মেঘ ভাঙ্গা রোদ্দুর পর্ব-৩২

0
2211

#মেঘ_ভাঙ্গা_রোদ্দুর। [৩২]

ছবিটার দিকে নিঃপলক তাকিয়ে আছে মেহের। রাহনাফ এত নিখুঁত ছবি আঁকতে পারে এটা তার ধারণার অতীত ছিলো। ছবিটা দেখে মনে হচ্ছে এটা বাস্তব। চোখের সামনে মেহের তার অধোরে সিগ্ধ হাসি ঝুলিয়ে বসে আছে। মেহের ছবিটার উপর হাত বুলাতে বুলাতে বলে উঠলো,

– আপনি এত ভালো ছবি আঁকতে পারেন। আগে বলেন নি কেন?

– আগে বললে কি করতেন আপনি? মৃদু হেসে প্রশ্ন করে রাহনাফ।

– আপনাকে দিয়ে রোজ একটা করে নিজের ছবি আঁকিয়ে নিতাম। আর সেগুলো আমি আমার রুমের দেয়ালে সাটিয়ে নিতাম। রাহনাফের দিকে তাকিয়ে অধোর প্রসারিত করে হাসি দেয় মেহের। রাহনাফ ও মাথা চুলকিয়ে নিচের দিকে তাকিয়ে হাসে। অতঃপর বলে,

– আচ্ছা বেশ, আরো কিছু বলতে যাবে তার আগে পাশ থেকে মৌ বলে উঠে,

– আমারও একটা ছবি এঁকে দাওনা রাহনাফ ভাইয়া। ওহ সরি শুধু আমার না, আমার আর আলিহানের একটা ছবি এঁকে দিবে আর আমি সেটা বেধে দেয়ালে ঝুলিয়ে রাখবো।

– ঠিক আছে। আচ্ছা আলিহান কোথায়? আসার পরে ওকে একবারও দেখি নি।

রাহনাফের কথার কোন জবাব দিলো না মৌ। মুখ গোমড়া করে বসে রইলো সে। মেহের ও উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে মৌ-য়ের মুখের দিকে। আলিহানকে আজ সকাল থেকেই দেখতে পাচ্ছে না সে। বাসা থেকে বের হওয়ার আগে সে বলেও যায়নি কোথায় যাচ্ছে। মৌ তো আলিহানের স্ত্রী ও নিশ্চয় জানবে আলিহান কোথায় আছে। কিন্তু মৌ-য়ের মুখ দেখে বুঝা যাচ্ছে না যে আলিহান কোথায় সেটা সে জানে। কপাল কুচকে ফেলে মেহের। কারন মৌ-য়ের চোখ মুখে বিষন্নতার ছাপ স্পষ্ট। মেহের মৌ-য়ের কাঁধে হাত রেখে বলে,

– কি হয়েছে মৌ? আলিহান ভাইয়ের কথা জিগ্যেস করতে তোর মুখটা অমন কালো হয়ে গেল কেন?

– আসলে আলিহান যাওয়ার আগে আমাকে বলে যায়নি। কোথায় গেছে কার সাথে গেছে সেটাও জানি না। কল করেছি কয়েকবার কিন্তু রিসিভ করে নি।করুন চোখে মেহেরের দিকে তাকিয়ে বলে মৌ।

মৌ-য়ের মুখের রিয়্যাকশন দেখে হাসে রাহনাফ। অতঃপর বলে,

– আরে ভাবি চিল। আলিহান হয়তো কোন কাজেই বের হয়েছে চলে আসবে। এত অস্থির হওয়ার কারন নেই। চলে আসবে। আচ্ছা দাঁড়াও কল করছি আমি বলেই বুক পকেট থেকে মোবাইল বের করে আলিহানের নাম্বারে ডায়াল করে। রিং হওয়ার সাথে সাথে কল রিসিভ করে আলিহান।

– দোস্ত কোথায় তুই? তাড়াতাড়ি বাসায় চলে আয়। মৌ চিন্তা করছে। ওকে না বলে বেড়িয়েছিস কেন?

– এইতো আমি বাসার সামনেই আছি। আর দুই মিনিট লাগবে।

– ওও আচ্ছা আয় তাহলে। কল কেটে দেয় রাহনাফ। মেহেরের দিকে একপলক তাকিয়ে মৌ-দিকে তাকায় সে। অতঃপর বলে,

– আলিহান কে শায়েস্তা করতে পারবে না তুমি মৌ। রাহনাফের কথা শুনে মৌ আর মেহের দুইজনেই ওর দিকে তাকায়। মৌ-য়ের কপালে যেমন কয়েকটা ভাজ পরেছে তেমনি মেহেরর ও। মৌ আলিহানকে শায়েস্তা করবে কিন্তু কেন? ওদের দুজনের মুখের রিয়্যাকশন দেখে রাহনাফ অধোর চেপে হাসে। আর বলে,

– না মানে বলছিলাম এই সকাল থেকে বিকাল অব্ধি কাউকে কিছু না বলে কোথায় গিয়েছিল সে। কার সাথে দেখা করতে গিয়েছে সে বউকেও বলে যায়নি। আচ্ছা আলিহানের গোপন কোন গালফ্রেন্ড নেই তো। গালে হাত রেখে বলে রাহনাফ। রাহনাফের কথা শুনে চক্ষুদ্বয় বড় বড় হয়ে যায় মৌ আর মেহেরের। মৌ কিছু বলতে না পারলেও মেহের বলে,

– কি সব আবোল তাবোল বলছেন রাহনাফ। এমন কিছুই নয়। ভাইয়ার হয়তো কোন দরকার পরেছে তাই বেড়িয়েছে। তাছাড়া আমরা সবাই জানি আলিহান ভাই মৌকে কতটা ভালোবাসে।

– সেটা তো আমিও জানি। কিন্তু কি এমন মহান কাজে বেড়িয়েছে যে নিজের বউকে পর্যন্ত বলে যায় নি। আচ্ছা মৌ-প্লাস ভাবি তুমিই বলো কি এমন কাজে বেড়িয়েছে সে। শুনো আলিহান কিন্তু এতটাও ভালো মানুষ না। কলেজে থাকা কালীন অনেক মেয়েই ওর পিছুপিছু ঘুড়তো। আর হ্যাঁ, ডিপ্লোমা ২য় বর্ষে থাকাকালীন ওর একটা গোপন গার্লফেন্ড ছিলো। সারাক্ষণ তার সাথে চ্যাটিং করতো, আর হাসতো। আমি যতবার তার কথা জিগ্যেস করেছি আলিহান ততবারই আমাকে এড়িয়ে চলেছে। সেই মেয়েটা কে আজ অব্ধি আমরা কেউ জানিনা। মৌ-য়ের দিকে তাকিয়ে বলল রাহনাফ। রাহনাফের কথা শুনে বিষন্নতায় ছেয়ে যায় মৌ-য়ের মুখ। এক রাশ কালো মেঘেরা এসে ভীড় করেছে মৌ-য়ের মুখে। আকাশে মেঘ করলে যেমন বৃষ্টি হয় তেমনি মৌ-য়ের মনে মেঘ জমে চোখের কোটরে এসে অশ্রুর ভীড় জমিয়েছে। আলিহান কি সত্যিই ওর গার্লফেন্ডের সাথে দেখা করতে গেছে। আচ্ছা কোথায় আলিহান! ও যাওয়ার আগে আমাকে কিছু বলে যায়নি কেন? আজ সারাদিন কোথায় ছিলো সে! মনে মনে ভাবছে মেহের। তখনি ওর ভাবনার ছেদ ঘটিয়ে দরজার পাশ থেকে আলিহান বলে উঠে,

– এমন কিছুই হয়নি মৌ। আমার একটা ইম্পরট্যান্ট কাজ পরে গেছিলো তাই তাড়াতাড়ি চলে গেছিলাম। রুমের ভেতরে প্রবেশ করে আলিহান। সে মৌ-য়ের দিকে তার দৃষ্টি নিক্ষেপ করতেই মৌ মুখ ভেঙচি কেটে অন্যদিকে ঘুরে তাকায়। এই দৃশ্য দেখে হাসে আলিহান ও রাহনাফ। রাহনাফ আলিহানের দিকে তাকিয়ে চোখ টিপ দিয়ে বলে,

– বউকে কিছু না জানিয়ে সারাদিন বাড়ির বাহিরে কাটানো তাইনা। এবার যাও বউয়ের মান ভাঙাও। মৌ-য়ের দিকে তাকায় রাহনাফ। মৌ তখনো অন্যদিকে ঘুরে চোখের জল ফেলছে। আলিহানের গোপন গার্লফেন্ড আছে হয়তো এটা সত্যিই ভেবে বসে আছে সে। রাহনাফ মৌ-য়ের দিকে তাকিয়ে বলে,

– মেয়ে মানুষগুলা এমনি হয় তাইনা। দেখনা একটুতেই কেমন কেঁদে ফেলছে। অথচ ও ভুলেই গেছে তুই কলেজ লাইফের শুরু থেকে ওর সাথে প্রেম করিস।

– শালা দিলি তো আমার বউটাকে কাঁদিয়ে । এবার আমি কি করে সামলাবো। মৌ-য়ের দিকে তাকিয়ে বলে আলিহান।

– তুই তোর বউ সামলা আমি বরং মেহেরকে নিয়ে একটি গুরে আসি। ও আচ্ছা সারাদিন কোথায় ছিলি বললি না তো।

রাহনাফের করা শেষ প্রশ্নে থমকে যায় আলিহান। নির্বিকায় দাঁড়িয়ে থাকে সে কিছুক্ষণ। আলিহান কোথায় গেছিলো কার সাথে দেখা করতে গেছিলো এটা জানতে পারলো তো সব শেষ হয়ে যাবে। ব্যাপারটা বেশীদূর গড়াতে দেওয়া যাবে না। টপিক চেঞ্জ করার জন্যে আলিহান বলে উঠে,

– মৌ কাঁদছিে। এবার রুম থেকে বের হো। পরে তোকে সবটা বলবো।

আলিহানের কথা মতো রাহনাফ রুম থেকে বেড়িয়ে যায়। মেহেরও একবার মৌ-য়ের মুখ পানে তাকিয়ে প্রস্থান করে। সবার চলে যাওয়ার পর আলিহান গিয়ে মৌ-কে পিছন থেকে জড়িয়ে ধরে। মৌ ছাড়ানোর চেষ্টা করলে সে আরো জোরে ওকে চেপে ধরে কাঁধে নিজের অধোর ছুঁইয়ে দিয়ে বলল,

– রাগ হয়েছে আমার মৌ-পাখিটার!

মৌ কোন জবাব দেয়না। আলিহান এবার মৌ-কে নিজের দিকে ঘুড়িয়ে নিয়ে মৌ-য়ের দু-গালে নিজের হাত রেখে বলে,

– রাহনাফের কথায় অভিমান হয়েছে। মৃদু হাসে আলিহান। অতঃপর বলে, রাহনাফ তোমার সাথে ফান করেছে মৌ-পাখি। আমি তো কলেজ লাইফ থেকে একজনকেই ভালোবাসি মৌ পাখি। সে আমাকে ভালোবাসতে শিখিয়েছে। রাতের পর রাত জেগে যার সাথে চ্যাটিং এ ব্যাস্ত থাকতাম। না দেখে শুধু কথা বলেই প্রেমে পড়েছি তার। পরে একপলক দেখায় সেই ভালোবাসাটা যেন তৃষ্ণার্ত হয়ে উঠেছিলো। ভালোবেসেছি তাকে খুব।

আলিহানের কথা শুনে মৌ অভীমানে কন্ঠে বলে উঠে,

– এ এটাতো আমি। আমিই তোমাকে ট্যাক্স করতাম।

– হুম। আমি শুধু আমার মৌ পাখিটাকেই ভালোবাসি।

৪২,
শীত চলে আসার পর থেকেই সকালগুলো ইদানীং কী অসহ্য অলসতা নিয়ে হাজির হয়, যা বলে বোঝাতে পারবে না আফিয়া আহমেদ। ইচ্চে করে দু-চোখ বন্ধ করে রাখতে। কিন্তু সেটা আর হবে না। ঘড়িতে এলাম ভাজছে। সে জানান দিচ্ছে এখন আর ঘুমিয়ে থাকলে চলবে না। উঠতে হবে। ব্রেকফাস্টের সময় হয়েছে। যদিও এ বাড়িতে সময়টাই তার হাতে নিয়ন্ত্রণ। অলসতাকে পাশ কাটিয়ে উঠে বসে আফিয়া আহমেদ। ফ্রেশ হয়ে নিচে চলে যায়।

ড্রাইনিং টেবিলে বসে সৈয়দ নওশাদ আর আফিয়া আহমেদ রাহির জন্যে অপেক্ষা করতে থাকে। এতদিন বুয়া রাহির খাবারটা তার রুমে দিয়ে এসেছে। কিন্তু কাল রাতেই রাহি আবার আগের মতো সবার সাথে বসে ডিনার করে তাই সকলে ভাবছে ব্রেকফাস্ট ও সকলের সাথে করবে। অনেকটা সময় অপেক্ষা করার পরেও যখব রাহি আসে না তখন আফিয়া আহমেদ একটা সার্ভেন্টকে ডেকে বলেন, রাহিকে ডেকে দিতে। সার্ভেন্ট আফিয়া আহমেদের কথা মতো রাহির রুমে যায় রাহিকে ডাকতে কিন্তু সে সেখানে গিয়ে রাহিকে খুজে পায়না। কথাটা সৈয়দ নওশাদ আর আফিয়া আহমেদের কানে আসতেই তারা পুরো বাড়ি তন্নতন্ন করে রাহিকে খুঁজতে থাকে। কিন্তু কোথাও রাহিকে খুজে পাওয়া যায়না। বাড়ির আশে পাশে, আত্নীয় স্বজন, ও রাহির সকল বন্ধুদের বাড়িতে কল করে সৈয়দ নওশাদ কিন্তু কেউই রাহির সন্ধান দিতে পারে না। ধপ করে সুপায় বসে মাথায় হাত রাখে সৈয়দ নওশাদ। রাহি বাড়িতে নেই। কোন আত্নীয়দের বাড়িতে ও যায়নি। ওর বন্ধুরাও ওর খবর জানে না। তাহলে রাহি এখন কোথায়???

চলবে,,,,,

#মাহফুজা_আফরিন_শিখা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here