আষাঢ়ে_প্রেমের_গল্প নুজহাত_আদিবা পর্ব ১২

আষাঢ়ে_প্রেমের_গল্প
নুজহাত_আদিবা
পর্ব ১২

— আমার বড় আপার নাম চন্দ্রালিকা আপা।

— আচ্ছা ওয়েট, তোমরা তো দুবোন। তুমি আর অমালিকা আপু। তাহলে এই চন্দ্রালিকা-টা আবার কে? একটু বুঝিয়ে বলো প্লিজ। সবকিছু আমার মাথার একহাত উপর দিয়ে যাচ্ছে।

— আমরা এখন দুবোন কিন্তু আমরা আসলে তিনবোন ছিলাম।

— মানে?

— হুম, এটাই সত্যি।

— তাহলে, তোমার বড় আপুর সঙ্গে তোমাকে এভাবে পাহারা দিয়ে রাখার কী সম্পর্ক?

— হুম, সব বলছি আমি।

— হুম বলো।

— আমি, অমালিকা আপা এবং চন্দ্রালিকা আপা। আব্বা আর আম্মা। আমাদের পাঁচ জনের পরিবার খুব সুন্দর করেই চলছিল। আমার কোনো বড় ভাই নেই। কিন্তু, এতেও আব্বা কিংবা আম্মা কারোই আফসোস ছিল না। আমাদের যথেষ্ট স্বাধীনতা ছিল। আব্বা আম্মা কখনোই কিছু বলতেন না। এবার আসল ঘটনায় আসি। আমি তখন ষষ্ঠ শ্রেনীতে পড়ি। অমালিকা আপা তখন ইন্টার ফাস্ট ইয়ারে। আর বড় আপা মানে চন্দ্রালিকা আপা তখন ইন্টার সেকেন্ড ইয়ারে। অমালিকা আপা আর চন্দ্রালিকা আপা পিঠাপিঠি ছিল। মানে এক বছরের ছোট বড় ছিল আরকি। বড় আপা আর মেজ আপা দুজনের চেহারায় যে-রকম মিল ছিল ; মনের মিল ও ঠিক সেরকমই ছিল।

হঠাৎ একদিন আম্মা সকালে ঘুম থেকে উঠে দেখেন আলমারির দরজা কিছুটা খোলা৷ আম্মা আলমারির দরজা ঠিক করে লাগাতে গিয়ে দেখেন, যে ডয়ারে আম্মা গহনা রাখতেন সেই ডয়ারও খোলা। আম্মা ডয়ারটা ঠিকমত খুলে দেখেন সেখানে একটা; গহনা তো দূরের কথা কোনো কানাকড়ি ও নেই। আম্মা ভেবেছিেন বাসায় হয়ত চোর ঢুকেছে। আম্মা তাড়াতাড়ি করে আব্বাকে ঘুম থেকে জাগিয়ে তুলেন। আব্বা ঘুম থেকে উঠে দেখেন আব্বা যেখানে;টাকা রাখতেন সেখানে কোনো টাকা নেই।

অনেক খোঁজাখোজি করেও কিছু পাওয়া গেল না। আম্মা তখন চন্দ্রালিকা আপার ঘরে গিয়ে দেখেন আপা নেই। আপার টেবিলে একটা কাগজে ছোট্ট করে লিখা ছিল,

” আমাকে আর তোমরা খুঁজো না। আমি আমার ভালোবাসার মানুষের সাথে পালিয়ে যাচ্ছি। ”

আম্মা কাগজটা পরেই সাথে সাথে একটা চিৎকার দিলেন। আম্মার চিৎকার শুনে আমি, আব্বা আর অমালিকা আপা কোনো রকমে দৌড়ে এলাম। পরে আমরা গিয়ে শুনি আসলে এই ঘটনা। বাসার গহনা, টাকাপয়সা আসলে কিছুই চুরি হয়নি। চন্দ্রালিকা আপা-ই তাঁর সাথে এগুলো নিয়ে পালিয়ে গিয়েছিলেন।

— আল্লাহ্ তারপর কী হলো?

— তারপর আব্বা খুব রেগে গেলেন। আব্বার কথা ছিল একটাই যে, আপার যদি ওই ছেলেকে এতই ভালো লাগতো তবে; সেটা আব্বাকে বললেই পারতো আপা। আব্বাকে বললে আব্বা নিজেই কিছু একটা ব্যবস্থা করে তাঁদের দুজনকে মিলিয়ে দিতেন। কিন্তু, আপার হঠাৎ এভাবে পালিয়ে যাওয়ার;কোনো যুক্তিগত কারণ খুঁজে পেলেন না আব্বা।

আব্বা ঠিক করলেন যে তিনি আপাকে খুঁজে বের করবেন। দরকার হলে আপাকে বাসায় এনে তাঁর পছন্দের মানুষের সাথে বিয়ে দেবেন। কিন্তু, তবুও আপাকে খুঁজে পাওয়া চাই।

কয়েকদিনের ভেতরেই আব্বা চন্দ্রালিকা আপার বন্ধু বান্ধব যা কিছু আছে সব খোঁজ;খবর করে জানতে পারলেন আপা কার সাথে পালিয়েছে। এরপর পুলিশ নিয়ে শুরু হলো খোঁজাখোজি। ইতিমধ্যে ওই ছেলের নাম, বাড়ির ঠিকানা ও উদ্ধার করে ফেললেন সবাই মিলে। এরপর ঠিকানা অনুযায়ী ছেলের বাসায় গিয়ে জানলেন ছেলে না কি বাসায় একাই থাকে। কিন্তু ছেলেটা তখন বাসায় ছিল না। রুমে তালা দেওয়া ছিল। কিছুদিন ধরেই না কি বাসায় আসছিলেন না উনি। তবুও রুমের তালা ভেঙে রুমে ঢোকা হলো। কারন যদি কোনো তথ্য পাওয়া যায়। যদি জানা যায় যে, আপাকে নিয়ে এখন কোথায় আছেন উনি।

পুরো রুম তন্ন তন্ন করে খুঁজেও কিছু পাওয়া গেল না। রুমে বিকট গন্ধ। দুর্গন্ধের মাত্রা এতটাই বেশি যে ঠিকমত শ্বাস নেওয়া যাচ্ছিল না। এরপর লাস্টে খাটের নিচ থেকে একটা বড় বস্তা উদ্ধার করা হলো। এতবড় বস্তা এভাবে মুখবন্ধ অবস্থায় দেখে কৌতুহলের বসত পুলিশের লোকজনরা বস্তার মুখটা খুলে দেয়। এরপর বস্তার মুখটা খুলেই অবাক হয়ে গেল সবাই। কারন এত দুর্গন্ধের উৎস ওই বস্তাই ছিল।

— ওই বস্তাতে আসলে কী এমন ছিল যে, এত গন্ধ বের হচ্ছিল?

আমার বুকটা ভারী হয়ে গেল বর্ণের এই প্রশ্নে। আমি বড় একটা নিশ্বাস নিয়ে বললাম,

— আমার আপার লাশ!

— আল্লাহ্ কী বলছো এইসব?

— হুম, জানো**** আপাকে মেরে আপার লাশ বস্তায় ভরে খাটের নিচে লুকিয়ে রেখেছিল। আপাকে কখনো ভালোই বাসেনি নরপশুটা। আপার আনা টাকা, স্বর্ন আর গহনার লোভে এসব করেছিল। আপা বুঝতে পারেনি। যাঁর ফলে এতবড় একটা বোকামি করে বসে। যখন কাজ হয়ে গেল জানো**** আপাকে মেরে বস্তাবন্দি করে রেখে গেল!

— ইস্ কতটা ভয়ানক!

— আব্বা এসব দেখে স্ট্রোক ও করেছিলেন। আম্মা এসব শোনা মাত্রই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলেন। অমালিকা আপা পুরো বোবা হয়ে গিয়েছিলেন বলতে গেলে। কয়েকদিন অবধি কারো সাথে কথাই বলেননি।

— আমি কী বলবো বুঝতেই পারছি না। আমি আসলে এসবের কিছুই জানতাম না।

— আপনি এখানে থাকতেন না বিধায় জানতেন না। আপনার আব্বা আম্মা সবাই এসব জানে।

— হুম, আজকে বুঝতে পারলাম আসলে কেন এতটা খেয়ালে খেয়ালে রাখা হয় তোমাকে।

— হুম, আব্বা আম্মা এখনও মনে করেন যদি আমিও এরকম কিছু করে ফেলি। আমিও ওনাদের মনের অবস্থাটা বুঝতে পারি। তাই এসব নিয়ে কখনো কিছু বলি না। একটা বাবা মায়ের কাছে তাদের সবচেয়ে প্রিয় জিনিস তাঁদের সন্তান। তাই সন্তানের ভালোর কথা চিন্তা করেই তারা এসব করে থাকেন। একটা মানুষ যদি আমাকে এভাবে আঁটকে রেখে শান্তি অনুভব করেন। তাহলে আমার আর কী বলার থাকতে পারে বলুন?

— হুম।

— আমার আজও বিশ্বাস হয় না আপার মতো একটা বুদ্ধিমান মেয়ে কীভাবে এমন বোকামি করতে পারে।

— ভালোবাসা মাঝে মাঝে মানুষকে অন্ধ করে দেয়। তখন ঠিক ভূল কিছুই মাথায় থাকে না। তখন একটাই ঝোঁক থাকে কীভাবে ভালোবাসার মানুষটিকে কাছে পাওয়া যায়। তাই হয়ত বলা হয়, ভালোবাসা ভালো কিন্তু এত অন্ধ ভালোবাসা ভালো না।

বর্ণের সাথে এত আলাপ আলোচনা করতে গিয়ে কখন যে এতটা সময় কেটে গিয়েছে বুঝতেই পারিনি। ঘড়িতে দেখি গল্প করতে করতে রাত চারটার মতোন বেজে গেছে। আমি এরপর বর্ণকে বললাম,

— আজ অনেক রাত হয়ে গেছে। আবার পরে কথা হবে আমি এখন যাচ্ছি। আল্লাহ হাফেজ।

— আল্লাহ হাফেজ।

পরেরদিন দুপুরবেলা বর্ণ হঠাৎ আমাকে ফোন দিলো৷ আমি আঁতকে উঠলাম হঠাৎ এভাবে ফোন দেওয়ায়। আম্মা দুপুরবেলায় ঘুমিয়ে ছিলেন তাই বিষয়টা খেয়াল করেননি৷ নাহলে, একটা না একটা বিপদে পড়তামই আমি। বর্ণের কলটা রিসিভ করেই বর্ণকে দিলাম এক ঝারি। বেচারা এমন হঠাৎ ঝারি খেয়ে চমকে গেছে। আমি এবার আবার ঝারি দিয়ে বর্ণকে বললাম,

— বলুন কী হয়েছে? এই অসময়ে ফোন দিয়েছেন কেন?

— তুমি একটু বাসা থেকে বের হতে পারবে মেহুলিকা।

— মানে?

— একটু বাইরে তো যেতেই পারো আমার সাথে?

— আমাকে যদি জীবিত অবস্থায় দেখতে চান তবে একথা আর কখনো মুখে আনবেন না। আম্মা শুনলে আমাকে মেরে মাটিতে পুঁতে রাখবে।

— উহুম, ভালো লাগে না আমার কিছু।

— কী ভালো লাগে তাহলে আপনার? ভালো না লাগলে নেই। ভালো না লাগলে চুপচাপ কলটা কেটে একটা ঘুম দিন। তারপর ঘুম থেকে উঠে দেখবেন সব ভালো লাগবে। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি আপনাকে। আর কখনো আমাকে এভাবে হঠাৎ করে ফোন দেবেন না। কেউ যদি কিছু দেখে বা শোনে তাহলে আমাকে পাটাতে পিশে ফেলবে একেবারে।

— হুম বুঝলাম, তোমার কোনো ভালো ফ্রেন্ড নেই? যাকে তোমার আম্মু আব্বু চেনে অথবা ভালো জানে।

— কেন বলুন তো? হঠাৎ এই প্রশ্ন কেন করলেন?

চলবে…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here