এক_শ্রাবণ_হাওয়ায়-২ #লেখিকা – কায়ানাত আফরিন #পর্ব – ৩১

#এক_শ্রাবণ_হাওয়ায়-২
#লেখিকা – কায়ানাত আফরিন
#পর্ব – ৩১
‘ অপূর্ব ভ-ভাইয়া ত-তুমি?’

আমার আতঙ্কে জড়ানো মুখ দেখে অপূর্ব ভাইয়ার চোখে মুখে তৃপ্তির হাসি। এটা নতুন নয়। আমার মুখে ভয় দেখলেই সে একটা অদ্ভুত শান্তি খুঁজে পায়। এক পা এগিয়ে আমার দিকে এগোতেই আমার হাত পা যেন শীতল হয়ে এলো। কথা বলতে ভুলে গিয়েছি যেন আমি। ‘অপূর্ব হাসান’, জীবনের একুশটা বছরে সবচেয়ে বেশি ভয় পেয়েছি আমি তাকে। ছোটবেলার এক একটা হৃদয় বিদীর্ন স্মৃতিগুলো ভেসে আসছে চোখের সামনে। মনে পড়ছে তার সেই নির্মম ব্যবহারগুলো। আমি চিৎকার করতে চেষ্টা করলাম কিন্ত আফসোস! ভয় এতটাই কাবু করে ফেলেছে যে চিৎকারও বেরিয়ে এলো না। অপূর্ব ভাইয়া ব্যস্ত হয়ে বলে উঠলো,

‘ ভয় পাচ্ছিস কেনো তুই? আমি কি তোর পর কেউ? আজক কতদিন পর তোকে দেখলাম কই তুই খুশিতে আমায় জড়িয়ে ধরবি তা না করে কাঁপছিস কেন?’

ঠান্ডা কন্ঠ অপূর্ব ভাইয়ার। এমন ভাব করেছে যে আসলে কিছুই হয়নি। কিন্ত এই শীতল ব্যবহারই আমার মনে ভয় ঢুকিয়ে দিলো। তাকে খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি আমি। তাই জানি যে সে আমার আপন চাচার ছেলে হওয়া সত্বেও একজন মানুষ ঠিক কতটা অমানুষ হতে পারে। আমি আস্তে করে সরে আসার চেষ্টা করতেই অপূর্ব ভাইয়া বললো,

‘ আর পালাতে পারবি না তুই আহি। রিসেপশনে আমার লোক সব ঠেসে বসে আছে। তাছাড়া এটা হসপিটাল। পালিয়েই বা যাবি কোথায়?’

আমি এবার সত্যিই কেঁদে দিলাম ভয়ে। আতঙ্কে বলে উঠলাম,

‘ কেন এসেছো তুমি?’

আমার এমন কথায় সে কদাচিৎ বিস্ময় নিয়ে বললো,
‘ ও এম জি। ওই এআরকে আমার ফিওন্সে কে নিজের ভোগবস্তু বানিয়ে রেখেছে আর তুইও ড্যাং ড্যাং করে ওদিকে পা বাড়িয়েছিস , কি ভেবেছিলি এভাবেই ছাড় পেয়ে যাবি?’

অপূর্ব ভাইয়া এবার সজোরে হাত টেনে নিজের কাছে নিয়ে এলো আমায়। চুল চেপে ধরলো সর্বশক্তি দিয়ে। এখন এই মুহূর্তে সকল ডক্টররাই ডিউটিতে আছে নতুবা কেউ ওয়ার্ডে রাউন্ড দিচ্ছে। লিফটের ফিফথ ফ্লোরে কোণায় পড়ে থাকা প্রাইভেট হসপিটালের এই রুমে কারও খেয়াল থাকার তাই প্রশ্নই উঠে না। আমি ব্যথায় কাকিয়ে উঠলাম। অপূর্ব ভাইয়া যেন প্রচন্ড শান্তি পাচ্ছিলো আমায় এভাবে দেখে। এতটুকু সে বুঝতে পেরেছে সেদিন আনভীর উনাকে একঝলক ভয় দেখালেও আমি এখনও ভয় পাই অপূর্ব ভাইয়াকে। সেই আগের মতো। আমার হাতের দিকে তাকালো এবার সে। হঠাৎ কিছু একটা দেখে মুখ বিবর্ণ করে ফেললো। থমথমে গলায় জিজ্ঞেস করলো,

‘ এনগেইজমেন্ট রিং কোথায় তোর?’

আমার মুখ দিয়ে কথা বেরুলো না। কেননা আনভীর সেটা ভেঙে চুরমার করে দিয়েছিলে বহু আগেই। উনার সেই ব্যবহারে আমি দ্বিধা শেষে বলেই ফেলেছিলাম এমন না করতে। কেননা অপূর্ব ভাইয়া জানতে পারলে অবস্থা খারাপ করে ফেলতো। আনভীর তখন একটা কথাই বলেছিলেন,

‘ এমন এনগেইজমেন্টের কোনো দাম নেই যেখানে সবকিছুই হয়ে ইচ্ছার বিরুদ্ধে। তুমি আমার ওয়াইফ আহি। অপূর্বের কোনো কিছুই আমি তোমার পরিচয় হিসেবে রাখতে দিতে পারবো না।’

অপূর্ব ভাইয়ার পুনরায় ডাকাতে আমার ধ্যান ভাঙলো। সে চোখের দৃষ্টি প্রখর করলো আমার দিকে। খানিকবাদে বলে উঠলো,

‘ ফেলে দিয়েছে ওই রকস্টার!’

উত্তর দেইনি আমি। আমার এই নীরবতায় সব কিছু বুঝে গিয়েছিলো অপূর্ব ভাইয়া৷ অতঃএব হাসলো সে। আমার হাতের অনামিকা আঙুল টা তীব্রভাবে চেপে ধরলো৷ ব্যাথায় ‘আহ’ করে শব্দ বেরিয়ে এলো আমার মুখ দিয়ে তাই। বলে ফেললাম,

‘ ব-ব্যাথা প-পাচ্ছি?’

‘ ব্যাথা পাওয়ার জন্যই তোর আঙুল চেপে ধরেছি আহি!’

চোখ দিয়ে অনবরত পানি পড়ছিলো আমার। মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। এতটুকু টের পেয়েছি যে এবার ছাড় পাবোনা আমি। আমার হাত ছেড়ে দিতেই আমি গুটিশুটি মেরে দেয়াল ঘেঁষে বসে পড়লাম। ভয়ে এখনও কেদে চলছি সমানতালে। হাটু গেঁড়ে বসলো অপূর্ব ভাইয়া। আহত সুরে বললো,

‘ বিশ্বাস কর আহি, তোকে ব্যাথা দেওয়ার কোনো ইনটেনশনই আমার ছিলো না। তুই জানিস না যে আমি তোকে কত ভালোবাসি। যেদিকে তোর নিজের বাপ তোকে মেরে ফেলতে চায় তোর মায়ের প্রোপার্টি হাসিল করার জন্য সেদিকে আমার জন্য বেঁচে আছিস তুই। বাবার প্রত্যেকটা কথা অমান্য করে জেদ করে নিজের কাছে রেখেছি তোকে। তারপরও তুই পালিয়ে গিয়েছিলি। তখন নাহয় ছোট ছিলি। ১৬ বছর বয়সে একটা মেয়ে যদি আমায় দুটো জ্যান্ত মানুষকে খু ন করতে দেখে এটাই স্বাভাবিক। তাই তখন পর পর দুবার পালিয়ে যাওয়ার জন্য তোকে ব্লেইম করবো না। কিন্ত এবার? তখন পরপর দুটা ভয়াবহ শাস্তির দেওয়ার পর আবার পালানোর দুঃসাহস কিভাবে করতে পারলি তুই? ‘

আমার গাল চেপে ধরলো অপূর্ব ভাইয়া। চোখজোড়া লাল হয়ে উঠেছে তার৷ আমার আজ থেকে ৫ বছর পূর্বের কথা মনে পড়লো যখন অপূর্ব ভাইয়া জঘণ্যভাবে তার দুজন লোককে মেরেছিলো। তাদের দোষ ছিলো এটাই যে তারা আমায় নিয়ে বাজে কথা বলেছে৷ আমি একটা শাড়ি পড়েছিলাম সেটা নিয়ে বাজে কমপ্লিমেন্ট দিয়েছে৷ এর জন্য সেদিন রাগে আলমারি থেকে সকল শাড়ি নিয়ে পুড়িয়ে ফেলেছিলো সে। চিৎকার করে বলেছিলো পরবর্তীতে কোনো নাগরের সামনে শাড়ি পড়লে ওই শাড়িই আমার গলায় ফাঁস দিয়ে মেরে ফেলবে। সেবারই ভয়ে প্রথম পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম আমি।

আমি পিটপিট করে তাকালাম তার দিকে। আনভীরকে ভীষণ ভীষণ মনে পড়ছে এখন। অপূর্ব ভাইয়া হেসে দিয়ে বললেন,

‘ তোর রকস্টার আসবে না আহি৷ ওকে আমি আগেই সাবধান করেছিলাম আমার জিনিসে হাত না বাড়াতে কিন্ত ও শুনলোনা৷ বরং বললো, আমি তোকে যতটা কষ্ট দিয়েছি সবগুলোর শোধ ও নেবে.।’

বিস্ময়ে তাকিয়ে রইলাম আমি ভাইয়ার পানে। আনভীর যে অপূর্ব ভাইয়ার সাথে এত বড় একটা আলাপ চালিয়েছেন সেটা ছিলো একেবারেই আমার ধারনার বাইরে। আমায় এভাবে দেখল সে বলে উঠলো,

‘ উফ! তোর রকস্টার তোকে কিছু বলেনি বুঝি? সে তো দেখছি পুরাই কেয়ারিং। বাট একটা কথা কি জানিস! তোর প্রতি ওর এই এট্রাকশনটা আমার জাস্ট ভাল্লাগছে না।’

আমি ক্ষণে ক্ষণে কেপে উঠছি আতঙ্কে। অপূর্ব ভাইয়া তা দেখে ব্যতিব্যাস্ত হয়ে পড়লো। আমার মুখের সামনে পড়ে থাকা চুলগুলো আস্তে করে সরিয়ে বলো উঠলো,

‘ ভয় পাচ্ছিস কেন তুই আহি? বি রিল্যাক্স। আমি না তোর হবু বর? হবু বরকে কেউ এত ভয় পায়? নাকি নাটক করছিস ভয় পাওয়ার? তুই যদি আমাকে এতটাই ভয় পাতি তাইলে ওই রকস্টারের সাথে পালানোর সাহস পেলি কিভাবে? ‘

‘ ছেড়ে দাও ভাইয়া প্লিজ!’

পেছনে থাকা চেয়ারে হেলান দিয়ে বসলো অপূ্র্ব ভাইয়া। বললো,

‘ সাহস যে তোর সীমানা ছাড়িয়ে ফেলেছে তা দেখতেই পারছি। একটা কথা বল তো! ওই রকস্টারকে পটালি কিভাবে?’

‘ কি সব বলছো তুমি?’

‘ ভুল কিছু বললাম? তোর যে রূপের দেমাগ আছে তা আগেই জানি রে আহি। তোর জন্য কতগুলো ছেলেকে যে উপরে পাঠিয়েছি তার হিসাব নাই৷ ছেলেদের সাথে খোলামেলা মেলামেশা করতি, ঘুরে বেড়াতি। শেষমেষ শরীর দিয়ে একটা রকস্টারকে পটিয়ে ফেললি, তুই কি মনে করিস, আমি কিছু বুঝিনা? একটা জোয়ান ছেলের সাথে তুই রাতের পর রাত একসাথে কাটিয়েছিস আহি! সে কি এমনেই তোকে ছেড়ে দিবে? ভালোই তো দিন কাটাচ্ছিলি ওই এআরকের প্রোস্টিটিউট হয়ে। তাই না?’

লজ্জা ঘৃণা আর আতঙ্ক আমার মুখ ক্রমশ লাল করে ফেললো। তাই বললাম,

‘ আমি তোমার মতো না ভাইয়া যে মুখে হাজার বার ‘ভালেবাসি’ বললেও রাতে একজন মেয়ে ভোগ করার জন্য নাইট ক্লাবে পড়ে থাকে। তোমাদের কাছেই বেড়ে ওঠা আমার। আগেই থেকেই দেখেছি তুমি কি করতে। আমায় ছেলের ধারে কাছে ঘেঁষতে দাওনি। তবে ঠিকই রাতে মেয়ে নিয়ে ফূর্তি করেছো। শার্টে লিপস্টিকের শেড, গলায়-ঘাড়ে বাইট এগুলো কি আমি দেখিনি? সবাইকে নিজের মতো ভেবো না ভাইয়া।’

রাগে ক্রোধে আমার গাল চেপে ধরলো ভাইয়া। চোখজোড়া টকটকে লাল দেখাচ্ছে। ক্রোধ নিয়ে সে বলে উঠলো,

‘ মুখে ভালোই বুলি ফুটেছে তোর। সব তোর ‘আনভীর রেজওয়ান খান’ এর জন্যই তো, তাই না? আচ্ছা, ওর চ্যাপ্টার যদি ক্লোজ করে দেই তাইলে ভালো হবে না আহি?’

মুখ বিবর্ণ হয়ে গেলো আমার। কি বললো মাত্র সে?

______________

হাজারে মানুষের সমাগমে মুখরিত প্রেসক্লাব। একদিকে ক্যামেরার শাটারের সাউন্ড আর অন্যত্র লাইটের ইফেক্টে সবকিছুকে মনে হচ্ছে আলোর বন্যা। জার্নালিস্ট আর ক্যামরাম্যান দের ব্যস্ততা প্রথমেই পড়ছে নজরে। আনভীর সবেমাত্র এই আয়োজনের ইতি দেখে পা বাড়ালো করিডোরের দিকে। একদিকে হাজারো ভক্তদের সমারোহ অন্যদিকে জার্নালিস্টদের প্রশ্নের বাহার। একদল মেয়েরা চিৎকার করে চিয়ার আপ করছে এআরকের৷ হাতে বিশাল ফেস্টুন আর ফ্যানব্যাজ তো আছেই। পেছনেই রয়েছে নাহিদ। ইশারায় গার্ডদের বললো ফ্যানস আর মিডিয়ার লোকদের একটু কন্ট্রোলে রাখতে। তারপর নাহিদই আনভীরের পক্ষ হয়ে বলে উঠলো,

‘ নো মোর কোয়েশন প্লিজ। নেক্সট বার কথা বলবেন।’

তখনই এক সাংবাদিক বলে উঠলো,

‘ এক্সকিউজ মি এই‍আরকে। আমাদের কাছে একটা নিউজ আছে যে আপনি একজনের সাথে লিভ টুগেদারে আছেন। ইজ ইট ট্রু?’

পা থামালো আনভীর। একরাশ বিস্ময় নিয়ে তাই সে তাকালো জার্নালিস্ট এর দিকে।

#চলবে

পর্বটা আর একটু বড় করে দিতে চেয়েছিলাম। কিন্ত ব্যস্ততার জন্য পারছি না ভালোভাবে লিখতে। গতবছর তেমন একটা পড়াশোনা হয়নি বলে নিউ টেনে এ নিয়ে একটু প্রেশারে আছি। রিচেক করিনি তাই বানানের ভুল হতে পারে। সেগুলো ক্ষমাসুলভ চোখে দেখার অনুরোধ থাকবে।

কেমন হয়েছে জানাবেন কিন্ত।

Group
❤️কায়াভ্রমর❤️-{Stories of Kayanat Afrin}

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here