ভালোবাসার চেয়েও বেশি 💞পর্ব-৫৯

0
5903

#ভালোবাসার_চেয়েও_বেশি 💞💞
#লেখিকা-Mehruma Nurr
#পর্ব-৫৯

★ তানি একটা বোলের ভেতর অনেক গুলো চিট দিয়ে, বোলটা টি টেবিলের রেখে বললো।
…..এই বোলের ভেতর অক্ষর ওয়ালা চিট আছে। এর ভেতর থেকে একটা করে চিট তুলতে হবে। চিটে যে অক্ষর আসবে সেই অক্ষর দিয়ে গান গাইতে হবে । চিট উঠানোর দশ সেকেন্ডের মধ্যেই গান গাইতে হবে। নাহলে সে দল হেরে যাবে। বোঝা গেছে। তাহলে শুরু করা যাক।

সবাই মাথা ঝাকিয়ে সায় জানালো।

আবির বলে উঠলো।
….যেমন সবকিছুর আগে জাতীয় সংগীত গাওয়া হয়। তেমনি এখনও আমরা জাতীয় সংগীত গেয়েই শুরু করবো। কারণ আমি একজন সত্যিকারের দেশপ্রেমিক।

তানি বললো।
…ঠিক আছে, ঠিক আছে শুরু করো।

…কি শুরু করো। সবাইকে দাঁড়িয়ে গাইতে হবে। জাতীয় সংগীতের সম্মান দিয়ে গাইতে হয়। হুহ্ তুমি তো দেখছি কিছুই জানো না। তাতে আবার আইছে গানের কলি খেলতে।
তানি একটা ভেংচি কেটে দাঁড়িয়ে পড়লো।তারপর সবাই একসাথে দাড়িয়ে জাতীয় সংগীত গাওয়া শুরু করলো।

♬ আমার সোনার বাংলা
♬ আমি তোমায় ভালোবাসি ই ই ই
♬ চিরদিন তোমার আকাশ তোমার বাতাস
♬ আমার প্রাণে,ওমা আমার প্রাণে
♬ বাজায় বাঁশি সোনার বাংলা
♬ আমি তোমায় ভালোবাসি ই ই ই
(সংক্ষিপ্ত)

এদের দেখে মনে হচ্ছে এরা কোনো যুদ্ধ জয়ের জন্য তৈরি হচ্ছে।

জাতীয় সংগীত গাওয়া শেষে তানি বলে উঠলো। তাহলে এখন চিট তোলা যাক। কে তুলবে আগে?

তাসির বলে উঠলো।
…লেডিস ফাস্ট। তোমরাই আগে তোলো।

তানি ওকে বলে বোলের ভেতর থেকে একটা চিট তুললো। চিট খুলে সবাইকে দেখালো। চিটে ব লেখা আছে।

চিট দেখানোর সাথে সাথে আবিররা কাউন ডাউন শুরু করে দিয়েছে।
….টিক টিক ওয়ান টিকটিক টু

তানিরা তাড়হুড়ো করে গান মনে করার চেষ্টা করছে। আবিরদের পাঁচ পর্যন্ত গুনতেই তানি চট করে গেয়ে উঠলো।
♬ ♬ বাবলি না, আমি লাভলি না
♬ ♬ নইরে বিল্লো রানী
♬ ♬ খেলি ছিনিমিনি ছিনিমিনি ছিনিমিন
♬ ♬ মন নিয়ে ম্যাজিক মামনী
(তানি আবিরকে দেখিয়ে দেখিয়ে মেয়েদের সাথে নাচতে নাচতে গাইলো)
♬ ♬ হিরণী জেইছি আঁখে আমার
♬ ♬ চেহরা নূরানী
♬ ♬ খেলি ছিনিমিনি ছিনিমিনি ছিনিমিনি
♬ ♬ মন নিয়ে ম্যাজিক মামনী।
(সংক্ষিপ্ত)

আবির কম্পিটিশন কি করবে।তানির আদা দেখেই ফিদা হয়ে গেছে। আবালের মতো হা করে তাকিয়ে আছে তানির দিকে। সায়েম সেটা দেখে আবিরের কাধে হালকা ধাক্কা দিয়ে আস্তে করে বললো।
…..ব্রো ফোকাস, ফোকাস। এসব মেয়েদের ষড়যন্ত্র আমাদের দূর্বল করার জন্য। তুমি একদম ওদের ফাঁদে পা দিওনা।

আবির একটু নড়েচড়ে বসে বললো।
….হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস। আমি একদম ওদের ফাঁদে পা দিবনা।
এরপর আবির চিট তুললো। ওর চিটে স অক্ষর আসলো।

আবিররা গান মনে করতে লাগলো। আর তানিরা কাউন ডাউন শুরু করলো।
আবিরের গান মনে আসতেই, বাঁকা হেসে তানিদের দেখিয়ে টিচ করে গাইলো
♬ ♬ সুন্দরীদের মনে কি ছলনা
♬ ♬ আমার বাবার বাবাও তা জানেনা
♬ ♬ নারী হইলো বহুরূপী অন্তরে বাহিরে
♬ ♬ শাড়ী বদল করার মতো
♬ ♬ মন যে বদল করে
♬ ♬ তোমারা ছুরির ফলা
♬ ♬ জানো ষোলো কলা

♬ ♬ আমার বাবার বাবাও তা জানে। না।
♬ ♬ সুন্দরীদের মনে কি ছলনা
♬ ♬ আমার বাবার বাবাও তা জানেনা
(সংক্ষিপ্ত, এখানে শুধু মেল লিরিক্সগুলো দেওয়া হয়েছে)

আবিরের গান শুনে তানি রাগী চোখে তাকালো আবিরের দিকে। আবির সেটা দেখে ডোন্ট কেয়ার ভাব নিল।

এবার নিশি চিট তুললো। ওর চিটে ফ অক্ষর এসেছে।

সায়েম আবিরের কানে কানে বললো।
…ওতো ননস্টপ বকবকই করতে পারে। গান কি গাইবে।

তবে সায়েম কে ভুল প্রমাণ করে নিশি মোবাইল সামনে নিয়ে হেলেদুলে গেয়ে উঠলো।
♬ ♬ ফেসবুক,ওয়াটস আপ,ইমো ভাইবার
♬ ♬ মনে লয় বন্ধু তোমায় দেখি বারবার
♬ ♬ এই পরাণে নাহি চায়
♬ ♬ আর তো দূরে দূরে নয়
♬ ♬ মোবাইল ফোনে ওইমুখ দেইখা
♬ ♬ দিওয়ানা হলেম

♬ ♬ এযে নজর কারা,ঝটকা লাগা
♬ ♬ ডিজিটাল প্রেম
♬ ♬ এযে ঝটকা লাগা,নজর কারা
♬ ♬ ডিজিটাল প্রেম
(সংক্ষিপ্ত)

সায়েম হা হয়ে তাকিয়ে আছে নিশির দিকে। আবির সেটা দেখে বলে উঠলো।
….কিরে আমাকে জ্ঞান দিয়ে, এখন নিজেই মতিভ্রষ্ট হয়ে গেলি?

সায়েম নড়েচড়ে বসে বলল।
….আরে নানা আমি ঠিক আছি
ওটা কিছুই না।

এবার সায়েম চিট তুললো।ওর চিটে ঝ এসেছে।

সায়েমরা সবাই অনেক চিন্তা করেও ঝ দিয়ে কোনো গান খুঁজে পাচ্ছে না। এদিকে তানিটা জোরে জোরে কাউন ডাউন শুরু করে দিয়েছে। কাউন ডাউনের শেষের দিকে এসেই সায়েমের গান মনে পড়ে গেল। সায়েম উঠে দাঁড়িয়ে দুই হাত ছড়িয়ে দিয়ে নাচতে নাচতে গাইলো।
♬ ♬ ঝাকানাকা ঝাকানাকা ঝাকানাকা
♬ ♬ দেহ দোলা না
♬ ♬ ঝাকানাকা ঝাকানাকা ঝাকানাকা
♬ ♬ দেহ দোলা না
(আবির আর তাসিরও সায়েমের সাথে উঠে দাঁড়িয়ে একসাথে কোমড় বামে ডানে দুলিয়ে নাচতে নাচতে গাইলো)
♬ ♬ মিরাবাঈ
♬ ♬ হেইলা দুইলা হেইলা দরবার নাচায়
♬ ♬ মিরাবাঈ
♬ ♬ হেইলা দুইলা হেইলা দরবার নাচায়

♬ ♬ ঝাকানাকা ঝাকানাকা ঝাকানাকা
♬ ♬ দেহ দোলা না
♬ ♬ মন বলে,মন বলে,মন বলে
♬ ♬ দেহ ঝাকা না
(সংক্ষিপ্ত)

পুরো গানটাতে তিনজন উড়া থুরা ডান্স করে, এটিটিউড নিয়ে বসে পরলো।

এরপর সানা চিট তুললো। সানার চিটে আ অক্ষর আসলো। সানা কতক্ষণ ভেবে গাওয়া শুরু করলো।
♬ ♬ আমি বঁধু সেজে থাকবো
♬ ♬ তুমি পালকি নিয়ে এসো
♬ ♬ শুধু দৃষ্টি বিনিময়ে
♬ ♬ একটু মিষ্টি করে হেসো।
♬ ♬ এই ছোট্ট জীবনে
♬ ♬ চাইনা কিছু আর
♬ ♬ শুধু ভালবেসো

♬ ♬ আমি বঁধু সেজে থাকবো
♬ ♬ তুমি পালকি নিয়ে এসো
(সংক্ষিপ্ত)

গান গাওয়ার সময় সানা আরচোখে বারবার তাসিরের দিকে তাকাচ্ছিল। তাসিরও নিচের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছিল। নূর এসব ভালোই খেয়াল করছিল।

এবার তাসির চিট তুললো।তাসিরের চিটেও এলো আ। তাসির কতক্ষণ ভেবে গাওয়া শুরু করলো।
♬ ♬ আগে কি সুন্দর দিন কাটাইতাম
♬ ♬ আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম
♬ ♬ গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান
♬ ♬ মিলিয়া বাউলা গান আর মুর্শিদি গাইতাম
(আবির স্টিলের পাতিল এনে তবলা বাজাতে লাগলো। আর সব ছেলেরা মিলে একসাথে গাইতে লাগলো)
♬ ♬ আগে কি সুন্দর দিন কাটাইতাম
♬ ♬ আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম
(সংক্ষিপ্ত)

এবার আদিত্য চিট তুললো। আদিত্যের চিটে এলো ভ। আদিত্য কোনো সময় না নিয়েই মুচকি হেসে নূরের দিকে তাকিয়ে গেয়ে উঠলো।
♬ ♬ ভালোবাসবো বাসবোরে বন্ধু
♬ ♬ তোমায় যতনে
♬ ♬ আমার মনের ঘরে চাদের আলো
♬ ♬ চুইয়া চুইয়া পড়ে

♬ ♬ দুধে আলতা গায়ের বরন
♬ ♬ রুপযে কাঁচা সোনা
♬ ♬ আঁচল দিয়া ঢাইকা রাইখো
♬ ♬ চোখ যেন পড়ে না

♬ ♬ আমি প্রথম দেখে পাগল হইলাম
♬ ♬ মন যে আর মানে না
♬ ♬ কাছে আইসো আইসোরে বন্ধু
♬ ♬ প্রেমের কারণে
♬ ♬ ভালোবাসবো বাসবোরে বন্ধু
♬ ♬ তোমায় যতনে
(সংক্ষিপ্ত)

গান শেষ হয়ে গেছে। তবুও আদিত্য আর নূর এখনো একজন আরেকজনের দিকে তাকিয়েই আছে। চোখের পলকই পরছে না।

আবির আদিত্যর কাঁধে হালকা ধাক্কা দিয়ে বললো।
….ভাই গান শেষ হয়ে গেছে। বাস্তবে ফিরে আয় ভাই।

আবিরের কথায় সবাই হেসে দিল।

এবার চিট তুললো নূর। নূরের চিটে এলো ত। নূর মুচকি হেসে আদিত্যের দিকে তাকিয়ে গাইলো।
♬ ♬ তুমি আমার এমনই একজন
♬ ♬ যারে একজনমে ভালোবেসে
♬ ♬ ভরবে না এ মন

♬ ♬ এক জনমের ভালোবাসা
♬ ♬ এক জনমের কাছে আসা
♬ ♬ দুইটি চোখের পলক পরতে
♬ ♬ লাগে যতক্ষণ

♬ ♬ তুমি আমার এমনই একজন
♬ ♬ যারে ভালোবেসে ভরবে না এ মন
(সংক্ষিপ্ত)

দুইজন আবারও দুইজনের দিকে মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে আছে।

আবির বিরক্তির সুরে বললো।
….কেয়া মুসিবাত হে ইয়ার? আমরা খেলায় কন্সেন্ট্রেট করবো। নাকি বারবার এদের হুঁশ ফেরাবো। আমি ভেবে পাইনা এরা এতো রোমাঞ্চ পায় কোথা থেকে?

আবিরের কথায় আবারও সবাই হেসে দিল।

তানি মনে মনে ভাবলো, এইভাবে চলতে থাকলে খেলা শেষ হবে না। কিছু একটা তো করতে হবে। তানি নূরের দিকে ঝুঁকে ফিসফিস করে বললো।
….শোন, আমাদের জিততে হলে তোর জিজুকে ডিসট্রাক করতে হবে।

নূর ভ্রু কুঁচকে বললো।
….কিন্তু কিভাবে?

…..এটাও আমাকে বলে দিতে হবে? বিয়ে তোর হয়েছে না আমার হয়েছে? যাইহোক শোন, যখন ওদের পালি আসবে, তুই তখন জিজুর দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে লাজুক লাজুক হাসবি। তাতেই কাজ হয়ে যাবে। জিজুকে ছাড়া ওরা এমনিতেই হেরে যাবে।

….কিন্তু এটাতো চিটিং হবে?

….হ্যাঁ তো?তুই কি চাস আমরা ওদের কাছে হেরে যাই? আমাদের নাক কাটা যাক? দেখ তুই যদি আমার কথা না শুনিস তাহলে কিন্তু আমি আর কখনো তোদের আসবোনা হুহ।

নূর আর উপায় না পেয়ে রাজি হয়ে গেলো।

এবার আবির চিট তুললো। চিটে এলো ড। আবির ড দিয়ে কোনো গান খুঁজে পাচ্ছে না। আবির সাহায্যের জন্য ওর টিমের দিকে তাকালো। নাহ ওদেরও কারোর মনে আসছে না। আবির আদিত্যর দিকে তাকালো।
তখনই তানি নূরকে খোঁচা মেরে ওর একশান শুরু করতে বললো।
তানির কথামতো নূর আদিত্যের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে লাজুক লাজুক হাসছে।

আদিত্য তো এমনিতেই নূরের দিওয়ানা। তারওপর নূরের এমন আবেদনময়ী মুভমেন্ট দেখে আদিত্যের মাইন্ড কোমায় চলে গেলো। ও মন্ত্রমুগ্ধের মতো হা করে নূরের দিকে তাকিয়ে রইলো।

এদিকে যে আবির ওকে ঢেলে যাচ্ছে, সেদিকে ওর কোনো হুশই নেই।
তানিরা জোরে জোরে কাউন ডাউন শুরু করে দিয়েছে। এবং শেষমেশ গান মনে না করতে পেরে ছেলেরা হেরে গেল।

আর ছেলেরা হেরে যেতেই তানি,সানা আর নিশি হই হই করে সোফায় উঠে লুঙ্গি ডান্স শুরু করে দিল। নূরও নরমাল হয়ে বসে মেয়েদের দিকে তাকিয়ে মুচকি হাসতে লাগলো।

ওদের হইচই শুনে আদিত্যের ঘোর কাটলো। আদিত্য পাশে তাকিয়ে দেখলো আবির, তাসির আর সায়েম ওর দিকে ক্ষুদার্ত বাঘের মতো ওর দিকে তাকিয়ে আছে। আদিত্য ভ্রু কুঁচকে বললো।
….কিরে তোরা এভাবে তাকিয়ে আছিস কেন? আমি কি করেছি?

আবির দাঁতে দাঁত চেপে বললো।
…..কি করেছিস তাইনা? সালা, আমার আগেই মনে হয়েছিল যে ধোকা দিবি। তোর জন্য আজ আমরা হেরে গেলাম। এর প্রতিশোধ তো নিয়েই ছাড়বো দেখে নিস।

একটু পরে তানিরা ঠিক হয়ে বসে ছেলেদের দিকে তাকিয়ে বললো।
….তো, চ্যালেঞ্জের কথা নিশ্চয় মন আছে?তোমরা যেহেতু হেরে গেছ, তাই এখন আমরা যা বলবো তোমাদের তাই করতে হবে। রেডিতো তোমরা?
তানি সয়তানি হাসি দিয়ে বললো।
….ইট’স গোনা বি ফান গাইস। মুহ হা হা হা😈

তানির এমন হাসি দেখে আবিরের গলা শুকিয়ে আসছে। নাজানি এখন এরা কি করবে আমাদের সাথে? আবির তানির দিকে তাকিয়ে জোরপূর্বক একটা হাসি দিয়ে বললো।
…..তানি, আমার কিউটি কিউটি বেবি। তুমি আমার সাথে কিছু করবে না তাইনা? আমি না তোমার সুইট সুইট বয়ফ্রেন্ড? তুমি যা করার ওদের সাথে করো হ্যাঁ?

তানি বাঁকা হেসে বললো।
….নো নো ডিয়ার। এখন কোনো মেলোড্রামায় কাজ হবে না। চ্যালেঞ্জ যখন একসেপ্ট করেছ তখন পুরোন তো করতেই হবে।

সানা বলে উঠলো।
….হ্যাঁ তানি আপু ঠিকই বলেছে। তোমরা না বলো বি এ্যা ম্যান, বি এ্যা ম্যান। তো ম্যানগিরি কই গেল। চ্যালেঞ্জের সময়তো খুব এটিটিউড দেখিয়েছিলে। এখন সব ফুস হয়ে গেলো?

তাসির বলে উঠলো।
…..ঠিক আছে, ঠিক আছে। আমরা কি ভয় পাই নাকি? বলো কি করতে হবে?

তানি বাঁকা হেসে বললো।
….তেমন কিছুই না। শুধু একটু ডান্স করে দেখাতে হবে। আর কিছুই না। সবসময় শুধু মেয়েরা নাচনেওয়ালী সেজে নাচে আর ছেলেরা রাজা বাদশার মতো বসে বসে মজা নেয়। তাই আজ তোমরা নাচবে আর আমরা রাজা বাদশার মতো বসে বসে মজা নিবো।

আবির হাফ ছেড়ে বললো।
….আরে এইটুকু সামান্য ব্যাপার? শুধু নাচতেই তো হবে, এ আর এমন কি? আমরা এখুনি তোমাদের নেচে দেখাচ্ছি।

তানি বললো
…..আঃ আঃ আঃ, দেয়ার ইস আ টুইস্ট বেবি। তোমরা নাচবে ঠিকই, তবে গান আমরা সিলেক্ট করবো। আর গানের থিম অনুযায়ী তোমাদের ওইরকম কসটুম পরতে হবে।

সানা বললো।
…আর কসটুমের সাথে ওইভাবে মেক আপও করতে হবে।

আবির বলে উঠলো।
….মেক আপ? মেক আপ আবার কিসের? আমরা কি মেয়েদের মতো আটা ময়দা মাখবো নাকি?

তানি বলে উঠলো।
…এখুনি বুঝতে পারবে। চলো আমরা তোমাদের রেডি করে দিচ্ছি।
কথাটা বলে তানি, সানা আর নিশি আদিত্য বাদে বাকি তিনজনকে রুমের ভেতর নিয়ে গেল রেডি করতে।

প্রায় আধাঘন্টা পর ওরা বেড়িয়ে এলো। তানিদের পিছু পিছু আবিররা মাথা নিচু করে আসছে। ড্রয়িং রুমে এসে তানিরা সরে যেতেই আদিত্য আর নূর আবিরদের দিকে তাকালো। আর তাকাতেই ওদের চোখ চড়কগাছ হয়ে গেলো। চোখ দুটো কোটর থেকে বেড়িয়ে আসার উপক্রম ওদের।
আবির, তাসির আর সায়েম তিনজনকেই একটা করে আনারকলি ড্রেস পড়ানো হয়েছে । ওড়না গুলো মাথায় ঘোমটার মতো করে দিয়ে দেয়া আছে। চোখে লম্বা আর মোটা করে কাজল,ঠোঁটে চারিদিকে ছড়িয়ে লিপস্টিক দিয়ে দেওয়া হয়েছে। মোটকথা সব মিলিয়ে কোনো জোকারের চেয়ে কম মনে হচ্ছে না। বেচারারা মন খারাপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে।

আদিত্য আর নিজের হাসি আটকিয়ে রাখতে পারলো না। হো হো করে অট্টহাসিতে ফেটে পরলো।হাসতে হাসতে সোফায় গড়িয়ে পড়লো।নূরও অনেক চেষ্টা করেও নিজের হাসি আটকাতে পারছে না। নূরও আস্তে আস্তে হাসতে লাগলো।

আবির কপট রাগ দেখিয়ে তানির দিকে তাকিয়ে বললো।
….দিস ইস নট ফেয়ার তানি। আমাদের এই হাল করেছ অথচ আদিত্যকে কিছুই করোনি? ওতো আমাদের দলে ছিল? বরং ওরতো আরো বেশি শাস্তি হওয়া দরকার। কারণ ওর জন্যই আমরা হেরে গেছি।

তানি বলে উঠলো।
….আদিত্য ভাইয়া আমার জিজু। তাই ওনাকে এসব শাস্তি দেওয়া যায় না। আর তাছাড়া চ্যালেঞ্জ তো তোমরা করেছ। জিজু তো আর করেনি। তাই ওনাকে কিছু করবো না।

আদিত্য মুচকি হেসে বললো।
…লাভ ইউ শালি সাহেবা।

তানিও মুচকি হেসে বললো।
….মেনশন নট জিজু।

আবির রাগে কটমট করে তাসিরের কানে আস্তে করে বললো।
….আমাদেরকে এভাবে ফাসিয় দিয়ে উনি মজা নিচ্ছে। দেখাচ্ছি মজা, রোমাঞ্চ করার খুব সখ না উনার। আজ জম্মের রোমাঞ্চ করাবো। শোন আমার কাছে একটা প্ল্যান আছে।
আবির তাসিরের কানে প্ল্যান বললো।

তানি সোফায় আরাম করে রাজাদের মতো করে বসে। আবিরদের দিকে তাকিয়ে আদেশের মতো করে বললো।
…তাহলে শুরু তোমরা তোমাদের নাচ।আর আমাদের মনোরঞ্জন করো।
কথাটা বলে তানি গান প্লে করলো।

♬ ♬ ইয়ে কিসকা হে আহাট
♬ ♬ ইয়ে কিসকা হে ছায়া
♬ ♬ হুই দিলমে দাসতাক
♬ ♬ ইহা কন আয়া

♬ ♬ হামপে এ কিসনে হারা রাঙ ডালা
♬ ♬ ওও হামপে এ কিসনে হারা রাঙ ডালা
♬ ♬ খুশী নে হামারি হামে এএএ
(আবিররা নিচে ফ্লোরে বসে দুই হাত সামনে রেখে ঘষে ঘষে সামনের দিকে এগুচ্ছে, আবার এক হাত কপালে ঠেকিয়ে মাধুরির স্টেপ করতে করতে গাইলো।)
♬ ♬ মার ডালা,ও মার ডালা
♬ ♬ মার ডালা, মার ডালা, মার, ডালা

♬ ♬ হামপে এ কিসনে হারা রাঙ ডালা
♬ ♬ খুশী নে হামারি হামে মার ডালা
♬ ♬ হামে মার ডালা,হামে মার ডালা
♬ ♬ হামে এএএএ মার ডালা
♬ ♬ আল্লাহ মার ডালা, আল্লাহ মার ডালা আল্লাহ
(সংক্ষিপ্ত)

তানিরা নাচ দেখতে দেখতে রাজা বাদশাদের মতো ফুলের মালা ছুড়ে দিতে লাগলো।

গান শেষে তানি বলে উঠলো ।
….বাহ্ কেয়া বাত,কেয়া নাত, কেয়া বাত। মুগাম্বো খুশ হুয়া।

আদিত্যর এদিকে হাসতে হাসতে অবস্থা খারাপ।

আবির বাঁকা হেসে তাসিরের দিকে তাকিয়ে ইশারা করলো ওদের প্ল্যান চালু করতে। তাসির মাথা নেড়ে গিয়ে মিউজিক প্লেয়ারে একটা গান চালু করলো।
তারপর ওরা তিনজন ধীরে ধীরে আদিত্যের দিকে এগিয়ে যেতে লাগলো।
ওদের কে এভাবে আসতে দেখে আদিত্য একটু থতমত খেয়ে গেল। মনে মনে ভাবলো,এরা এদিকে আসছে কেন?এদের হাবভাব সুবিধার মনে হচ্ছে না।

আবির আদিত্যর একপাশে এসে আদিত্যের কাঁধের ওপর ঝুকে পড়ে মেয়েদের মতো করে সিডিউস করার ভঙ্গিতে গেয়ে উঠলো।
♬ ♬ ও বেবি কাম টু মি
(সায়েম আদিত্যের আরেক কাঁধের উপর ঝুকে একই ভঙ্গিতে গেয়ে উঠলো)
♬ ♬ রাত হে জাওয়া জাওয়া জাওয়া
(তাসির আদিত্যের পিছনে এসে পিঠে স্লাইড করে গাইলো)
♬ ♬ ওয়াই ডোন্ট ইউ লাভ মি মোর
(এদের কাজকর্ম দেখে আদিত্যর বুঝতে বাকি নেই যে এরা কি করতে চাচ্ছে। আদিত্য ওদের কে ছাড়িয়ে উঠে যেতে নিলেই আবির আদিত্যর হাত ধরে কাছে যেয়ে গাইলো)
♬ ♬ জাতা হে কাহা কাহা কাহা
(আবির, তাসির আর সায়েম আদিত্যকে ঘিরে ধরে নানা ভাবে ছুঁয়ে ছুঁয়ে একে একে গেয়ে উঠলো )
♬ ♬ মজা কারাউঙ্গি,
♬ ♬ হ্যাভেন দেখাউঙ্গি
♬ ♬ লাইফ মে লে লে থোরা রিস্ক

♬ ♬ আই ওয়ানা তেরা ইস্ক ইস্ক
♬ ♬ তেরা ইস্ক ইস্ক
♬ ♬ তেরা ইস্ক ইস্ক
♬ ♬ মেরে জানিয়া

♬ ♬ আই ওয়ানা তেরা
♬ ♬ আই ওয়ানা তেরা
(আদিত্যকে নিয়ে তিনজন টানাটানি শুরু করে দিল। একজন চুল ধরে টানাটানি করছে, তো একজন কোমড়ে শুরশুরি দিচ্ছে। আবার আরেক জন পা ধরে টানাটানি করছে। একসময় আদিত্যকে নিচে ফেলে দিয়ে, আবির আদিত্যর উপর চড়ে গাইলো।)
♬ ♬ ওনলি ফর ইউর তারসে বডি
♬ ♬ তাড়পে মেরি সোল ভে
♬ ♬ তাড়পে মেরি সোল ভে
♬ ♬ তাড়পে মেরি সোল ভে

♬ ♬ ডোন্ট গো অ্যাওয়ে মাহি
♬ ♬ আজা মেরে কোল বে
♬ ♬ ওনলি ফর ইউ তারসে বডি
♬ ♬ তাড়পে মেরি সোল বে

♬ ♬ আজ না ছোড়ুঙ্গি
♬ ♬ হার লিমিট তরুঙ্গি
♬ ♬ চালনে না দুঙ্গি কোই ট্রিকস

♬ ♬ আই ওয়ানা তেরা ইস্ক ইস্ক
♬ ♬ তেরা ইস্ক ইস্ক
♬ ♬ তেরা ইস্ক ইস্ক
(আবির এবার আদিত্যর শার্ট এক টানে ছিড়ে ফেলে গাইলো)
♬ ♬ ফার দিয়া ক্যালেন্ডার মেনে
♬ ♬ তেরে ইন্তেজার কি
♬ ♬ মুঝপে আব বারছা দে রাজা
♬ ♬ শাওয়ার আপনে পেয়ার কি
♬ ♬ শাওয়ার আপনে পেয়ার কি
♬ ♬ শাওয়ার আপনে পেয়ার কি

♬ ♬ এক সে ভালে হে দো
♬ ♬ দো সে ভালে হে তিন
♬ ♬ আজা হোজায়ে সারে মিক্স

( আদিত্য এদের সাথে না পেরে নূরের দিকে করুন চোখে তাকালো। মেয়েরা এতক্ষণ ধরে হাসাহাসি করলেও আদিত্যর এমন করুন অবস্থা দেখে নূরের খুব মায়া হলো। নূর উঠে গিয়ে আবিরদের সরিয়ে দিয়ে আদিত্যকে বাঁচাল। তারপর আদিত্যর গলা জড়িয়ে ধরে মুচকি হেসে গেয়ে উঠলো)
♬ ♬ আই ওয়ানা তেরা ইস্ক ইস্ক

(তানি আর নিশিও উঠে গিয়ে ওদের পার্টনারদের ধরে নাচতে নাচতে গাইলো)
♬ ♬ তেরা ইস্ক ইস্ক
♬ ♬ তেরা ইস্ক ইস্ক
♬ ♬ মেরে জানিয়া

তারপর সবাই মিলে উড়াথুড়া ডান্স করতে লাগে।

চলবে……
( আমি আগেই বলেছি, আমি একটু পার্সোনাল কাজে ব্যাস্ত আছি।তাই গল্প দিতে অনিয়ম হতে পারে। প্লিজ কিছু মনে করবেন না। এতো ব্যাস্ততার মাঝে শুধু আপনাদের কথা ভেবেই গল্প লিখছি।

ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here