ছায়া হয়ে থাকবো পাশে part-3

0
1902

ছায়া হয়ে থাকবো পাশে
part ঃ 3
writer ঃ humayra khan

কারন আমি বুঝতে পেরেছি। আমি তোমার পাশে বসায় অনেকটা আনইসি ফিল করছিলে।আর আমি চাইনা আমার কারনে তুমি অসস্তিবোধ করো। মনে মনে
আহানঃ আসলে কি…
চারু ঃ হুম বলেন শুনছি আমি।
আহানঃ হঠাৎ করে আমার হাটতে ইচ্ছে করছে তাই।
চারু আহানের কথা শুনে আর কিছু বললো না।
দুই জন এ পাশাপাশি হাটতে লাগল।
রাস্তায় ফুচকা গাড়ি দেখতে পেয়ে চারু চেচিয়ে বলে উঠল
ফুচকা।
আহান চারুর কথা শুনে ভ্রু নাচিয়ে তাকালো ওর দিক এ।
আহানঃ কি খাবা??
চারুঃ না না।আমি তো এমনি বললাম (শুকনো একটা হাসি দিয়ে)
আহানঃ বাট। আমি তো খাবো। আই লাভ ফুচকা।
কথাটি বলে আহান ফুচকার গাড়ি দিক এ হাটা দেয়।
চারু ও আহানের পিছে পিছে যেতে থাকে।
ফুচকার গাড়ির সামনে এসে –
আহানঃ মামা দুই প্লেট ঝাল করে ফুচকা দিন তো।
চারু অবাক হয়ে চেয়ে থাকে আহানের দিক এ।
আহানঃ কি আমার দিক এ এইভাবে চেয়ে আছো কেন
আজ কি আমাকে অনেক বেশি সুন্দর লাগছে??
যদিও আমাকে অলওয়েস ই সুন্দর লাগে। (এটিটিউড নিয়ে)
চারুঃ আচ্ছা আপনি না বাসায় কাকিমা কে বললেন যে আপনি এখন ঝাল খাওয়া পছন্দ করেননা।এখন ঝাল দিয়ে ফুচকা অর্ডার করলেন( সন্দেহ চোখে)
আহানঃ খাইসি ধরা।এখন কি বলবো?? ভাব আহান ভাব। মনে মনে
আরে বললাম না বাসায়। মানুষ এর পছন্দ সময়ের সাথে সাথে বদলায়। কিছুক্ষন আগে আমার ঝাল ভালো লাগতো না।এখন ঝাল টাইপ কিছু খেতে ইচ্ছে করছে।
চারু ঃ তাই বলে এতো তাড়াতাড়ি বদলায়(অবাক হয়ে)
আহানঃ কথা না বলে ফুচকা খাও। চারুর হাতে ফুচকার প্লেট ধরিয়ে। নিজেও একটা ফুচকার প্লেট হাতে নিয়ে
দুইজনে খাওয়া শুরু করলো। খাওয়ার মাঝে চারু চিল্লিয়ে বলে উঠলো পানি পানি।পানি খাবো
আহান খেয়াল করলো ঝালে চারুর চোখ মুখ পুরো লাল হয়ে আছে।
তাই নিজের খাওয়া ছেরে দিয়ে তাড়াতাড়ি একটা দোকান থেকে চারুর জন্য পানি এনে দিলো।
চারুর এতোটাই ঝাল লেগেছিল যে ঢক ঢক করে পুরো
পানি শেষ করে দেয়।
চারুর এইভাবে পানি খাওয়া দেখে আহান ওর দিক এ তাকিয়ে মুচকি মুচকি হাসতে থাকে।
চারু ঃ সরি পুরো পানি শেষ করে দিলাম(মাথা নিচু করে)
আহানঃ ঃ সম্যসা নেই চলো।

তারপর আহান ফুচকার বিল পে করে আবার হাটা দেয়
দুইজন মিলে।
আহানঃ অনেক রাত হয়ে গেছে। চলো বাসায় চলে যাই।
চারু ঃ আপনি বললেন মার্কেট যাবেন কোনো কাজে??
আহানঃ একদিনে কতো মিথ্যা বললাম। সরি আল্লাহ আকাশের দিক এ তাকিয়ে মনে মনে
কাল যাব নে।আজ অনেক ক্লান্ত লাগছে।আর বেশি হাটতে পারবো না।
দাঁড়াও driver আংকেল কে ফোন দি।কথাটি বলে আহান ফোন দেয়
আহানঃ হ্যালো। আংকেল গাড়িটা একটু নিয়ে আসো
তো
ডাইভারঃআহান বাবা একটা গাড়ি তো বড় সাহেব নিয়ে গেল কিছুক্ষন আগে।আরেকটা গ্যারেজ এ।আমি আপনার বাইকটা নিয়ে আসি??
আহানঃ বাইকে আমার পাশে বসতে তো চারু আরও বেশি আনইসি ফিল করবে।আর আমাকে বলবেওনা।মনে মনে
আহানঃ না আংকেল থাক লাগবেনা।রাখি।
কথাটি বলে আহান ফোন কেটে দেয়।
আহানঃ চলো চারু আজ হেটে হেটেই বাসায় যাব।
তাছাড়া বাসা তো কাছেই।
চারু ঃআপনি বললেন আপনার কষ্ট হচ্ছে হাটতে?
আহানঃ তোমার জন্য এই ছোট খাটো কষ্ট আমি হেসে হেসে সইতে পারবো। মনে মনে
আমার মুড সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয়।বুঝলে?
চারুঃ হুম বুঝলাম।(মুখ বাকা করে)।আজব মানুষ। মনে মনে।
দুইজন এ হাটতে থাকলে হঠাৎ আহান খেয়াল করলো চারু ওর পাশে নেই। পিছনে ঘুরে তাকালে দেখে চারু ভিড়ের মাঝে থাক্কা থাক্কি খাচ্ছে।
আহান তাড়াতাড়ি করে গিয়ে চারুকে ভিড়ের মাঝখান থেকে নিয়ে আসে।
এক সাইেড চারুকে দাঁড় করিয়ে..
আহানঃ এই মেয়ে তোমার সম্যসা কি।মেয়ে মানুষ হয়ে পিছনে পিছনে হাটছো। কিছু হয়ে গেলে কি হবে।
যাও আমার সামনে হাটো।
কথাটা আহান একটু চেচিয়ে বললে
ভয়ে চারু কান্না করার মতো অবস্থা।
আহান তা খেয়াল করলে-
সরি সরি। আর চেচিয়ে কথা বলবো না তোমার সাথে।
প্লিজ কান্না করোনা। এই দেখো নিজের কান ধরে সরি বলছি। তুমি চাইলে আমি উঠ বস ও করতে রাজি তাও কান্না করোনা তুমি( দুই কান ধরে)
আহান এই ভাবে রাস্তায় দাড়িয়ে নিজের কান ধরায়
চারুর বেশ হাসি পায়।আর হো হো করে হেসে উঠে।
আহানও চারুর সাথে তাল মিলিয়ে হাসতে থাকে।
হঠাৎ একটা দশ বারো বছর এর মেয়ে এসে-
ভাইয়া ভাইয়া একটা গোলাপ ফুল নিন না আপু মনির জন্য।
সকাল থেকে একটাও বিক্রি করতে পারিনি।
আহানঃ তাই নাকি ছোট আপু( মেয়েটির মাথায় হাত বুলিয়ে।
মেয়েটিঃ হুম।। ভাইয়া। নিন না একটা।
আহানঃ তুমি আমাকে একটা নয় সব গুলোই দিয়ে দাও।
চারুঃ এই করছেন কি আমি বাসায় এতো ফুল নিয়ে গেলে আন্টি আমাকে নানান পশ্ন করবে।
আহান ঃ কে বলেছে আমি ফুল গুলো তোমার জন্য কিনছি?
চারু ঃমানে??
আহান মেয়েটির থেকে সব ফুল নিয়ে মেয়েটির হাতে পাঁচশ টাকা ধরিয়ে দেয়।তারপর ফুল গুলো নিয়ে একটা ফুলের থেকে একটা পাপড়ি ছিড়ে সব ফুল গুলো পিচ্চি মেয়েটার হাতে দিয়ে দেয়।
মেয়েটিঃ ভাইয়া ফুল গুলো আমায় দিয়ে দিলেন কেন?
নিবেন না আপনি?? (কান্নার কন্ঠে)।
আহানঃ হুম নিলাম তো। নিয়ে একটা ছোট কিউট পরীকে গিফট করলাম। আর সেই পরীটা হলো তুমি
(মেয়েটির গাল দুটো টেনে)
আহানের কথা শুনে মেয়েটি অনেকটা খুশি হয়ে যায়।
মেয়েটিঃ ভাইয়া আপনি অনেক ভালো আর কিউট ও
আহানঃ তাই নাকি বাট তোমার চাইতে একটু কম
কথাটি বলে আহান মেয়েটির কপালে চুমু একে দেয়।
মেয়েটি চলে গেলে আহান চারুর হাত এ ফুলের পাপড়ি টা ধরিয়ে দিয়ে-
আহানঃ নাও এই ছোট পাপড়িটা তোমার জন্য।
( আমি চাইনা মা তোমার হাতের ফুল গুলো দেখে তোমাকে নানান প্রশ্ন করুক। তাই নিজের ভালোবাসার মানুষটাকে একটা পাপড়িই না হয় দিলাম।)।মনে মনে।
চারু ফুলের পাপড়িটা নিয়ে আহানের দিক এ অপলক
দৃশটিতে চেয়ে থাকে।
আহানঃ এই ভাবে তাকিয়ে আছো কেন?(ভ্রু নাচিয়ে)
চারু ঃ না এমনি। চলেন।
আহানঃ হুম তুমি আমার আগে আগে হাঁটো আমি তোমার পিছনে
চারু আহানের কথা মতো হাটতে শুরু করে।
এইভাবে চারু আগে আর আহান ওর পিছনে ছায়ার মতো হেটে হেটে বাসায় চলে আসে।
বাসায় এসে আহান ক্লান্ত হয়ে সোফায় বসে পরলে মিসেস সাবিনা আহানের মাথায় হাত রেখে
সাবিনা ঃ কি রে বাবা তোকে এতো ক্লান্ত লাগছে কেন?
আহানঃ মাকে যদি বলি বাসায় পায়ে হেটে আসছি তাহলে সে নানান প্রশ্ন করবে।মনে মনে
কই না তো আমি মোটেও ক্লান্ত নই।বাইরে থেকে আসছি তো তাই হয়তো আমাকে দেখে তোমার ক্লান্ত মনে হচ্ছে। আচ্ছা মা আমি ওয়াসরুমে যাই ফ্রেশ হতে। কথাটি বলে চলে যায় আহান।

ডায়নিক টেবিল…….
সবাই ডিনার করতে বসলে চারু সবাইকে তরকারি বেরে দিয়ে চলে যেতে নিলে মিরাজ সাহেব চারুকে ডেকে
মিরাজঃ কোথায় যাচ্ছিস চারু মা। আমাদের সাথে বস।
মিসেস সাবিনা মিরাজ সাহেব এর কথা মাঝ খানে বলে উঠে শুধু ওকে ডাকছেন কেন আপনি বাসার সব চাকর বাকর কেও ডাক দেন
তারপর সব চাকর বাকরদের নিয়ে এক সাথে একই টেবিলে খাবার খাই( চোখ মুখ কালা করে)
মিরাজ সাহেব তার বউ এর কথায় রেগে মেগে উঠে।
তোমার কি মাথা ঠিক আছে সাবিনা তুমি বাসার সার্ভেনট দের সাথে চারুর তুলনা করছো?
সাবিনা ঃ চারু আর বাসার চাকরদের মধ্যে পার্থক্য আছে নাকি।
আহান ওর মার বলা কথা সইতে না পেরে দাঁড়িয়ে পরে
সাবিনা ঃ কিরে বাবা তুই দাঁড়িয়ে পরলি কেন
ডিনার করবিনা
আহানঃ উফ দেখো না মা।এই চারু আমার প্লেট এ গরুর মাংস বেরে রেখেছে। আর গরুর মাংস খেলে আমার এলার্জি প্রবলেম হয়।
কথাটি বলে আহান তার প্লেটটি চারুর হাত এ ধরিয়ে
আহানঃ মায় ঠিকই বলেছে আমাদের সাথে খেতে পারবিনা তুই। প্লেট টা নিয়ে সোফায় বসে খা।
সাবিনা ঃ তোর আবার এলার্জি প্রবলেম হলো কবে থেকে।
আহানঃ আজ থেকে।
সাবিনা আহানের কথা শুনে ভ্রু কুচকিয়ে ওর দিকে তাকালে
আহানঃ না মানে। বলতে চেয়েছিলাম। যে আজ থেকে কয়েক বছর আগে থেকে।দেশের বাইরে যাওয়ার পর থেকে( শুকনো হাসি হেসে)
চারু এখনো দাঁড়িয়ে আছে দেখে আহান বলে উঠল
এই মেয়ে তুমি এখনো দাঁড়িয়ে আছো।যাও এখান থেকে।(চিৎকার দিয়ে)
আহানের থমক শুনে চারু চলে যায়।আর সোফায় বসে খাবার খেতে থাকে।
সাবিনা ঃ জানিস গরুর মাংসের দাম কত বেড়ে গেছে আর তুই এতো গুলার মাংসের টুকরা ওকে দিয়ে দিলি
আমাকেও তো দিতে পারতি
আহানঃ মা। আমার তো মনে হয় তুমি আমাকে ভালোই বাসোনা। সারা দিন চারুকে নিয়েই কথা বলতে থাক।ওর কথা বাদ দাও তো।
আমাকে তুমার নিজের হাতে খাইয়ে দাও আজ।
মিসেস সাবিনা তার ছেলের কথা শুনে ওকে খাইয়ে দিতে থাকে।
আহান ফাকে ফাকে আড়চোখে চারুকে দেখে যাচ্ছে বার বার।
মিসেস সাবিনা ভাতের লোকমা আহানের সামনে নিয়ে আসলে আহানের সেই দিক এ খেয়ালই নেই
সে তো চারুরকেই দেখে যাচ্ছে।
সাবিনা ঃ কি রে আহান আমি হাতে ভাত এর লোকমা নিয়ে বসে আছি।তুই ও ই খানে কি দেখছিস
মায়ের কথা শুনে আহানের গলায় খাবার আটকে যায়
আর সে জোড়ে জোড়ে কাশতে থাকে।তাড়াতাড়ি এক গ্লাস পানি খেয়ে নেয় ও।
আহানঃ আসলে মা…….

চলবে……

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here