#তুই আমার
#সুমাইয়া জান্নাত
#part 16
ডইংরুমে বসে আছে আহসান চৌধুরী,, রাজের বাবা রাইসার বাবা আর কিছু আত্মীয় স্বজন বিয়ে নিয়ে কথা বলছে আর হাসছে বুঝায় জাচ্ছে এই বিয়ে নিয়ে সবাই খুশি সবার মনেই আনন্দ উল্লাসে ভরা,,
আর অহনা চৌধুরী রাজের মা, এরা সবাই রান্না বান্নার কাজে বেস্ত সাথে কিছু মেইড ও রয়েছে সাহায্যের জন্য,,
মেঘার কাজিন বোনরা সবাই কেউ ডেস নিয়ে বেস্ত কেউ কেউ গল্প করতে, অনেকে আবার গানের তালে তালে নাচ্ছে,,
বিয়া রো ঢোল বাজাও রে,
বিয়ারো সানাই বাজাও রে ♪♪
নাচবো আমি কোমর দোলাইয়া,
মন ভুলাইয়া প্রাণ ভুলাইয়া
ছন্দে ছন্দে আজ আনন্দে
হব পাগল পারা
নাচবে জমিন নাচবে আসমান
নাচবে চন্দ্র তারা ♪♪♪♪♪
_________________
মেঘ রাজ রেডি হচ্ছে আর আয়নার সামনে দাড়িয়ে দুজনে জগডা করছে ,,
মেঘ ঃ দেখ ভাই আমি যেহেতু আগে এসেছি তাই আমাকে আগে রেডি হতে দে,,,
রাজঃ ওই একদম চালাকি করবি না আমারো আজ বিয়ে তুর একার না,,,,
মেঘ ঃ আমি কি বলেছি যে আমার একার বিয়ে আমার সাথে তো আদুরী আমার জান পাখির বিয়ে ,,
রাজঃ হুট আমার সাথে আমার মেঘা রানির বিয়ে,,,
মেঘ ঃ ঠিক আছে দুজন একসাথে রেডি হবো কিন্তু কোনে ঠেলা ঠেলি না ওকে,,
রাজঃ হুম ওকে,,
কিছুক্ষণ পর দুজনেই রেডি হয়ে বসে আছে,, দুজনকেই বেশ হেন্ডসাম লাগছে,, নেবি ব্লু রঙের পানজাবি, তার ভিতর গোল্ডেন এর কাজ অসাধারণ লাগছে,, যদি কোনো মেয়ে অনুমতি পেতো তাহলে এক্ষুণি এদের দুজনকে উঠিয়ে বিয়ে করে নিতো 🤩😜 একি পানজাবি একি সাজ, অসম্ভব সুন্দর লাগছে,,
আর এইদিকে
সেই কখন থেকে মুর্তির মতো বসে আছে আদুরী আর মেঘা আর পার্লার এর মেয়েরা সাজাচ্ছে , সাজানো কমপ্লিট হলে,,
আদুরীঃ এইবার নিজে কে কেমন যেন পুতুল পুতুল লাগছে,,
মেঘাঃ ঠিক বলেছিস এতো নিজেকেই চিন্তে পারছি না , 🥺
আদুরী ঃ কই আমরা তো মেকাপ তেমন করি নি,,
মেঘাঃ আরে চুল গুলো তো স্টাইল করেছিস 😏
আদুরী ঃ হায় নাজার না লাগজায়,,
পার্লার এর লোকেরা সাজিয়ে নিচে চলে যায়,,, কিছুক্ষণ পর হুট করে লোডশেডিং হয়ে যায়,, নিচে সবাই চিল্লাচিল্লি করছে, হুট করে কারেন চলে যাওয়া তে,,
মেঘা আর আদুরী একে অপরে জড়িয়ে ধরে রেখেছে,,
আদুরী ঃ আরে ননদিনী রাই কি হলো এটা,,
মেঘাঃ ভাবি সাহেবা হুট কর কারেন চলিয়া গিয়াছে,,,
আদুরী ঃ কিন্তু এটা কে করিলো,,
মেঘাঃ আমি তো জা,,,(আর কিছু বলতে পারলো না তার আগেই কে বা কারা আদুরী আর মেঘার মুখ রুমাল দিয়ে চেপে ধরলো,, কিছুক্ষণ পর কারেন চলে এলো,,
।
।
।
মেঘ ঃ হুট করে কারেন চলে গেলো আবার চলেও এলেো,,,,
রাজঃ আমিও বুঝতে পারছি নাহ ,,,
কাজি ঃ কই মেয়েদের কে নিয়ে আসুন,
অহনাঃ হুম আনছি,,,, রিয়া জাতো ওদের নিয়ে আয়,,
রিয়া মেঘার কাজিন ঃ হুম আনছি ,,,
(উপরে গিয়ে দেখে মেঘা আদুরী ঘরে নেই,, ওয়াসরুম বারান্দা, ছাদ কোথাও নেই রিয়া ঘাবডে যায়,, নিচে গিয়ে বলে
রিয়াঃ আন্টি ওরা ঘরে নেই এমনকি সব জায়গায় খুজেছি তাও নেই ,,,
এই কথা শোনার সাথে সাথে মেঘ আর রাজ বসা থেকে দাঁড়িয়ে পড়ে,,,,
চলবে,,,,
( কেমন হয়েছে বলবেন,, কাল শেষ করে নতুন গল্প দিবো,, আপনারা এইবার বলেন আদুরী আর মেঘার কি হবে,, ওদের না পেয়ে মেঘ আর রাজ কি দেবদাস হয়ে যাবে নাকি🤨🥺)