অন্তরালের অনুরাগ ❤ পর্বঃ১৪

0
6353

গল্পঃ #অন্তরালের_অনুরাগ
লেখনীতেঃ #নাহিদা_নীলা
#পর্বঃ ১৪ 🌹🌿অপ্রত্যাশিত সম্পর্ক🌿🌹

রাতের ঝিরিঝিরি ঠান্ডা বাতাশ। তারসাথে চারপাশের অসংখ্য গোলাপের সুগন্ধ পরিবেশটাকে একেবারে মাতিয়ে রেখেছে। সাদিদ এমনিতেই নীলাতে মত্ত। আর আজ পরিবেশটা যেন তাকে আরও মাতাল করে তুলছে। সাদিদ নীলার গলায় কামড় দেওয়া যায়গাটাতে এবার ছোট্ট ছোট্ট চুমু খেতে লাগল। সাদিদের কামড়ে গলাটা হালকা জ্বলছিল। এখন সাদিদের ভেজা ঠোঁটের আলতো ছোঁয়ায় নীলার বড্ড আরাম লাগছে। নীলা আবেশে চোখজোড়া বন্ধ করে ফেলেছে। তারা দুইজন-ই একে অপরের সান্নিধ্যে এতটা মত্ত যে আশেপাশের কোনো কিছুতে আপাতত তাদের বিন্দুমাত্র খেয়াল নেই। তারা কেবল ভালোবাসা পাওয়া এবং দেওয়াতে ব্যস্ত।
আচমকা অনেকগুলো টর্চ লাইটের আলোতে তাদের চোখ ঝলসে উঠল। তাই সাদিদ নীলাকে ছেড়ে দিয়ে চোখের উপর হাত ধরল। আলোগুলো সব চোখে এসে লাগছে।

— ‘ দেখছেন মেম্বারসাব, আমি আপনেরে কইছিলাম না দুইডা পুলা-মাইয়া বাগানের মধ্যে ফষ্টিনষ্টি করতাছে। ‘
— ‘ হুম জামাল। তাইতো দেখতাছি। ঢাকার থাইক্কা নোংরা মাইয়া-পোলা আইয়া অহন আমাদের গোলাপ গ্রামটাও নোংরা করতে লাগছে। ‘
— ‘ মেম্বারসাব, এইগুলোরে এহন-ই মাটির নিচে পুঁতে ফেলেন। তাইলে আর ভবিষ্যতে এমন দুঃসাহস কারও হইব না। ‘
— ‘ আরে মিয়ারা আস্তে। দেখি না আগে রসের নাগররে। তারপর না হয় মারামারির কথা আইব। ‘

নীলা সাদিদের শার্ট ভয়ে শক্ত করে খামচে ধরেছে। সাদিদও নীলাকে একহাতে শক্ত করে জড়িয়ে রয়েছে। সামনের লোকজনের কুৎসিত কথাগুলো শুনে তার আর বুঝার বাকি নেই যে, তারা মস্ত বড় একটা ঝামেলায় ফেঁসে গিয়েছে। কিন্তু এখন নোংরা কথা শুনে মাথা গরম করলে চলবে না। পরিস্থিতি সামলাতে ধীরে সুস্থে পদক্ষেপ নিতে হবে। নতুবা তারা গ্রামের মানুষ, খুনাখুনিতে যেতে তাদের সময় লাগবে না।
সাদিদ এবার নীলাকে ছেড়ে এগিয়ে আসতে চায়ল। কিন্তু নীলা ভয়ে মাথা ডানে-বামে করছে। ভয়ে তার চোখজোড়াতে অশ্রুকণারা এসে ভিড় জমিয়েছে। নিজের প্রাণপাখির অসহায়-ভয়ার্ত মুখটা দেখে সাদিদের বুকটা চিনচিন ব্যাথা করছে। দোষটা তার-ই, নীলাকে নিয়ে এতরাতে এমন একটা গ্রাম্য পরিবেশে আসা তার মোটেই ঠিক হয়নি। সেও তো এমনটা চায়নি। কিন্তু সব মিলিয়ে এতটা রাত হয়ে গেল। এখন এসব ভেবে খারাপ বৈকি লাভ হবে না। তাই সে নীলাকে নিয়েই সামনে এগিয়ে গেল।

— ‘ আসসালামু আলাইকুম। আমি আপনাকে ব্যক্তিগতভাবে জানি না। কিন্তু মনে হচ্ছে আপনি এই এলাকার একজন সম্মানিত লোক। আপনাদের কথা শুনে আমার মনে হচ্ছে আপনারা বিষয়টা খুব খারাপভাবে নিচ্ছেন। প্লিজ দয়া করে এমনটা চিন্তা করবেন না৷ আমরা ভালো ফ্যামিলির ছেলেমেয়ে। কারণবশত এখানে এত রাত হয়ে গিয়েছে। ‘

মোর্শেদ তালুকদার সাদিদের কথায় তার পাশের লোকদের দিকে তাকালেন। তারা নিজেদের মধ্যে ফোঁসুর ফোঁসুর করছে। সাদিদের কথায় তারা যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় পাচ্ছে। আর তাদের দেখে ভদ্র পরিবারের মেয়ে-ছেলেও মনে হচ্ছে। তাই তারা এবার খানিকটা ধমল। কিন্তু পাশ থেকে চৌকিদার জামাল বলে উঠল,

— ‘ মেম্বারসাব, আপনি ওমন চুপ কইরা আছেন ক্যান? এই পুলা কি কইল আর না কইল তাতে আপনারা ধইম্মা যাইতেছেন ক্যান মিয়া ভাইরা। এগুলারে শাস্তি দেওন লাগবে। নতুবা আমাগো গেরামের বদনাম হইব। ‘
— ‘ প্লিজ আপনি এমন করে বলবেন না। একটু বুঝার চেষ্টা করুন। আমরা কোনো খারাপ কাজ করছিলাম না। ‘
— ‘ অত্ত বড় মিছা কথা! আমি নিজের চোক্ষে দেখছি তুই এই মাইয়ার পরনের শাড়ি খোইলা বুকের উপর দলাই-মলাই, চুমাচুমি… ছিঃ ছিঃ আমার মুখ দিয়ে এসব কথা বাহির হইব না। ‘
— ‘ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। ‘

উপস্থিত সবাই এবার থুথু ছিটিয়ে তাদের ঘৃণা প্রকাশ করছে।
সাদিদ অসহায় চোখে চৌকিদার জামালের দিকে তাকালো। হালকা আলোতে তার পান খেয়ে বিদঘুটে হলুদ দাঁতগুলো আরও বেশি বিদঘুটে লাগছে। আর সে সেই বিদঘুটে দাঁত ক্রমাগত কিড়মিড় করছে। আজকাল মানুষ কারও ভালো না করতে পারুক, কিন্তু মন্দ করতে পিছুপা হবে না। চৌকিদার জামাল নিঃসন্দেহে সেই লোকগুলোর অন্তর্ভুক্ত।

— ‘ এই, তোরা কে কোথায়? এগুলারে বাইন্ধা নিয়ে আয়। ‘
— ‘ প্লিজ এমনটা করবেন না। আপনারা একটু ওয়েট করুন, আমি এখনই পাশের থানার অফিসারের সাথে যোগাযোগ করছি। ‘
— ‘ মেম্বারসাব, খবরদার এই পুলার কথা হুনবেন না। হে বহুত চালু আছে। ‘

সাদিদের ইচ্ছে করছে জামালকে তুলে একটা আছাড় দিতে। শুধু পরিস্থিতির চাপে তাকে চুপচাপ এসব বাজে কথা সয়ে যেতে হচ্ছে।

— ‘ না, কোনো অসি-টসি ডাকা লাগব না। আমি গ্রামের মেম্বার, তাই আমি-ই এর বিচার করুম। এই নিয়ে আয় তাদের। ‘

সাদিদ নীলার দিকে তাকিয়ে একটা হতাশার নিঃশ্বাস ফেলল। নীলা সাথে আছে বিধায় মারামারি বা হাতাহাতি কোনোটাই সাদিদ এখন করতে পাড়ছে না। কেননা সে কোনোভাবেই নীলাকে নিয়ে রিক্স নিতে পারবে না। তাই বাধ্য হয়ে তাদের সাথে যেতে হচ্ছে।

.

একটা বড় উঠুনের মাঝখানে নীলা-সাদিদকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। মনে হচ্ছে তারা কোনো ফাঁসির আসামি। আশেপাশের পরিস্থিতি ঠিক এমনটাই নির্দেশ করছে। রাত অনেক হলেও ছেলে, বুড়ো, মহিলা মানুষের অভাব নেই। গ্রামে মোটামোটি অল্প সময়ের মধ্যেই তাদের ঘটনা ছড়িয়ে পরেছে। সাদিদ শিউর না কিন্তু তার সিক্স সেন্স বলছে, এখানে অবশ্যই চৌকিদার জামালের হাত রয়েছে। উৎসুক জনতা ইতিমধ্যে অপরাধীদের শাস্তি পর্যন্ত নির্ধারণ করে ফেলেছে।

— ‘ আপনারা এটা ঠিক করছেন না। আপনারা যদি আইনগত কোনো শাস্তি দিতে চান তাহলে আমাদের আপত্তি নেই। কিন্তু আমাকে একটা কল করার সুযোগ দিন। তারপর না হয় আপনারা কোনো পদক্ষেপ নিবেন। ‘
— ‘ শুনো শহুরে ছেলে, এটা আমাদের গ্রাম। তাই এখানে তোমার কথা চলবে না। ‘
— ‘ কিন্তু আমাকে একটা…
— ‘ এই মিয়া থাম। মাইয়া নিয়া আমাদের বাগানে ফষ্টিনষ্টি কইয়া আইছস কথা কইতে! ‘
— ‘ আপনি চুপ করেন। সেই কখন থেকে আজেবাজে কথা বলছেন। ও আমার হবু স্ত্রী। দুইজনে একটু ভালো সময় কাটানের জন্য এখানে এসেছিলাম। বিশ্বাস না হলে বাগানের লোকের সাথে কথা বলেন। উনারা টাকা নেওয়ার সময় তো এমন কিছু বলেনি। নতুবা আমরা কখনও আসতাম না। ‘
— ‘ হেরে ছমির, তোর বাগানেই তো এইসব। তুই কিছু-ক। ‘
— ‘ তালুকদার সাহেব, এহানে আমার কোনো দোষ নাই। এই ভাই আমাদের টাকা দিয়া সব ব্যবস্থা করছে। কিন্তু তারা যে এই আকাম করব আমাগো এমন কিছু কয় নাই। ‘
— ‘ আপনারা বারবার এমন বাজে শব্দ ব্যবহার করছেন কেন? আমিতো বললাম সে আমার হবু স্ত্রী। খুব শীঘ্রই আমরা বিয়ে করব। তাই প্লিজ এমনভাবে বলবেন না। ‘

সাদিদের কথা শুনে এবার মোর্শেদ তালুকদার কপালে আঙ্গুল ঘষে কিছু চিন্তা করতে লাগলেন। মিনিটখানেক পর গম্ভীর স্বরে বলে উঠলেন,

— ‘ তা তোমরা সত্যিই বিবাহবন্ধনে আবদ্ধ হইতে যাইতাছ? ‘
— ‘ জ্বি, ইনশাআল্লাহ খুব শীঘ্রই। ‘
— ‘ তাইলে মিয়া তোমাগো মাফ করন যাইব। কিন্তু আমার একটা শর্ত আছে। ‘
— ‘ অনেক ধন্যবাদ আপনাকে। আপনি বলুন আমি আপনার শর্ত পূরণ করার যথাসাধ্য চেষ্টা করব। ‘
— ‘ তোমরা বিয়া করো আর যাই করো, কিন্তু তোমাদের লাইগ্গা আমাগো গ্রামের সম্মান নষ্ট হইছে। এহন যদি আমরা তোমাদের এমনি এমনি ছাইরা দেই, তো আমাদের গ্রাম লোকসমাজের কাছে ছোট হইয়া যাইব। কেউ আমাদের গোলাপ গ্রামরে নিরাপদ মনে করব না। ‘

এইটুকু বলে মোর্শেদ তালুকদার থামলেন। সাদিদ-নীলার দিকে একপলক তাকিয়ে বললেন,

— ‘ তাই তোমাদের এই মুহূর্তে বিয়ে করতে হইব। ইসলামি শরিয়ত মোতাবেক এই মাইয়ারে তোমার এহন বিয়ে করা লাগব। আমাদের সবার সামনেই এই বিয়া সম্পূর্ণ হইব। নতুবা আমরা তোমাদের যাইতে দিমু না। ‘

তালুকদারের কথা শেষ হতেই উপস্থিত আম-জনতা বাহ্বা দিতে লাগল। সবাই তার বিচারে মারাত্মক খুশি। তালুকদার সাহেবও হাত নাড়িয়ে সবার বাহ্বা সাধরে গ্রহণ করছেন।
সাদিদ একপলক পাশে দাঁড়ানো নীলার দিকে তাকালো। তার গাল বেয়ে টুপটুপ করে নোনা জল গড়িয়ে পড়ছে। সবার এমন কথা শুনে সে নিঃশব্দে ফুঁপিয়ে কান্না করছে। সাদিদ লম্বা করে একটা শ্বাস টানল। নিজেকে যথেষ্ট স্বাভাবিক রাখার চেষ্টা করে বলে উঠল,

— ‘ দেখুন আমরা এমন কিছু করব না। বিয়েটা কোনো ছেলেখেলা নয়। আমরা বিয়ে অবশ্যই করব। কিন্তু সেটা আমাদের পরিবারের সব সদস্যদের উপস্থিতিতে, তাদের সম্মিলিত উদ্যোগে। এভাবে তাদেরকে ব্যতিত আমাদের পক্ষে বিয়ের মতো জীবনের একটা গুরত্বপূর্ণ কাজ করা সম্ভব নয়। ‘
— ‘ এটা কইলে তো হইব না মিয়া। তোমাগো লাইগা আমাদের সম্মানিত মেম্বারসাবের কথা ফেলনা যাইব ক্যান? ইতা আমরা হইতে দিমু না। কি গো মিয়ারা তোমরা কিছু কও। ‘
— ‘ হুম হুম। ইতা আমরা হইতে দিমু না। ‘

উৎসুক জনতার চেঁচামেচি বেড়ে গেল। অপরদিকে চৌকিদার জামালের মুখে তৃপ্তির হাসি। সাদিদ নিজের রাগকে আর সংবরণ করতে পারল না৷ এগিয়ে গিয়ে ঠাস করে চৌকিদারকে এক থাপ্পড় মেরে বসল।

— ‘ তোকে এইটা আরও বহুত আগেই দেওয়া দরকার ছিল। ভদ্রতা বজায় রেখে এতক্ষণ শান্ত ছিলাম। ‘

চৌকিদার মার খেয়ে সাপের মতো ফুঁসে উঠল। দাঁত কিড়মিড়িয়ে বলে উঠল,

— ‘ এই জমিলার মা এইদিকে আয়। আর মিয়ারা তোমরাও আহো। এখনই এই হারাম* আর তার প্রেমিকারে মাটির নিচে পুঁতে দিমু। হেতের কতবড় সাহস হে আমার গায়ে হাত দেয়। ‘

সবাই মোটামোটি তেড়ে আসতে নিলেই সাদিদ একহাতে নীলাকে বুকে টেনে নিলো। নীলা এমন পরিস্থিতিতে পড়ে থরথর করে কাঁপছে। সাদিদ তাকে বুকে শক্ত করে জড়িয়ে নিয়ে আঙ্গুল উচিয়ে শাসিয়ে বলল,

— ‘ খবরদার যদি কেউ একপা এগিয়েছ তো। ওর গায়ে একটা আঁচড় লাগলে তোমাদের একটাকেও আমি ছাড়ব না। সবকটাকে খুন করে ফেলব। ‘

সাদিদের রাগী স্বরের এমন হুঁশিয়ারতে সবাই পিছিয়ে গেলেও চৌকিদার পিছিয়ে আসলো না। বড় লাঠি নিয়ে এগিয়ে আসতে গেলেই সাদিদ তার বুক বরাবর সজোরে একটা লাথি দিয়ে বসল। চৌকিদার মাটিতে ছিটকে পড়ে আর্তনাদ করে উঠল। সে বুকে হাত চেপে ব্যাথাজনক শব্দ করতে লাগল।
সাদিদের চোখ-মুখ রাগে লাল বর্ণ ধারণ করেছে। তার এমন অবস্থা দেখে সবাই আর আগানোর সাহস পেল না। তালুকদার সাহেব এতক্ষণ চুপ থাকলেও এবার তিনি চেয়ার ছেড়ে উঠে দাড়ালেন। সাদিদের সামনে গিয়ে রাগ মিশ্রিত গম্ভীরস্বরে বলে উঠলেন,

— ‘ এইটাতো ঠিক না মিয়া। তোমরা নিজেরা অন্যায় কইরা এহন আমাদের গ্রামের লোকজনের সাথে মারামারি করতাছ! ‘
— ‘ আমাকে ক্ষমা করবেন। আমি এমনটা মোটেও করতে চাইনি। কিন্তু এই লোাকটার বাড়াবাড়ি আর সহ্য করতে পারিনি। ‘
— ‘ মেম্বারসাব, আপনারে আমার এই বুকের বেতনার কসম, এই পুলারে আপনি ছাড়বেন না। হালা খায় কি? অত জোরে লাথি দিচ্ছে মনে হইতাছে ছাতনার কয়েকটা হাড্ডি ভাঙা গেছে। ‘

সাদিদ আবারও চোখ গরম করে চৌকিদারের দিকে তাকালো। সে এদিক-সেদিক তাকিয়ে বুক ঠলতে শুরু করল।

— ‘ এই করিম যা তো, মোল্লারে ডাইক্কা আন। বিয়ে এহন-ই হইব। ‘
— ‘ আমি আগেও বলেছি আমরা কখনও এই বিয়েতে সম্মতি দিব না। ‘
— ‘ বিয়া করবা না? খুব ভালা কথা। তালুকদার সাহেব তাইলে আপনি অনুমতি দেন, আমি এই মাইয়া-পুলার ভিডিও করি।
” বাগানে ফষ্টিনষ্টি করতে গিয়া হাতেনাতে ধরা। ” এমন একটা শিরোনাম দিয়া ফেইসবুকে ছাইরা দিলেই কেল্লাফতে। মিনিটেই ভাইরাল হইয়া যাইব। ‘
— ‘ প্লিজ এমন করো না। তুমি বয়সে আমার ছোট ভাইয়ের মতো। এসব করলে আমাদের ফ্যামিলির বদনাম ছড়িয়ে পড়বে। ‘
— ‘ তো আর কিতা করতাম? আপনেরা বিয়া করতে রাজি না হইলে আমাগো এমনটাই করা লাগব। তালুকদার সাহেব ভিডিও করুম? ‘
— ‘হ্যাঁ কর। ‘

কলেজে পড়ুয়া ছেলেটা ফোন হাতে নিতেই সাদিদ নীলার মুখের দিকে তাকালো। কাঁদতে কাঁদতে তার চোখ-মুখ লাল হয়ে গিয়েছে। সাদিদের নিজের উপর-ই বারবার রাগ হচ্ছে। রাত করে নীলাকে এই জায়গায় আনাটাই তার সবচেয়ে বড় ভুল ছিল। যে ভুলের খেসারত এখন তাদের দুইজনকেই সমানতালে দিতে হবে।

— ‘ থাম। আমরা বিয়েতে রাজি। ‘

সাদিদের এমন কথায় নীলা চমকিত দৃষ্টিতে তার দিকে তাকালো। সাদিদ মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে নীলার গালে হাত রাখল। খুবই স্বাভাবিক কন্ঠে বলল,

— ‘ পাখি, আর কাঁদে না। আমি বাসায় গিয়ে সবাইকে বুঝিয়ে বলব। তারা অবশ্যই আমাদের সিচুয়েশন বুঝতে পারবে। ‘

নীলা কান্নারুদ্ধ কন্ঠে মাথা ডানে-বামে নাড়িয়ে না করল। সাদিদ আবারও হেসে তার মাথায় আলতো হাত বুলিয়ে বলল,

— ‘ বিয়ে তো আমরা আজ না হয় কাল করতাম-ই। পরিস্থিতিতে না হয় এখনই করছি। তুমি প্লিজ ভয় পেও না। আমি আছিতো, সবকিছু সামলিয়ে নিব। ‘

.

অবশেষে কাজিকে তালুকদার বাড়িতে ডাকা হলো। নগদ বিশহাজার একটাকায় মোহরানা ধার্য করে কাজিসাহেব সাদিদকে কবুল বলতে বললেন।
সাদিদ নীলার হাতের মুঠো শক্ত করে চেপে ধরে বলে উঠল,

— ‘ কবুল, কবুল, কবুল। ‘

কাজিসাহেব এবার নীলার দিকে তাকিয়ে বললেন,

— ‘ মা এইবার তোমার পালা। বলো কবুল। ‘

নীলা সাদিদের দিকে ভয়ার্ত চোখে তাকাতেই সাদিদ ইশারায় তাকে আশ্বস্ত করল। নীলাও বুঝতে পারছে এইমুহূর্তে বিয়ে ছাড়া এখান থেকে তাদের মুক্তি পাবার আর কোনো রাস্তা নেই। চোখ বন্ধ করে কান্না মিশ্রিত কন্ঠে সে বলে উঠল,

— ‘ কবুল, কবুল, কবুল। ‘

বিয়ে সম্পূর্ণ হতেই কাজি সাহেবসহ বেশ কয়েকজন বলে উঠল,

— ‘ আলহামদুলিল্লাহ। ‘

নীলা সবার সামনেই এবার সাদিদের বুকে মুখ গোঁজে কান্না করে উঠল। সাদিদ নিজেও এই পরিস্থিতির স্বীকার, তাই নীলার বর্তমান পরিস্থিতি বুঝতে তার একটুও অসুবিধা হচ্ছে না। সে আলতো হাতে নীলার মাথায় হাত বুলাতে লাগল। এখানের ঝামেলা তো মিটমাট হলো। এখন শুধু দুই পরিবারের বাকি সদস্যদের সবটা বুঝাতে পারলেই হলো।

__________________

সাদিদ একদৃষ্টিতে সামনে তাকিয়ে ডাইভ করছে। ঘড়ির কাটা আনুমানিক একটার উপরে। নিঃশব্দে এতক্ষণ গাড়ি গন্তব্যের দিকে এগিয়ে চলেছে। কারও মুখ দিয়ে কোনো শব্দ উচ্চারণ হচ্ছে না। বিয়ের মতো এমন একটা খুশির বিষয়েও দুইজনের কেউ খুশি হতে পাড়ছে না। বিষন্নতায় দুইজনের মনসহ পরিবেশটাও ছেয়ে গিয়েছে।
সাদিদ-ই নীরবতা ভেঙে ডেকে উঠল,

— ‘ পাখি? ‘

নীলা উত্তর দিলো না। চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে থাকল। সাদিদ একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে ডাইভিং-এ মননিবেশ করল। কি সুন্দরভাবে রাতটা শুরু হয়েছিল। অথচ শেষ হলো এতটা কুৎসিতভাবে। যেখানে আজ তারা জীবনের সুখি দিনগুলোর স্বপ্ন সাজাতো। ভবিষ্যতের আনন্দঘন মুহূর্তগুলো ভেবে পুলকিত হতো, সেখানে আজ দুইজনই বিষন্ন-হতাশ মনে বসে রয়েছে। হাসির বদলে মুখে এসে ভিড় জমিয়েছে অবাধ্য অশ্রুকণা।
সাদিদ নীলাকে নিয়ে পদ্মলয়া থেকে সামান্য একটু দূরে এসে গাড়ি থামাল। গাড়ি থামাতেই নীলা চোখ খোলে তাকালো। কিন্তু সামনে পদ্মলয়ার এড়িয়া দেখে সে অবাক দৃষ্টিতে সাদিদের দিকে তাকালো।

— ‘ আমি এই মুহূর্তে আর কোনো হড্ডগোল চাচ্ছি না। সকালে ঠান্ডা মাথায় সবাইকে সবকিছু জানাব। কিন্তু এখন তোমাকে কেউ এইরকম বেশভূষা দেখলে অন্য কিছু ভাবতে পারে। তাই এখানে নিয়ে আসলাম। তুমি একটু বসো আমি পাঁচ মিনিটের মধ্যে বাসা থেকে ফিরে আসছি। ‘

নীলা হ্যাঁ বা না কিছুই বলল না। সাদিদও আর কথা না বাড়িয়ে গাড়ি থেকে নেমে বাসার ভিতর চলে গেল।
কিছু সময় পর সাদিদ হাতে একটা শপিং ব্যাগ নিয়ে গাড়িতে উঠে বসল।

— ‘ পাখি শাড়িটা চেইঞ্জ করে এটা পরে নাও। ‘
— ‘ কি এটা? ‘
— ‘ তোমার জন্যই কিনেছিলাম। সিম্পল একটা রেডিমেড সুট। তুমি পিছনে গিয়ে চেইঞ্জ করে নাও। আমি ততক্ষণ বাহিরে দাঁড়াচ্ছি। ‘

সাদিদ নীলার উত্তর না শুনেই বাহিরে চলে গেল। নীলাও চুপচাপ সাদিদের দেওয়া ড্রেসটা নিয়ে পিছনে বসল।
প্রায় অনেকক্ষণ পরে নীলা জানালার কাচটা অল্প একটু নামিয়ে ভিতর থেকে আওয়াজ দিলো,

— ‘ এই যে শুনছেন? ‘
— ‘ হ্যাঁ বলো পাখি, হয়েছে তোমার? ‘
— ‘ না। একটু সমস্যা হচ্ছে। ‘
— ‘ কি, আমাকে বলো। ‘
— ‘ আসলে… না মানে… আসলে…
— ‘ এতো ইতস্ততবোধ করছ কেন? কি সমস্যা বলে ফেল। ‘
— ‘ না মানে সেফটিপিন ব্লাউজের সাথে আটকে গিয়েছে। কোনোভাবেই খোলতে পাড়ছি না। একটু যদি হেল্প, না মানে…

সাদিদের আর নীলার এতক্ষণের আসলে নকলের অর্থ বুঝার বাকি নেই।
সাদিদ বিনাবাক্য গাড়িতে উঠে গাড়ির ভিতরের লাইটটা জ্বালিয়ে নীলার পাশে এসে বসল। নীলা এখনও সেফটিপিন খোলার চেষ্টায় রয়েছে।

— ‘ পাশ ফিরে বসো। আমি খোলতে সাহায্য করছি। ‘

নীলা পাশ ফিরতেই সাদিদ তার ঘাড়ের চুলগুলো সামনে এনে দিলো। সেফটিপিনটা আঁকাবাঁকা হয়ে গিয়েছে। তাই নীলা বের করতে পাড়ছে না। সাদিদও কিছুক্ষণ চেষ্টা করল। হচ্ছে না বিধায় নীলার উদ্দেশ্য বলল,

— ‘ পাখি হচ্ছে না। এটা কেটে ফেলি? ‘
— ‘ না। ‘

নীলা প্রায় আতংকে বলে উঠল। এত দামি শাড়িটা সাদিদ তাকে উপহার দিয়েছে। কেবল আজকেই এটা পড়ল। আর এখন নাকি কেটে ফেলবে!

— ‘ তাহলে আর কি করব? এটা ছাড়াতে পাড়ছি না। ‘
— ‘ আপনাকে করতে হবে না। আমাকে দিন, আমি দেখছি। ‘
— ‘ তুমি বোধহয় আমার থেকে বেশি পাড়বে! চুপচাপ বসো। আমি-ই করব। ‘

সাদিদের বাচ্চামো দেখে নীলা এতক্ষণে মৃদু হাসল। নতুবা হাসির রেখার যেন মুখে প্রায় বিলুপ্তি ঘটেছিল। সাদিদ পুরো দমে এবার সেফটিপিনির সাথে যুদ্ধ লাগল। টানাটানি করতে গিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে ব্লাউজটা কাঁধের নিচে এসে নামল। এবং নীলার থার্ড পেপার সাদিদের সামনে উঁকি দিলো। লজ্জায় নীলার প্রায় মাটির নিচে যাবার অবস্থা।
নীলা দ্রুত ব্লাউজ টেনে কাঁধ আড়াল করল। সাদিদ কয়েক মুহূর্তের জন্য ভেবাচেকা খেলেও পরমুহূর্তেই তার মাথায় দুষ্টুমি চাপল। সে নীলার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে উঠল,

— ‘মেয়েদের নাকি এসব ক্ষেত্রে পিংক পছন্দ। কিন্তু তোমার সাদা কেন? আমাকে স্মরণ করে নাকি? ‘

নীলা লাজুক হেসে কনুই দিয়ে সাদিদকে মৃদু ধাক্কা দিলো। সাদিদও হাসল। কিন্তু সেটা নীলার অগোচরে। নীলা কাঁধে আঙ্গুল বুলাতে বুলাতে সে আবারও দুষ্টুমিস্বরে বলে উঠল,

— ‘ সাইজ কত? ‘

নীলা এবার পারে না গাড়ি থেকে দৌড়ে চলে যেতে। এই ছেলেটা কত নম্বরের নির্লজ্জ সেটা নীলার আন্দাজেও বাহিরে। নীলা নিচুস্বরে বলল,

— ‘ অসভ্য লোক। ‘
— ‘ সত্যি কথা বললেই অসভ্য! আর তুমি না বললে কি? আমিতো জানি। ‘

নীলার চমকিত দৃষ্টিতে ঘাড় ঘুরিয়ে সাদিদের দিকে তাকাতেই সে নিচের ঠোঁট কামড়ে হাসল। নীলার একেবারে কাছাকাছি মুখ নিয়ে এসে বলল,

— ‘ তখন আন্দাজে তোমার ব্লাউজ আনলাম না? সাইজ তো ঠিক-ই মনে হচ্ছে। ‘

নীলা দ্রুত মুখ ফিরাল। এই ছেলের সাথে যত কথা বলবে তত লজ্জা দিবে। কিন্তু সাদিদ যে দুষ্টুর শিরোমণি। নীলাকে আরও লজ্জায় ফেলতে বলে উঠল,

— ‘ আমার কাছে লজ্জা পাওয়ার কি আছে? এখন থেকে তো তোমার প্রয়োজনীয় এসব আমি-ই নিয়ে আসব। তাই সবকিছুর সাইজ জানা আমার জন্য অতিবজরুরি। ‘

নীলা লজ্জায় পিছন থেকে কোশন নিয়ে সাদিদের উপর ছুঁড়ে মারল। আর সাদিদ মৃদু হেসে গাড়ির বাহিরে চলে আসলো। নীলা ড্রেস চেইঞ্জ করে সামনে আসতেই সেও এসে ডাইভিং সিটে বসল। কিছুসময় পর সাদিদ হঠাৎ-ই ডেকে উঠল,

— ‘ বউ? ‘

নীলার বুকটা ধক করে উঠল। সে তো সত্যি-ই এখন এই শব্দটার উপযোগী। সে কারও বিয়ে করা বউ। কিন্তু আকষ্মিকতায় এই শব্দটার সাথে নীলা নিজেকে খাপ খাওয়াতে পাড়ছে না। তাই ইতস্ততবোধ কন্ঠে বলল,

— ‘ প্লিজ এই নামে ডাকবেন না। কেমন যেন লাগছে। ‘
— ‘ কেমন লাগছে আবার? বউকে বউ বলে ডাকব না! ‘
— ‘ না, ডাকার দরকার নেই। ‘
— ‘ তাহলে পাখিবউ ডাকব? ‘

নীলা জানালার বাহিরে তাকিয়ে লাজুক হাসল। এই ছেলে মারাত্মক। নিজেরটা ষোলো আনা কিভাবে আদায় করতে হয় সেটা তার ভালো-ই জানা। বাসার সামনে আসতেই নীলা আচমকা বলে উঠল,

— ‘ আপনাকে একটা কথা বলতে ভুলে গিয়েছি। ‘
— ‘ হ্যাঁ, কি কথা বলো। ‘
— ‘ আপাতত বিয়ের বিষয়টা পরিবারকে জানাতে চাইছি না। ‘
— ‘ কেন? এতবড় বিষয় না জানিয়ে কিভাবে রাখব? ‘
— ‘ সেইটাই, এতবড় বিষয়। তাই জানাতে চাইছি না। সবাই এইমুহূর্তে জানলে খুব কষ্ট পাবে। ‘
— ‘ আরে পাখি কোনো কষ্ট পাবে না। দেখ তারা খুব খুশি হবে। ‘
— ‘ প্লিজ, আমার এই কথাটা রাখুন। আপনি তো শীঘ্রই আমাকে বিয়ে করবেন। তাই তাদের এই অনাকাঙ্ক্ষিত বিয়ের কথাটা জানানোর প্রয়োজন নেই। ‘

নীলার ইতস্ততবোধ দেখে সাদিদ এবার দমে গেল। সত্যিই সে শীঘ্রই নীলাকে বিয়ে করে ঘরে তুলতে চায়। তাই আপাতত তাদের না জানলেও খুব বেশি ক্ষতি হবে না। তাই মুচকি হেসে বলল,

— ‘ আচ্ছা যাও জানাবো না। ‘

নীলাও এবার মৃদু হাসল। কিন্তু দুষ্টু সাদিদ পরমুহূর্তেই বলে উঠল,

— ‘ তার মানে তোমার জন্য আমাকে বিবাহিত হয়েও ব্যাচেলর থাকতে হবে! খুব দুঃখের বিষয় পাখিবউ। ‘

নীলা লজ্জা পেয়ে গাড়ির দরজাতে হাত দিতেই সাদিদ তার হাতটা টেনে ধরল। মুচকি হেসে সে নিচে নেমে নীলার পাশের দরজাটা খোলে দিয়ে তাকে নামালো। তারপর নীলার গালে হাত দিয়ে কপালে দীর্ঘ চুমু খেল। চোখে চোখ রেখে বলল,

— ‘ আমার বউকে তোমার হেফাজতে দিয়ে গেলাম। কোনো অযত্ন করলে তোমার খবর আছে। ‘
— ‘ এখন শুধু বউ? আমি কিছু নই! ‘
— ‘ তুমিতো আমার প্রাণপাখি, এখন আবার বউপাখি। আবার অল্প কিছুদিন পর হয়ে যাবে আমার বাচ্চাদের মা-পাখি। ‘

নীলা সাদিদকে ধাক্কা দিয়ে দূরে সরাল। বিড়বিড়িয়ে বলে উঠল,

— ‘ খারাপ লোক একটা। সবসময় আজেবাজে কথা। ‘

নীলার ফিসফিসিয়ে কথা শুনে সাদিদ মুখে ভীষণ অসহায়ত্ব ফুটিয়ে তুলে বলে উঠল,

— ‘ আর মনে মনে গালমন্দ করো না পাখি। এমনিতেই বড্ড জ্বালায় আছি। বিয়ে করলাম অথচ বউ সাথে নেই। বিয়ের প্রথম রাত নিয়ে সবার কত আশা থাকে। অথচ আমি কিনা বউয়ের পাশেই থাকতে পাড়ছি না৷ বউয়ের আদর তো দূরের কথা নাগাল পাওয়া-ই দুঃসাধ্য। এত কষ্ট সহ্য করা যায়? ‘

নীলা সাদিদকে পিছনে ফেলে দৌড় দিলো। এখন এই ছেলের সামনে থাকলে তাকে আরও লজ্জাজনক কথা বলে পুরো মিইয়ে দিবে। কারণ সে প্রকৃত অর্থেই একজন ঠোঁটকাটা। নির্লজ্জের কারখানা।

#চলবে…

[ প্রিয় পাঠকগণ, আপনাদের পাঠপ্রতিক্রিয়াগুলো আমাকে জানাবেন। আমি আপনাদের ভালোলাগা মন্দলাগাগুলো জানতে আগ্রহী। ]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here