#Romantic_Devil🌼
#Imtihan_Imran
#Last_Part.
” এরে জরিনা বানু তুই বেশি কথা কইয়া আমার মাথা, চান্দি গরম করিস না। নাইলে ফু দিয়া তোরে উড়াই দিয়াম কই দিলাম।
” চাচা তুমি কখনো আমাকে লুঙ্গি পড়তে দেখেছো.?
তাহলে লুঙ্গি দেওয়ার মানে কী.?
” কখনো পড়স নাই দেইখা,সামনেও যে পড়বি না, তার কোনো গ্যারান্টি নাই। বেশি কথা না কইয়া লুঙ্গি নিয়ে যা।
” হইছে লুঙ্গি সাথে করে নেও। পড়লে পড়বা, না পড়লে থাকবে। চাচা তো আর দেখবে না। (সিনহা ফিসফিসিয়ে ইমরানকে বলল)
” আচ্ছা চাচা, যাও তোমার লুঙ্গি নিলাম।
” ভাতিজা তোর, সুবুদ্ধি উদয় দেইখা খুশি হইলাম।
!¡!
সিনহা ইমরান দুজনেই সিলেটগামী বাসে উঠে পড়ে। সামনের সারির সিট দুইটাই তার দখল করে।
এই বাসে আরো অনেক কাপল, মুরব্বি রয়েছে।তবে তরুনের সংখ্যাই বেশি দেখা যায়।
” অনেকটা পথ যেতে হবে। আমার ক্ষুদা লাগবে তো। তুমি আমার জন্য কিছু নিয়ে আসো।
” ভালো কথা মনে করিয়েছো। তা কী আনবো.?
” চিপস, চকোলেট, বিস্কুট।
” এগুলার জন্য তোমার ক্ষুদা লাগবে.?
” লাগবেই তো।
” সিনহা তোমাকে জিজ্ঞেস করতে নেই।জিজ্ঞেস করলেই তোমার চিপস, চকোলেট এগুলা ছাড়া কথা নাই।
” হু,বেশি কথা না বলে নিয়ে আসো যাও।
” জো হুকুম।
ইমরান বাস থেকে নেমে পড়ে। ফিরে আসে হাতে একটা বড় পলিথিন নিয়া।
” বাহ! এতোকিছু আমার জন্য.?
” না। আমার আরো কয়েকটা বউ আছে তো। তাদের জন্য।
” এরই মারবো কিন্তু। তোমার বউ একটাই। একটাই থাকবে সবসময়।
” বুঝোই তো সব।
” হু, বললে কী হয়, সব তোমার জন্য.।ঢঙ করবে।
ইমরান, সিনহার পাশে বসে সিনহার হাতে প্যাকেট ধরিয়ে দেয়।
” আরে সব আমার কাঁধে তুলে দিচ্ছো কেনো? তোমার কাছে রাখো। আমি তোমার কাছ থেকে নিয়ে নিয়ে খাবো।
” আচ্ছা দেও।
সিনহা, প্যাকেট থেকে একটা চিপস নিয়ে খাওয়া শুরু করে।
” তুমি খাবে.?
” কি জানি, বউ যদি দেয়। খেতেই পারি।
সিনহা হেসে ইমরানের মুখে একটা একটা করে চিপস পুরে দেয়। ইমরানও হেসে খাওয়া শুরু করে।
!¡!
সিলেট শহরে এসে বাস থামলে দুজনেই বাস থেকে নেমে বুকিং করা হোটেলে উঠে পড়ে।
সিনহা রুমে প্রবেশ করেই বিছানায় গা এলিয়ে দিলো। ইমরানও ব্যতিক্রম না,সে একই কাজ করল।
” আহ! কি শান্তি লাগছে!
” হুম আসলেই। জার্নি করে অনেক টায়ার্ড লাগছিল। বিছানায় শরীর এলাতেই অনেক শান্তি লাগছে।
” হুম।
সিনহা -ইমরান দুজনে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে।
বিকালবেলা দুজনের ঘুম ভাঙলে উঠে ফ্রেশ হয়ে নাস্তা খাওয়ার জন্য বাইরে আসে। নাস্তা খাওয়া শেষ হলো, দুজনেই মালনী চা বাগানের উদ্দেশ্যে রওনা দেয়। সিলেট বিমানবন্দরের পাশেই এই চা বাগানটি অবস্থিত। ইমরান কতৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়েই চা বাগানের ভিতর প্রবেশ করে। সিনহাকে নিয়ে চা বাগানের এইপাশ থেকে ওইপাশে ঘুরে ঘুরে দেখে। চা বাগানের ভিতর সুন্দর একটা বাংলো আছে। দুজনে বাংলোটাও ঘুরে ঘুরে দেখে। মালনীছড়ার পাশেই রয়েছে আলী বাহার চা বাগান। এই বাগানের চায়ের রঙ, স্বাদ অতুলনীয়। দুজনে খেয়ে অনেক তৃপ্তি পায়।
সন্ধ্যার পর তারা হোটেলে ফিরে আসে। দুজনে ফ্রেশ হয়ে আসে। সিনহা বিছানায় বসে আছে। ইমরান এসে সিনহার কোলে শুয়ে পড়ে। সিনহা হাত দিয়ে ইমরানের চুলের বিলি কেটে দেয়। ইমরান সিনহার দিকে তাকিয়ে আছে। তা দেখে সিনহা,
” কী দেখছেন.?
” তোমাকে অনেক সুন্দর লাগছে।
” এই কথা কতোদিন বলবেন.?
” সারাজীবন।
ইমরান হুঠ করেই সিনহার কোল থেকে উঠে বসে।
সিনহা মাথা নাড়িয়ে জিজ্ঞেস করে, কী.?
ইমরান জবাব না দিয়ে সিনহার দিকে মুখ এগিয়ে নেয়। সিনহা বুঝতে পারে।
” না, একদম না।
সিনহা হাত দিয়ে নিজের মুখ ঢেকে ফেলে। ইমরান, সিনহার দুই হাত ধরে সরিয়ে ফেলে, নিমিষেই সিনহার ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দেয়। ভালোবাসার চুম্বনে মেতে উঠে দুজনে।❤️
!¡!
রাতের খাওয়া শেষে হোটেলের সামনে খোলা জায়গায় দুজনে হাত ধরে হাটাহাটি করে।খোলা আকাশ, শীতল আবহাওয়া, পাশে প্রিয় মানুষের হাত ধরে হাটা। এক অন্যরকম ভালো লাগা কাজ করছে সিনহার মাঝে। সে অনেক খুশি।
কিছুক্ষণ হাটার পর দুজনে একটা বেঞ্চিতে বসে।
সিনহা, ইমরানের কাঁধে নিজের মাথা রাখে।
” সিনহা, আমি একটা কিছু ভাবতেছি।
” কী.?
” আমাদের ছেলেমেয়ে হলে, তারা তোমাকে কী ডাকবে? আম্মা নাকি ফুফু.?(দুষ্টামি করে)
” ফুফু কেনো ডাকবে? ওর পা ভেঙে দিবো না? ওর আম্মা হই, ও আম্মা ডাকবে।
” কী? তুমি আমার বাচ্চাদের পা ভাঙবে? তোমার তো সাহস কম না? তোমার পা আমি ভেঙে দিবো। আমার বাচ্চাদের অযত্ন করার চিন্তা করলে।
” কী বললা? তুমি আমার পা ভেঙে দিবা। তোমার সাথে কোনো কথা নাই।
সিনহা ইমরানের কাঁধ থেকে মাথা উঠিয়ে সামনের দিকে হাটা ধরে।
” আরেহ..এই মেয়ে কোথায় যাচ্ছো.?
সিনহা হেটেই চলেছে, ইমরানের কথার পাত্তা না দিয়ে। ইমরানও আর বসে না থেকে সিনহার পিছন ছুটতে থাকে।
” ওই মেয়ে দাঁড়াও। ওও আমার বাবুর আম্মু দাঁড়াও না বাপ।
সিনহা দাঁড়িয়ে যায়। মুখের রাগে ছটা এনে তেজি কন্ঠে বলে,
” কী, আমি বাপ.?
” না, তুমি তো আমার লক্ষী বউ।
” উউ ঢঙ, তোমার সাথে আমি রাগ করছি কথা বলব না আমি।
” ওলে আমাক লক্ষী বউ লাগ কলে না। তোমাকে অনেকগুলো পাপ্পি দিবো। উম্মাহ..।
ইমরানের সিনহার গালে চুমু বসিয়ে দেয়।
” এটা কী হলো?
” উম্মাহ দিলাম,রাগ কমানোর জন্য।
” উম্মাহ দিলে রাগ কমে, কে বলেছে তোমাকে.?
” আমিই জানি। এটা আমার টেকনিক।(ভাব নিয়ে)
” হইছে হইছে, এখন আমাকে কোলে নিন। আমার পা ব্যাথা করছে, আর হাটতে পারব না।
” এ্যাঁ পারব না। এতোদূর হেটে আসতে কে বলেছে? আমি তো বলিনি।
” তুমি কোলে নিতে পারবে না?
” না পারবো না।
” সত্যি পারবে না?
” না।
সিনহা ধপাস করে রাস্তায় বসে পড়লো। তা দেখে ইমরানের চোখ বড়বড় হয়ে যায়।.
” ওই এইটা কী হচ্ছে? রাস্তায় বসে পড়লে কেনো?
” আমি আজকে রাস্তায় বসে থাকবো।
” আরে উঠো, তোমাকে কোলে নিচ্ছি।
” লাগবে না কোলে নেওয়া।
” তোমার কথা শুনবো নাকি?
ইমরান নিচু হয়ে সিনহাকে কোলে তুলে নেয়। সিনহা প্রথমে উঠতে না চাইলে ঠিকি একসময় শান্ত হয়ে যায়।
ইমরান সিনহাকে কোলে নিয়ে হাটতে থাকে। সিনহা হেসে ইমরানের গালে চুমু খায়। ইমরানও হেসে চুমুর বদলে চুমু ফিরিয়ে দেয়। সিনহা নিজের আঁচল দিয়ে তার ডেভিলের কপালের ঘাম মুছে দেয়।
ইমরান, সিনহাকে কোলে নিয়ে হেটে যাচ্ছে। সিনহা ইমরানের দিকে তাকিয়ে আছে। ইমরান সিনহার দিকে তাকিয়ে বলে উঠে,
” শহর জুড়ে বৃষ্টি নামুক, তুমি খুঁজে নিও ঠাইঁ
প্রতিটি বৃষ্টি কণায় লেখা থাকুক,
সিনহা রানী আমি তোমাকে শেষঅবধি আমার পাশে চাই।❤️
” আমিও তোমাকে শেষ অবধি চাই ডেভিল রাজা।❤️ ভালোবাসি অনেক।
দুজনেই রুমের দিকে ফিরে যাচ্ছে। রুমের ভিতর প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়। সেই সাথে এই গল্পের দরজাও বন্ধ হয়ে যায়।
সমাপ্ত।
গল্পটা এখানেই শেষ। আরও বড় করতে চাইলে গল্পের কাহিনী বোরিং হয়ে যাবে। তাই এভাবেই শেষ করতে হল। সবাই ভালো থাকবেন।❤️ খুব শীঘ্রই নতুন গল্পে দেখা হবে।🌼