প্রকৃত বান্ধবী পর্ব-২

0
950

Story:- প্রকৃত বান্ধবী ( Real Best Friend)
Part:- 02
Writer :- গল্পছোঁয়া (Jannat)

নীলা:- হ্যা, দেখোনা একদিন এর মধ্যেই আমাদের কতো সুন্দর ফ্রেন্ডশিপ হয়ে গেছে।
সাগর:- তাইতো দেখছি।তা তুমি প্রেম করতে চাওনা???????
নীলা:- না।বিয়ের পরে নিজের বরের সাথে প্রেম করব , তার আগে নয়।তুমি? ????
সাগর:- আমি নিজের মনের মতো মেয়েই পাচ্ছিনা।
নীলা:- খুঁজে দিব নাকি? ?
সাগর:- না থাক, আমি একজনকে পেয়েছি বাট সাহস করে বলতে পারছিনা।
নীলা:- good, একদিন নিশ্চয়ই বলতে পারবে।by the way, তোমার নাম কী গো, এতো কথা বললাম তোমার নামটাই জানা হলোনা।
সাগর:- হাহাহা, আমার নাম আকাশ।
নীলা:- oh, nice name. ভাইয়া ফোনে ব্যালেন্স শেষ, পরে কথা হবে কেমন♡♡

—-তোমার ব্যালেন্স শেষ তো কি হয়েছে, আমার তো আছে।আমি কলব্যাক করছি।
—না থাক, আমার আম্মু চলে আসবে by.
—তোমার সাথে সারাদিন কথা বলতে ইচ্ছে করছে মিলি।বাট তোমার যখন প্রবলেম আছে তাহলে by .পরে কথা হবে।
,, ,
,,,,,
,,,,
[নীলা মনেমনে ভাবছে,,,,,,,,,,,,,, যা ভেবেছিলাম ঠিক তাই। এই সাগর ভুয়া নাম দিয়ে প্রেম করে। আমার মনে হয় ওর নাম সাগর না, ওন্য কিছু।নাজানি ভুয়ো নাম দিয়ে আরো কতগুলো রিলেশোন করে। আমার মনে হচ্ছে ও আমার সাথেও প্রেম করতে চায়। আমি তো ওর সাথে বলা সব কথা রেকর্ড করছি।কিন্তু এইটুকু প্রমাণ নদী কে বিশ্বাস করানোর জন্য যথেষ্ট নয়, আমাকে সাগরের সামনে যেতে হবে আরো প্রমাণ এর জন্য।কিন্তু সাগর ওরফে আকাশ যদি আমাকে চিনে ফেলে নদীর বান্ধবী হিসেবে তাহলে তো ধরা পড়ে যাব। আমাকে নদীর কাছে যেতে হবে, ওকেই জিজ্ঞাসা করব সাগর আমায় চিনে কিনা।কিন্তু নদী তো আমাকে এখন ঘৃণা করে, যাইহোক দেখি বুঝিয়ে সুজিয়ে ওর মন গলাতে পারি কিনা।
,,,
,,,
,,
{{{বিকাল বেলা নদীর বাড়িতে, ,,,,,}}}
নদী:- এটা কি হলো,আমি কি সাগর কে কোন কারণে কষ্ট দিয়ে ফেললাম।আজ সকাল থেকে একবারও কল দিলোনা।আমি যে কি করি, ফোনে ব্যালেন্স ও নেই যে ওকে কল দিব।রিসার্জ করার দোকান তো আমার বাড়ি থেকে অনেক দূরে।
নীলা:- নদী, বাড়ি আছিস নাকি? ??
—-নীলা, তুই আবার এসেছিস। আমি সেদিন তোকে বলেছিলাম না তুই আর কখনো আমার সামনে আসবিনা, তবুও এসেছিস??
———সরি রে নদী, আমার ভুল হয়েছে।সাগর আসলেই অনেক ভালো ছেলে।
———দেখলি, বলেছিলাম না ও অনেক ভালো এবং ভদ্র ছেলে বাট তুতুই বিশ্বাস করলি না।যাইহোক তুই তোর ভুল বুঝতে পেরেছিস এইটাই বড় কথা। আয় ঘরে আয়,,
———এইতো আসলাম।আচ্ছা নদী আমিতো কখনো সাগর কে দেখিনি।সাগর কি আমাকে চিনে? ???
———–সেটাতো জানিনা, ওকে কখনো জিজ্ঞেস করিনি।জানিস, ওর সাথে সকাল থেকে একবারও কথা হয়নি।
নীলা:- [তোর সাথে কথা বলবে কি করে, ও তোর আজ সকাল থেকে আমার সাথে কথা বলেছে।বাট তোকে বলা যাবেনা রে নদী সময় হলে তোকে সব বলব, তার আগে আমাকে আরও প্রমাণ যোগার করতে হবে এবং আরও মেয়ের লাইফ বাঁচাতে হবে,,,।]
নদীকিরে কি ভাবছিস, কিছু বলছিসনা যে??
——-নারে কিছুনা।
———-ওকে, আচ্ছা তোর ফোন টা একটু দিবি??
———-কেনো রে , কি করবি তুই? ??
—‘——-actually,­ আমার ফোনে ব্যালেন্স নাই, সাগর কে কল দিতে পারছি না।maybe, ও কোনো কারনে আমার উপরে রেগে আছে, তা নাহলে ওর শরীর খারাপ।দেনা তোর ফোন টা
————[[এইরে আমার নাম্বার দিয়ে কল দিলেতো ধরা পরে যাব, সাগর আমার নাম্বার চিনে।এখন কি করি, ,,]]
———কিরে আবার কি ভাবছিস, দে তোর ফোন টা।
———-ইয়ে মানে আসলে হয়েছে কি,আমার ফোনে চার্জ নেই আর ব্যালেন্স ও নাই।সরি রে,,,
———–it’s okay, আমার কপাল টাই খারাপ।জানিস তো আমি সাগরের সাথে কথা না বলে এক মূহুর্তও থাকতে পারিনা।সন্ধ্যা হয়ে গেলো এখনো ওর কোনো খবর নাই, কি যে হলো

,,,
———–এই নদী তোর ফোনটা কোইরে, মনে হচ্ছে তোর ফোন বাজছে ।যদি সাগর কল দেয়, ওয়েট, আমি ফোনটা নিয়াসছি।
——– নাহ্, তুই যাসনা।আমি নিজেই যাচ্ছি।
————ওকে যা।আমি বুঝেছি তুই কেন আমায় যেতে দিলিনা।আমি নাম্বার টা দেখে ফেলব এইজন্য I’m really sorry re
———ইয়ে মানে, প্লিজ রাগ করিসনা।বুঝতেইতো পারছিস সাগরের বিষয়টা।
———– I don’t mind, তারাতারি যা, একবার কল কেটে গেছে আবার কল দিচ্ছে।
———-হুম, আরে তুই ঠিকই বলেছিস, সাগরই কল দিয়েছে।
———-রিসিভ কর এবং লাউস স্পিকার দে প্লিজ আর আমার কথাটা জিজ্ঞেস করিস।
——কোন কথা? ?
——–আরে ওইযে, সাগর আমায় চিনে কিনা।
——–oke, as your wish.
——–thank u,এবার রিসিভ কর।
——— হ্যালো, সাগর, ,,,,
——-হুম আমি।তা কল রিসিভ করতে এতো লেট হলো কেন? ???
———আর বলোনা, আমার বান্ধবী নীলা এসেছিল।ওর সাথেই কথা বলছিলাম।তাই কল রিসিভ করতে লেট হলো, সরি বেবি।
———it’s okay, আর যেন কখনো এমন না হয় ।
———-আরে তুমি নীলা কে চিনোনা, ওর জন্য এমন করছ কেন? ????
———এই তুমি জানোনা, আমি কোনো মেয়ের দিকে তাকাই না, আর আমি কাউকে চিনিওনা আজ আমি পরিক্ষা আমি তোমাকে কল না দিলে তুমি কল দাও কিনা।সন্ধ্যা হয়ে গেল তবুও তুমি কোনো খোঁজখবর নিলেনা।সত্যিই দারুণ ভালোবাসা।
——–সরি জানু, বিশ্বাস করো আমার ফোনে ব্যালেন্স নাই।
———what! !!!!!!ফোনের টাকা গুলো সব কই গেল? ????
——-তোমার সাথেই কথা বলে।
——-আমি বিশ্বাস করিনা, তুমি মিথ্যা বলছো।রিসার্জ করতে পারলেনা।
——-রিসার্জের দোকান তো আমার বাড়ি থেকে অনেক দূরে।

———-সত্যিকারের­ ভালোবাসা থাকলে মানুষ পাহাড় পর্যন্ত কাটতে পারে, আর তুমি সামান্য রিসার্জ করতে পারোনা।এটা কেমন ভালোবাসা?????
নীলা:- [[[ইশরে, নদীর কষ্ট আমি আর দেখতে পারছিনা আচ্ছা আমি যদি আকাশ ওরফে সাগর কে কল দি তাহলেতো ও আমার কলটাই আগে রিসিভ করবে।হাজার হলেও নতুন পটানো মেয়ে।আমি বাড়ি যাই।,,,,]]]
,,,,
,,,,,
,,,
,,,,
নীলা:- ক্রীং ক্রিং ক্রিং,,,,,,

সাগর:- এই সময় আবার কে কল দিচ্ছে।কোন মেয়ে যে কখন কল দেয়, বিরক্ত।কেটে দি,,,
নদী:- সাগর প্লিজ এমন করোনা।আমি হাতজোর করে বলছি, তুমি যা বলবে আমি সেটাই করব।
সাগর:- তাই নাকি? ???
নদী:- হুম।
নীলা:- ক্রিং ক্রিং,,,,, না হচ্ছেনা।আমি বরং একটা মেসেজ করে দি।কল রিসিভ করলে না হয় আবার রেকর্ড করা শুরু করব।
সাগর:- একি, এটা কার মেসেজ, দেখিতো।on! !!!!!এটাতো মিলি।মিলি লিখেছে “””””” কল ধরছোনা কেন, আমি কিন্তু আর কোনোদিন কথা বলবোনা””””””””।ওর সাথে কথা বলতে হবে।
নদী:- সাগর কথা বলছো না কেন, কিছুতো বলো।
সাগর:- আমার একটা আর্জেন্ট কল আসছে, আমি তোমার সাথে পরে কথা বলে নিব।
নদী:- সারাদিন পর কল দিলে আর মাত্র 9মিনিট কথা বললে???
সাগর:- বাজে বকা বন্ধ করো, বললাম তো আমার আর্জেন্ট কল এসেছে।
নদী:- ঠিক আছে, byyyy. Take care.
নীলা:- ক্রিং ক্রীং
সাগর:- হয়েছে, আর ঢং করে take care বলতে হবেনা। আমি নাটক করা একদম লাইক করিনা।বায়
নীলা:- ইশ, কলটাই ধরছে না কেন।ক্রিং ক্রিং, ক্রিং ক্রিং
সাগর:- হ্যা মিলি, বলো??
—–কিই ভাইয়া, মনের কথাটা মনের মানুষকে বলে দিছো নাকি।
——-কি বলছ মিলি।u know that, আমি এইসব প্রেমট্রেম করিনা।তাহলে আবার এসব বলছো কেন? ???
নীলা:- এতো তাড়াতাড়ি নিজের মনের মানুষকে ভুলে গেলে। তুমি আমাকে কালকেই তো বললে একজনকে পছন্দ করো বাট তাকে বলতে পারছোনা
——-ওহো, এই কথা আগে বলবেতো, আমি ভাবলাম কি নাতে কি।তা তুমি বললে আমি নাকি আমার মনের মানুষ কে মনের কথা বলেছি।হঠাত এটা বললে কেন????
——-তোমাকে সেই কখন থেকে কল দিচ্ছি, বারবার ব্যস্ত দেখাচ্ছে। আবার কল ব্যাক ও করছোনা, I think তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে কথোপকথন করছিলে,I’m right? ????

চলবে,,,,,,,, ,,,,,,,,,,,,,,
,,,
,,
,
কেমন হয়েছে জানাবেন প্লিজ? ?????
আর আগেই বলে দিচ্ছি, আমি এখানে সব ছেলেকে মিন করিনি,সমাজে কিছুকিছু এরকম কীট আছে,যাদের কাজই হলো মেয়েদের সাথে ফ্লাট করা।তাদেরকেই মিন করেছি।
পুরো গল্পের সাথে থাকুন আর গঠন মূলক মন্তব্য আশা করছি ☺️

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here