Story:-প্রকৃত বান্ধবী (Real Best friend)
Writer:- গল্পছোঁয়া (Jannat)
Part:- 01
নদী আর নীলা দুজন খুব ভালো বন্ধু।ছোটবেলা থেকেই একসাথে পড়ালেখা করছে।দুজনের কখনো ঝগড়া বিবাদ হয়নি।তারা ছোটো থাকতেই একে অপরকে প্রোমিস করেছে কখোনো প্রেম করবেনা।বাবা মায়ের পছন্দ করা ছেলেকেই বিয়ে করবে।সারাজীবন বিপদে আপদ একে অপরকে সাহায্য করবে, কখনো ছেরে যাবেনা।যেমন পরিস্থিতি ই আসুক, একে অপরের পাশে থেকে সকল বিপদ মোকাবিলার চেষ্টা করবে
কিন্তু বড় হতে হতে নদী একজন ছেলের প্রেমে পরে যায় এবং নীলা কে ইগনোর করতে শুরু করে।।একদিন…………..
♡♡
♡
নীলা:-নদী নদী, কিরে নদী তোর বয়ফ্রেন্ড এর নাম্বার টা একটু দিবি????
নদী:- কেন নীলা, তুই আবার সাগরের নাম্বার নিয়ে কি করবি??
নীলা:- নারে কিছুনা, তুই সেদিন বললি না ওর মতো ভালো ছেলে পুরো বাংলাদেশে খুজেও পাওয়া যাবেনা।
নদী:- হ্যা বলেছিলাম, এবং এখনো বলছি।তো এর সাথে নাম্বার নেওয়ার কি সম্পর্ক? ??
নীলা:- তুই দিবি কিনা বল??? আমি এতো কইফিয়ত দিতে পারবো না।
নদী:- শোন সাগর অনেক ভদ্র এবং ভালো ছেলে বুজলি।সাগর নিজের ফোনে আমার ছারা অন্য কোনো মেয়ের নাম্বার রাখেনা। ও আমাকে অন্য মেয়েদের কাছে ওর নাম্বার দিতে বারণ করেছে, এমনকি তোকেও বুঝলি।আমি ওর ইচ্ছে রক্ষা করার জন্য সব করতে পারি।
নীলা:- ঠিক আছে, লাগবেনা কারো নাম্বার।আমি লক্ষ্য করে দেখেছি যেদিন থেকে তুই সাগরের সাথে রিলেশন শুরু করেছিস সেদিন থেকে তুই আমাকে পাত্তাই দিসনা।তুই কেমন যেন হয়ে গেছিস।
নদী:- আমি জানি আমি কেমন।বেশি কথা বলিসনা।ওর কল দেওয়ার সময় হয়ে গেছে, জা তো এখান থেকে আর একটা কথা বললে তোর সাথে আর কোনদিন কথা বলবনা, মনে রাখিস তোর সাথে আমার সব সম্পর্ক শেষ।
নীলা:- বাহ বাহ, তুই ঐ সাগরের জন্য আমাদের এতদিনের বন্ধুত্ব শেষ করে ফেলবি।
নদী:- সাগরের জন্যে যদি এটা করতে হয় আমি তাতেও রাজি, আমি কারো জন্যে সাগর কে হারাতে পারবোনা।
নীলা:- বেস অনেক হয়েছে, একটা নাম্বার এর জন্যে তুই আমাকে এতো কথা শুনিয়ে দিলি
নদী:- এই তুই বকবক করা বন্ধ করবি, জা তো এখানে থেকে।সাগর যখন তখন কল দিবে
নীলা:- ঠিক আছে যাচ্ছি, এক গ্লাস পানি দিবি প্লিজ? ?
নদী:- ওয়েট কর, আমি আনছি
তারপর
নীলা:- ঠিক আছে যাচ্ছি, এক গ্লাস পানি দিবি প্লিজ? ?
নদী:- ওয়েট কর, আমি আনছি
,,,,, [নীলা মনে মনে ভাবছে…….””ইশ, ওর মোবাইল থেকে যদি সাগরের নাম্বার টা নেওয়া যেত , তাহলে খুব ভালো হতো। ও তো পানি আনতে গেছে, আমি বরং নাম্বারটা চুরি করে নি।নদী আমার সাথে যেমনি করুক আমি চাইনা আমার বান্ধবী কোনো বাজে ছেলের সাথে রিলেশন করুক।আমি পরিক্ষা করে দেখবোই সাগর কেমন ছেলে।আমি আমার বান্ধবীর কোনো ক্ষতি চাইনা। ও আমার বেস্ট ফ্রেন্ড।
মোবাইল টা টেবিলের ওপরেই আছে জাই নিয়ে আসি।
,,,
,,
নেওয়া শেষ।নদী এলো বলে, চুপ করে দাঁড়িয়ে থাকি ,,,,,,,,,,,]
,,,
,,
নদী আসার পরে,,,,,,,,
নদী:- নীলা, এই নে পানি।খেয়ে তারাতারি এখানে থেকে চলে যা।আমি তোর মুখ দেখতে চাইনা।
নীলা:- হুম, যতোদিন না প্রমাণ করতে পারি সাগর ভালো নাকি খারাপ ছেলে ততোদিন আমি তোর সামনে আসবোনা।
নদী:- আরে যা যা।কি প্রমাণ করবি, সাগর ভালো ছেলে তুই এইটাই প্রমাণ পাবি।
নীলা:- দেখা যাবে, তুই ভালো থাকিস।
,,,,,,
,,,,
কিছুদিন পর,,,,,
নীলা:- আজ সাগরকে কল দিব, বাট ওন্য পরিচয়ে, দেখি কি হয়।
ক্রিং ক্রিং ক্রিং ক্রিং….
সাগর:- এটাতো অচেনা নাম্বার।রিসিভ করে কথা বলা যাবেনা।চুপচাপ শুনে দেখি, ছেলের গলা নাকি মেয়ের গলা। এই রিসিভ করলাম।
নীল:- হেলো,,
সাগর:- হ্যালো, কে তুমি।।[আরে এটাতো মেয়ের নাম্বার]
নীলা:- আমি মিলি, আচ্ছা এটা কি শাহিন এর নাম্বার? ?????
সাগর:- কেন, শাহিন কে কি দরকার? ??
নীলা:- আমি শাহিন এর গার্লফ্রেন্ড লীনার বোন।আমার নাম মিলি।
সাগর:- ওহ, আচ্ছা।তুমি ভুল জায়গা তে কল করেছো।
নীলা:- ওহ সরি
সাগর:-it’s okay. আচ্ছা, তোমার বোন প্রেম করে, এটা জেনেও তুমি ওকে কিছু বলোনা কেন?????
নীলা:- দেখো ভাইয়া, আমি মনে করি যে প্রেম করে করুক, কারন সেটা তার নিজের ইচ্ছা।আমি কারও প্রেমে বাধা সৃষ্টি করিনা, বরং যতোটা সম্ভব হেল্প করার চেষ্টা করি।
সাগর:- তাই নাকি, ভালো তো।তুমি প্রেম করোনা? ???
নীলা:- নাগো ভাইয়া, আমি এসব পছন্দ করিনা।কারও প্রেমে বাধা সৃষ্টি করিনা, কিছু বলিনা এই যা।by the way, তুমি প্রেম করোনা।
সাগর:- নারে মিলি, আমিও ওইসব লাইক করিনা।
নীলা:- ওহো, তুমিও তো দেখছি আমার মতোই।দুজনের অনেক মিল আছে।তুমি অনেক ভালো।
সাগর:- তাই নাকি? ???
নীলা:- হ্যা, দেখোনা একদিন এর মধ্যেই আমাদের কতো সুন্দর ফ্রেন্ডশিপ হয়ে গেছে।
সাগর:- তাইতো দেখছি।তা তুমি প্রেম করতে চাওনা???????
তারপর……….
,,,,
,,,
,,,
চলবে,,,,,,,,,,,,
♡♡♡
♡♡
♡
( আগেই বলছি এটা একটা বাস্তবমূখি গল্প,একজন প্রকৃতি বান্ধবী কেমন হতে পারে বুঝতে পারবেন।পরিক্ষার জন্য Dangerous Devil Love গল্পটি লেখা সম্ভব হচ্ছে না,২২তারিখ থেকে পাবেন ওইটা।
আর এই #প্রকৃত_বান্ধবী গল্পটি আমার লাইফে লেখা প্রথম গল্প, অন্য এক আইডিতে আপলোড করা ছিল,কপি করে রি-পোস্ট দিচ্ছি।
৫পর্বের ছোট এক গল্প, পুরো গল্পের পাশে থাকুন। আশা করছি ভালো লাগবে☺️🥰)