#তুই আমার
#সুমাইয়া জান্নাত
#part 6
(মেঘা মাথা তুলে যা,দেখে এতে ওর মুখ হা হয়ে যায়,, কারণ ওর সামনে আর কেও রাজ আর রাজের বাবা-মা বসে আছে,,, রাজের দিক তাকিয়ে থাকতে দেখে রাজ ফট করে চোখ টিপ মারে)
মেঘাঃ কি অসয্য ছেলে রে বাবা (আদুরী মেঘার পাশে বসে ছিল তাই আদুরী কথাটা শুনতে পায় )
আদুরী ঃ হে তোরই তো (কানে ফিসফিস করে 😁)
মেঘাঃ তুই চোপ করবি😬
(আদুরী তো হেসেই যাচ্ছে 😂)
রাজের মা ঃ মাশাল্লাহ মেয়েকে তো আমরা আগেই দেখেছি নতুন করে বলার কিছু নেই ,,, আমাদের খুব পছন্দ হয়েছে,,,
রাজের বাবা ঃ তা আর বলতে,, তো বিয়ের তারিখ টা পাকা করে ফেললেই ভালো না কি বলো,,
মেঘের বাবাঃ হে তা তো অবশ্যই 😀
রাজঃ তা আন্টি আমি কি মেঘার সাথে আলাদা কথা বলতে পারি,,,,,
মেঘার মা ঃ হেহে বাবা মেঘা যা মা উপরে নিয়ে যা,,,,
(রাজ আর মেঘা ছাদে চলে গেলো)
মেঘাঃ আপনার মতলব টা কি রাজ ভাইয়া
রাজঃ মতলব তো অনেক কিছু (দুষ্টু হেসে)
মেঘাঃ মমমানে,,,,
রাজঃ মানে কিছুই না পরে বুঝতে পারবি
মেঘাঃ আমার এতো বুঝে কাজ নেই ,, আমি এই বিয়ে করবো নাহ
রাজঃ কি বললি তুই বিয়ে তো তোকে আমাকেই করতে হবে,, বিয়ে করবি না এই কথাটা আর যেন না শুনি তা হলে খুব খারাপ হবে (মুখ চেপে ধরে)
মেঘাঃ কি করবেন আপনি আমি এই বিয়ে করবো নাহ (বেস এই টুকুই যথেষ্ট ছিলো রাজ কে রাগিয়ে দিতে)
(রাজ মেঘাকে দেওয়াল এর সাথে মিশিয়ে কিস করতে থাকে সব রাগ ঠোঁটের উপর যারছে,,, কিছুখন পর ছেড়ে দিয়ে)
রাজঃ বল এইবার বিয়ে করবো না।
মেঘাঃ নননা আমি বিয়ে করবো।
রাজঃ good,,, my sweets baby,,, নিচে গিয়ে বলবি তুই বিয়েতে রাজি হয়েছিস
(এই বলে রাজ নিচে চলে গেলো)
মেঘাঃ রাক্ষস একটা আমি তো পরিক্ষা করতে চেয়ে ছিলাম যে রাজ ভাইয়া আমায় ভালো বাসে কিনা,, আর সে কিনা আমার বারোটা বাজিয়ে দিয়েছে 😑এটা বিয়ের জন্য হুমকি দিলো না অন্য কিছু কিছুই বুঝলাম নাহ,, এইটুকু কথা বলার জন্য নাকি আমায় ছাদে নিয়ে এলো হুহ
আদুরী ঃ মেঘা তুই এখনো ওখানেই দাড়িয়ে আছিস রাজ ভাইয়া তো নিচে চলে গেছে,, তকে সবাই ডাকছে (ডাকতে ডাকতে)
মেঘাঃ হে যাচ্ছি।
(আদুরী আর মেঘা নিচে চলে গেলো,, সবাই বিয়ে ওলরেড়ি ফিক্সড করে ফেলেছে সাত দিন পর বিয়ে,, বিয়েটা নাকি ঘরোয়া ভাবেই হবে,, রাজের বাবা-মা কিছু খন থেকে খাওয়া দাওয়া করে চলে গেলেন যাওয়ার আগে,, রাজের মা দুটো বালা মেঘার হাতে পরিয়ে দিলেন)
(“””সবাই চলে গেলে মেঘাও ঘরে চলে যায় )
*******এভাবে আরো চারদিন কেটে যায় ***রাজের সাথে মেঘার ফোনে কথা হয় অবশ্য ওদের কথা কম জগড়া হয় বেশি ৷,,,, আর মেঘ সারাদিন অফিসে বাবার ব্যবসা নিয়েই বেস্তো অনেক রাত করে বাড়ি ফিরতে হয়।।।।
******সকালের মিষ্টি রোদ মুখের উপর পরতেই ঘুম ভাঙ্গে আদুরীর,, হাই তোলে উঠে বসে 🥱🥱
মেঘ ঃ গুড মরনিং জান পাখি
আদুরী ঃ একি আপনি আমার ঘরে,, কি করছেন 😐
মেঘঃ আমার ঘর আমার বাড়ি আমার খাট আর এমনকি বিছানায় যে বসে আছে সেও আমার
তাহলে আমি থাকবো না তো কি ভুতপ্রেত থাকবে 🤨🤨(মেঘার সামনে জোকে)
আদুরী ঃ 🙄🙄
মেঘ ঃ ওভাবে তাকিয়ে আছিস কেনো
আদুরী ঃ আপনি অফিস যান নি
মেঘ ঃ নাহ আর কদিন পর মেঘার বিয়ে তাই সব কাজ মেনেজার কে বুঝিয়ে দিয়ে এসেছি,, তবে মাঝে মাঝে একটু যেতে হবে
আদুরী ঃ ওহহহ
মেঘ ঃ তাড়াতাড়ি ফেশ হয়ে আয় শপিং এ যেতে হবে,, মেঘাকে বলে রেখেছি কিছু কেনা কাটা করা বাকি আছে
আদুরী ঃ আচ্ছা (এই বলে ওয়াশরুমে চলে গেলো)
( মেঘ ও রাজ এর সাথে ফোনে কথা বলতে বলতে নিচে চলে এলো)
***বড়ো একটা শপিং মলের সামনে রাজ দাড়িয়ে আছে,, আর বার বার হাতের ঘড়ির দিকে নজর দিচ্ছে **৷৷ কিছুখন পর একটা গাড়ি আসে রাজের সামনে (বিরক্তি ভাব নিয়ে রাজ গাড়িটার দিকে তাকায়)
রাজঃ এই তোদের এতোক্ষণে আসার সময় হলো,
মেঘ ঃ দেখ এইখানে আমার কোনো দোষ নেই
সব দোষ এদের মেঘা আর আদুরী কে উদ্দেশ্য করে,, সাজতে লাগে একঘন্টা।
রাজঃ বাবা বলে ছিল অনেক বার তার একমাএ ছেলের বিয়ে তিনি দুমদাম করে দিবে,,,, আমি মানা করেছি তা না হলে দেখতাম আমার আর বিয়ে করাই হতো না,, এদের সাজতে সাজতে দিন পার হয়ে যেতো 😝
মেঘ ঃ তা যা বলেছিস কি সব আটা ময়দা লাগায় এরা ওও গড 😄
আদুরী ঃ এই আপনি চুপ করবেন,, আমরা মটেও আটা ময়দা মাখি না (মেঘ কে উদ্দেশ্য করে😏)
মেঘাঃ আর হে বিয়ে যতোই ঘরোয়া ভাবে হক না কেনো আমরা অবশ্যই সাজবো (রাজের সামনে তুরি বাজিয়ে 😪)
রাজঃ সেটা পরে দেখা যাবে এখন চলো,,এমনি তেই দেরি হয়ে গেছে ,,
(সবাই আর কোনো কথা না বলে শপিং মলে যায় , কেনাকাটা করে সব গাড়িতে তুলে)
আদুরী ঃ আমার খুব খিদে পেয়েছে,,
মেঘাঃ হে আমারো,,,
রাজঃ ঠিক আছে চল, ,,
সবাই একটা টেবিল এ গিয়ে বসে পড়ে ,,
আদুরী ঃ এই শপিং মলটা বেশ বড়ো সব কিছুই রয়েছে আলাদা রেস টরেন্ট 🧐
মেঘ ঃ হুম,, এখানে সব কিছুই পাওয়া যায় ,, তার জন্যই তো তোদের এখানে নিয়ে এসেছি,, এখন বেশি কথা না বলে খাবার অডার দে,,,
সবাই যে যার মতো খাবার অডার দিয়ে খেতে থাকে ,,,,,,,,, হুট করে কোথা থেকে একটা মেয়ে এসে মেঘ কে জড়িয়ে ধরে,, এতে সবাই হা হয়ে যায় ,,,
মেয়েটা মেঘ কে জড়িয়ে ধরে,, baby i miss you so much মেঘের গালে কিস করে,, জানো আমি তোমাকে কত মিস করেছি,, আসার পর থেকে তুমি একবার ও আমায় ফোন করো নি এমনকি আমার ফোনটাও ধরোনি,,,,
মেঘঃ রাইসা তুমি,,,,,,,,,,,,,
চলবে,,,,,,