অচেনা লাগছে।
সুস্মিতা কে না পেয়ে নিষাদ উপরে যায় সুস্মিতার রুমের দিকে। সুস্মিতার রুমের দরজার সামনে দাঁড়াতেই অস্ফুটে চিৎকারের শব্দ পায় নিষাদ।
ভেজানো দরজায় হাত লাগাতেই দরজা খুলে যায়। দুটো নগ্ন শরীর বিছানায় জড়াজড়ি করে শুয়ে আছে। মেতে উঠেছে আদিম খেলায়,নিষাদের সমস্ত শক্তি ফুরিয়ে যায় মুহূর্তে,সুস্মিতা কে এভাবে দেখবে কারো সাথে তা নিষাদের ধারণা তে ছিলো না।
নিজেকে খুব অসহায় মনে হচ্ছে নিষাদের।ধীর পায়ে নেমে আসে নিষাদ।
হেরে গেছে সে আজ,পুরোপুরি হেরে গেছে।
যে ক্ষীণ আশা মনে ছিলো সুস্মিতা কে পাবার,সব শেষ আজকে।
বার বার সেই ভয়ংকর দৃশ্য চোখের সামনে ভেসে উঠছে,নিষাদ ড্রাইভ করছে,কোনোদিকে খেয়াল নেই।

স্টার্ট বন্ধ করে শুয়ে পড়ে গাড়িতে।ভীষণ ক্লান্ত মনে হচ্ছে নিজেকে।

ক্লাস শেষ করে বসে আছে মাঠে নিশি,রুমি,মিরা,আদিব,চন্দ্র।চন্দ্রর মায়ের কথা ভীষণ মনে পড়ছে,মনে হচ্ছে যেনো কতোদিন মা’কে দেখে না।খুব ইচ্ছে করছে বাসায় যেতে,কিন্তু উপায় নেই,সুলতানা যাবার সময় বলে গেছে চন্দ্র সুলতানা না বলা পর্যন্ত নিজেদের বাসায় যেতে পারবে না।শায়লা বেগমের ইচ্ছে হলে তিনি আসবেন মেয়েকে দেখতে,অনিতা আসবে যখন খুশি তখন,চন্দ্রর যাওয়া যাবে না।

নিজেকে ভীষণ অসহায় লাগছে চন্দ্রর।আদিব তাকিয়ে আছে চন্দ্রর দিকে। চন্দ্রর মন খারাপ বুঝতে বাকি থাকে না তার,মিরা কে ইশারা দিয়ে দেখায় আদিব।
সবাই আড্ডা দিচ্ছে অথচ চন্দ্র অন্যমনস্ক হয়ে আছে।

মিরা উঠে গিয়ে চন্দ্রর কাঁধে হাত রাখে,ঝরঝর করে কেঁদে দেয় চন্দ্র মিরাকে ধরে।
কারো কিছু বলার নেই,কি বলে সান্ত্বনা দিবে তারা চন্দ্রকে।

নিষাদ চন্দ্রর ভার্সিটিতে এসে এই দৃশ্য দেখে অবাক হয়ে যায়। চন্দ্র কাঁদছে কেনো?
বুকের ভিতর কেমন মোচড় দিয়ে উঠে নিষাদের,কার জন্য কাঁদছে চন্দ্র। তাকিয়ে থাকতে থাকতে দেখে গতকালের সেই ছেলেটা উঠে গিয়ে চন্দ্রর পাশে বসে,চন্দ্রর মাথা নিজের কাঁধের উপর টেনে নিয়ে চন্দ্রর চোখের পানি মুছে দিচ্ছে।

ভীষণ রাগ উঠে নিষাদের,চন্দ্র তার বৌ,অন্য কোনো ছেলে কেনো তাকে স্পর্শ করবে?
না থাকুক তাদের মধ্যে ভালোবাসা তবু তো স্বামী স্ত্রী তারা।

নাসিমা বেগম খাবার পাঠিয়েছে চন্দ্রর জন্য,সকালে তাড়াহুড়ো করে চন্দ্র না খেয়ে চলে এসেছে,মেয়েটা রাতে বাসায় ফিরবে,সারাদিন না খেয়ে থাকবে সেটা তার পছন্দ হয় না।
খাবার দিতে এসে নিষাদ এই দৃশ্য দেখতে পায়।
হঠাৎ করেই নিষাদের মনে হয়,সুস্মিতার এরকম অন্তরঙ্গ মুহূর্ত দেখে যে কষ্ট পেয়েছে তার চাইতে হাজার গুণ বেশী কষ্ট পাচ্ছে এখন।

নিশির চোখ যায় নিষাদের দিকে,নিষাদকে দেখেই নিশি চমকে উঠে। গতকালের সেই হ্যান্ডসাম ছেলেটা।

রুমি কে ইশারা করে দেখাতেই রুমি চুল ঠিক করতে থাকে।
আদিব কে ডেকে বলে রুমি,”আদিব্বা দেখ ওই ছেলে আমার খোঁজে এখানে ও চলে এসেছে ইশশ আমি তো ফিদা হয়ে গেছি,কি সুন্দর লাগছে আমার ক্রাশ কে। সাদা পাঞ্জাবী তে পুরো তামিল হিরোর মতো লাগছে রে আদিব্বা”

চন্দ্র চোখ তুলে তাকায় আদিবের কাঁধ থেকে মাথা তুলে,হাতে একটা টিফিন বক্স নিয়ে নিষাদ দাঁড়িয়ে আছে। চন্দ্র এক পলক দেখে আবার মাথা রাখলো আদিবের কাঁধে।

চলবে….???

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here