ছায়া হয়ে থাকবো পাশে part-17

0
1036

ছায়া হয়ে থাকব পাশে
part ঃ 17
writer ঃ humayra khan

আহানঃ আল্লাহ মা কি বলছে এসব চারু শুনতে পেলে তো আমাকে ভরতা বানিয়ে দিবে।।(আনমনে)
আহানঃ মা আমার প্রচুর ঘুম পাচ্ছে।।।তুমিও তোমার রুমে ঘুমাও গিয়ে।(একটা হাম দিয়ে)
সাবিনাঃ আচ্ছা।।।তুই ভালো মতো ঘুমিয়ে পর।।
কথাটি বলে চলে গেল মিসেস সাবিনা আহানের রুম থেকে।।।
মিসেস সাবিনা আহানের রুম থেকে বের হয়ে গেলে আহান বিছানার সাথে মাথাটা হেলান দিয়ে-
উফফ বাবা বাচা গেল।।।
হঠাৎ আহানের কানে পানির আওয়াজ আসলে-
আহানঃ কি রে এতো রাতে কে গোসল করে তা আবার আমার ওয়াশরুমের ভিতরে???
হায় হায় চারু ওয়াশরুমের ভিতরে আমি তো ভুলেই গিয়েছি।
কথাটি বলে এক লাফে বিছানা থেকে উঠে পরল আহান।।
ওয়াশরুমের সামনে গিয়ে–
আহানঃ এই চারু দরজা খোল. এতো রাত বে রাতে গোসল করছিস কেন??? ঠান্ডা লেগে যাবে তো।
কথাগুলো আহান খুব আস্তে আস্তে বলছিল যার কারনে কথাগুলো কান পর্যন্ত পৌছাচ্ছিল না চারুর।
চারু কোন রিসপনস না করলে
আহান চারুকে জোড়ে ডাক দিতে যাবে
এর আগেই চারু ওয়াশরুমের দরজা টা খুলে দেয়।
চারু ওয়াশরুমের দরজা খুললে আহান খেয়াল করে চারুর পুরো শরীর পানিতে ভিজে আছে।।
আহানঃ এতোক্ষন ডাকছি আর তুই দরজা টা এখন খুললি?? আর কি ব্যাপার বল তো এতো রাতে গোসল করছিস তা আবার আমার ওয়াসরুমে।
গোসল তো আমার করা দরকার।।
চারু আহানের কথার কোন উত্তর না দিয়ে জোড়ে কান্না করতে শুরু করে দেয় বাচ্চা দের মতো করে।।।
আহানঃ তাড়াতাড়ি করে ওয়াসরুমে ঠুকে চারুর মুখ চেপে ধরে।
আহানঃ কি হয়েছে এই ভাবে কান্না করছি কেন?
কেউ শুনতে পেলে তো কিয়ামত হয়ে যাবে।?
আহান এই ভাবে চারুর মুখ চেপে ধরায় কিছু বলতে পারছেনা চারু
আহান খেয়াল করল চারু কিছু বলতে চাইছে কিন্তু আহান এই ভাবে মুখ চেপে ধরায় কিছু বলতে পারছেনা ও।
আহান তাড়াতাড়ি করে চারুর মুখ থেকে নিজের হাতটা সরিয়ে নিয়ে-
আহানঃ সরি সরি।।।।
চারু জোড়ে জোড়ে শ্বাস নিতে লাগল।
চারু ঃ এই ভাবে কেউ কারো মুখ চেপে ধরে।
একটু হলেই তো আমার ধম বন্ধ হয়ে যেত
আহানঃ সরি বলেছি তো।
এখন বল কান্না করছিলি কেন???
চারু ঃ আসলে ভাইয়া ( কান্নার মুখ করে)
আহানঃ কি???(ভ্রু কুচকিয়ে)
চারু ঃ আন্টি রুম থেকে যাওয়ার পর আমি ভাবলাম টি শার্ট টা ধুয়ে দেই।। কিন্তু পানিরকল টা এতো শক্ত ছিল যে ছাড়তে পারছিলাম না।
তাই জোড় দিয়ে কলটা ছাড়তে নিলে ভেঙে যায় আমার হাত থেকে।।।।
কথাটি বলে চারু কাঁদতে লাগে বাচ্চা দের মতো করে।
আহানঃ উফফ এতো সামান্য ব্যাপারের জন্য কাঁদতে হয়??
আহান চারুর কাছে গিয়ে ওর চোখের জলগুলো মুছে দেয়।
ওর মুখে এসে থাকা ভেজা চুল গুল সরিয়ে দিয়ে
তাকিয়ে থাকে ওর দিক এ। চারু ও আহানের চোখ এর দিক এ তাকিয়ে থাকে পলকহিন ভাবে।।
আর কল দিয়ে অনবরত পানি পরতেই থাকে।
সে পানিতে আহান চারু ভিজতে থাকে বেশ কিছুক্ষন ধরে।
হঠাৎ চারুর হাচ্ছি আসলে দুই জন এর ধ্যান ভাঙে।
আর সাথে সাথে চারু আহানের থেকে সরে দাঁড়ায়।
আহান ঃ উফ কি করছিলাম কি আমি??
চারু আমাকে কি ভাববে???
চারু ঃ আল্লাহ আমি তার দিক এ এই ভাবে তাকিয়ে ছিলাম কেন?? মনে চাইছিল এই ভাবেই তার চোখ এ ডুবে থাকি আমি….
না না চারু এই কি সব বলছিস তুই??
এই চিন্তা ভাবনা মাথায় আনাও ঠিক না তোর জন্য।
(আনমনে)
আহানঃ এই যে ম্যাম।
আহানের কথায় ভাবনার জগৎ থেকে বের হয়ে আসে চারু।।।।
চারু ঃ জ্বি।।।
আহানঃ সরো সামনের থেকে না সরলে আমি কল টা ঠিক করব কিভাবে??
চারু ঃ ওও হ্যা।।
তারপর চারু সরে দাঁড়ালে
আহান ওর প্যান্ট এর পকেট থেকে একটা রুমাল বের করে ওর ডান হাত টা দিয়েই পানি বন্ধ করার আপ্রান চেষ্টা চালিয়ে যেতে থাকে।।।কিন্তু কোন ভাবেই এক হাত ব্যাবহার করে আহান পেরে উঠে না।।
চারু ঃ ভাইয়া সরুন আপনি পারছেননা এক হাত দিয়ে?
আহানঃ তো কি করব বল?? দেখিস না বা হাতে ব্যান্ডেজ করা।।
চারুঃ তাই তো বলছি আপনি সরুন আমি করছি।।
আহান চারুর কথা শুনে জোড়ে জোড়ে হাসতে লাগে।।
চারু ঃ এই খানে হাসির কি হল যে আপনার এতো বেশি হাসি পাচ্ছে??
আহানঃ পারবি তো??( হেসে)
চারু ঃ হ্যা পারব।। এইটা আবার এমন কি কঠিন কাজ??যে পারবনা।
কথাটি বলে চারু আহানের হাত থেকে রুমালটা নিয়ে রুমাল দিয়ে পানি বন্ধ করার চেষ্টা চালাতে থাকে।।।
বার বার চেষ্টা করার পর ও চারুর হাতে আসে শুধু ব্যর্থতা।
আহানঃ হয়েছে চেষ্টা করা।
চারু আহানের কথা শুনে অসহায় দৃশটিতে তাকিয়ে থাকে।।
আহানঃ একটা কাজ করা যায়।। দুই জন মিলে এক সাথে try করার চেষ্টা করি
চারু ঃ গুড আইডিয়া।
তারপর আহান আর চারু এক সাথে মিলে চেষ্টা করতে থাকে।। অনেক চেষ্টা করে পানি বন্ধ করতে সফল হয় তারা।।।।
আহানঃ উফ ফাইনালি বন্ধ হয়েছে।
কথাটি বলে আহান চারু দিক এ তাকিয়ে জোড়ে জোড়ে হাসতে লাগল।
উফ চারু তুমি তো অর্ধেক গোসল হয়ে গিয়েছো
আসো তুমাকে পুরো গোসল করিয়ে দেই।
কথাটি বলে আহান চারু কাছে এসে ওর চুলগুল জোড়ে জোড়ে ঝাপটাতে থাকে যার কারনে আহানের চুলের পানি গুলো এসে চারুর মুখে গিয়ে পরে।
চারু আহান কে থামানোর জন্য ভুলক্রমে আহানের ব্যথার হাত টা ধরে বসে।
চারু ঃ সরি সরি আমি খেয়াল করিনি(কান্নার মুখ করে)।।
আহানঃ ইটস ওকে বাবা। আমি ব্যথা পাইনি।।
চারু ঃ পানিতে আপনার হাতের ব্যান্ডেজ টা ভিজে গেছে আসেন চেঞ্জ করে দেই।।
আহানঃ ওও হ্যা।।
চারু ঃ হুম হ্যা না করে চলেন তাড়াতাড়ি চেঞ্জ করিয়ে দেই না হলে প্রবলেম হবে।
আহানঃ হ্যা বাবা চল।
তারপর আহান আর চারু ওয়াসরুম থেকে বের হয়ে পরে।
ফাস্ট এড বক্স টা বের করে আহানকে বিছানায় বসিয়ে ওর সামনে হাটু গেড়ে বসে পরে চারু।।।
আহান শুধু এক পলকে চেয়ে থাকে ওর ভালোবাসার মানুষ টার দিক এ।।
চারু আহানের হাত টা ধরে-
ইস কি অবস্থা হয়েছে হাত টার??
আপনার ব্যথা করছে?????
ব্যথা না লাগলেও-
আহানঃ হুম অনেক বেশি ব্যথা করছে (অসহায় মুখ করে)
চারু আহানের কথা শুনে আহানের হাতে ফু দিতে লাগে।
চারু ঃ এখন ভালো লাগছে??
আহানঃ অনেক বেশিই ভালো লাগছে আমার।।
চারু আহানের কথা শুনে ভ্রু কুচকিয়ে ওর দিক এ তাকালে
আহানঃ আরে মানে বলতে চেয়েছিলাম। এখন ব্যথা একটু কম লাগছে(শুকনো একটা হাসি দিয়ে)
চারু আহানের কথা শুনে কিছু না বলে আহানের হাতে মলম লাগিয়ে তাড়াতাড়ি করে ব্যান্ডেজ করে দেয়।
চারু ঃ নেন হয়েছে ব্যান্ডেজ করা।।
কথাটি বলে চারু আহানের রুম থেকে বের হতে নিলে-
আহানঃ ওয়েট চারু
চারু আহানের কথা শুনে থেমে গিয়ে পিছনে ঘুরে তাকায়।।
আহান তোয়ালে টা হাতে নিয়ে চারুর ভিজা চুল গুলো মুছতে নিলে-
চারু ঃ ভাইয়া আমি করে নিব। আপনার কষ্ট করার দরকার নেই।।।
আহানঃ চুপ একদম চুপ
চারু আহানের কথা শুনে মুখে আঙুল দিয়ে রাখে।
তারপর আহান নিজেই ওর এক হাত দিয়ে চারু ভিজা চুল গুলো মুছে দেয়।
আহানঃ হুম এখন তুমি যেতে পার। নিজের রুমে গিয়ে তাড়াতাড়ি করে গিয়ে নিজের জামা টা চেঞ্জ করে নিবে।এই ভিজা কাপড়ে বেশিক্ষন থাকলে তোমার সর্দি লেগে যাবে।
চারু আহানের কথা শুনে মাথা নেড়ে রুম থেকে চলে যেতে নিলে।
আহান ঃ চারু….
চারু ঃ আবার কি??
আহানঃ……

চলবে………

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here