তুমি আছো তাই পর্ব – ০৭

গল্প – তুমি আছো তাই
পর্ব – ০৭
লেখিকা – নৌশিন আহমেদ রোদেলা

গাড়ির দরজা খুলতে গিয়ে বুঝতে পারলো গাড়ির দরজা লকড্।। নিশির প্রাণপাখি যেনো নিশির মাঝে আর নেই,,সে ভয়ের চোটে আশেপাশে ছুটাছুটি করছে।।।সে নিশ্চয় কিডন্যাপ হয়ে গেছে।। এবার কি হবে???ওকে যদি মেরে ফেলে??নিলয় নিশ্চয় ওকে না পেয়ে,, সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে করে নিবে,,,,নাহ এটা তো নিশি কখনো হতে দিবে না।।দরকার হলে ভূত হয়ে ঘাড়ে চেপে বসবে তবু পিছু ছাড়বে না।।কিছুক্ষণ চিৎকার চেঁচামেচি করার পর নিশি বুঝতে পেরে গেছে,,, তার আওয়াজ বাইরে পর্যন্ত পৌঁছাচ্ছে না,,শুধু শুধু চেঁচিয়ে এনার্জি ওয়েস্ট করার কোনো মানে হয় না।।।অন্য কিছু ভাবতে হবে,,,মারাত্মক একটা প্ল্যানিং করতে হবে।।কিন্তু কি করবে,,,সেটাই তো মাথায় আসছে না।।নিশি বসে বসে এসবই ভাবছিলো হঠাৎ বুঝতে পারলো,,কেউ একজন গাড়ির দরজা খুলছে,,,,নিশি তো ভয়ে রীতিমতো কাঁপা-কাঁপি শুরু করে দিয়েছে।।সে ডিসিশন নিয়ে নিয়েছে,, এতো সহজে কিডন্যাপারকে ছেড়ে দেওয়া চলবে না,,,,আক্রমন করতে হবে,,,এবার সে লেডিস অস্ত্র ইউজ করবে,,,,নিশি চোখ খিঁচে বন্ধ করে সাহস সঞ্চয় করতে লাগলো,,,পাশে কেউ বসেছে বুঝতে পেরেই তার উপর ঝাঁপিয়ে পড়ে সম্পূর্ণ শক্তি দিয়ে খামচি দিতে লাগলো,,,

হোয়াট দ্যা হেল নিশু,,,(রাগী কন্ঠে)

পরিচিতি কন্ঠ শুনে চোখ পিটপিট করে মানুষটার মুখের দিকে তাকালো নিশি,,,এমা একি এতো নিলয়,,,

আপনি?????(চেঁচিয়ে)

হ্যা,, আমি,,,কেন?? অন্য কাউকে আশা করেছিলে??(দাঁতে দাঁত চেপে)

হ্যা,,তা তো করেছিলাম(বিরবির করে)

কি বললে??(ভ্রু কুচঁকে)

নাহ,,বলছিলাম যে,,,যে,,,(কনফিউজড হয়ে)

হুম,,, সেটাই কি বলছিলে??(ভ্রু নাচিয়ে)

আপনি,,আমাকে এতো রাতে এখানে এনেছেন কেন??আর কিভাবে আনলেন??উইথআউট পারমিশন কাউকে এভাবে তুলে আনা রীতিমতো অন্যায়,,,,হুহ(রাগী চোখে)

আরে তোমার সাথে কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করছিলো,,,তাছাড়া তুমিই একদিন বলছিলে শীতের রাতে আইসক্রিম খাওয়ার মজাই আলাদা,,তাই ভাবলাম ট্রাই করে দেখা যাক।।বাট মহারানী তো ঘুমুচ্ছিলেন।।।আর ঘুমন্ত অবস্থায় এত্তো কিউট লাগছিলো যে ডাকতেই মন চায় নি,,,(দুই গাল টেনে)তাই কোলে তুলে নিয়ে চলে এলাম,,,,তুমি বড্ড ভাড়ি,,তোমাকে নিয়ে ব্যালকনি দিয়ে নামতে গিয়ে হাত- পা ব্যাথা হয়ে গেছে,,,উফফফ(হাত পা ছড়িয়ে দিয়ে)

হোয়াটটটটটট????আপনি আজও ব্যালকনি দিয়ে আমার রুমে ঢুকেছিলেন?(রাগী চোখে তাকিয়ে) আবার আমাকেও ওই দিক দিয়ে নামিয়েছেন??আল্লাহ,,,যদি পড়ে গিয়ে মরে যেতাম,,,????

চুপপপ,,,মাইর দিবো একটা।।ওলওয়েজ উল্টা-পাল্টা কথা।।আমি তো ছিলামই,,আমি থাকতে তুমি পড়ে যাবা? ইম্পসিবল,,,, গট ইট??(নিশির নাক ধরে হালকা টান দিয়ে)

হুহহ,,,,(মুখ ভেঙিয়ে)

হয়ছে মুখকে আর টিকটিকির মতো না করে,, আইসক্রিম খাও,,গলে যাচ্ছে(মুচকি হেসে)

কি??কি বললেন আপনি??আমার মুখ টিকটিকির মতো??(রাগী কন্ঠে)

আমি কখন বললাম??(অবাক হওয়ার ভান করে)

এইতো এখনই বললেন,,,

কই না তো,,,তুমি ভুল শুনছো(মুখ চেপে হেসে)

একদম মিথ্যা বলবেন না,,বলে দিলাম……

আরে বাবা,,,তাড়াতাড়ি আইসক্রিম হাতে নাও তো৷,,, যেতে হবে।।জানো ১২ টা বাজতে ১০ মিনিট বাকি,,,আর ঠিক ১২ টায় নাকি এখানে সাদা শাড়ি পড়া একটা মেয়েকে দেখা যায়,,,,

তো??(বাচ্চাদের মতো মুখ করে)

নিশিকে একদম বাচ্চাদের মতো লাগছে,,নিলয়ের ইচ্ছা করছে,, নিশিকে খুব করে আদর করে দিতে,,,কিন্তু নিজেকে সামলে নিয়ে সামনের দিকে তাকিয়ে বললো,,,

ওটা যে সে মেয়ে না,,,অতৃপ্ত আত্মা,,,

কিহহহহহ??

বলেই লাফিয়ে নিলয়ের গাঁ ঘেষে বসলো।।নিলয় এমনি নিজেকে সামলাতে পারছে না,,,আর এই মেয়ে আরো ওর কাছে আসছে।।।মেয়েটা সত্যি কি কিছুই বুঝে না,??এতো টা অবুঝ কেন??নিলয় এখন উল্টা পাল্টা কিছু করতে চাচ্ছে না,,তাই শক্ত কন্ঠে বললো,,,,

গাঁয়ের সাথে লেগে বসছো কেন?সরে বসো,,,,

নিশি খুব অপমানিত বোধ করলো,,,, এভাবে বলার কি আছে??সে মোটেও শখ করে বসে নি,,,,ভয় লাগছিলো তাই বসেছে,,,আর নিজে যে ওকে কোলে তোলে এখানে নিয়ে এসেছে,,,নিশি কি কিছু বলেছে??হুহ,,,নিশি মুখ ফুলিয়ে সড়ে বসলো,,আর বিরবির করতে লাগলো,,,,আধা ঘন্টা হলো গাড়ি চলছে,,,কোথায় যাচ্ছে সে দিকে নিশির খেয়াল নেই,,,সে বাচ্চাদের মতো আইসক্রিম খাচ্ছে,,,,নিলয় আড়চোখে দেখছে আর মিটিমিটি হাসছে,,,আইসক্রিম শেষ করে নিশি গাড়ির সিটে পা তুলে বসে বাইরে তাকিয়েই দিলো এক চিৎকার,,,

আআআআআ,,,,এই এই আপনি আমাকে কই নিয়ে যাচ্ছেন??আল্লাহ,,,এই জঙ্গলের মধ্যে দিয়ে কোথায় যাচ্ছি আমরা??আপনি আমাকে মেরে ফেলবেন না তো??হায় আল্লাহ,,এখন কি হবে আমার???(ন্যাকা কান্না করে)

লাইক সিরিয়াসলি?? তোমার মাথায় কি ওলওয়েজ এসব ফলিস চিন্তা ভাবনা ঘুরে??(বিরক্তি নিয়ে)

একদম কথা ঘুরাবেন না,,,আমাকে মেরে জিঙ্গলে ফেলে দেওয়ার প্লেন ছিলো আপনার??তাই এতো আদর করে আইসক্রিম খাওয়ালেন,,,,এ্যা,,,এ্যা,,,আমার আগেই বোঝা উচিত ছিলো,,,

এবার নিলয় রেগে গেলো,,,গাড়িটা সাইড করে দাড় করিয়ে,,কয়েক টুকরো কাপড় দিয়ে নিশির হাত-পা আর মুখ বেঁধে দিলো।।।এবার নিশি আরো ভ্যাবাচ্যাকা খেয়ে গেলো,,,ছুটাছুটি করার চেস্টা চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত,,,,আরো ১০ মিনিট পর গাড়ি থামলো,,,আরো দু’মিনিট পর নিলয় বেরিয়ে এসে নিশিকে কোলে তুলে নিলো,,,,কিছুক্ষণ হাঁটার পর নামিয়ে দিয়ে হাত-পা আর চোখের বাঁধন খুলে দিলো,,,,,অনেকক্ষন পর চোখ খোলা পেয়ে,,চোখ মিটমিট করে তাকালো নিশি।।আর তাকিয়েই অবাক হলো,,,,নিশি একটা রুমে দাঁড়িয়ে আছে,,,রুমটা অসম্ভব সুন্দর করে সাজানো,,গোলাপের পাপঁড়ির ঘনত্বে ফ্লোরটা ঢেকে আছে।।চারদিকে বেলুনের ছড়াছড়ি,,,একটু ডিসটেন্স রেখে,,বেলীফুলের মালা ঝুলে পড়েছে ছাদ থেকে,,,তাতে বিভিন্ন রঙের কার্ড ঝুলে আছে,,,নিশি এগিয়ে গিয়ে এক এক করে খুলে দেখতে লাগলো,,,সবকটা কার্ডে বিভিন্ন শেপে লেখা,,,”ভালোবাসি”….আরেকটু সামনে এগোতেই দেয়ালে বড় করে লেখা,,,”তুমি আছো তাই,,আমি তোমাতে হারায়”।।।।নিশি মনের অজান্তেই হেসে দিলো,,,চোখ থেকে টপ করে দুই ফোঁটা জল গড়িয়ে পড়লো,,,আজ সে ভীষন খুশি,,,ভীষন,,,এই দিনের অপেক্ষায় তো কেটেছে কতো রাত।।।হঠাৎ নিলয়ের কন্ঠ পেয়ে পিছনে ফিরে তাকালো নিশি,,,হাঁটু গেড়ে বসে আছে নিলয়,,,

নিশু,,,আমি জানি না তুমি কতোটা পার্ফেক্ট,,না আমি জানতে চাই,,,আমি শুধু তোমার ইম্পারফেক্ট জিনিসগুলোতেই মুগ্ধ থাকতে চাই সারাটি জীবন।।।আমি তোমার মায়াবি হাসিটার কারন হতে চাই,,,তোমার কান্নার প্রতিটি ফোঁটায় আমার নাম খোঁজে পেতে চাই,,,তোমার স্নিগ্ধ চাহনীতে আমার জন্য একফোঁটা ভালোবাসা দেখতে চাই,,,দেবে কি আমায় এক টুকরো ভালোবাসা???

নিশি কান্না মাখা চোখদুটি মুছে মাথা ঝাঁকিয়ে হাত বাড়িয়ে দিলো,,

নিলয় মুচকি হাসি দিয়ে নিশির হাতে রিংটা পড়িয়ে,, পরম আবেশে,,নিজের সাথে জড়িয়ে নিলো নিলো নিশিকে,,ফিসফিসিয়ে বলে উঠলো,,,

নিশু,,আমার চাওয়ার কথাটা তো বললাম,,তোমারটা তো বললে না,,,,নিশি চোখ মুছে,,নিলয়ের চোখের দিকে তাকিয়ে মুচকি হেসে বলতে শুরু করলো,,,

বৃষ্টিভেজা সন্ধ্যায় কফির কাপে চুমুক দিয়ে তোমার সাথে দুষ্টুমিষ্টি খুনশুটিতে মেতে উঠতে চাই,,,মন খারাপের দুপুর বেলায় হঠাৎ তোমার স্পর্শে চমকে উঠতে চাই,,ছুটির দিনের বৃষ্টিতে একগুচ্ছ কদমফুল হাতে ভিজে একাকার তোমায় দেখতে চাই,,,,, কি দেবে আমায় এই সুযোগ???(লজ্জা মাখা হাসি দিয়ে)

নিলয় অবাক দৃষ্টিতে নিশির দিকে তাকিয়ে আছে,,,,
…………..
………………..
[বাকিটা পরবর্তী পর্বে……]

#তুমি_আছো_তাই #নৌশিন_আহমেদ_রোদেলা #গল্পের_ডায়েরি #রোদেলা #GolperDiaryOfficial

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here