কিনারে তুই পর্ব : ৩১

0
2817

মনের কিনারে তুই
লেখিকা: Tarin Niti
পর্ব: ৩১

ক্লাস শেষে রাইমা,ইশা ভার্সিটির ক্যাম্পাসে বসে আছে।ইশা বসে বসে কুমিল্লার গল্প করছে।রাইমাকে
কুমিল্লার অনেক জায়গায় ছবিও দেখিয়েছে।ছবি দেখে রাইমা উৎফুল্ল হয়ে বলে,

“কুমিল্লা অনেক সুন্দর তাই না রে?”

“হুম.. অনেক সুন্দর সুন্দর জায়গা আছে।পরের বার গেলে তোকেও সাথে নিয়ে যাবো”

আরিয়ান ক্যাম্পাসের এদিকে দৃষ্টি দিয়ে অবাক জয়ে যায়।রাইমার সাথে মেয়েটা ইশা না?
আরিয়ান ওইদিকে এগিয়ে যায়। কাছে গিয়ে বুঝতে পারে ইশা ই।আরিয়ানের মুখে এক চিলতে হাসি ফুটে উঠে।আরিয়ান ইশার কাছে গিয়ে বলে,

“ইশা তুমি?এতদিনে আসলে?তোমার তো দুই দিন থাকার কথা ছিল তাহলে কালকে আসলেনা কেনো?”

ইশা অবাক হয়ে চোখ বড় বড় করে আরিয়ানের দিকে তাকিয়ে আছে।আরিয়ান ওর জন্য এত অস্থির হচ্ছে কেন! আর ইশা কয়দিন থাকবে,না থাকবে আরিয়ান কিভাবে জানলো?
ইশা চোখ ছোট ছোট করে রাইমার দিকে তাকায়!রাইমার অসহায় দৃষ্টি।আরিয়ান ইশার হাত ধরে বলে,

“চলো তোমার সাথে কথা আছে”

ইশা হাত ঝাড়া দিয়ে ছাড়িয়ে বলে, “কি সমস্যা হাত ধরছেন কেনো?আর আপনার সাথে আমার কোনো কথা নেই”

এদিকটা একটু ফাঁকা,স্টুডেন্ট নেই বললেই চলে তাই রাইমা বাদে আর কেউ দেখেনি।আরিয়ান রাইমার দিকে তাকিয়ে বলে,

“রাইমা রিহান তোমাকে ডাকছে,যাও”

রাইমা সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে বলে, “উনার দেখা করার কথা হলে তা আমাকে ফোন দিতো আপনাকে কেনো বললো?”

“আরে ওর ফোনে ব্যালেন্স নাই তুমি যাও তো”

রাইমা বুঝতে পারে আরিয়ান ওকে মিথ্যা কথা বলছে, তবুও রাইমার কেন জানি মনে হচ্ছে এখন আরিয়ান আর ইশার মধ্যে থাকা ঠিক হবে না তাই উঠে চলে যেতে নে,তখন ইশাও রাইমার সাথে উঠে দাঁড়ায়।আরিয়ান ইশার হাত ধরে বলে,

“তুমি ওদের মধ্যে গিয়ে কি করবে?এখানে দাঁড়াও ”

ইশা আবার হাত ছাড়িয়ে নিতে নিতে বলে, “আমি এখানে আপনার সাথে কি করবো!”

“বললাম তো তোমার সাথে কথা আছে”

“বললাম তো আমার আপনার সাথে কোন কথা নেই”

ইশার ত্যাড়া ত্যাড়া কথা শুনে আরিয়ান রেগে বলে,
“ইশা এভাবে কথা বলবে না, চুপচাপ এখানে দাড়াও”

ওদের কথার মাঝেই রাইমা চলে যায়।আরিয়ান ইশার কাছে আসলে ইশা একটু পিছিয়ে যায়।আরিয়ান স্বাভাবিক দূরত্ব রেখেই বলে,
“এতদিন কোথায় ছিলে?”

“কেনো আপনি জানেন না?”

” তুমি কি আমাকে বলে গিয়েছো?”

ইশা চোখ ছোট ছোট করে বলে, ” আপনাকে কেনো বলতে যাবো?”

আরিয়ান ইশার আরেকটু কাছে এসে বলে,
“আচ্ছা যাই হোক, আমি জানি তুমি কোথায় গিয়েছিলে কিন্তু তোমার তো দুইদিন থাকার কথা ছিলো কালকে আসলেনা কেন?”

ইশা স্বাভাবিকভাবে বলে, “সেটা আমার ইচ্ছে আপনাকে কেন বলবো?”

আরিয়ানের খুব রাগ উঠছে ইশার এভাবে কথা বলা দেখে।তবুও নিজেকে শান্ত রাখে।এই মুহূর্তে আরিয়ান রেগে কোনো ভুল করতে চায় না।ইশার কাঁধে হাত রেখে,আরিয়ান ইশার চোখের দিকে তাকিয়ে বলে,

” জানো তোমায় এই তিনদিন কত মিস করেছি?”

ইশা কাঁধ থেকে আরিয়ানের হাত ছাড়িয়ে আরিয়ানের দিকে তাকিয়ে বলে,
“এটা আবার কোন নতুন নাটক শুরু করলেন?”

আরিয়ান অবাক হয়ে বলে, ” নাটক মানে? কি বলতে চাইছো?”

“তো নাটকই তো,,আপনি আমাকে মিস করবেন?সো ফানি!
আপনি তো আমার থেকে প্রতিশোধ নিয়েছেন তাহলে এখন কেনো এসব নাটক করছেন কেনো?নাকি এখনো প্রতিশোধ নেওয়া বাকি আছে!”

আরিয়ান অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলে,
“আমি সত্যি তোমাকে খুব মিস করেছি।ইশা আমরা কি আবার আগের মত হয়ে যেতে পারি না?”

ইশা এবার জোরে হেসে দে।ওর হাসি থামছেই না!ইশা হাসতে হাসতে ঘাসের উপর বসে পড়ে!!

আরিয়ান ইশার সামনে হাঁটু গেড়ে বসে বলে,
“হাসছো কেনো?”

ইশা কোনোরকম হাসি থামিয়ে বলে, “হাসির কথা বলছেন হাসবো না?”
ইশা আবার হেসে দে!

আরিয়ান রেগে বলে, “আমি হাসির কথা বলছি না আমি সিরিয়াস, সরি ইশা!”

ইশা আরিয়ানের দিকে তাকিয়ে বলে, “সরি কেনো?”

“আমি ভুল করেছি তাই সরি। হ্যাঁ আমি প্রথমে চেয়েছিলাম তোমার থেকে প্রতিশোধ নিতে। কিন্তু আমি এতোটাই বোকা ছিলাম যে তোমার সাথে নাটক করতে করতে কখন তোমাকে সত্যি ভালোবেসে ফেলেছি সেটা বুঝতে পারিনি!এই তিনদিন তোমাকে দেখতে না পেয়ে খুব অস্থির লেগেছিল।তোমাকে আমি সত্যি ভালবাসি ইশা,তোমাকে আমি হারাতে পারবো না”

ইশা অবাক হয়ে আরিয়ান কে দেখছে। এ আবার কোন নতুন নাটক শুরু করলো!
ইশা ভাবছে এখনতো ও আরিয়ানকে চড় মারেনি অথবা অপমান করেনি, এমনকি আরিয়ানের সাথে কোনো কথাই বলে নি তাহলে এখন কেন নাটক করছে?ইশার চুপ থাকা দেখে আরিয়ান বলে,

“কি হলো কিছু বলো?”

ইশা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, “আপনি কিন্তু খুব ভালো নাটক করতে পারেন। আপনার মিডিয়াতে যাওয়া উচিত! তবে প্লিজ আমার সাথে আর এসব নাটক করতে আসবেন না”

আরিয়ান এবার রেগে ইশার হাত ধরে বলে,
“কি তখন থেকে নাটক নাটক বলছো?বলছি তো আমি সত্যি তোমাকে ভালোবাসি”

ইশা ভাবলেশহীনভাবে বলে, ” হ্যাঁ শুনলাম তো, এবার যাই?”

ইশা উঠতে নিলে আরিয়ানের ইশার হাত ধরে বলে, “কোথায় যাচ্ছো?”

ইশা হাত ছাড়িয়ে নিতে নিতে বলে, “বারবার কথায় কথায় হাত ধরবে না”

আরিয়ান ইশার হাত ছেড়ে দিয়ে বলে, “আচ্ছা ঠিক আছে কিন্তু তুমি কোথায় যাচ্ছো?”

“কোথায় আবার, বাসায়!”

“আমার প্রশ্নের জবাব দিলে না কিন্তু”

ইশা না বুঝার ভান করে বলে, ” কি প্রশ্ন?”

আরিয়ান ইশার চোখের দিকে তাকিয়ে বলে,
“আমরা কি আবার আগের মতো হয়ে যেতে পারি না?”

ইশার সোজা সোজা জবাব, ” না,, পারি না”

ইশা চলে যেতে নিলে আরিয়ান ইশার সামনে দাঁড়িয়ে বলে, “কিন্তু কেনো? তুমি কি আমাকে এখনো ক্ষমা করতে পারোনি?”

ইশা আবার একটু রেগে যায়।ও চলে যেতে চাচ্ছে কিন্তু বারবার আরিয়ান আটকাচ্ছে।ইশা আরিয়ানের দিকে রাগি চোখে তাকিয়ে বলে,

“ক্ষমা?কোন মুখে ক্ষমা চাচ্ছেন আপনি?আপনার লজ্জা করেনা? যখন সবার সামনে বলেছিলেন আমি আপনাকে জোর করে জড়িয়ে ধরেছি, কিস করেছি তখন আমার কতটা অপমান হয়েছে আপনি বুঝতে পারছেন?”
ইশা তাচ্ছিল্য হেসে বলে, “এখন সরি বললেই সব ঠিক হয়ে যাবে?”

আরিয়ান ইশার দিকে তাকিয়ে বলে,
“তুমি চাইলে আমি স্যারদের সামনে সত্যিটা বলতে পারি আর তোমার বাবা-মা? ওদেরকেও আমি নিজে সত্যিটা বলবো, তারপর আমাকে ক্ষমা করবে তো?”

“আমার বাবা-মা কে আপনার কিছু বলতে হবেনা,ওরা সব সত্যি টা জানে”

আরিয়ান অবাক হয়ে বলে, ” আঙ্কেল আন্টি সব সত্যি জানে? তাহলে তো উনারা তোমাকে আর ভুল বুঝবে না। তুমিও আমাকে ক্ষমা করে দাও”

ইশা মুখ ভেংচি দিয়ে বলে, “আসছে মামার বাড়ির আবদার!ক্ষমা করে দাও!”

আরিয়ান বলে, ” চলো,প্রিন্সিপাল স্যারের সামনে এক্ষুনি আমি সব সত্যিটা স্বীকার করবো”

“না এসবের কিছু দরকার নেই।আর আপনার ক্ষমা চাইতো? আচ্ছা ঠিক আছে ক্ষমা করে দিলাম এবার আমি আসি”

আরিয়ান হাসিমুখে বলে, “সত্যি?আমরা আবার আগের মতো রিলেশন এ যাবো ইশা?

ইশা আরিয়ানের দিকে তাকিয়ে বলে,
“ক্ষমা করে দিয়েছে, তাই বলে এই নয় যে আমরা আবার আগের মতো হয়ে যাবে! আজ থেকে আপনি আমার ভার্সিটির বড় ভাই ছাড়া আর কিছুই না।হয়তো প্রয়োজনে কথা বলতে পারি কিন্তু তার চেয়ে বেশি কিছু না”

আরিয়ান এগিয়ে এসে ইশা হাত ধরতে নিলে ইশা একটু দূরে গিয়ে দাঁড়িয়ে বলে,
“খবরদার কথায় কথায় এভাবে আমার গায়ে টাচ করবেন না। তাহলে খুব খারাপ হয়ে যাবে কিন্তু”

আরিয়ান ইশার দিকে তাকিয়ে বলে,

“ইশা প্লিজজজ আমাকে একটা সুযোগ দাও”

কিন্তু ইশা আরিয়ানের কথা শুনে না, মুখ ঘুরিয়ে চলে আসে।আজকে আরিয়ান কষ্ট পাচ্ছে!আরিয়ান যেদিন ওদের সম্পর্ক টাকে অস্বীকার করেছিল সেদিন ইশার এতটাই কষ্ট হয়েছিল।হয়তো আজকে আরিয়ান যে কষ্ট পাচ্ছে তার থেকে বেশি কষ্ট ইশা পেয়েছিল!

চলবে….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here