প্রকৃত বান্ধবী পর্ব-৪

0
934

Story :- প্রকৃত বান্ধবী(Real best friend)
Writer :- গল্পছোঁয়া (Jannat)
Part:- 04

—–কি মানে, আমরা কবে কখন দেখা করব সেটা ঠিক করার কথা বলছি।।
——-oh.আমি শুক্রবার সকাল 10:30টায় তোমার সাথে দেখা করতে চাই।
——sorry baby. সাড়ে দশটায় হবেনা।আমার একটা জরুরী কাজ আছে। আমরা বরং বিকালে দেখা করি।I think তোমার কোনো প্রবলেম থাকবেনা।
—-as your wish. But বিকেল কয়টায়???
—–তুমিই বলোনা জানু??
—–ওকে, বিকেল 4:00টায় কেমন? ?
——okay baby. আমার একটা জরুরী কল আসতেছে, byy
—–okay bye. আমিও আমার একটা ফ্রেন্ডের বাড়ি যাব কালকে।সকালে উঠতে হবে, byy gd n8
{{{{{{{পরের দিন নদীর বাড়িতে নীলা, ,,}}}}}}}
নীলা:- টিংটং টিংটং টং
নদী:- কে কে, কে দরজা ধাক্কাচ্ছ??
—–নদী দরজা খোল, আমি নীলা, ,
——ওহে, তুই।দারা আসতেছি
——-উফফফফস, প্রচন্ড ঠান্ডা রে।
——নীলা আয় ভেতরে আয়। actually আমি সাগরের সাথে কথা বলছিতো তাই জিজ্ঞেস করলাম কে আসলো,,,
——-oh, it’s okay. আমি আসছিলাম তোকে একটা কথা বলতে, তুইতো দেখছি এখন বিজি আছিস।ঠিক আছে, , আমি বরং একটু পরে আসছি।
——-আরে না না, আমি এখন ফ্রি আছি।সাগরের সাথে কথা বলা শেষ
——-ওকে বলছি।u know that, আমি মাঝে মধ্যেই পার্কে বেড়াতে যাই।তাই ভাবলাম এই শুক্রবার এ তোকে সঙ্গে নিয়ে যাই।শান্তাক্লোজ আসবে।
——-ওইটাতো খ্রিস্টান রা বিশ্বাস করে।মুসলমান রা আবার শান্তাক্লোজ মানে নাকি, ??
——আরে মজা করলাম তোর সাথে, তুই যাবি কিনা সেটা বল???
——-ওকে, বাট কবে যাব আমরা? ???
—–আরে বললাম তো শুক্রবার এ যাব।
——বাট আমার তো প্রবলেম আছে, কয়টায় যাওয়ার কথা ভাবছিস????
——-বিকাল 4টায়।
–‘—হাফ ছেড়ে বাচলাম। actually দশটা সাড়ে দশটার দিকে আমার সাগরের সাথে দেখা করার আছে।
——-oh, gd. ভালো তো।
——-এই সাগর কল দিচ্ছে। এখন ওর সাথে একটু কথা বলব।তুই রাগ করিস না।বস
——‘it’s okay, তুই কথা বল। আমি এখন যাই।ফোনে টাকা নাই, ফ্লেক্সি করব, বায়।
——এইতো এলি, এখনি চলে যাবি।
——–তুই কথা বল, বললাম তো আমায় যেতে হবে। anyway, শুক্রবার বিকেলে আমরা যাচ্ছি, ফাইনাল কিন্তু।
——ওকে মনে থাকবে মেডাম।নে তুই যাবি যখন যা, আর আটকাবো না। আমি বরং দরজাটা দিয়ে দি, বলা তো যায়না কে কখন চলে আসে।সাগরের সাথে কথা বলবো তো।
{{{{{নীলা যাওয়ার পর}}}}}
নদী:- হ্যালো, সাগর,,,
সাগর:- 4বার কল দেওয়ার পরে 5নম্বর কলটা রিসিভ করলে। এই 5নম্বর কলটাইবা রিসিভ করলে কেন, না ধরলেই পারতে।আজকাল তুমিতো খুব বিজি মানুষ দেখছি।
—— আর বলোনা, নীলা এসেছিল।ওকে বিদায় দিতেই একটু লেট হলো।রাগ করোনা প্লিজ? ?
——তাই নাকি।তোমার কাছে আমি আগে নাকি ওই নীলা না কে সে আগে বলো। আজকাল তুমি না কেমন যেনো হয়ে যাচ্ছো।আমাকে আর পাত্তাই দাওনা।
——আমি না, তুমি পাল্টে গেছো।আমার সাথে আর আগের মতো কথা বলোনা।কল দাও হঠাৎ করে, তাও আবার সামান্য বিষয় নিয়ে রাগারাগি করো।তুমি ই বলো বান্ধবী বাড়িতে আসলে তাকে কি তাড়িয়ে দেওয়া যায়????
—–বাহ বা, এখন বুঝলাম তোমার কাছে আমার চেয়ে বান্ধবী আগে। excellent, তুমি আমাকে আর আগের মতো ভালোইবাসোনা।
——-তুমি আমাকে ভুল বুঝছ সাগর।প্লিজ এমন করোনা, আমি তোমাকে অনেক ভালোবাসি।
——-তাই নাকি, আচ্ছা মেনে নিলাম।কিন্তু কি প্রমাণ আছে যে তুমি আমাকে সত্যিই ভালোবাসো???
——-কি প্রমাণ চাও তুমি, ?,????
——আমি যা করতে চাইব, তোমাকে যেখানে আসতে বলব, যেখানে আমার সাথে থাকতে বলব, পারবে সেসব করতে? ???
——মানে, কি ক্কি কিককি করতে চাইছ তুমি? ?
——বাহ্, কিছু না বলতেই তোতলাচ্ছো।বলে দিলে না জানি কি কি বলতে। এই তোমার ভালোবাসা? ???
——আরে না, তুমি কি চাও খোলসা করে বলো??
—–কাল আমার বাড়িতে কেউ থাকবে না এক আমি ছাড়া।পুরো বাবাড়িই ফাকা থাকবে।তো তুমি কাল ভোর 5:00টায় আমার বাড়িতে আসবে।তারপর…..
—–তাততারপর????
—-বুঝতে পারছোনা আমি কি বলতে চাইছি? ???তুমিতো বাচ্চা না
—–তুমিই বলো, আমি ঠিক বুঝতে পারছি না।
——ওকে।তুমিই আমার বাড়িতে আসবে তারপর আমার সাথে আমার ঘরে যাবে।দরজা বন্ধ করে দুজনে একসাথে……
—–একসাথে? ???
——-হ্যা একসাথে বিছানায় শুব।আশা করি আর বুঝাতে হবেনা।বুঝতেই পারছো আমি কি করতে চাইছি।
——-ইয়ে মানে, বিয়ের আগেই এইসব। এটা ঠিক হবেনা।
——-ঠিক নাকি বেঠিক সেটা তুমি ঠিক করবে নাকি? ? এটাই তোমার ভালোবাসা।দারুণ, ,
{{{{{{নীলার কল,,,,,}}}}}}
নীলা;:- ক্রিং ক্রিং
সাগর:- থাক তোমার সাথে আর কথাই বলবো না।যা ইচ্ছা করো বায় ।
নদী:- এই সাগর, প্লিজ এমন করোনা।
সাগরধ্যাত কেটে দি, এদিকে মিলিও কল দিচ্ছে] হ্যালো মিলি, কেমন আছো???
নদী:- [[কেটে দিল, এখন যে আমি কি করি।]]
নীলা:- সব ভালো, 10 মিনিট পর কল দি কেমন।actually আমি বাহিরে আছিতো, মোবাইলে ফ্লেক্সি দিলাম।বাড়ি ফিরে কল দিচ্ছি
সাগর:-ok baby, as your wish. .
,,,,
,,,
, নীলা:-[[বাড়ি যাওয়ার আগে আমি বরং একটু নদীর সাথে দেখা করে আসি]]
{{{{{নদীর বাড়ি নীলা}}}}}
নীলা:- টিংটং টিংটং
নদী:- কে কে??
——আমি নীলা, দরজা খোল?
—–আসছি।
—–এই নদী, তুই কাদছিস কেন রে???
——আজ কল ধরতে লেট হয়েছে বলে সাগর আমায় ভুল বুঝেছে।বাট আমি তো ওকে অনেক ভালোবাসি রে।ও আমার ভালোবাসার প্রমান হিসেবে কি চাইছে জানিস????
——কি? ?
—-আগে প্রোমিস ,কর কাউকে বলবিনা
??
—–ok promise. কাউকে বলবোনা।এবার বল??
—–ও কাল আমাকে ওর বাড়িতে যেতে বলেছে।
—–তো কান্নার কি আছে।যা গিয়ে একটু গল্প
করে আয়।
—–আরে আগে পুরোটা শোন তো??
—–ok বল।
——কাল ওর বাড়িতে নাকি কেউ থাকবে না।কাল ও আমাকে নিজের বেডরুমে নিয়ে সেক্স করতে চায়।
——what! !!!!!তুই রাজি হলি কি করে।জানিস এসব মানে কি???
——-হ্যা জানি তো।আমি রাজী হইনি, তাই ও রাগ করে কল কেটে দিছে। আর কথা বলছেনা।বিশ্বাস কর আমি ওকে অনেক ভালোবাসি।ওকে ছাড়া আমি বাঁচতে পারবোনা, তাই ভাবছি রাজী হয়ে যাব।
——-তুই এসব কি বলছিস, ভেবে বলছিস তো????
——-হ্যা।বিশ্বাস কর নীলা সাগর বাজে ছেলে নয় .I think ও এটা করতে চাইছে যাতে আমি ওকে ছেড়ে চলে না যাই।
——-ঠিক আছে যা ইচ্ছা কর ।
[[[[[নীলা মনেমনে ভাবছে,,,,,, ,,
আমায় সাগর কে গিয়ে কল করে বলতে হবে যে কাল ভোভোর 5:00টায় দেখা করতে চাই। আর যাইহোক আমি আমার বান্ধবীর জীবন টা নষ্ট হতে দিতে পারিনা।শালা হারামজাদার প্ল্যান আমি ভন্ডল করে দিব।]]]]]]
{{{{সেইদিন সন্ধ্যা বেলায়,,}}}}
নীলা:- ক্রিং ক্রিং
সাগর:- হ্যালো মিলি, তুমি কই ছিলে এতোক্ষণ? ???
——sorry গো। actually আমি আমার বান্ধবীর বাড়ি গেছিলাম।
——it’s ok . আমি তোমার জন্য সেই বিকেল থেকে ওয়েট করছি তো তাই খুব টেনশন হচ্ছিল।।
——-ওহ।anyway, তোমার সাথে একটা আর্জেন্ট কথা ছিল।
——-হ্যা হ্যা বলো????
——আমি কাল তোমার সাথে মিট করতে চাই।
——বাট আমাদের তো শুক্রবার বিকেলে দেখা করার আছে।তাহলে আজ কেন, ওহ সরি কাল কেন????
—–সেটা কালকেই বলব।তবে হ্যা আমি বোরকা পরে যাব।তোমাকে মুখ দেখাব শুক্রবারে।
——okk, but ইয়ে মানে ককয়টার সময় দেখা করবে????
——ভোর 5:00টায়।প্লিজ না করোনা? ??
—–sorry, don’t mind. Actually ওই সময় আমার টিউশন ক্লাস আছে তো, তাই।
——তুমি নাকি আমায় ভালোবাসো।তাহলে একদিন টিউশন ক্লাস না করলে কি এমন ক্ষতি হবে শুনি????
—–হ্যা তোমাকে ভালোবাসি।বাট কাল ভিষন important class আছে।স্যার ইমপরটেন্ট অঙ্ক বুঝাবে।
——-ঠিক আছে, আমি আর কোনোদিন তোমার সাথে মিট করতে চাইবো না।আমাকে আর কখনো কল/মেসেজ দিবেনা।বায় ভালো থেকো।
চলবে, ,,,,,,,,,,
♡♡♡
♡♡

কেমন হইছে জানাবেন প্লীজ? ???

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here