তোর অপেক্ষায় পর্ব-২৫

0
519

#তোর_অপেক্ষায়
#সামান্তা_সিমি
#পর্ব_২৫

কানের কাছে পরিচিত কন্ঠস্বর শুনতে পেয়ে ন্যানো সেকেন্ডে আমার মস্তিষ্ক সক্রিয় হয়ে উঠল।ঝট করে চোখ খুলে সোজা হয়ে বসলাম।পাশের মানুষটিকে দেখে আমার ঘুমন্ত চোখ দুটো বারকয়েক পলক ফেলল।
‘ আশ্চর্য! আপনি এখানে আসলেন কি করে? ‘

‘ পায়ে হেঁটে।’

বাসের ভেতর শুরু থেকে শেষ পর্যন্ত অন্ধকার।কারোর কোনো হৈচৈ নেই।শ্রান্ত পরিশ্রান্ত হয়ে সবাই ঘুমাচ্ছে মনে হয়।গাড়ির খোলা জানালা দিয়ে আসা রাস্তার হেডলাইটের আলোয় আমি পাশে বসে থাকা দুর্জয় ভাইয়ার দিকে তাকালাম।উনাকে তো আমার পাশে এখন কোনোমতেই আশা করিনি।হিমুকে গায়েব করে উনি এখানে কিভাবে আসলেন!এই লোক তো দেখি আমার আশা,কল্পনা,চিন্তা সবকিছু থেকেই একধাপ এগিয়ে থাকে।
আমার হতবিহ্বল তাকানো উপেক্ষা করে দুর্জয় ভাইয়া গলা নামিয়ে ধমকে উঠে বললেন,

‘ তোর হাতে এখনো প্যাকেটগুলো অক্ষত অবস্থায় আছে কেনো?খেতে বলেছিলাম যে সেটা কানে ঢোকেনি?’

‘ আসলে…খেতে ইচ্ছে করছিল না।কিন্তু এখন খেতে ইচ্ছে করছে।আমি এক্ষুনি প্যাকেটগুলোর অক্ষত অবস্থা ভঙ্গুর করে দিচ্ছি। ‘

দুর্জয় ভাইয়ার ধমক শুনে তাড়াহুড়ো করে কেকের প্যাকেট খুলে মুখে ঢুকিয়ে দিলাম।এখন ত্যাড়ামি করলে হয়তোবা চেঁচামেচি করে পুরো বাস মাথায় তুলবেন।আমি আর আমার প্রেস্টিজ খোয়াতে চাই না।খাওয়া শেষে উনি পানির বোতল ধরলেন।আমি ঢকঢক করে খেয়ে নিলাম।এবার কিছুটা সতেজ লাগছে।
দুর্জয় ভাইয়া পকেট থেকে টিস্যু বের করে আমার মুখ মুছিয়ে দিলেন।উনার এমন কাজে কিছুটা লজ্জা এসে ঘিরে ধরল আমায়।উনি কি আমাকে ছোট বাচ্চা ভাবেন নাকি?এ পর্যন্ত উনার অনেকগুলো রূপের সাথে পরিচিত হয়েছি আমি।মাথা বিগড়ে গেলে কখনো এত জোরে ধমক লাগান যে আমি ভয়ে কুঁকড়ে যাই।আবার কখনো এত্ত রোমান্টিক হয়ে যান যা আমাকে ভীষণ লজ্জায় ফেলে দেয়।আর আমার প্রতি উনার যত্নের ধরণ দেখলে বারবার প্রেমে পড়তে বাধ্য হই আমি।

‘ আর ইউ ব্লাশিং?’

দুর্জয় ভাইয়া চোখ ছোট ছোট করে তাকিয়ে আছেন।এভাবে হাতেনাতে ধরা পড়ে গিয়ে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লাম।উনার প্রশ্নের উত্তরে মুচকি হাসলাম।উনি এখনো চোখ দিয়ে পরখ করে যাচ্ছেন আমায়।আমি প্রসঙ্গ পাল্টানোর জন্য গলা পরিষ্কার করে বললাম,
‘ সত্যি করে বলুন তো আপনি এখানে কিভাবে আসলেন?’হিমু কোথায়?’

‘ পেছনের সিটে।মেয়েটাই আমাকে এখানে আসার ব্যবস্থা করে দিয়েছে।’

‘ কি বলছেন! এত অল্প সময়ে ওদের পটিয়ে ফেলেছেন?আপনি কি এমন বললেন যে সে বাস থামিয়ে ওর জায়গা আপনাকে দিয়ে দিল?’

দুর্জয় ভাইয়া ভাবলেশহীন গলায় বলে উঠলেন,
‘ বলেছি বউয়ের সাথে প্রেম করতে করতে বাস জার্নি করব।সুযোগ করে দিতে হবে।ব্যস্!’

আমি উনার দিকে একপলক তাকিয়ে মৃদু হাসলাম।এমন সময় হাতের উপর ফোঁটা ফোঁটা পানির স্পর্শ পেতে শিউরে উঠলাম।তৎক্ষনাৎ খোলা জানালা দিয়ে লক্ষ্য করলাম বাইরে ঝড়ো হাওয়া এবং টিপটিপ বৃষ্টি। গাড়ির তীব্র গতির কারণে বৃষ্টির ফোঁটা সজোরে ভেতরে প্রবেশ করছে।বৃষ্টির ছন্দে মোহিত হয়ে জানালার পাশে হাত বের করে দিলাম আমি।মুখ বাড়িয়ে দেখতে লাগলাম মন খারাপ করে থাকা মেঘেদের আনাগোনা, ভেজা পিচঢালা রাস্তা,গাড়ির কাঁচ আবছা করে জমে থাকা পানির ফোঁটা।হঠাৎ আমার হাতের ভাজে কারো হাতের আলতো স্পর্শ পেতে সেদিকে তাকালাম।দুর্জয় ভাইয়ার আঙুলের ভাঁজে আমার আঙুল! কিছু বুঝে উঠার আগেই উনি একটান দিয়ে আমার চুলের ক্লিপ খুলে ফেললেন।বাতাসের কারণে বাঁধন ছাড়া চুলগুলো এবার অবাধ্য হয়ে উঠল।অবাক হয়ে উনাকে বললাম,

‘ এটা কি করলেন?’

দুর্জয় ভাইয়ার চেহারার ভাবভঙ্গি বুঝা গেল না।কারণ আমি ততক্ষণে নিজের চুল সামলাতে ব্যস্ত হয়ে গেছি।তখনই উনি আমার চুলের ভাঁজে লম্বা একটা শ্বাস টেনে বলে উঠলেন,
‘ তোর চুলের গন্ধেও প্রেম খুঁজে পাই আমি!’

আমি এবার ভ্রু কুঁচকে তাকালাম।উনি মিটমিট করে হেসে যাচ্ছেন। পুনরায় চুলে ক্লিপ আটকে বললাম,
‘ মুভির ডায়লগ দিচ্ছেন! আজকাল মনে হয় রোমান্টিক মুভি দেখেন বেশি?’

‘ তাও ভালো।অন্তত তোর মত পাষান,পাথর, আনরোমান্টিক তো নই।পাশে আমি বসে আছি আর তুই মেতে আছিস বৃষ্টি নিয়ে?আনবিলিভেবল!’

‘ আমি আনরোমান্টিক?সবসময় এই একটা কথা বলে রাগাবেন না তো। ‘

‘ তাহলে কি বলতে চাইছিস তুই রোমান্টিক?প্রমাণ দেখা তো।এই যে আমি তোর সামনেই বসে আছি।যা মন চায় করতে পারিস।’

বলেই একটা চোখ মারলেন।আমি কিছুক্ষণ নির্বাক তাকিয়ে থেকে মুখে হাত দিয়ে হেসে ফেললাম।অদ্ভুত লোক!

‘ চরম নির্লজ্জ আপনি।’

দুর্জয় ভাইয়া একহাত দিয়ে আমাকে নিজের সাথে জড়িয়ে নিলেন।ফিসফিস করে বলে উঠলেন,
‘ বাইরে দেখ্ ঝিরিঝিরি বৃষ্টি। হালকা বাতাস।গাড়ির ভেতর আলো আঁধারের খেলা।কি চমৎকার একটা পরিবেশ!তার ভেতরে আমরা দুজনের প্রেম চলছে।একটু আগে বললি না মুভির ডায়লগ দিচ্ছি। এই পরিবেশটাই বা মুভির দৃশ্য থেকে কম কি?জানিস পূর্ণতা, তোর সাথে কাটানো একেকটা সময় অজস্র খুশি এনে দেয় আমাকে।তুই যতক্ষণ পাশে থাকিস মনে হয় যেন আমার আর কোনো চাওয়া পাওয়া নেই।অদ্ভুত একটা ভালোলাগা ঘিরে রাখে।অনেক অনেক ভালবাসি পূর্ণতা।কবে তোকে নিজের বউ করে ঘরে নিয়ে যেতে পারব বলতো!’

আমি দুর্জয় ভাইয়ার কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে উনার কথাগুলো শুনে যাচ্ছিলাম।উত্তরে আমারও বলতে ইচ্ছে করছে যে আমিও তো আপনার সাথে সর্বক্ষণ থাকতে চাই কিন্তু যখন রাগ করে জোর খাটাতে আসেন তখনই আর ভালো লাগে না।মনের আনন্দগুলো চেপে রেখে দুষ্টুুমির সুরে উনাকে বললাম,

‘ কি সুন্দর ডায়লগ!কোন মুভি ছিল এটা?’

‘ মারব ঠাস করে একটা চড়।আমি এত প্রেম ঢেলে ঢেলে তোকে মনের কথা শোনাচ্ছি আর তুই মজা নিচ্ছিস? ইডিয়ট!’

দুর্জয় ভাইয়ার ধমক শুনে হাসি আটকাতে পারলাম না।উনার পেটে আস্তে করে একটা ঘুষি মেরে ফের কাঁধে মাথা রাখলাম।বৃষ্টির বেগ আরো কিছুটা বেড়ে গেল।জানালার কাঁচে জোরে জোরে শব্দ হচ্ছে। দুর্জয় ভাইয়া হাত বাড়িয়ে জানালা বন্ধ করে দিলেন। আবছা অন্ধকারে চলতে লাগল আমাদের ফিসফিস করে কথা বলা এবং ক্ষুদ্র ক্ষুদ্র হাসির রেশ।স্মৃতির খাতায় লেখা হতে থাকল আরো একটি সুন্দর সময়!

___________________________

দুর্জয় ভাইয়ার মিষ্টি গলার আওয়াজে ঘুম ভাঙলো।উনার কাঁধে মাথা রেখে গল্প করতে করতে কখন যে চোখ লেগে এসেছে টেরই পায়নি।ঘুমের কারণে জ্বলতে থাকা চোখ দুটো টেনে খুললাম।পুরো বাস ফাঁকা।
দুর্জয় ভাইয়া উঠে দাঁড়িয়ে দুহাত টানা দিয়ে বললেন,

‘ আমার কাঁধের বারোটা বাজিয়ে ছেড়েছিস।ব্যথায় টনটন করছে।বাসায় গিয়ে তোর প্রথম কাজ হচ্ছে আমার কাঁধ মালিশ করে দেওয়া।’

আমি কাঁধে ব্যাগ ঝুলিয়ে সামনের দিকে হাঁটতে হাঁটতে বললাম,
‘ আপনাকে বাসে আসতে বলেছিলাম আমি?আসলেন কেনো?সামান্য আমার মাথার ভার নিতে পারেন না আবার এসেছে রোমান্টিক গিরি দেখাতে।’

গাড়ি থেকে নেমে সব বান্ধবীদের বিদায় জানিয়ে দিলাম।যাওয়ার সময় হিমু বাঁকা হেসে বলে গেল,

‘ ক্লাসের সবাই কম বেশি জেনে গেছে তোর ব্যপারে।বাব্বা যেভাবে কাঁধে মাথা রেখে নাক ডাকছিলি! এখন রেডি হ আমাদের ট্রিট দেওয়ার জন্য। টাটা।কাল দেখা হচ্ছে। ‘

ট্রিটের কথা শুনে কিছুটা ভয় খেলে গেল মনে।ওরা যেটাকে ট্রিট বলে সেটা অর্থ খাদ্যের গুদাম এনে এদের সামনে দিতে হবে আর ওরা আরামসে সব গলাধঃকরণ করবে।একেকটা রাক্ষসী কিনা!
আমাদের গাড়ির পিছন পিছন তুষার ভাইয়া এতটা রাস্তা এসেছে তাঁর বাইক নিয়ে।দুর্জয় ভাইয়া তো দেখি চরম স্বার্থপর!ভাইকে একা রেখে আমার সাথে বসেছিল।তুষার ভাইয়ার দিকে তাকাতেও যেন লজ্জা লাগছে।তাই কোনোরকমে কথাবার্তা শেষ করে দুর্জয় ভাইয়ার পিছু পিছু হাঁটা দিলাম।তুষার ভাইয়া চলে যাচ্ছেন নিজের গন্তব্যে।
কিছু পথ হেঁটে দুর্জয় ভাইয়া একটা সিএনজি ঠিক করে ফেললেন।জানি উনি আমাকে আমার বাসায় পৌঁছে দেবেন তাই আর কোনো প্রশ্ন করলাম না।কিন্তু যখন দেখলাম গাড়ি এসে থেমেছে উনাদের বাসার সামনে তখন মুখ খুলতে হলো।

‘ এখানে আসার কথা ছিল না দুর্জয় ভাইয়া!আমি বাসায় যেতে চাই।’

দুর্জয় ভাইয়া মানিব্যাগ থেকে টাকা বের করতে করতে বললেন,
‘ খালামণিকে বলে দিয়েছি তুই কিছুদিনের জন্য থাকবি আমাদের বাড়ি।প্রয়োজনীয় জিনিসপত্র কাল ড্রাইভার তোদের বাড়ি থেকে নিয়ে আসবে।’

আমি আর দ্বিরুক্তি করলাম না।দুর্জয় ভাইয়াকে দেখতে খুবই ক্লান্ত লাগছে।এখন তর্ক করতে গেলে রামধমক খেতে হবে।বাড়ির ভেতর ঢুকেই খালামণি এবং অহনা আপুর সাথে দেখা।খালামণিকে সালাম জানাতেই স্নেহের সহিত আমার মাথায় হাত বুলিয়ে বলে উঠলেন,

‘ কতদিন পর এলি! আমার কথা তোর মনেই পড়ে না তাই তো?এবার কিন্তু এক সপ্তাহের আগে ছাড়ছি না আমি।’

‘ বলো কি! এখানে এতদিন থাকলে ওইদিকে আমার মা পাগল পাগল হয়ে যাবে না?’

‘ দরকার পড়লে তোর মাকেও এখানে চলে আসতে বলব।এসব নিয়ে তুই ভাবিস না।’

‘ চুপ করো না মা।মেয়েটা মাত্রই আসলো।তুমি ডিনারের ব্যবস্থা করো।ততক্ষণে সে ফ্রেশ হয়ে আসুক।চল তো পূর্ণী।’

অহনা আপু তাড়া দেওয়ায় খালামণি চলে গেলেন।আমি আপুর পিছু পিছু চলে গেলাম রুমে।দুর্জয় ভাইয়াকে কোথাও দেখতে পেলাম না।বাড়িতে ঢোকার সাথে সাথেই নিজের ঘরে চলে গেছেন।বোধহয় অনেক টায়ার্ড।বেশ হয়েছে।কে বলেছে উনাকে আমার পেছন পেছন পতেঙ্গা চলে যেতে?অবশ্য উনি আজ না থাকলে বিরাট এক দুর্ঘটনা ঘটতে পারত।উপরওয়ালা যা করেন সব ভালোর জন্যই করেন এই কথাটা মানতেই হবে।

চলবে…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here