তুমি আমার স্বপ্নচারিণী পর্ব-২৩ ২৪

0
937

তুমি আমার স্বপ্নচারিণী

উম্মে হাবিবা তনু

Part:23

মাহিম অপলার ক্যাম্পাসের সামনে দাড়িয়ে আছে।কিছুক্ষণ আগে মৌনতা ওকে msg করে জানিয়েছে অপলা আজ কলেজে এসেছে।সেদিন মনে করে ওর নাম্বারটা মৌনতাকে দিয়েছিল।এখন শুধু অপেক্ষা ওর স্বপ্নচারিণীর মুখোমুখি হওয়ার।মনে মনে গুছিয়ে নিচ্ছে কি বলবে।একবার ভেবেছিল নিঝুমকে দিয়ে বলাবে। নিঝুমকে নিয়েই তো তার স্বপ্নচারিণী অন্য কিছু ভাবছে ,ওকে দিয়ে বলিয়ে নিলেই ভালো হতো।কিন্তু পরে ভাবলো কোনো মাধ্যম বা তৃতীয় ব্যক্তির কোনো বিশ্বাস নেই।বলবো এক বুঝাবে আরেক।তখন উল্টে ঘেঁটে ঘ হয়ে যাবে।

অপলা বের হয়ে মাহিমকে দেখলো।তবুও না দেখার ভান করে হাঁটছে।তখনই মৌনতা বলল ওর বাসায় খুব তারা আছে।বলেই যেনো পালিয়ে গেলো।অপলা গেট দিয়ে বের হয়ে ড্রাইভারকে কল করবে তখনই মাহিম সামনে এসে দাড়ালো।অপলা পাশ কেটে চলে যেতে নিল।কিন্তু মাহিম কোনো কিছু না ভেবে খপ করে অপলার হাতটা চেপে ধরলো।অপলা যতটা না অবাক হয়েছে তার চেয়ে বেশি শকড হলো। কারেন্ট বয়ে গেলো যেনো ওর মধ্য দিয়ে। এ কোন অনুভুতি হচ্ছে তার?আর কত অজানা অনুভুতির সাথে পরিচয় করবে এই অদ্ভুদ ছেলেটি।

মাহিম হাত ধরেই আছে,প্লিজ আমার কয়েকটা কথা শুন।খুব বেশি কিছু বলবো না।অপলা হাত ছাড়ানোর চেষ্টা করছে।দেখো তুমি আমাকে ভুল বুঝছো।প্লিজ হাতটা ছাড়ুন।সবাই দেখছে না জানি কি ভাবছে।হাত ছাড়বো তার আগে তুমি আমার সাথে নিরিবিলি কোথাও একটা যাবে ।আপনার সাথে নিরিবিলি কোথায় যাবো মানে?বেশি দূরে না।সামনে পার্কেই চলো।আগেতো হাত ছাড়ুন।হাত ছাড়বো আগে চল।যাবো, হাতটা তো ছাড়ুন।মাহিম হাত ছেড়ে দিল।

দুজনে পাশাপাশি হাঁটছে।দুজনেই চুপ।যেনো মুখে সুপারগ্লু এটে দিয়েছে।পার্কে এসে দুজন দাড়ালো।মোটামুটি নির্জন একটা জায়গা দেখে বসলো একটা বেঞ্চিতে। মাঝে অনেকটাই দুরত্ব রেখেছে দুজনই।দুজনেই সামনে মুখ করে আছে।কেউ কারো দিকে তাকাচ্ছে না।

আমাকে এইখানে কেনো আনলেন?তোমার সাথে আমার কিছু important কথা আছে।আমারতো আপনার সাথে কোনো important কথা থাকতে পারে না।মাহিম অপলার দিকে ঘুরে বলল,দুজনেরই যদি important কথা থাকে তবে কে কার কথা শুনবে?অপলা কিছু না বলে সামনে তাকিয়ে আছে। ও হেয়ালি কথার মনে বুঝেনা।মাহিম আবার সামনে তাকিয়ে বলল,সেদিন তুমি যাকে আমার সাথে দেখেছো সে আমার relative হয়।আপনি কি আমাকে এইসব বলতে এইখানে এনেছেন?hmm সেজন্যও বলতে পারো।তাহলে দরকার নেই বলার ।বলেই অপলা উঠে চলে যেতে নিল।মাহিম দ্রুত তার সামনে গিয়ে অপলার পথ আটকে দাড়ালো।

– প্লিজ তুমি যেও না।
– আমি এইসব কথা শুনতে চাইনা।
– আমিতো বলতে চাই।
– কেনো জোর করে বলবেন?
– কারণ তুমি আমাকে ভুল বুঝছো।
– আমি ভুল বুঝলাম কি ঠিক বুঝলাম তাতে তো কারো কিছু যায় আসে না।
– কে বলেছে যায় আসে না?
– আমি বলছি।
– কারো যায় আসে কিনা জানি না তবে আমার যায় আসে অনেক কিছু।
– (মাহিমের চোখের দিকে তাকিয়ে)কেনো?
– কারণ আমি …
– আপনি কি?
– আমি তোমাকে…..
– আপনি আমাকে কি?
– না থাক অন্য একদিন বলবো।
– আপনার সাথে আমার নাও দেখা হতে পারে পরে কখনো।
– এই কথা বলোনা। আমাদের আবার দেখা হবে।বারবার দেখা হবে।
– আপনি কি বলবেন?কি বলতে চাইছিলেন?
– আমি আসলে বলতে চাচ্ছি……
– (খুব মনোযোগ দিয়ে শুনছে)কি?
– I think….
– you think?
– gradually I realize …..
– yes,you realized?
– actually I mean that….
– (অধৈর্য্য হয়ে)what do you mean?
– I mean that…. love you,স্বপ্নচারিণী।
{অপলা যেনো আকাশ থেকে পড়ল।ওর গোটা পৃথিবী যেনো থেমে গেল।হাজারো অজানা অনুভূতিরা যেনো বারবার ছুয়ে দিয়ে যাচ্ছে।মনে হচ্ছে শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে চলেছে।এতদিন যেনো ওর মন এরকম কিছুই শুনতে চাইছিল।একটা ঘোরের মধ্যে চলে গেল।}

মাহিম নিজেই চমকে গেলো। ও একি বলল।এখন যদি ওর স্বপ্নচারিণী আরও রেগে যায়?ফিরিয়ে দেয় ওকে,যদি হারিয়ে যায় কি করবে সে?অপলার দিকে তাকিয়ে আছে।রাগ হলো না খুশি হলো বুঝা যাচ্ছে না।মাহিম খুব ঘাবড়ে গেল।তবে কি হারিয়ে ফেললো তার স্বপ্নচারিণীকে……………..
চলবে…..

তুমি আমার স্বপ্নচারিণী

উম্মে হাবিবা তনু

Part:24

মাহিম অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে।মাহিম কিংক্তব্যবিমূঢ় হয়ে পড়ল।কিসের মধ্যে কি বলে ফেললো ও নিজেই এখনো বুঝে উঠতে পারছে না।

অপলা আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারছে না।কেমন যেন অসস্তি হচ্ছে।ভালো না খারাপ লাগছে বুঝতে না পারলেও খুব লজ্জা লাগছে বেশ বুঝতে পারছে।অপলা সেখান থেকে চলে যেতে নিল।মাহিম ইতস্তত করে বলল,প্লিজ আমার সাথে কথা বলো না হয় আমি শেষ হয়ে যাব।অপলা কিছু বলতে পারছেনা।কথারা ওর গলায় দলা পাকিয়ে যাচ্ছে।বহু কষ্টে বলল,আমি এখন যাবো।মাহিম অসহায়ের মতো তাকিয়ে আছে।চলে যাবে?আর কথা বলবেনা? মরেইতো যাবো তাহলে।অপলা মাহিমের দিকে তাকিয়ে আলতো হাসার চেষ্টা করে বললো,বলবোতো।

অপলা আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারলোনা।দ্রুত চলে গেল।আর মাহিমকে রেখে গেলো দ্বিধায়।তবে কি তার স্বপ্নচারিণী তাকে ভালোবাসতে শুরু করেছে!!

অপলা বাসায় ফিরে রুমের গেট লক করে আয়নার সামনে দাড়িয়ে নিজেকে দেখছে।নিজেকে দেখে নিজেই যেনো লজ্জা পাচ্ছে।কি হলো আজ?কি বললো সে?সে আমাকে ভালোবাসে?আমি তার স্বপ্নচারিণী?কি হচ্ছে এইসব? গত কয়েক মাসে আমার জীবনটাই যেনো বদলে গেলো।ভারী অদ্ভুদ ছেলেটি।প্রথম দিন থেকে আজ পর্যন্ত ওকে ঘিরে কত অজানা অনুভুতির সাথে পরিচয় হলো।ওকে ঘিরে এই অনুভুতির নাম কি?তবে কি আমিও তাকে ভালোবাসি!!মৌনতাতো পুলক ভাইয়াকে ভালোবাসে তাহলে মৌনতার কি এমন অনুভুতি হয়?ওকে কি জিজ্ঞেস করবো এই অনুভুতির কি নাম? হ্যা,ওই পারবে বলতে।ওকেই ফোন করি।

– hello!
– হ্যা,অপলা বল।
– শোন তোকে কিছু কথা বলছি মন দিয়ে শোন।
– কি কথা?
– আহা চুপ করে শোন।
– ওকে বল।
– তোর মনে আছে রাজশাহীতে একটা ছেলে আমাকে হেল্প করছে?
– হ্যা,তোর birthday তেও তো এসেছিল।
– hmm, ও আমার বাবার বন্ধুর ছেলে।
– ও!!!
– মজা করছিস? যা তোকে কিছু বলবই না।
– আরে না না বন্ধু বল কি হয়েছে?
– ওই ছেলেটা না ভারী অদ্ভুদ।যেদিন থেকে দেখা হয়েছে কিছুনা কিছু হয়েছে।যার মানে আমি বুঝতে পারছি না।
– (খুব আগ্রহ নিয়ে)কি হয়েছে!!!
– তার সাথে দেখা হলে আমার খুব ভালো লাগে,কেমন যেনো একটা feel হয়।কথা বললে ইচ্ছা করে কথা বলতেই থাকি।তার পাশে অন্য কাউকে দেখলে আমার কষ্ট হয়।তার সাথে কথা না বললে এলোমেলো লাগে। ছটফট করতে থাকি কথা বলতে।সে আমার থেকে আমার বাসায় আসার কথা আড়াল করায় তার উপর অভিমান হয়।কেনো এমন হচ্ছে আমার?
– (খুব মনোযোগ দিয়ে এতক্ষণ শুনছিল) বন্ধু তুমিতো তার প্রেমে পড়েছ।
– কি যাতা বলছিস?
– হ্যা, বন্ধু তুমিতো ডুবে ডুবে জল খাচ্ছো।তুমিতো শেষ বন্ধু।
– ধেত কি যে বলিসনা…আগে শোন আজকে কি হলো….
– আজকেও কিছু হয়েছে?
– hmm (প্রচন্ড লজ্জা পাচ্ছে)সে আজকে বলছে সে আমাকে ভালোবাসে।
– কীইইহহহহ্!!!!তুই হ্যা বলে দিছিস?
– আমি কিছু বলিনি।আমার গলায় সব কথারা আটকে গিয়েছিল কিছু বলতে পারিনি।আর কি বলবো বুঝতেও পারছিলাম না।আমিতো বুঝতেই পারছি না এই অনুভুতির নাম কি?
– হয় বন্ধু এমনই হয় প্রেমে পড়লে।
– মজা করছিস তো?
– না রে অপলা সত্যিই বলছি তুইও উনাকে ভালোবাসিস।তাই তোর এমন হচ্ছে ….

(অপলা কিছু না বলে ফোনটা কেটে দিলো।সাথে সাথে মৌনতা back করলো কিন্তু অপলা কেটে দিলো।) ও ভাবনায় পড়ে গেলো।সত্যিই কি ও ভালোবাসে?

মাহিম confusion এ ভুগছে।ওকি তার স্বপ্নচারিণীর মনে জায়গা করে নিতে পারবে?ওকে কি একটুও ভালোবাসে?নাকি না?আমি তো ওকে বলতে চাইনি এইসব এখনই।সময় নিয়ে আগে ওর মনে জায়গা করে নিয়ে বলতাম।কিন্তু আজ কি থেকে কি হয়ে গেল………এখন আমার কি করা উচিৎ?আমি কিছু বুঝতে পারছিনা।শুধু এইটুকু জানি আমি স্বপ্নচারিণীকে হারাতে পারবোনা।ভালো না বাসুক বন্ধু হয়ে পাশে থাকলেই হবে।আমি ভালোবাসা ওর থেকে অর্জন করে নিবো একদিন,ইনশাল্লাহ।

চলবে…….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here