অভ্রভেদী_প্রণয় পর্ব_১৯

গল্পের_নাম : অভ্রভেদী_প্রণয় পর্ব_১৯ ( #crazy_for_you )
লেখনিতে :#মিমি_মুসকান

নিশি অফিসে ঢুকা’র আগে বুকে কয়েকবার ফুঁ দিয়ে ঢোকে কেন জানি আজকে খুব ভয় করছে তার।‌ অফিসে ঢোকার সাথে সাথে ফোন’টা বেজে ওঠে। নিশি লাফিয়ে ওঠে।
“নিশি : আরে কোন শালা এখন ফোন’টা করেছে! এখনই আমার প্রাণ’টা যেত। মা গো.. ( চেক না করেই রিসিভ করে ) এই কে আপনি? এখন ফোন করেছেন কেন? কি চাই আপনার? আপনি যানেন আমি হার্টের পেশেন্ট! আরেকটু হলেই ইন্না লিল্লাহি ওয়া… আচ্ছা বাদ দিন বলুন কে আপনি!

তখন ওপাশ‌ থেকে সেই লেভেলের একটা ধমক খেলো
– নিশি ইউ ইডিয়েট কোথায় তুমি? বাইরে দাঁড়িয়ে কি করছো! ফার্স্ট এসো অফিসে!
আর ধমক শোনার সাথে সাথে চট করে হাত থেকে ফোন’টা পরে গেলো। নিশি হাত পা কাঁপতে শুরু করে কারন ধমক’টার নিশানের ছিলো। নিশি উপরে তাকিয়ে দেখে নিশান দাঁড়িয়ে আছে। তার রুমের কাচ থেকেই দেখা যাচ্ছে নিশি’কে। নিশি নিশান’কে দেখে ফোন’টা নিয়েই দিলো এক দৌড়।
.
এক দৌড়ে নিশানের কেবিনের সামনে এসে দাঁড়ালো।‌
হাঁপাতে থাকে সে। তারপর যেই না দরজা’টা নক করতে যাবে তার আগেই নিশান নিশি ‘র হাত টেনে ভেতরে নিয়ে যায়।
নিশি ভয়ে গুটিয়ে দাঁড়িয়ে আছে, কি করবে বুঝতে পারছে না।‌ নিশান ওর সামনে দাঁড়িয়ে ওকে দেখেই যাচ্ছে। একটা সবুজ রঙের থ্রি পিস পরা নিশি। কোনো সাজ গোজ নেই এমনকি চুল গুলো ও পাগলের মতো খোঁপা বেঁধে এসেছে। ইচ্ছে করেই এসেছে কারন নিশানের যেটা ভালো লাগে সেটা করবে না সে।
অনেকক্ষণ হলো নিশি নিচের দিকেই তাকিয়ে আছে আর নিশান নিশি ‘র দিকে। নিশি’র এখন বিরক্ত লাগছে।

“নিশি : আরে আজব তো না নিজে কিছু বলছে আর না আমাকে বলতে দিচ্ছে!
নিশি এবার একটু একটু করে মাথা উঁচু করে নিশানের দিকে তাকায়। দেখে নিশান তার দিকেই তাকিয়ে আছে।
নিশানের চাহনি জানি কেমন লাগছে নিশি ‘র লাগছে মনে এক অজানা অনুভূতি কাজ করে নিশান এভাবে তাকিয়ে থাকলে। নিশি এবার একটু একটু করে পিছুতে থাকে যেন পালাতে পারে।
কিন্তু বিপদ’টা সেখানেই হয়। যেই না পালাতে যাবে তার আগে’ই নিশান এক হাত দিয়ে নিশি’কে আটকায়। নিশি দেওয়ালে ঠেসে দাঁড়িয়ে আছে আর নিশান ওর কাছে একবারে কাছে। নিশানের প্রতিটি নিঃশ্বাস পরছে ওর উপর। নিশি এবার কেঁপে কেঁপে বলতে থাকে…

“নিশি : স…স্যার…

আর কিছু বলার আগেই নিশান নিশি ‘র ঠোঁট দুটো আঁকড়ে ধরে। নিশি তো যেন আকাশ থেকে পরে। অনেক চেষ্টা করেও নিশান’কে সরাতে পারে না সে।‌ তবুও অনেক চেষ্টা করছে। কিছুক্ষণ পর নিশান নিজেই নিশি’কে ছেড়ে দেয়।
নিশি চোখ দিয়ে পানি গড়িয়ে পরে। সে কখনো ভাবে নি নিশান এমন কিছু করবে তার সাথে। নিশান নিশি’র চোখের পানি গুলো চুষে নেয় তারপর নিশি ‘র কপালে আলতো করে একটা ভালো বাসার পরশ দেয়। কিন্তু নিশি এটা কোনোভাবেই মেনে নিতে পারে না। তাই হুট করেই একটা চড় মেরে দেয় নিশান’কে। কিন্তু নিশান’র যেন এতে কিছু যায় আসে না। সে গালে হাত দিয়ে টেবিল’র সাথে হেলান দিয়ে দাঁড়ায়। নিশি এখনো আগের জায়গায় দাঁড়ানো। খুব ঘৃণা করছে তার নিশান’কে। দেখতে পারছে না নিশান’কে।
নিশান টেবিলে দাঁড়িয়ে গালে হাত রেখে একটা টেডি স্মাইল দিয়ে বলে..

“নিশান : যতদিন না তুমি আমাকে ভালোবাসো ততোদিন তোমার এই চড় আমার ভালোবাসা হয়ে থাকবে জান পাখি!

“নিশি : ( ঘৃণা ভরা চোখে নিশানের দিকে তাকিয়ে ) এটা কোনদিন হবে না।‌ আমি আপনাকে কোনোদিন ভালোবাসবো না কোনোদিন না। সারাজীবন ঘৃণা করবো আপনাকে।

“নিশান : তোমার সেই ঘৃণা’ই আমার কাছে ভালোবাসা’র থেকে বেশি মূল্যবান। কারন ঘৃণা যে মূল্যহীন!

“নিশি : আমি শুধু জিসান’কে ভালোবাসি আর কাউকে না!
.
জিসানের নাম শুনেই মুখের ভঙ্গি পাল্টে যায় নিশানের। নিশান গলার টাই’টা হাত দিয়ে লুজ করে নিশি’র সামনে আগাতে থাকে। নিশি নিশানের এরকম আগানো থেকে আবারও দেওয়ালের সাথে মিশে দাঁড়ায়।‌
নিশান এক হাত দেওয়ালে রেখে নিশি ‘র দিকে অনেকটা ঝুঁকে নিশি’র কানের কাছে ফিসফিসিয়ে বলতে থাকে..

“নিশান : আমিও দেখবো তোমার এই ভালোবাসা কতদিন থাকে। বিশ্বাস করো ‌যাই হোক না কেন তুমি আমার হবে। আমার জান পাখি হবে। শুধু আমার! তোমার ইচ্ছা থাক আর না থাক।‌ জোর করে হলেও তোমাকে আমার করবো আমি! ( নিশি’র কানের কাছে গিয়ে ) জান পাখি ভালোবাসি!
.
নিশানের প্রত্যেকটা কথা নিশি চোখ বন্ধ করে শুনছিল কিন্তু শেষে নিশানের ভালোবাসি বলায় নিশি ‘র হাত পা জমে যাচ্ছিল। শরীর শিউরে ওঠছিলো তার।
“নিশি : ( না নিশি এইভাবে হতে পারে না। কিছু একটা কর। কিন্তু কি করব আমি উনি আমার কাছে আসলে তো আমার হার্ট এমনেতেই ‌ভয় পেয়ে যায়। কি করবো আমি..)

নিশান নিশি’র থেকে আবারও সরে কিছু’টা দূরে দাঁড়িয়ে বলল..

“নিশান : তা কোথায় গিয়েছিলে তোমার জিসানের সাথে?
.
নিশি চোখ খুলে তাকিয়ে দেখল নিশান তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে দু’হাত পকেটে দিয়ে তাকে কিছু জিজ্ঞেস করছে..

“নিশি : হুহ…

“নিশান : কোথায় গিয়েছিলে কাল তোমার বফ এর সাথে।‌হ্যাঁ এখন তো সে তোমার বফ।‌ রিলেশন করছো তার সাথে প্রেম করছো। তা রোমান্স করো নি!
.
নিশানের মুখে রোমান্স’র কথা শুনে থতমত খেয়ে যায় নিশি। বড়ো বড়ো চোখ করে তাকিয়ে থাকে নিশানের দিকে।
“নিশান : ( হাঁটতে হাঁটতে নিশি’র কাছে এসে ) তা রুমডেটে গিয়েছিলে বুঝি!

“নিশি : ( রেগে ) হ্যাঁ গিয়েছিলাম আপনার সমস্যা কি? আমার বফ’এর সাথে আমি গিয়েছি আপনার কি হুম!

“নিশান : কি বলছো ভেবে বলছো তো!

“নিশি : হ্যাঁ ভেবেই বলছি ( কি বলেছিলাম )

“নিশান : তাহলে আবার বলো!

“নিশি : কি বলবো.. ( যা কি জানি বললাম। উনার কথায় কথায় তো আমিও নাচলাম। কিন্তু খেয়াল’ই করলাম না উনি কি বলবো! )

“নিশান : কোথায় গিয়েছিলে?

“নিশি : জিসানের সাথে গিয়েছিলাম রুম… ( আরে নিশি কি বলছিস। পাগল টাগল হয়ে গেলি নাকি।)

“নিশান : বলো!

“নিশি : শপিং করতে গিয়েছিলাম ( এক নিঃশ্বাসে )

“নিশান : প্রথমে জানি কি বলছিলে..

“নিশি : ক….কই কিছু না তো! কিছু বলেনি আমি ( পাগল নাকি ওই কথা আবার বলে মার খাই আমি )

“নিশান : ( নিশির কোমর জড়িয়ে ধরে নিজের কাছে টেনে ) যেরকম ভাবে কথা’টা মুখে আনো নি সেরকম ভাবেই এইসব মাথা তেও এনো না। তোমার উপর শুধু আমার অধিকার শুধু আমার বুঝলে )

“নিশি : মানে কি কে আপনি? আর আমি কারো সম্পত্তি না যে কারো অধীনে থাকবো বুঝলেন ( ছটফট করতে করতে )

“নিশান : ইদানিং মুখে মুখে অনেক তর্ক করছো তুমি

“নিশি : ( নিশান’কে ধাক্কা দিয়ে সরিয়ে ) আমার মুখ আপনার কি?

“নিশান : সবটাই আমার!

“নিশি : ( হুহ আইছে সব হেতার। ধুর..!! জীবন’টাই বেদনা হয়ে যাচ্ছে আমার। ) বিড় বিড় করে

“নিশান : কি ভাবছো

“নিশি : আমি আপনার অফিসের কর্মচারী সবার সাথে যেমন ব্যবহার করেন আমার সাথে ও ঠিক সেরকম ব্যবহার করবেন এটা কি লেখা ছিল না এগ্রিমেন্ট এ

“নিশান : ( ভ্রু কুঁচকে ) এতো বুদ্ধি তোমার

“নিশি : দেখুন আপনি জোর করে আমাকে এগ্রিমেন্ট এ সাইন করিয়েছেন। আপনি জানেন আমি চাইলে এখুনি পুলিশে কমপ্লেন করতে পারি

“নিশান : হ্যাঁ পারো তো

“নিশি : তখন আর আমাকে কাজ করতে‌ হবে না আপনার অফিসে

“নিশান : তুমি আসলেই বাচ্চা! সাইন করার আগে এসব ভাবা উচিত ছিলো। সাইন করে এখন এসব বলে কোনো লাভ আছে জান পাখি!

“নিশি : ( আসলেই তো ‌)

“নিশান : তা টেবিলে ফাইল গুলো নিয়ে কাজ শুরু করে দিন

“নিশি : ( মুখ ফুলিয়ে টেবিল থেকে ফাইল গুলো নিয়ে বের হতে যাবে তখন নিশান বলে ওঠে)

“নিশান : বাইরে কোথায় যাচ্ছো এখানেই কাজ করতে হবে তোমাকে।

“নিশি : কিছু বলতে যাবে ( না থাক এখন কিছু বললে আবার উল্টাপাল্টা কিছু করে ফেলবে তার চেয়ে বরং এখানেই চুপচাপ বসে পরি )
.
নিশি চুপচাপ বসে কাজ করতে থাকে আর নিশান বসে বসে নিশি’কে দেখতে থাকে।‌ নিশি’র বিরক্ত লাগছে এভাবে নিশানের তার দিকে তাকিয়ে থাকা নিয়ে।
“নিশি : আপনার কাজ নেই এভাবে তাকিয়ে আছেন কেন?

“নিশান : হ্যাঁ আমি তো কাজ করছি

“নিশি : আপনার কাজ কি আমাকে বসে বসে দেখা ( দাঁতে দাঁত চেপে )

“নিশান : হুম
.
নিশি আর কথা বাড়ায় না জানে কথা বাড়িয়ে লাভ নেই। সেদিন সারাদিন নিশান নিশি’কে বসিয়ে বসিয়ে কাজ করিয়েছে আর নিজে শুধু বসে বসে নিশি’কে দেখেছে।
সারাদিন এতো কাজ করে জিসানের সাথে কথা বলতে পারে নি নিশি। নিশান হয় তো এটাই চেয়েছিল।
.
আজ কয়েকদিন হলো জিসানের সাথে ঠিক মতো কথা বলতে পারে নি নিশি। কি করবে নিশান তাকে সময় দিচ্ছে না কথা বলতে। এমন’কি বাসায় ও কাজ দিয়ে বসিয়ে রাখছে। জিসানের সাথে দেখা হয় নি আজ ‌১ সপ্তাহ হতে চলল। কিছু’ই ভালো লাগছে না আর তার ওপর নিশানের অত্যাচার তো আছেই।

“নিশি : আচ্ছা এভাবে তো চলতে পারে না। আমি তো জিসান’কে ধোঁকা দিচ্ছি। ওকে সব বলার দরকার আমার কিন্তু শুরু করবো কিভাবে। আচ্ছা ও যদি আমায় ভুল বোঝে তখন।‌ তাই বলে কি বলবো না কিন্তু এটা এভাবে মেনে নেওয়া ঠিক না। না আর না সব বলে দেবো আমি জিসান’কে।
যেই ভাবা সেই কাজ। ফোন করে জিসান’কে দেখা করতে বলে নিশি। আজ ১ সপ্তাহ পর দেখা করবে জিসানের সাথে। অফিসে’র অফ ডে আজ তার মানে’ই শান্তি। এই একটা দিন বেঁচে যাবে নিশানের কাছ থেকে সে।
.
পার্কে বসে অপেক্ষা করছে জিসানের জন্য। কিভাবে কি শুরু করবে বোঝতে পারছে না। একটা লং টপস, জিন্স আর পরা নিশি। মাথায় চুল গুলো মাঝখানে সিঁথি করে ছেড়ে রেখেছে আর গলায় একটা স্কার্ফ পেচানো। পা ঝুলিয়ে বসে আছে পার্কের বেঞ্চে।
হঠাৎ করেই পিছন থেকে কেউ মাথায় টোকা মারে। নিশি পিছনে তাকাতেই দেখেই জিসান এক গাল হাসি নিয়ে তার পিছনে দাঁড়িয়ে আছে।‌

“নিশি : এতোক্ষণে আসার সময় হলো তোর

“জিসান : তোর জন্য একটা গুড নিউজ আছে। ( পেছন থেকে নিশি’র সামনে এসে দাঁড়িয়ে )

“নিশি : কিহ…

“জিসান : ( বেঞ্চে বসে হুট করেই নিশি’র কোলের উপর শুয়ে পড়ে ) আগে বল তুই কি বলবি!

“নিশি : জিসান তুই এভাবে শুয়ে পরলি..

“জিসান : তো! বফ আমি তোর এতটুকু অধিকার তো আমার আছেই। আজ এতোদিন পর দেখা পেলাম তোর আর তুই..

“নিশি : না আমি সেটা বলতে চায় নি। এখানে এতো মানুষ তাই..

“জিসান : তুই মানুষ এর কথা চিন্তা করিস কবে থেকে?

“নিশি : আচ্ছা বাদ দে..

“জিসান : চুল গুলো বিলি কেটে দে.. ( নিশি’র হাত ধরে )
.
নিশি মুচকি হেসে জিসানের মাথায় হাত দিয়ে চুল বিলি কাটতে থাকে।
“নিশি : তা গুড নিউজ’টা বলবি না

“জিসান : আহ্ এমনে এমনে বলবো নাকি গুড নিউজ কিছু দিবি না আমায়..

“নিশি : হ্যাঁ দেবো তো এমন একটা চড় খাবি না!

“জিসান : বুঝছি কিন্তু এইসব আর বেশিদিন চলছে না মিস ধুরি মিসেস।

“নিশি : ( ভ্রু কুঁচকে ) মানে..

“জিসান : ( নিশি’র নাক টেনে ) মানে হলো তোকে এখন পার্মানেন্ট ভাবে নিজের করবো। তুই নিশিতা আহমেদ থেকে নিশিতা জিসান চৌধুরী হবি!

“নিশি : কিহহহহহ ( চেঁচিয়ে )

“জিসান : শাকচুন্নী চিৎকার করার কি আছে মানুষ ভাববে আমি তোর সাথে কিছু করছি শেষে পাবলিক এর মার খাওয়াবি তুই আমাকে।
.
নিশি আশপাশ তাকিয়ে দেখে মানুষ তার দিকে হা করে তাকিয়ে আছে তাই এবার সে মাথা নিচু করে নেয়। আসলেই তো এভাবে চিৎকার করার কি আছে। পাগল একটা আমি।
জিসান এবার নিশি’র পাশে বসে পরে ওর হাত নিজের হাতের মুঠোয় পরে..

“জিসান : জানিস কাল আমি তোর কথা মম আর ড্যাড’কে বলেছি তারা বলেছে তোকে দেখবে আর আমি জানি তোকে তাদের পছন্দ হবে। পরশু দিন আমাদের বাসায় একটা পার্টির আয়োজন করা হয়েছে। ড্যাড এ্য অফিসে একটা মিটিং না কি হয়েছে তাই। মম বলেছে সেদিন তোকে নিয়ে যেতে। ‌সরি তোকে না জানিয়ে এতো কিছু করে ফেললাম কিন্তু বিশ্বাস কর এতো দিন তোর সাথে কথা না বলে খুব খারাপ লাগছিলো রাগ হচ্ছিল তাই তোকে না বলেই এতো বড় সিদ্ধান্ত নিয়ে ফেললাম। এখন তোকে জিজ্ঞেস করছি বিয়ে করবি না আমাকে!
.
নিশি একধ্যানে জিসানের সমস্ত কথা শুনল। নিশি হ্যাঁ বলতে চাইলেও কোথাও একটা বাঁধা অনুভব করলো কিন্তু তাও একটা দীর্ঘশ্বাস ফেলে বলল..

“নিশি : ভালো যখন বাসি বিয়ে তো করবোই।
নিশি’র এমন উওরের আশায় যেন করছিল জিসান। সে নিশি’র কথায় এক‌গাল হেসে বলল..
“জিসান : সত্যি!

“নিশি : হুম!
.
জিসান খুশিতে নিশি’কে নিয়ে দাঁড়িয়ে জরিয়ে ধরল ওকে।
“জিসান : আমি জানতাম তুই হ্যাঁ বলবি। তুই জানিস না আমি ঠিক কতটা খুশি আমার এতো দিনের আশা এখন পুরান হবে। I love you নিশি।

“নিশি : হয়েছে ছাড় এখন সবাই দেখছে!

“জিসান : ( নিশি’কে ছেড়ে ) আচ্ছা বল তুই কি বলবি!

“নিশি : ( জিসানের কথায় মুখ বন্ধ হয়ে যায় নিশি’র। এখন কি নিশানের কথা বলাটা ঠিক হবে তার। জিসানের সাথে বিয়ে হয়ে গেলে তো নিশান আর কিছু করতে পারবে না। তাহলে এখন ওর কথা না বলাই ভালো না হলে শুধু শুধু..)

“জিসান : কি রে বল!

“নিশি : না এমন কিছু না।

“জিসান : আচ্ছা চল তাহলে তোকে নিয়ে একটা লং ড্রাইভে যাই!

“নিশি : হুম..
.
জিসান নিশি’কে নিয়ে লং ড্রাইভে চলে যায় কিন্তু এতোক্ষণ ওদের এই সব কথা শুনছিল একজন। সে আর কেউ না নিশান। সমস্ত কথাই শুনল সে।‌ তারপর একটা ডেভিল স্মাইল দিয়ে বলল..
“নিশান : কি ভাবতো জান পাখি! তুমি জিসান’কে পেয়ে যাবে। না এটা তো হবে না কারন তুমি শুধু আমার। পরশু দিনের পার্টি তোমার জন্য আসলেই অনেক’টা স্মরনীয় হয়ে থাকবে। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে জান পাখি…

চলবে….

আগের পর্বের লিংক
https://www.facebook.com/groups/371586494563129/permalink/390027806052331/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here