তুমি_যে_আমার🥀 Writer_Nondini_Nila Part_29

তুমি_যে_আমার🥀
Writer_Nondini_Nila
Part_29

‘ডাঃ নিদ্রার সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। মনে হয় এতেই তোর প্রশ্নের উত্তর পেয়ে যাবি।’

‘ শাওন এসব পরে শুনবো। এখন সামনের ওই গাড়িটাকে ফলো কর। ফার্স্ট!!’

শাওন ড্রাইভ করতে করতেই তূর্য এর দিকে তাকালো। আর কপাল কুঁচকে বললো,,,

‘ ওই গাড়ি ফলো করবো কেন? কি হয়েছে বল তো!’

‘ এতো কথা বলিস না। যা বলছি কর। আরিয়ানের সাথে ডাঃ নিদ্রার কি সম্পর্ক জানতেই হবে।’

বলেই তূর্য গাড়ির দিকে তাকালো। শাওন আর প্রশ্ন করলো না কোন। লাল গাড়িটাকে ফলো করতে লাগলো। গাড়ি আধা ঘন্টার মতো চললো। তূর্য বিরক্ত করে বসে আছে। আর কতো যাবে এই গাড়ি রাগ লাগছে ওর। একটা দুতালা বাড়ির সামনে এসে গাড়ি থামলো।
তূর্য জানালা দিয়ে দেখলো আরিয়ান নিদ্রার হাত ধরে টেনে বাসার ভেতর নিয়ে যাচ্ছে। নিদ্রা হাত ছাড়ানোর নিয়ে যুদ্ধ করে যাচ্ছে। শাওন গাড়ি থামিয়ে বললো,
‘ এটাতো ডাঃ নিদ্রার বাসা।’

তূর্য শাওন এর দিকে তাকিয়ে বললো, ‘ হোয়াট? তাহলে আরিয়ান কি উনার ভাই?’

‘ হুম চাচাতো। ডাঃ নিদ্রার পালিত বাবা মা মারা গেছেন। এখন চাচা চাচি এই বাসা থাকে। আর নিদ্রা ভাড়া বাসায় থেকে জব করতো। বর্তমানে শশুর বাড়ি….

‘ শাট আপ। তোকে কি আমি এখন সম্পূর্ণ কাহিনী শুনাতে বলেছি। চুপ থাক এসব পরে শুনবো‌।’

‘ ওকে।’

তূর্য বাসাটা ভালো করে স্ক্যান করে বললো, ‘লেটস গো হেয়ার।’

‘এবার তো বল। এমন দৌড় পাড়ালি কেন?’

‘ আরিয়ান ডাঃ নিদ্রা কে জোর করে বাসায় নিয়ে এলো কেন?’

‘ আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি। আরিয়ান ডাঃ নিদ্রা কে পছন্দ করে, বিয়ে করতে চায়।’

‘ ওহ্ এই ব্যাপার।’

তূর্য কে নিয়ে বাসায় চলে এলো। শাওন গাড়ি থেকে নেমে পরলো কিন্তু তূর্য নামেনি। উল্টা ড্রাইভিং সিটে বসে পরেছি। শাওন তা দেখে জানালার গ্লাসে ভাড়ি দিয়ে বলে,

‘ তুই আবার কোথায় যাচ্ছিস?’

‘ তুই বাসায় যা আমি আসছি।’

শাওন হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলো।

.
আজকে বাপিকে বাসায় আনা হয়েছে। মাম্মা বাপির পাশে বসে আছে। আমি দরজার কাছে দাঁড়িয়ে চোখ ভর্তি জল নিয়ে তাকিয়ে আছি বাপির দিকে। এসব কিছু আমার জন্য হলো আমি বাপিকে নিঃশ্ব করে দিলাম। বর্ষার বাপি বর্ষাকে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে ডেকে উঠে। বর্ষা ধীর পায়ে বিছানায় একপাশে বসে। নিজের কান্না থামাতে পারে না। হু হু করে কেঁদে ওঠে।
নিবিড় চৌধুরী মেয়ের মাথায় হাত দিচে থাকে।

বর্ষা মাথা নিচু করে বাপিকে জরিয়ে ধরে কাঁদে। এক থেকেই উঠে চলে আসে।

‘ মেয়েটা একদম ভেঙে পরেছে। মুখের দিকে তাকানো যায় না।’ বলে উঠে বর্ষার মা।

‘ একটা ব্যবস্থা করতে হবে।’

‘ কি করবে?’

নিবিড় চৌধুরী কিছু বলে না। বর্ষার মা ও আর কিছু জিজ্ঞেস করে না। নিচে যায়। কাজের লোকের সাথে রাতের খাবার রেডি করে।
বর্ষা দরজা বন্ধ করে বেলকনিতে বসে মুখ চেপে ধরে কাঁদছে।
দরজা ধাক্কায় উঠে চোখ মুছে রুম থেকে বেরিয়ে আসে।

‘ কি করছিলি?’

‘ মাম্মা কিছু না।’

‘ আমার থেকে লুকাতি পারবি না। তোর চোখ মুখ‌ই বলে দিচ্ছে কাদছিলি।

বর্ষা মাথা নিচু করে ফেলে।
বর্ষার মা দীর্ঘ শ্বাস ফেলে চলে আসে।

রাত একটা বাজে। বর্ষা ঘুমের ঘোরে অনুভব করছে কেউ ওর কপাল স্পর্শ করছে। ও ঘুমের মধ্যে ও কেঁপে উঠলো। সাথে সাথেও ঘুম ছুটে গেলো। ও ধরফরিয়ে উঠে বসলো।সারা শরীর থরথর করে কাঁপছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে‌। ভয়ে এদিক ওদিক তাকিয়ে লাইট জ্বালায়। বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস ফেলে। এসব কি ছিলো। মনে হলো কেউ আমাকে স্পর্শ করছে কে? নাকি সব আমার স্বপ্ন ছিলো। আকাশ পাতাল ভাবতে থাকে বিছানায় বসে। তারপর সব স্বপ্ন বলে লাইট অফ করে শুয়ে পরে ধরফর বুক নিয়েই।

এদিকে তূর্য বর্ষার বেলকনিতে বসে সিগারেট খাচ্ছে। বর্ষা শুয়ে পরতেই ও আড়ালে থেকে বেরিয়ে এসেছে। বর্ষা ঘুমিয়ে যেতেই শব্দ হীন পায়ে অন্ধকারে বর্ষার মুখের দিকে ঝুঁকে তাকিয়ে থাকে। বর্ষার ঘন শ্বাস ওর চোখে মুখে পরছে। এবার আর স্পর্শ করেনা। আরো একঘন্টার মতো থেকে চলে আসে।

বাসায় যেতেই শাওন ওকে চেপে ধরে,

‘ কোথায় গিয়েছিলি?’

‘ বর্ষার বাসায়!’

শাওন লাফিয়ে উঠে বলে, ‘ কিহহহ

‘ চেঁচাচ্ছিল কেন?’

‘ তোর মাথা খারাপ হয়েছে? এতো রাতে তুই সেখানে কেন গিয়েছিলি আর্জেন্ট কিছু কি?’

‘ জানি না। আমার বর্ষাকে কাছ থেকে দেখতে ইচ্ছে হয়েছে তাই গিয়ে ছিলাম।’

‘ ও মাই গড কি বলিস এসব। ‘

শাওন অবাকের চরম সীমায় পৌঁছে গেছে।

‘ ঘুম পাচ্ছে আমার পেছাল বাদ দিয়ে লাইট অফ কর!”

বলেই তূর্য শুয়ে পরলো। শাওন লাইট অফ করে তূর্য এর পাশে লাফিয়ে পরে আর বলে,

‘ ভাই তুই প্রেমে পরেছিস?’

‘ শাট আপ। আমি ঘুমাবো এখন।’

‘ আরে শোন না। তুই বর্ষাকে মিস করছিলি তাই না।’

তূর্য আর কিছু বললো না। শাওন ওর আর উওর না পেয়ে ঘুমিয়ে পরলো।

.
নিদ্রা বাসায় আসেনি সারা রাত। চিন্তা কেউ ঘুমাতে পারেনি রাতে। অভ্র নিদ্রার সমস্ত পরিচিতদের ফোন করে খোঁজ নিয়েছে কোথাও যায়নি। চিন্তায় সারারাত এক দন্ড শান্ত হয়ে বসতে পারেনি।
বারান্দায় বসে নিদ্রাকে নিয়ে দুশ্চিন্তা করতে করতে কখন ঘুমিয়ে পরেছে জানেনা। ঘুম ভাঙে সূর্য এর আলো চোখ পরায়। নিদ্রার কথা মাথায় আসতেই ছুটে বাইরে আসে। আজকে নিদ্রার বাসায় যাবে। একবার অফিসার আদিল এর সাথে কথা বলতে হবে।কাল জানতে পেরেছে অফিসার আদিল কাল নিদ্রার সাথে হাসপাতালে ছিলো।

আদিল এর নাম্বার সংগ্রহ করে ফোন করে অভ্র।
শাওন আর তূর্য গভীর ঘুমে মগ্ন। তখন ফোনের রিংটোন এ শাওন এর ঘুম আগে ভেঙে যায়। ওর ফোন ভেবেছিলো কিন্তু না ওর ফোনে না। ও তূর্য এর পাশে থেকে ফোন নিয়ে দেখে তূর্য এর কল এসেছে। সেভ নাই নাম্বার। শাওন তূর্য কে ধাক্কা দিয়ে বলে,

‘ ওই উঠ তোকে কে জানি সাত সকালে কল দিয়েছে দেখ তো।’

‘ ফোন কিন্তু ভেঙে ফেলবো। আর একটা শব্দ কানে আসলে।আর একবার ডাক দিলে তোর অবস্থা খারাপ করে দেবো শালা ঘুমাতে দে।’

বলেই তূর্য আবার ঘুমিয়ে পরলো।শাওন ওর ধমক শুনে আর ডাকলো না। কিন্তু ফোনের ব্যক্তি পণ করেছে বোধহয় না ধরা পর্যন্ত থামবে না। ও সাইলেন্ট করে তিশাকে কল করে ফিসফিস করে কথা বলছিলো। কিন্তু তূর্য এর কল আসা বন্ধ না হ‌ওয়ায় তিশাকে বলে কল কেটে তূর্য এর ফোন রিসিভ করে।

‘হ্যালো কে?

‘ হ্যালো আমি ডাঃ অভ্র নিদ্রার হাজবেন্ড।

নিদ্রার হাজবেন্ড শুনেই দৌড়ে তূর্য এর হাতে ফোন দিয়ে বলে সব। তূর্য বিরক্ত হলেও অভ্রর কল রিসিভ করে।

অভ্রর সাথে কথা বলেই তূর্য উঠে বসে আর দ্রুত ফ্রেশ হয়ে ইউনিফর্ম পরে নেয়। শাওন বিছানায় বসে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তূর্য এর দিকে।
তূর্য রেডি হয়ে বলে, ‘ কি হয়েছে এমন করে তাকিয়ে আছিস কেন?’

‘ এই মাত্র ডাকার জন্য বকলি। আর এখন অভ্রর সাথে কথা বলেই রেডি হয়ে বেরিয়ে যাচ্ছিস ব্যাপার কি বলতো? কি বলেছে ডাঃ অভ্র যে এতো ছুটছিস।’

তূর্য বলে, ‘ ডাঃ নিদ্রা কে কাল থেকে খোঁজে পাওয়া যাচ্ছে না।’

‘ হোয়াট?

‘ আসছি এদিকটা সামলে নিস।’

‘ডোন্ট ওয়ারি।’

তূর্য নিদ্রা দের বাসায় সামনে এসে দাঁড়ায়। অভ্র দাঁড়িয়ে আছে আগে থেকেই কিন্তু তাকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। পুলিশ দেখে এবার আর বাঁধা দিতে পারলো না দাড়োয়ান।
অভ্র কে নিয়ে ভেতরে ঢুকলো তূর্য।

‘ অফিসার আদিল কাল আপনার সামনে নিদ্রাকে নিয়ে এসেছে আরিয়ান তাই না‌!’

‘ জ্বি।’

‘ ওরা খুব খারাপ। নিদ্রা কে মানসিক ভাবে টর্চার করে। প্লিজ হেল্প মি।’

তূর্য অভ্রের কাধে হাত রেখে ভেতরে ঢুকে।

#চলবে……..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here