মশারি পর্ব-৩

0
2112

বর বউয়ের রোমান্টিক ঝগড়ার গল্প :
♥♠♥ #মশারি ♥♠♥

♣♣পর্ব- ৩

লেখিকা: #গল্প বুড়ি তিলোত্তমা
!
!
!
!
এটা কি হলো আমার সাথে ! আমি উঠতে যাবো তখনি কেউ হাত দিয়ে টেনে ধরে রেখে দিয়েছে । কেউ হবে কেন ঐ মিনমিনে মিচকে শয়তান টা ই হবে।
এই যে শুনুন, ভাল হচ্ছে না বলে দিলাম,। ছাড়ুন বলছি, তা না হলে লঙ্কা কান্ড হয়ে যাবে কিন্তু।
কি কথা কানে যাচ্ছে না বুঝি । আমার কিন্তু খুব লাগছে ।
শেষবারের মত বলছি,হাতটা সরান ! এরপর কিন্তু আমি কিন্তু ভুলে আপনি কে ?
!
সাহিল ঘুম ঘুম ঘোরে বলছে, কি ব্যাপার রাত পোহালো ই না, এ মধ্যেই শুরু হয়ে গেল বউগিরি।
!
!
আমি: মানে!
কি বলতে চাইছেন আপনি । আমি বউগিরি দেখাচ্ছি ? আপনি যে মাষ্টারগিরি দেখাচ্ছেন তার বেলায় ! এই বার লাস্ট ছাড়ুন, তা না হলে আমি কিন্তু….
!
!
সাহিল: এই স্বপ্ন দেখছেন নাকি ? নাকি ঘুমের ঘোরে আবোল তাবোল বোকছেন ! আর আমি ধরলামি বা কি আর ছাড়বো বা কি ? আর হ্যা আমি কিভাবে আপনার সাথে মাস্টারগিরি করলাম ?
!
!
আমি: মানে !
আমার কান ধরে রেখে এখন এমন ভাব দেখাচ্ছেন, যেন আপনি কিছুই জানেন না । উফফফ… খু্ব লাগছে !
আমার এ কথা শুনতেই আরেকজন হাসিতে লুটোপুটি খাচ্ছে। আর বলছে, আমার কি মাথা খারাপ হয়েছে নাকি, সিংহীর কান ধরতে যাবো। আমি আপনার কানটান ধরিনি । ঘুমের মাঝে স্বপ্ন দেখছেন বলেই, মোবাইলের টর্চ জ্বালিয়ে, আরো হাসতে লাগছে ।
!
আমার তো রাগে ব্যাটাকে কাঁচাই চিবিয়ে খেতে ইচ্ছে করছে। সিংহী হলে এতক্ষন আর আস্ত রাখতাম না ।
!
!
সাহিল: হুম কান তো কেউ একজন ধরেছেই ! কিন্তু আমি না আমার #মশারি !
!
!
কথাটা শোনা মাত্রই ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম মানে !
কানে হাত দিয়ে দেখি, ও মা সত্যিই তো, আমার কানের দুলের সাথে #মশারি আটকে গিয়েছে । কি আর করার ! বলবো বুঝতে পারছি না….
এই যে শুনুন কটকটি রানি মত না হেসে আমার কানটা #মশারি থেকে ছাড়িয়ে দিন !
সত্যিই খুব লাগছে আমার !!!
সাহিল : হুম দিচ্ছি ছাড়িয়ে ।
!
!
মশারি থেকে কানের দুল ছাড়াতে ছাড়াতে বলছে, হায়রে অবলা নারী, বিনা দোষেই যে তোমরা দিতে পারো হাজার টা ঝারি।
!
!
সত্যিই তো আমার অবস্থা ঐ রকম হয়েছে, চিলে কান নিয়েছে শুনে, কান না দেখেই দৌড় শুরু করেছি।
ইস কি লজ্জাটাই না পেলাম ।
কিন্তু আমি তো আমার দোষ শিকার করবো না । উল্টা ঝারি তো আমাকে দিতেই হবে !
!
দোষ আপনার না মানে,আপনারি তো দোষ, আমি কি #মশারির ভিতর শুয়েছি নাকি ? আর হ্যা আমি মশারির ভিতরে এলাম কিভাবে ? তারপরও আপনি বলবেন না আপনার দোষ।
!
!
সাহিল : হায় আল্লহ ! এ কি ঝগড়াটে বউ কপালে জুটালে! ১ রাত না যেতে যেতেই এই অবস্থা!
আর বাকি দিনগুলোতে মনে হয় শহীদ হয়ে যাবো।
এই যে ম্যাডাম, আমি যে বললাম অর্নামেন্ট গুলো খুলে রাখতে। তা না রাখলে আমার দোষ।
আবার যদি খুলে দিতাম তাহলে তো আমার এতক্ষনে ফাসিই হয়ে যেত।
এজন্য তো লোকে বলে,
আর যার জন্য করলাম চুরি সেই বলে চোর।
সত্যিই ভাল মানুষের দিন শেষ।
রাতের বেলায় যে কষ্ট করে ৪৫ কেজি ওজনের মানবীকে সযত্নে কোলে তুলে বিছানায় নিয়ে আসলাম এই তার প্রতিদান ।
!

কথা গুলো শুনেই যা রাগ হচ্ছিল না কি আর বলবো।
এমন ভাবে বলছে মনে হয় আমিই বলছি,আমি ঘুমিয়ে গেলে আমাকে কোলে তুলে খাটে নিয়ে যাবেন।
সত্যিই আমার ও কিছু ভূল আছে, গহনাগুলো খুলে শোয়া উচিৎ ছিল।
কিন্তু কে জানতো চেয়ারে বসেই ঘুমিয়ে যাবো । মনে মনে কত যে মণ কলা খাচ্ছি আল্লাহ জানে !
ওনার কথার শব্দে বসা থেকে উঠে দাড়ালাম ।
!
!
সাহিল: তাড়াতাড়ি উঠেন ফযরের নামাযের সময় কিন্তু চলে যাবে।
!
!
আমি: তাই তো !
তড়িঘড়ি করে উঠতে গিয়ে আরেক বিপত্তি ঘটালাম!
আর ভাল লাগেনা———
!
!
!
চলবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here