#তুই আমার
#সুমাইয়া জান্নাত
#part 14
মেঘ ঃ এসব কি হচ্ছে এখানে (দমক দিয়ে)
(মেঘের দমক শুনে আদুরী, রাজ,মেঘের বাবা গান থামিয়ে মেঘের দিকে তাকায়)
মেঘের বাবা ঃ ওই তুই কে রে যে আমাকে দমক দিস তোর সাহস তো কম না তুই জানিস না আমি আমার ছেলেকে ছাড়া কাউকে দেখে ভয় পাই না,, আমার ছেলে যদি জানে তুই আমায় বকেছিস তাহলে তোকে কেটে নদীতে ভাসিয়ে দিবে ভোওওও(ভয় দেখিয়ে)।
মেঘ ঃ আমি তোমার ছেলে মেঘ 😬
মেঘের বাবা ঃ কিহহহহহহ আমার ছেলে তুই ,,হাহাহাহা আমার ছেলে তো বিদেশে গেছে পড়ালেখা করতে,,
মেঘাঃ বাবা এসব কি বলছো,,
(চেচামেচির আওয়াজে সবাই ছুটে আসে , সবাই এসে এদের এ অবস্থা কেন জিজ্ঞেস করলে মেঘা সব বলে দেয় )
অহনাঃ শেষ মেষ কিনা শশুর আর জামাই,,,,
রাজের মা ঃ কিন্তু এরা ভাঙ কোথায় পেলো,,
অহনাঃ আমিও তো জানি নাহ,, মেঘা তুই জানিস,,
মেঘাঃ না,,
(মেঘ জানে ভাঙ রাজ নিয়ে এসেছে, সবাই কে এখন কি বলবে)
মেঘ ঃ আহহ মা এসব কথা বলার সময় না এখন বাবাকে ঘরে নিয়ে যেতে হবে,,
মেঘাঃ ভাইয়া একদম ঠিক বলেছে,,
(আহসান চৌধুরী কে মেঘ আর রাজের বাবা মিলে ঘরে নিয়ে যায়)
অহনাঃ মেঘ আদু কোথায় আর রাজ,,
মেঘ ঃ আমি তো ভুলেই গিয়েছিলাম ওদের কথা,, মেঘা তুই আমার সাথে আয়,
মেঘাঃ হুম,,
।
।
।
।
অনেকক্ষন ধরে মেঘ বাগানের চারদিকে খুঁজে চলছে কিন্তু না এদের কোন খুজ পাচ্ছে না,,
মেঘ ঃ তুই বাগানের পুলের দিকে জা আমি বরং ছাদে গিয়ে দেখে আসি।
মেঘাঃ ঠিক আছে ভাইয়া,,
(মেঘা কিছু দূর এগিয়ে গিয়ে দেখে রাজ
সুইমিংপুলের ওইখানে বসে আছে একবার ঘোড়ার মতো শব্দ করছে আবার বেড়ালের মতো তো একবার কুকুরের মতো)
মেঘাঃ রাজ ভাইয়া এসব কি বলছেন আপনি,,,
রাজঃ আরে আমার বউ, তুই দেখছিস না আমি বিভিন্ন দেশের ভাষা বলছি,,
মেঘাঃ কিহহহ কুকুর বেড়াল এসব দেশের ভাষা,,,
রাজঃ কেনো ওরা কি মানুষ নাহ , ওদের কি মন নেই নাকি,, ওদের ভালো বাসা নেই ,,, সব আছে তেমনি ওদের ভাষাও আছে,,,,,
মেঘাঃ 😣ওদের ভাষা আছে কিন্তু সেটা দেশের না,, আর ওরা মানুষ ও না, আর ভালোবাসা এসব কি বলছো,,
রাজঃ আমি ঠিকি বলেছি আর তুই কুকুরের বাচ্চা দেখেছিস,,
মেঘাঃ হে কেনো,
রাজঃ আরে গাধা ওরা তো ভালোবেসেই বাচ্চা নেয়,,, তেমনি আমরাও নেবো কি বল (খুশি হয়ে)
মেঘাঃ এসব কি বলছে এখন আমি কি করি 😫(বিরবির করে)
রাজঃ কি হলো বল,,
মেঘাঃ হেহে নিব তো তার আগে তো ঘরে গিয়ে সবাইকে দেখাতে হবে আপনি গুড় বয় ভালো,, তাহলে বাবা আপনার সাথে আমার বিয়ে দিবে তার পর না হয়,,,,
রাজঃ হে তাই তো চল ঘরে চল,,
(মেঘা কোনো মতে রাজকে টেনে মেনে ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দেয়)
।
।
।
।
আর এই দিকে মেঘ যা ভেবেছিল তাই , আদুরী ছাদের কিনারে বসে আছে আর খিলখিল করে হাসছে,,,
মেঘ ঃ ওই নিচে নাম,,,
(মেঘের দমক খেয়ে আদুরী পরে যেতে নিলেই মেঘ আদুরী কে জাপড়ে ধরে)
মেঘ ঃ আর একটুর জন্য বেচে গেছিস তা নাহলে এক্ষুনি পড়ে যেতিস 😐
আদুরী ঃ পড়লে পড়তাম তাতে আপনার কি আপনি তো আমায় ভালোবাসেন না,,
আমি মরে যেতাম,, 😔আপনি তাহলে বেচে যেতেন,,,,
মেঘ ঃ কে বলেছে আমি তোকে ভালো বাসি নাহ আমি তোকে খুব ভালো বাসি ,,,
আদুরী ঃ মিথ্যে কথা আপনি আমায় বকেন আর রুই মাছের সাথে ভালো ব্যবহার করেন,,।
মেঘ ঃ আমি তোর ভালোর জন্য বকি কিন্তু এই রুই মাছটা কে
আদুরী ঃ কেনো আপনার বেবি জান ওই রাইসা না ফিসা,,
মেঘ ঃ কিহহহহহহহহহ,, আর কি দেখবো আমি আমার নিজের বাড়িতে।
আদুরী ঃ হে এখন তো তাই আমি যেই রাইসার নামে বলেছি ওমনি আপনি ক্ষেপে গেছেন তাই নাহ 😏আপনি জানেন আমি আপনাকে কত ভালোবাসি,, আমি আপনার জন্য সব করতে পারি,,,,,, 😭😭
মেঘ ঃ কাদছিস কেনো আমি কি তোকে বকেছি,, আর হে তা আমার জন্য সব করতে পারবি,,,,,
আদুরী ঃ হে,,
মেঘ ঃ তা কি কি করতে পারবি শুনি।
আদুরী ঃ আপনি ক্রিকেট খেলা পছন্দ করেন,, আমি জানি তাই আমি আপনার জন্য এতো এতো বাচ্চা কাচ্চা জন্ম দিতে পারি যাতে আপনি নিজের একটা ক্রিকেট টিম তৈরি করতে পারেন,, আর আর,,,,, আপনি রান্না করতেও পছন্দ করেন তাই বিয়ের পর আপনি রান্না করবেন আর বাচ্চা সামলাবেন আমি অফিস জাবো কোট পেন্ট পড়ে,, ছোট বেলায় আপনাকে মেয়েদের মতো লাগতো আপনি সুন্দর বলে ,, তাই আমি ঠিক করেছি মাঝে মাঝে অফিস থেকে আসার পর আমি আপনাকে নিজের হাতে সারি পরিয়ে দিব তার পর 😚
মেঘ ঃ হইছে বইন মাপ চাই এইবার চুপ কর 🙏থাম আর পারছি নাহ,,
আদুরী ঃ আপনি আমায় বোন বললেন 😞,,,,,
মেঘ ঃ না তুই আমার বউ এইবার খুশি
আদুরী ঃ হে তার পর শোনোন,,
মেঘ ঃ চুপ আর না এবার যদি কথা বলিস তো খবর আছে এই ছাদ থেকে ফেলে দিব বলে দিলাম,,,
আদুরী ঃ আমি আর কথা বলবোনা তাও নিচে ফেলে দিয়েন না আমার কতো স্বপ্ন আপনার একশো সন্তানের মা হবো আমি 😍
মেঘ ঃ বুঝতে পেরেছি যা করার আমাকেই করতে হবে (এই বলে মেঘ আদুরী কে কোলে তুলে নিলো)
আদুরী ঃ আপনি আমায় কথায় নিয়ে যাচ্ছেন,,
মেঘ ঃ ঘরে নিয়ে যাচ্ছি ঘরে,,,,,
আদুরী ঃ কেনো বেবির প্লেন করতে (লজ্জা পেয়ে)
মেঘ ঃ ছিহহ এসব কি বলছিস,,, দেখ আমাকে রাগাস না আদু 😈
আদুরী ঃ ঠিক আছে ,,, 🙆♀️
(মেঘ আদুরী কে ঘরে বসিয়ে লেবুর সরবত দেয় কিন্তু আদুরী মানা করতে গেলে মেঘ দমক দিয়ে খাইয়ে দেয়,, আদুরী ডেকুর তুলার আগেই মেঘ আদুরী কে বেসিং এ নিয়ে যায় আদুরী সাথে সাথে বমি করে দেয়,, কিছু ক্ষন পর মেঘ আদুরীর,, মুখ পরিষ্কার করে ঘুম পাড়ায়)
মেঘাঃ ভাইয়া আসবে (দরজায় দাঁড়িয়ে)
চলবে,,
(এতোদিন দেরি করার জন্য সরি, ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন)