গোধূলী_আকাশ_লাজুক_লাজুক (পর্ব-৬) সিজন ২

#গোধূলী_আকাশ_লাজুক_লাজুক (পর্ব-৬)
সিজন ২
লেখক– ইনশিয়াহ্ ইসলাম।

১২.
মেহজা চোখ মুখ কুঁচকে বসে আছে বড় জানালাটার ধারে। চমক আর ফুপি একদিন থাকবে যদিও বলেছিল এখন বলছে এক সপ্তাহ থাকবে। ফুপিরা থাকবে এটা বেশ আনন্দের কথা। তবে আসল কথা হলো চমকের নাকি ইরফানকে বেশ পছন্দ হয়েছে। লাভ এট ফার্স্ট সাইট। মেহজা কেন যে বলতে গেল লোকটা অবিবাহিত! এখন চমক তাকে গুরু দায়িত্ব দিয়েছে। ইরফানের হোয়াটসঅ্যাপ নাম্বার নাকি তাকে এনে দিতে হবে। এইসব ধুর মার্কা কাজ কর্ম মেহজার পছন্দ নয়। একটুও নয়! রুটির সাথে যখন মুরগীর ঘন ঝাল ঝাল ঝোল মাখিয়ে খায়, তখন হঠাৎ করেই যে এলাচি মুখে পড়ে সেই এলাচিকে যেমন বিরক্ত লাগে তেমন বিরক্ত লাগে এইসব বিএফ/জিএফ এর ব্যবস্থা করে দেওয়ার কাজকর্ম। মেহজা বারবার নাকোচ করে দিয়েছে সে নাম্বার এনে দিবে না। নাম্বার চাওয়াটা অসভ্যর মতো হয়ে যাবে। তখন চমক ঘোষণা দিল সে নিজে নাকি নাম্বার জোগাড় করবে। সেই জন্য তার মা’কে নানা ভাবে বলে রাজি করিয়েছেন কিছু দিন আরো থাকতে। মেহজাকে স্পষ্ট বলে দিয়েছে নাম্বার না নিয়ে সে নাকি যাবেনা! মেহজার বাবা বললেন সামনেই রাফসানের জন্মদিন আছে। রাফসান নাকি বায়না ধরেছে একটা ছোট খাটো পার্টি দিতে। তো সেই উপলক্ষে তো আসবেই তাছাড়া পরে আসা আর এখন থেকে যাওয়া একই হলো। চমকের মা অর্থাৎ মেহজার ফুপি মানছিল না। মেয়ের হেয়ালি একটুও পছন্দ করেন না তিনি। মেয়েটির সামনেই পরীক্ষা। এখন এসব ফাঁকিবাজি করার মানে হয়? অবশেষে সবার জেদের কাছে হার মানলেন। চমক তো খুশিতে রীতিমত লাফাচ্ছে। মেহজা বুঝে পাচ্ছেনা এত খুশি হওয়ার কি আছে? অবশ্য সে এমন ক্রাশ টাশ খায়নি। সে খেয়েছে হলিউড নায়কদের উপরে ক্রাশ। আশেপাশের মানুষদের সে ঐভাবে দেখেই না ক্রাশ খাবে কী? তবে প্রসঙ্গ যখন ইরফানের তখন সে কেন যেন খুব মনোযোগ দিচ্ছে ব্যাপারটায়। আশ্চর্যজনক ভাবে তার চমককে বিরক্ত লাগছে। এমন তো হওয়ার কথা নয়!

বিকেলে চমক ঘুমিয়ে পড়েছিল তাই মেহজা শান্তিমত ইরফানদের বাসায় আসে। কারণ চমক বারবার বলছিল সে নাকি বিকেলে তার সাথে একবার যাবে। মেহজাও বলেছে যে প্রাইভেট পড়ার সময় তার পেছন পেছন যেন না যায়। তবুও চমক হুশিয়ার ছিল। বেশি হুশিয়ারির জন্যই এখন পড়ে পড়ে ঘুমাচ্ছে। মেহজা মনে মনে ভাবে একদম ভালো হয়েছে। মেয়েটা একটু বেশিই করছিল। সে মনের সুখে পড়তে গেল। আজ আবার ইরফানদের বাসায় আরেকটু বেশি এলাহি কান্ড। ফুল টুল দিয়ে ডেকোরেট করা। কোনো স্পেশাল কিছু নাকি? মেহজাকে হাসনা দরজা খুলে দেয়। তবে রোজকার মতো আর দাঁড়িয়ে থেকে মিটিমিটি হাসলো না। চলে গেল কেমন তাড়াহুড়ো করে রান্নাঘরের দিকে। মেহজা যেন এতেও হাঁফ ছেড়ে বাঁচলো। সে সিঁড়ি বেয়ে উপরে উঠছিল তখন শুনতে পায় কতগুলো মেয়ে কন্ঠের হাসির ঝংকার। ইমা ম্যামরা ছাড়া আর কে হবে! সে ওত একটা ভাবলো না। ইমার রুমে গিয়ে বসে রইল চুপচাপ। ইমা রুমে নেই। সেই নিয়ে মেহজার আহামরি কোনো মাথাব্যাথা নেই। না পড়ালেও তার চলবে। সে না হয় একটু সোফায় হেলান দিয়ে ঘুমিয়ে নিক। মেহজা একটু আরাম করে পেছনের দিকে হেলে মাথাটা নামিয়ে রেখে পেটে দুইহাত ভাজ করে চোখ বুজে নিল। তখনিই রুমে ধড়ফড় করে কেউ একজন ঢুকে পড়লো। মেহজা ভয় পেয়ে চোখ মেলে স্বাভাবিক হয়ে বসে। দেখে একজন নয় চারজন এসেছে। ইমা, ইকরা, ইনায়া এদের তিনজনকে তো চিনে গেল কিন্তু অন্যজন কে? তবে সেই অন্যজনটার চোখে ভালোই কৌতূহল দেখা যাচ্ছে। মেহজা বসা থেকে উঠে দাঁড়ায়। সবাইকে উদ্দেশ্য করে সালাম দিল। একে একে সবাই সালামের জবাব দিল। ইমা বলল,
-‘বসো বসো। দাঁড়াতে হবে না।’
মেহজা বসলো। ইকরা এসে তার পাশেই বসে। সেই কৌতূহলী চেহারার শাড়ি পরিহিতা রমণীর দিকে আঙুল কাঁত করে বলল,
-‘মেহজা ইনি আমাদের বড় আপা। তোমাকে ওইদিন বলা হলো না! আমেরিকায় থাকেন!’
-‘জ্বি আপু মনে পড়েছে।’
ইরা সামনে এসে দাঁড়ালো। মেহজা আরেকবার পরখ করে নিল। টিয়া রঙের সিল্কের শাড়ি অত্যন্ত চমৎকার ভাবে পরিধান করেছে, চুলে বেণুনী করেছে। মেহজা ভারী অবাক হলো! চুল তো হাঁটু ছোঁয়া লম্বা তার! এই যে এখন সামনের ড্রেসিংটেবিল এর টুলটা নিয়ে এসে বসল তখন তার ঐ লম্বা,ঘন চুল নজর কেড়েছে খুব! মেহজা দেখল এই মহিলার চোখে মুখে দারুন খুশি খুশি ভাব রয়েছে। মেহজার মামাতো বোন যখন আমেরিকা গেল তখন সে তার লম্বা চুল কেটে ফেলেছে। পিঠ সমান করেছিল বলেছে আমেরিকায় এত বড় চুল নিয়ে চলা দুষ্কর। পরে যখন আমেরিকা থেকে এলো তখন ঘাড় ছুইছুই চুল। তখন বলল,
-‘একদম ঝামেলা বুঝলি! আমেরিকান টিনএজার গুলো তো ছোট চুল নিয়ে চলেই সাথে বড় বুড়ি গুলোও চুল ছেটে ফেলেছে। যা অবস্থা! তাদের ভীড়ে লম্বা চুল বেমানান। তাই কেটেই ফেলেছি।’
মেহজার খুব দুঃখ হলো সেদিন। তার ফিহা আপুর চুল গুলো খুব পছন্দ ছিল। সিল্কি, স্ট্রেইট! তাছাড়া কী ঘন ছিল। এই যে এই ইরা আপুর মতোই। ইরা বলল,
-‘তুমি মেহজা?’
-‘জ্বি আপু।’
-‘ভালো আছো তো?’
-‘আলহামদুলিল্লাহ্ ভালো আছি। আপনি?’
-‘আমিও আলহামদুলিল্লাহ্। বাসার সবাই ভালো আছে তো?’
-‘জ্বি আল্লাহর রহমতে সবাই ভালো আছে।’
-‘এবার তো ইন্টার সেকেন্ড ইয়ার?’
-‘জ্বি।’
-‘প্রস্তুতি কেমন? সামনেই এইচএসসি না?’
-‘মোটামুটি ধরনের।’
-‘মোটামুটি হলে চলবে না। ভালো হতে হবে। আমাদের ইয়াজ অলওয়েজ ভালো প্রস্তুতি নিতো প্রত্যেকটা পরীক্ষায়।’
-‘আচ্ছা আপু।’

মেহজার এবার কিছুটা খারাপ লাগল। এরা সবগুলো বোন কেবল ইমা ম্যাম ছাড়া বাকি সবাই তাকে কেমন কেমন প্রশ্ন করে। পাত্রী দেখার মতোন। অসহ্যকর ব্যাপারটা। আর ঐ ইয়াজকে কেন টানলো? হতে পারে! সে ভালো হতেই পারে তাই বলে এভাবে মুখের উপর বলে লজ্জা দিবে? আর ইয়াজের কথা আসবেই বা কেন? ব্যাপারটা টিপিক্যাল পাশের বাসার আন্টিদের মতো হয়ে গেল। অবশ্য এ পাশের বাসার বা প্রতিবেশী আন্টি না হলেও প্রতিবেশী বাসার আপু ঠিকই। এতক্ষণে তা খেয়াল হলো! এমন স্বভাব প্রতিবেশীদের মধ্যে থাকা বোধ হয় বাধ্যতামূলক। যাই হোক! মন খারাপ হলেও বুঝতে দেওয়া যাবেনা। ইগো বলে একটা ব্যাপার আছে নাকি?

১৩.
ইমা আজ একটু বেশি সময় পড়িয়েছে। কালকে মেহজাদের ক্লাস টেস্ট আছে পদার্থবিজ্ঞান এর উপর। ইকরা বেশ কিছুক্ষণ ঝালাই ফালাই করে দিল তার মগজ। পরে ছুটি দিয়ে বলল,
-‘রাতে আর বেশিক্ষণ জাগবে না। আটটার মধ্যে খেয়ে নিবে দশটায় ঘুমাতে যাবে। ভোরে উঠবে। নামায পড়লে পড়বে আর সকালের আবহাওয়ায় একটু পড়াগুলো পড়বে। এতে পড়া মনে থাকে ভালো। বুঝলে?’
-‘জ্বি ম্যাম।’

মেহডা করিডোর পার করে যাচ্ছিল তখন তার ডাক পড়ে। ইরা ডাকছে। মেহজা মৃদু হেসে বলল,
-‘কিছু বলবেন আপু?’
-‘না বলব না। কিছু দেখানোর আছে। আসো।’
মেহজা দেখল তাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে ইমা ম্যামের পাশের রুমে। মানে তাদের আদরের ভাই ইরফানের রুমে। রুমে প্রবেশ করতেই এসির ঠান্ডা হাওয়া তার শরীর ছুঁয়ে দিল আলতো ভাবে। এসি তার সত্যিই অসহ্য লাগে। সে এই রুমে প্রবেশ করে লজ্জা পেল। কেন না তারা মা আর ভাই-বোন বসে আছে বিছানায় গোল হয়ে। অবশ্য ইরফান বিছানার ধারে বিন ব্যাগটায় পা ছড়িয়ে বসে আছে। মেহজাকে দেখে পা একটু গুটিয়ে নিল। মাহিমা বেগম বললেন,
-‘তখন চলে গেলে কেন? কিছু খেলেও না।’
ওহ মেহজার পেটের সমস্যা দুপুরেই ঠিক হয়েছে। ঔষুধ নেওয়ার পর তিনটার মধ্যেই সে সুস্থ।
-‘কাজ ছিল তো আন্টি। বাসায় মেহমান এসেছিল।’
-‘আছে এখনো?’
-‘জ্বি আমার ফুপি এসেছেন। থাকবেন কিছুদিন।’
-‘আমাদের বাসায় আসতে বলবে। আমিও ভাবছিলাম সময় করে একটু যাবো তোমাদের বাসায়।’
-‘আচ্ছা আন্টি। যাবেন কিন্তু।’
ইকরা বলল,
-‘এই মেহজা এদিকে এসো! আর ইমা আপা কোথায়?’
-‘ম্যাম রুমেই আছেন।’
-‘পিচ্চি জেগে আছে নাকি?’
-‘একটু আগেই ঘুম থেকে উঠেছে।’
-‘ওহ তাহলে এখন আর আসবে না। আচ্ছা যাই হোক! তুমি এদিকে আসো। দ্যাখো ইরা আপা তোমার জন্য কতকিছু এনেছে।’

কথাটা শুনে মেহজার চোখ কপালে। ইরা আপু তার জন্য আবার কী আনবে? কেনই বা আনবে? সে নড়ল না, ঠাঁই দাঁড়িয়েই রইল। ইনায়া ইকরাকে বলল,
-‘ব্যাগ খুলে দেখাবি তা না মুখে বলছিস শুধু।’
ইরা বলল,
-‘দেখি আমাকে ব্যাগটা দে। আমি দেখাচ্ছি সবকিছু।’

কালো রঙের ছোট খাটো একটা ট্রলি। মেহজা উৎসুক হয়ে চেয়ে আছে সেদিকে। ট্রলি থেকে কী বের হয় কে জানে! ইরা ট্রলি খুলল। দেখতে ছোট হলেও ভেতরে বেশ কিছু জিনিসে ঠাসা। মেহজা দেখল প্রথমেই চকোলেট এর বক্স। কিটক্যাট দেখে সে খুশি হলো। চকোলেট বলতে এই একটাই সে পছন্দ করে। চকোলেট গুলো নামিয়ে একটা শপিং ব্যাগ বের করা হলো। শপিং ব্যাগটা ইরা মেহজার হাতে ধরিয়ে দিয়ে বলল,
-‘তুমি খুলে দ্যাখো।’
মেহজা বই খাতা বিছানার একপাশে রেখে ব্যাগের ভেতর থেকে একটা জামা বের করল। গাউন! নেভি ব্লু রঙের, ঝিকমিক করছে এমন একটি গাউন। মেহজা শক খেল। এত দামি একটা গাউন! যদিও তার সামর্থ্য আছে এমন কিনে পড়ার তবে এটা তাকে গিফ্ট করা হয়েছে। তাও আবার এমন কেউ করেছে যার সাথে তার আগে থেকে পরিচয় নেই। মেহজা কিছুটা লজ্জিত হলো। বলল,
-‘এসবের কী দরকার আপু?’
-‘দরকার অদরকার এর কথা আসছে কেন? আমি কী তোমায় গিফ্ট দিতে পারিনা? তাছাড়া কেউ কিছু দিলে এমন মুখের উপর মানা করাও ঠিক নয় কিন্তু। ব্যাড ম্যানার্স!’
মেহজা চুপ করে গেল। ইকরা বলল,
-‘আরে বাকি জিনিস গুলো দেখবে না? দেখি দেখি!’
ইকরা নিজেই অন্যান্য প্যাকেট, বক্স বের করে নিল। একটা বক্সে ছিল হাই হিল! এত সুন্দর! একদম গাউনের সাথে ম্যাচিং করা। মেহজাকে ইনায়া বলল,
-‘দেখি পায়ে দিয়ে দেখাও তো! সাইজ ঠিক হয় কীনা?’
মেহজা পায়ে দিল। তাতে বেশ লম্বা হয়ে গেল। এমনিতেও সে খুব লম্বা। হিল পড়াতে তাকে আরো লম্বা লাগছে। ইনায়া বলল,
-‘বাহ দারুন তো। একদম পার্ফেক্ট!’
মেহজা মুঁচকি হাসে। ইকরা বলল,
-‘এই গাউনটা কিন্তু আমাকে পরে দেখাবে। ঠিক আছে?’
-‘আচ্ছা আপু।’
হঠাৎ করে মাহিমা বেগম ট্রলি থেকে ছোট একটি প্যাকেট হাতে নিয়ে বলল,
-‘এটা কী!’
বলেই তিনি প্যাকেট খুল ফেললেন। সবাই কৌতূহলী থাকলেও ইরা কিছুটা চমকে যায়। হাত বাড়িয়ে নিতে যাবে তবুও বিশেষ লাভ হলো না। তার আগেই মাহিমা বেগম ভেতরের জিনিসটা টেনে বের করে। মুখের সামনে মেলে ধরে নিজেই হতভম্ব হয়ে যায়। কালো রঙের ইনারের দিকে সবাই চোখ বড় করে তাকিয়ে আছে। তারপর সতর্ক দৃষ্টিতে ইরফানের দিকেও তাকায়। মেহজারও বোধ হয় খেয়াল হলো এখন যে ইরফানও আছে। সেও ইরফানের দিকে তাকাতেই খেয়াল করল ইরফান স্তব্ধ হয়ে সেই জিনিসের দিকেই তাকিয়ে আছে। সবাই যখন তার দিকে দৃষ্টিপাত করল সে বেশ বিব্রত হয়ে পড়ে। এদিক ওদিক মুখ ঘোরাতে থাকে। ইকরাও তখন চট করে মায়ের হাত থেকে সেটা টেনে নিয়ে নিল। বেশ দ্রুতই ইরফান বসা থেকে উঠে দাঁড়ায়। কোনো মতে বেড সাইড টেবিল থেকে মোবাইলটা নিয়ে রুম থেকে কে’টে পড়ে। এত কিছুতে মেহজার লজ্জায় কান থেকে ধোঁয়া বের হয়। ইরফান যাওয়ার কিছুক্ষণ পর ইকরা আর ইনায়া হো হো করে হাসতে থাকে। এমন মজার ব্যাপার বোধ হয় তারা আর দেখেনি! ইরা সব আবার ট্রলিতে ঢুকিয়ে দিয়ে বলল,
-‘ভেতরে আরো কিছু আছে। তুমি বাসায় গিয়ে দেখে নিও। ঠিক আছে!’
-‘আচ্ছা আপু।’
-‘ট্রলিটাও তোমাকে দিলাম। ফিরিয়ে দিতে হবে না কিন্তু।’
-‘ধন্যবাদ আপু। সবকিছু খুব সুন্দর।’
-‘তোমার পছন্দ হয়েছে?’
-‘অনেক।’

ট্রলিটা বেশ ভারি। এতক্ষণ টেনে আনতে অসুবিধা হয়নি। সিঁড়ি দিয়ে নামাতে বেশ বেগ পেতে হলো। ইরফান নিচেই লিভিং এর পাশে ছিল। মেহজাকে এই অসহায় অবস্থায় দেখে এগিয়ে এলো। মেহজার হাত থেকে ট্রলিটা নিয়ে সে ঝটফট নিচে নিয়ে এনে রাখে। মেহজা হা করে সেদিকেই তাকিয়ে থাকে। হঠাৎ করেই মেহজার মনে পড়ে সে ওখান থেকে খাতা আর বই আনেনি। তাই সে আবার রুমে যায়। ইকরা তাকে দেখেই বলে,
-‘কি হলো মেহজা!’
-‘আপু বই খাতা নিতে ভুলে গিয়েছিলাম।’
-‘ওহ কোথায় রেখেছ!’
মেহজা সব গুছিয়ে হাতে নিয়ে বলল,
-‘এইতো এখানেই।’
সে আবারও বিদায় দিয়ে আসতেই পেছন থেকে ইরা বলে,
-‘এই ইনারের সাইজ ঠিক হয় কিনা জানাবে। ইয়াজের জন্য তো খোলাখুলি ডিসকাস করতে পারলাম না।’
কথায় আছে না! যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ইরফান তখন আবারও কী মনে করে রুমের সামনে এসেছে! মেহজা রুম থেকে বের হতে দেখে সে দরজার সামনেই দাঁড়িয়ে আছে। চোখ মুখ কেমন যেন লুকিয়ে রাখছে। মেহজার লজ্জা তো লাগেই তারই সাথে লোকটার জন্য মায়া হয়। সে কিছু না করেও বারবার বিব্রত হচ্ছে। ধুরর। মেহজার আজকের দিনটাই খারাপ কাটছে মনে হচ্ছে। সব কেমন গোলমালে ভরা।

#চলবে।
(আপনারা মন্তব্য করতে কার্পন্য করেন। খুব বেশিই!)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here