আমার_গল্পে_তুমি ৩৫_পর্ব

আমার_গল্পে_তুমি ৩৫_পর্ব
#সুমাইয়া_সুলতানা_সুমী(writer)

,
আর্দ্র রেগে অনিক আর আকাশ এর দিকে তাকিয়ে আছে কেননা ও জানে রান্না করা কতটা কষ্টের একদিন রান্না করেই ওর হালুয়া টাইট তাও পরে ইয়ানা না দেখা দিলে তো রান্না শেষই হতো না কিন্তু ওরা যা বলল তাতে রান্নাটা ওদের তিন জনকেই করতে হবে এটা ভাবতেই আর্দ্রর অবস্থা করুন হয়ে যাচ্ছে,,, আসলে তোরা দুজনই একটা এক নাম্বারের গাধা তা না হলে কেউ সেধে বিপদ ডেকে আনে?? দেখে তো মনে হচ্ছে না তোরা দুজনে রান্নার র ও জানিস তা আগ বাড়িয়ে এতো পাট নেওয়ার কি দরকার ছিলো?? দাঁতে দাঁত চেপে বলল আর্দ্র।

আমার কোনো দোষ নেই আর্দ্র ভাই সব এই যে এনার, আঙুল দিয়ে দেখিয়ে,, অনিক ভাইয়া আগ বাড়িয়ে আপুর সাথে ঝগড়া বাঁধিয়ে এই বাজিটা নিয়েছে আমি কিছু জানি না।

এই তুই তো দেখছি ঘরের শ্রুএ বিভীষণ তুইও তো আমার সাথে তাল মিলিয়ে আমাকে উৎসাহ দিয়েছিস এখন এখানে এসে আমাকে ফাঁসিয়ে দিচ্ছিস বদ ছেলে,, কে যে আমাদের ধাক্কাটা মারলো তাকে যদি একবার হাতের কাছে পাতাম তাহলে কি যে করতাম আমি নিজেও জানিনা,, মনে মনে বলল অনিক।

ওদিকে দরজার বাইরে অনিক আর আকাশের আর্দ্রর সামনে ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা দেখে অন্তরা মিটিমিটি করে হাসছে, আর ওদের দুজনকে ধাক্কাটা অন্তরায় মারছে,, ইয়ানাকে বেবির কাছে রেখে অন্তরা নিচে যাচ্ছিলো পানি আনতে তখনি দেখলো অনিক আর আকাশ আর্দ্রর রুমের সামনে দাঁড়িয়ে গুজুরগুজুর ফুসুরফুসুর করছে, ওদের ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখেই অন্তরা দুজনকে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকায় দিছে।

বাজিটা যখন তোরা দুজনে নিছিস তখন রান্নাটা তোরাই কর আমি এর মধ্যে নাই আমি এসব রান্না টান্না করতে পারবো না, আমি তো এখন একটু শোবো আহ,, আর্দ্র বিছানার উপর সটান হয়ে শুয়ে পরল।

প্লিজ ভাই আমার এমন কুলক্ষণা কথা বলিস না তুই যদি আমাদের সাহায্য না করিস তাহলে তো আমরা হেরে যাবো আর তুই কি চাস আমি তোর বড় ভাই হয়ে তোর ভাবির কাছে হেরে যায়??

হুম চাই।

কিহ???

তো কি বলবো ,, তুই বাজিটা নেওয়ার সময় কি আমায় জিগাস করে নিয়েছিলি?? এখন কেনো আমার কাছে এসেছিস, আমি পারবো না মানে পারবো না ওকে।

প্লিজ প্লিজ এমনটা বলিস না, দেখ রান্না করা তো খুব সহজ ফোনটা সামনে রেখে ইউটিউব এ রান্নার ভিডিও অন করে দিয়ে হুবুহু কপি করে দেবো ব্যাস রান্না শেষ চাপ নিস না হেব্বি সহজ কাজ, মে হু না?

তাহলে তো হয়েই গেলো রান্না করা যখন এতোই সহজ তাহলে তুইই করে ফেল আমাকে কেনো টানছিস দেখ আমি অনেক ক্লান্ত আমি এখন একটু রেস্ট নেবো যাহ যাহ বিরক্ত করিস নাহ,,, কথাটা বলে আর্দ্র আবারও বিছানায় শুয়ে পড়ল।

এই না না শুলে হবে না তো আর্দ্র ভাই,, এই অনিক ভাইয়া ধরুন না একটু,,, তারপর আকাশ আর অনিক মিলে আর্দ্রকে ধরে বসিয়ে দিলো তারপর দুজন আর্দ্রর দুহাত ধরে দাঁড় করায়ে টানতে টানতে রান্না ঘর এর দিকে নিয়ে গেলো।
,,,,,,,
অন্তরা হাসতে হাসতে পানি নিয়ে রুমে গেলো,, এতো পরিমাণ হাসছে যে কথাই বলতে পারছে না, অন্তরার এমন হাসি দেখে অন্তরা বলল,, কি হয়েছে আপু এতো হাসছো কেনো?? কি হয়েছে??

আরে তোমায় কি বলবো যাও দেখে আসো নিজের বরের কি অবস্থা হয়েছে,, তুমি দেখলে তোমারও হাসতে হাসতে দম বেরিয়ে যাবে।

কেনো কি হয়েছে??

শোনো তাহলে ,, তারপর অন্তরা ইয়ানাকে প্রথম থেকে শুরু করে সবটা বলল অন্তরার থেকে সবটা শুনে ইয়ানা ও হাসতে হাসতে বিছানায় শুয়ে পড়ল, কি বলছো আপু এতো কিছু হয়ে গেলো আর আমি জানতেই পারলাম না, তবে যায় বলো না কেনো যা হয়েছে ভালোই হয়েছে, কথাটা বলে ইয়ানা আবারও হাসতে লাগল,, দুজন হেসে দুজনার গায়ের উপর গড়িয়ে পড়ছে, তখন রোজা রুমে আসলো, ইয়ানাদের হাসা দেখে রোজা জিগাস করল যে কি হয়েছে তখন ওরা রোজাকেও সবটা বলল সবটা শুনে রোজাও হাসতে হাসতে শেষ ।

দেখেছিস কেমন আমাদের কে নিয়ে হাসাহাসি করছে এরপরও তুই বলবি যে তুই রান্না করবি না,?? এভাবে ওরা আমাদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছে আর আমরা মুখ বুজে সহ্য করবো?? কোনো প্রতিবাদ করবো না?? এটা তো তাহলে পুরুষ নির্যাতন হয়ে যাবে।

নাহ এটা দেখার পরতো আর চুপ থাকা যায়ই না এর প্রতিশোধ নিতেই হবে তাই না আর্দ্র ভাই??

এতো বেশি কথা না বলে ভাব কীভাবে রান্নাটা করবি ওকে রান্নার র ও জানেনা তাদের আবার ইজ্জত ,, শোন এটা কোনো মিটিং বা ডিল করা নয় এটা রান্না করা আর রান্না করতে আগে থেকেই প্রস্তুতি নিতে হয় নয়ত ওই রান্না আর মুখে নেওয়া যায় না, আমি নিজে তার প্রমাণ,, শেষের কথাটা বিরবির করে বলল আর্দ্র।
,,,,,,,
রান্না ঘরে ভিষণ ভাবে রান্নার তোরজোর চলছে,, তিন জন মিলে ভিষণ ব্যাস্ত কীভাবে রান্না করবে, মেয়েরা বলে দিয়েছে আজকে মাছ রান্না করতে তাই আকাশ আর অনিক মাছ পরিষ্কার করতে বসে গেছে, তবে ওদের সুবিধা হয়েছে কেননা মাছ আগে থেকেই কেটে ধুয়ে পরিস্কার করে ফ্রিজে রাখা ছিলো ওরা সেটাই পানির মধ্যে দিয়ে ছাড়ানোর চেষ্টা করছে ,, আর ওদিকে আর্দ্র ফোন থেকে দেখছে কীভাবে মাছ রান্নার সবজি কাটতে হয়, আর্দ্র অনেক মন দিয়ে ভিডিও দেখছে, এতো মন দিয়ে হয়ত পরিক্ষার আগেও পড়েনি,, রোজা ইয়ানা আর অন্তরা রান্না ঘরের দরজার সামনে দাঁড়িয়ে উঁকি দিয়ে দেখছে ওরা তিন জন মিলে কি করছে। আর্দ্র অনেক কষ্টে সবগুলো সবজি কাটা শেষ করলো তাও একটা এক রকম হয়ছে একটা অনেক ছোট তো আরেকটা অনেক বড় ,, আর্দ্র সুন্দর করে সবজি গুলো ধুয়ে একটা প্লেটে রাখল কিন্তু এখন কি করবে সেটা ও জানে না তাই অনিক আর আকাশ কে বললল,, তোদের মাছ ধোয়া কি শেষ হয়েছে নাকি আরো সময় লাগবে বলি বাড়ির সবাই কি রাতের খাবার খাবে নাকি প্রভাতে সেহরী খাবে কোনটা??

এই তো হয়ে গেছে,, এই শোননা আর্দ্র,, মাছ তো পরিষ্কার হলো কিন্তু হাত দিয়ে কেমন যেন গন্ধ লাগছে।

হ্যাঁ অনিক ভাইয়া ঠিকিই বলেছো আমার হাত দিয়েও কেমন যেনো গন্ধ বার হচ্ছে এখন কি করবো??

এই তোরা দুজনেই আমার থেকে দূরে থাক তোদের দুজনের হাত থেকেই কেমন মাছের আঁশটে গন্ধ বার হচ্ছে জলদি বেসনে গিয়ে হাত পরিষ্কার কর।

আর্দ্র বাইরের দিকে তাকিয়ে দেখলো ইয়ানা দাঁড়িয়ে আছে আর্দ্র ইয়ানার দিকে তাকিয়ে করুন মুখ করে চোখের ইশারায় জিগাস করলো প্রথমে কি দিয়ে শুরু করবে, ইয়ানা আর্দ্রর ইশারা বুঝতে পেরে মনে মনে একটা শয়তানি হাসি দিয়ে আর্দ্র কে হাত দিয়ে ইশারা করলো আগে তেল দিতে আর্দ্র খুশি হয়ে ইয়ানার কথামতো তেল দিলো তারপর আবারও চোখের ইশারায় জিগাস করলো এরপর কি দিবে ইয়ানা আবারও হাত দিয়ে ইশারা করে একটা জিনিস দিতে বলল আর্দ্র ওটা তেলের উপর ছেড়ে দিতেই ওদের তিন জনের অবস্থা দেখার মতো হলো কেননা আর্দ্র ইয়ানার কথামতো তেলের উপর শুকনো মরিচ ছেড়ে দিয়েছে ,, আর্দ্র কাশতে কাশতে ইয়ানার দিকে তাকাতেই দেখল ইয়ানারা সবাই খিলখিল করে হাসছে আর্দ্র বুঝতে পারল যে ইয়ানারা সবাই ওদের সাথে মজা করেছে।

এটা কি দিলে আর্দ্র ভাই কাশতে কাশতে জীবন যায় অবস্থা তেল থেকে উঠাও।

চলবে,,,,,,,??/

বাড়িতে মেহমান এসেছে তাই এর থেকে বড় দেওয়া সম্ভব নয়,, রিচেক করা হয়নি ভুল ক্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here