সিন্ধু ইগল – (১০)

সিন্ধু ইগল – (১০)
ইসরাত জাহান দ্যুতি

২৪
শিশির ভেজা ঘাসের ওপর শুয়ে মাধু গতরাতের অবিশ্বাস্য মুহূর্তগুলো বারবার স্মরণ করছে। জাদুর প্রতি জায়িনকে এত যত্নশীল হতে দেখে তার মনের অতি পুরোনো সুপ্ত একটি বাসনা ধীরে ধীরে আবার জাগ্রত হচ্ছে। যেই বাসনাটা হয়েছিল একবার সতের বছর আগে। তখন হয়তো তার সেই বাসনার গভীরতা আজকের মতো এমন অনুভূতিপূর্ণ ছিল না। বড়ো দায় হয়ে পড়েছে তার, বর্তমান এই অনুভূতি আর এই বাসনাকে দমিয়ে রাখাটা।

ওই মুহূর্তটুকুর পর জায়িন নিজেও কিছুটা বিব্রত হয়ে পড়েছিল জাদুর সামনে। তাই সেই বিব্রতকর পরিস্থিতি থেকে বাঁচতে হঠাৎ সে গায়ের শার্টটা খুলে নিচে ফেলে জাদুর হাত থেকে কুড়ালটা নিয়ে নেয়। গাছের গুড়ি সেই কাটতে আরম্ভ করে। তখন আর কারোরই পাস্তা, কফি খাওয়া হয়নি। মাধু জানালা থেকে পলকহীন দৃষ্টিতে জায়িনের মেঘবর্ণ ঘর্মাক্ত শরীরটা দেখতে দেখতে ভুলেই গিয়েছিল জাদুর কথা। যে মুহূর্তে মনে পড়ে বোনকে, তখন ওর খুব দেখতে ইচ্ছা করছিল জাদুর চেহারাখানা। সেই চেহারায় লজ্জা, বিস্ময় না রাগ ছিল! কিন্তু রাতের খাবার আর জায়িন সেদিন খেয়ে যেতে পারেনি। গুরুত্বপূর্ণ কল আসায় সে শুধু মাধুর থেকে বিদায় নিয়ে চলে যায়। জাদু আর তার সামনে যায়নি বিদায়বেলা।

চোখ বন্ধ অবস্থাতে মাধু এসব ভাবনার মাঝে একদমই খেয়াল করেনি, পাশে জাদুও এসে আকাশমুখী হয়ে শুয়ে পড়েছে। তবে সে ওর মতো কোনো ভাবনাতে মশগুল নেই। চেহারাতে তার ক্লান্তির ছাপ।

চোখজোড়া খুলতেই পাশে বোনকে দেখে মাধু মিষ্টি করে হাসল। বলল, ‘ক্লান্ত চেহারায় তোকে ভীষণ লাভিং লাগে।’
জাদুও মিষ্টি হেসে ওকে বলল, ‘আমাকে লাগলে তাহলে তোকেও লাগে।’
-‘না, আমার স্কিন আর তোর স্কিন এক নয়। কিউটনেসটা তোর মধ্যে বেশি।’
-‘কিউটনেসের সঙ্গে স্কিনের কী সম্পর্ক?’
-‘আছে সম্পর্ক। আচ্ছা এটা বল তো, আমার চেহারার মধ্যে সব থেকে আকর্ষণীয় দিকটি কী?’
-‘আমার চেহারার মধ্যে আকর্ষণীয় ব্যাপারটি কী?’
-‘সরলতা।’
-‘তাহলে তোরও তাই।’
-‘উহুঁ, ওটা তোর চেহারার বৈশিষ্ট্য।’
-‘তবে কি তোর গম্ভীরতা?’
মাধু হেসে সম্মতি জানাল।
-‘আমার ধারণা জায়িন খুব শীঘ্রই বিয়ের প্রস্তাব দেবে তোকে।’
জাদু এ কথার বিপরীতে কিছু বলল না। মাধুই বলল, ‘তোর ওর সঙ্গে আরও ফ্রি হওয়া উচিত।’
-‘কীরকম?’
মাধু মিটিমিটি হাসতে হাসতে বলল, ‘এই ধর কালকের ব্যাপারটার মতো। ও নেক কিস করার পর তোকে দেখে মনে হচ্ছিল তুই বিস্ময়ে মৃত। কিন্তু তোর ওকে এমবারেসড করা উচিত হয়নি। নরমাল থাকতি।’
-‘আমার কী করা উচিত ছিল তখন? আমিও নেক কিস করে বসতাম?’
শব্দ করেই হেসে ফেলল মাধু, ‘সামনে হয়তো এর থেকেও ঘনিষ্ঠ কোনো মুহূর্ত আসতে পারে তোদের মাঝে। আমি বলব সেই মুহূর্তে তুই সাড়া দিবি।’
-‘তাই? যদি বলে ওর সঙ্গে ঘুমাতে?’
মাধু নির্বিকার সুরে বলল, ‘ঘুমাবি। যাকে বিয়ে করতে চাইছিস তার সঙ্গে এখন ঘুমালেই বা কী সমস্যা?’
-‘যার চোখের দিকেই তাকাতে পারি না আর তার চুমুতে সাড়া দেওয়া! তুই কিছু বুঝেছিস কিনা জানি না।আমার মনে হয় আমার প্রতি সত্যিই ওর পুষে রাখা একটা দারুণ রাগ আছে। এটা তোকে আগেও বলেছি। ওর চোখে আমার প্রতি রাগ নাকি রাগের মাঝেই ভালোবাসা বলে কিছু আছে, তা আমার কাছে পরিষ্কার নয়।’
-‘পরিষ্কার হতে হলে ওর সঙ্গে তোর টাইম স্পেন্ড করতে হবে।’
-‘ভালোই বলেছিস। সেটার সময় কই?’
-‘সময় বের করতে হবে।’

২৫
জায়িন আজ দু’দিন যাবৎ প্রচণ্ড খুশি। সব কাজ শেষ করে একদিকে রেজা আসছে দেশে। অন্যদিকে টেরোরিস্ট চক্রটাকে সে আর তার টিম তাদের নিঁখুত ছক কষা একটি পরিকল্পনা দ্বারা ধরতে যাচ্ছে খুব দ্রুতই। তবে মন খারাপের বিষয়ও আছে এর মাঝে। এই টিমের লিডারকে সে চাইলেও বাঁচিয়ে রাখতে পারবে না। সবার সামনে তাকে বিসর্জন দিতে হবে। এ ছাড়া তো কোনো উপায়ও নেই। মাঝে মাঝে খুব ইচ্ছা হয় ওর, প্রিয় মানুষটাকে নিয়ে এমন কোথাও চলে যাবে, যেখানে গেলে তাকে আর কেউ খুঁজে পাবে না। আর তাকে বিসর্জনও দিতে হবে না।

ফোনের স্ক্রিনে দিনে অসংখ্যবার সেই প্রিয় মানুষটির ঘর্মাক্ত গম্ভীর মুখটা দেখে জায়িন। এভাবে দূর থেকেই হয়তো দেখে যেতে হবে তাকে। এখনো বসে তাকেই দেখছিল সে। এর মাঝে কখন সিফাত তার কেবিনে ঢুকে দরজা লক করে দিয়েছে তা সে টেরও পায়নি।

হঠাৎ করে কেউ কোলের ওপর বসে পড়াতে চমকে গিয়ে জায়িনের মেজাজটা গরম হয়ে উঠল। সিফাতকে দেখে ফোনটা রেখে বলে উঠল, ‘ওজন না কমানো পর্যন্ত এমন ভার শরীর নিয়ে যখন তখন আমার কোলে চেপো না তো সিফাত। কী করছ ইদানীং তুমি? দিনে দিনে ফ্যাট হয়ে তরমুজের মতো হয়ে যাচ্ছ।’
সিফাত ফিচেল হেসে বলল, ‘ভাগ্যিস তরমুজ হচ্ছি৷ এ জন্য এখনো রসালো আছি। আর তাই তুমিও এই রস খেতে ছুটে আসো।’
বলেই ঠোঁটটা এগিয়ে নিয়ে গেল জায়িনের ঠোঁটের কাছে। কিন্তু তার আগেই জায়িন বেশ সুন্দরভাবে ওর ঠোঁট এড়িয়ে গলায় মুখ ডুবাল। আবেশ কণ্ঠে বলে উঠল, ‘নাইস স্মেল!’
-‘তার থেকেও সুন্দর তোমার বিশুদ্ধ ঠোঁটদু’টো।’
জায়িন ভ্রু কুঁচকে পুনরুক্তি করল, ‘বিশুদ্ধ ঠোঁট?’
সিফাত ওর চিবুক ছুঁয়ে ঠোঁটটার দিকে চেয়ে বলল, ‘আমার বিশ্বাস, এই ঠোঁটে আজ অবধি কারও ছোঁয়া পড়েনি। তাই বললাম বিশুদ্ধ তোমার এই সুন্দর ঠোঁটদু’টো। আমি অধিকার চাই এই ঠোঁটজোড়ার স্বাদ নিতে।’
-‘ঠোঁট সুন্দর হয় মেয়েদের। ছেলেদের ঠোঁটের প্রশংসা এভাবে করা যায় না। আর তুমি জানো, আমার এই চুমুটার ব্যাপারে খানিকটা গ্রান্ডিজম আছে।’
-‘হুঁ, জানি তো। কিন্তু আমার ভীষণ ইচ্ছা হয় যে! তবে প্রশংসা করা যায়, তুমি জানো না। এই যে তোমার ঠোঁটের দু’প্রান্তের গভীরতা, তা দেখলে কী মনে হয় জানো? যতটা যত্নে তোমার এই নারী হৃদয় ঘায়েল করা ঠোঁটদু’টো সৃষ্টিকর্তা বানিয়েছেন, অতটা যত্ন আমাদের বেলায় নেননি তিনি৷’
সিফাতের কথাগুলোতে জায়িন তেমন মুগ্ধ না হলেও না হেসে পারল না। ছোটোবেলা থেকেই সে প্রশংসা শুনতে শুনতে বড়ো হয়েছে। তাই এমন প্রশংসায় তাকে তেমন একটা সন্তুষ্ট দেখায় না। হঠাৎ তার এই হাসি নিয়েও পড়ল সিফাত, ‘এই, তুমি কি আয়নার সামনে দাঁড়িয়ে অভিনেতাদের মতো সুন্দর করে হাসার প্রাক্টিস করো? হাসলে তোমার ঠোঁটের পাশের চামড়াটুকু এত মসৃণ থাকে কী করে? আমাদের তো একটু হলেও চামড়াতে ভাঁজ পড়ে। জায়িন, তুমি কি সত্যিই শুধু আমার মাঝে আসক্ত?’
জায়িন তখন সিফাতের গলার মাঝে চুমু খেতে খেতে জিজ্ঞেস করল, ‘হঠাৎ এ প্রশ্ন কেন সোনা?’
-‘একটা সুন্দর নারী থেকে একটা সুন্দর পুরুষের মূল্য বেশি। সুন্দর নারীকে কিছু পুরুষ শুধু রাতের রানি করতে চায়, আবার কিছু পুরুষ সারাজীবনের রানিই করতে চায়। কিন্তু একজন সুন্দর পুরুষ সব দিক থেকে নিঁখুত হলে অধিকাংশ নারীই তাকে জীবনসঙ্গী হিসেবে চায়।’
-‘টাকা ছাড়া সুন্দর সুরতের কদর নেই সুইটি।’
-‘হুঁ, কিন্তু তোমার সেটাও আছে। এ জন্যই তো ভয় হয় তোমাকে নিয়ে। কখন না যেন হারিয়ে ফেলি। বিয়ের জন্য আমরা সময়টা বোধ হয় খুব বেশি নিয়ে ফেলছি, জায়িন।’
কথাটা শোনামাত্রই জায়িন একটু জোরেই ওর গলাতে কামড় বসিয়ে বলল, ‘আরেকটু ধৈর্য ধরো সিফাত৷ আমি আছি তো এখনো।’
ব্যথায় সে কিছু বলার পূর্বেই জায়িনের ফোন বেজে উঠল। স্ক্রিনে বড়ো বড়ো অক্ষরে নামের স্থানে ভেসে উঠল ‘Bait’। নামটা দেখে জায়িন মুচকি হেসে সিফাতকে বলল, ‘তোমাকে এখন যেতে হতে হবে সোনা।’
-‘কে কল করেছে যে আমার সামনে কথা বলা যাবে না?’
জায়িন তখন ওর নাক টেনে বলল, ‘তোমার সামনে কথা বলা বারণ নয়। তোমাকে নিয়ে আমার কাজে বের হওয়া বারণ। আমাকে এখন বের হতে হবে।’

২৬
সন্ধ্যার কিছু মুহূর্ত পর জায়িন গাজীপুর এসে পৌঁছল। তারপর ফোনে সেই ‘Bait’ নামটাতে কল করে অপেক্ষা করতে থাকল ওপাশের মানুষটির কল তোলার জন্য। দু’তিনবার বেজে কেটে গেল। তার কিছু মুহূর্ত পরই সেই নামের মানুষটি কল ব্যাক করল। রিসিভ করে স্মিতহাস্যে জায়িন জিজ্ঞেস করল, ‘তোমার সঙ্গে কি আজ আলাদাভাবে দেখা করতে পারি জাদু?’
অপরপাশ থেকে কয়েক সেকেণ্ড নিরবতা বিরাজ করল এ কথা শুনে। তারপর বলল, ‘হ্যাঁ, সমস্যা নেই। কিন্তু কখন?’
-‘তুমি চাইলে এখনি। আমি তোমার বাসার সামনেই গাড়িতে বসে আছি।’
-‘ওহঃ, আরও আগে কলটা করতে। একটু সময় যে অপেক্ষা করতে হবে তোমাকে।’
-‘কেন? বাসায় কি তুমি একা? মাধু এখনো আসেনি? আর না আসলে কি বাসা ফাঁকা রেখে আসা সমস্যা?’
-‘না ঠিক সমস্যা নয়। হ্যাঁ, বাসায় আমি এখন একাই। কিন্তু সমস্যাটা হচ্ছে…’
জায়িন কথার মাঝে বলে উঠল, ‘রেডি হতে সময় লাগবে? সর্বোচ্চ আধা ঘণ্টা দিতে রাজি আছি। ততক্ষণ আমি অপেক্ষা করছি।’
-‘গাড়িতে বসে অপেক্ষা করবে কেন? বাসায় এসে বসো প্লিজ। গাড়িতে বসে থাকার কী প্রয়োজন?’
একটু হেসে জায়িন কলটা কেটে দিলো। তারপর গাড়ি থেকে নেমে সোজা চলে এলো বাংলোতে। কলিংবেল মাত্র একবার বাজাতেই দরজাটা খুলে গেল৷ দরজার এপাশের ব্যক্তি আর ওপাশের ব্যক্তি দুজনের মুখেই মৃদু হাসি৷ ঘরে ঢুকতে ঢুকতে জায়িন বলল, ‘আমি নিজেই ফ্রিজ থেকে কিছু একটা নিয়ে খেয়ে নেবো। তুমি জলদি যাও, রেডি হয়ে এসো। আমাকে নিয়ে ব্যস্ত হতে হবে না।’
জাদু হেসে বলল, ‘রেডি হওয়াটা সময়ের ব্যাপার না। আসলে আমি শাওয়ার নিতে ঢুকছিলাম। তখন তুমি কল করেছ।’
আরাম করে জায়িন সোফাতে বসে বলল, ‘আপত্তি নেই। আমি অপেক্ষা করছি।’
জাদু আর দাঁড়াল না। দ্রুত রুমে ঢুকে গেল। তবে রুমে ঢুকে সে কণ্ঠ উঁচু করে বলল, ‘চাইলে তুমি বাংলোটা ঘুরে দেখতে পারো, জায়িন।’
এই কথাটায় জায়িন অট্টহাসি দিতে গিয়েও নিজেকে সামলে নিয়ে সোফা ছেড়ে উঠে পড়ল। পকেটে দু’হাত পুরে হেলেদুলে হাঁটতে হাঁটতে এসে দাঁড়াল জাদুর ঘরে। পুরো ঘরটাতে একপাশে বেড, বেডের কোণায় সেন্টারটেবিল, জানালা বরাবর একটি সোফা, সোফার সামনে টি-টেবিল। আর অন্যপাশ জুড়ে বইয়ের শেলফ। সেখানে অসংখ্য বই। দক্ষিণের জানালাটার সামনে গিয়ে দাঁড়াল জায়িন৷ এই জানালার কার্নিশেই সে প্রথমবার তার রাজকুমারীকে দেখেছিল। সেই প্রথম দেখার অনুভূতি ছিল খুবই ভিন্নরকম। অনুভূতিতে ছিল অনেকটা বিস্ময়, অনেকটা রাগ, মাথার অনেকটা এলোমেলো অবস্থা, আর এসবের থেকে বেশি ছিল আনন্দ। কার্নিশে ওপর এখনো একটা বই পড়ে আছে৷ মৃদু হেসে বইটা হাতে নিলো সে। তারপর শেলফের দিকে তাকাল। হেঁটে এসে শেলফের সামনে দাঁড়াতেই
আগ্রহ জাগল বইগুলোই ছুঁয়ে দেখার। তখনই বাথরুমের দরজা খোলার শব্দ পেল জায়িন। আচমকা পাশ ফিরে তাকিয়েই ঠোঁটের কোণে ফুটে উঠল তার মারাত্মক মুচকি হাসিটা। তবে তা জাদু দেখার পূর্বেই আড়াল করে মুখটা গম্ভীর করে ফেলল।

জাদু বাথ রোব পরা অবস্থাতে জায়িনের সামনে পড়তেই একটু বিব্রত দেখাল তাকে। কিন্তু বিব্রত মুহূর্তটা কাটিয়ে উঠতে খুব বেশি সময় লাগল না ওর। বলল, ‘বুঝতেই পারিনি তুমি রুমে থাকবে। ড্রেস ফেলে ঢুকে পড়েছিলাম।’
জায়িন শেলফের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে মুচকি হাসিটা বহাল রেখে বলল, ‘রুমের দরজাটা খোলাই রেখেছিলে। আর বলেছিলে বাংলো ঘুরে দেখতে।’

জায়িন তার মনের মধ্যের ব্যাপারখানা এত দ্রুত বুঝে ফেলেছে দেখে একটু লজ্জা পেল সে। জিজ্ঞেস করল ওকে, ‘তুমি কি কোনো বই পড়তে চাও? চাইলে নিতে পারো।’
জায়িন স্থির দৃষ্টিতে জাদুকে আপাদমস্তক দেখতে দেখতে বলল, ‘তুমি নিজে পছন্দ করে দিলে সুবিধা হতো৷ বই পড়ার অভ্যাস আমার নেই। তাই ধারণা নেই কোন বইটা আমাকে আনন্দ দেবে।’

জাদু ধীর পায়ে এগিয়ে এসে জায়িনের কাছে দাঁড়াল৷ তারপর আড়চোখে জায়িনকে দেখে শেলফের ওপরের দিকে হাত তুলে বই খুঁজতে থাকল৷ জায়িন শুধু জাদুকে দেখতেই ব্যস্ত তখন। আর তার ঠোঁটের কোণের অল্প হাসিটা তো থেমে নেই-ই। আরও কিছুটা জায়িনের সঙ্গে ঘেঁষে দাঁড়িয়ে বই খোঁজায় ব্যস্ততা দেখাচ্ছে জাদু। কিন্তু তার নজর যে আড়দৃষ্টিতে জায়িনকে দেখছে, সেই দৃষ্টি জায়িনের চোখ এড়াল না। জাদুর থেকে সরে এসে ওর পিছে দাঁড়িয়ে কাঁধের মাঝে মুখ ডুবিয়ে ঘ্রাণ নিয়ে ফিসফিস আওয়াজে বলল সে, ‘অ্যাডিকশন আছে তোমার পারফিউমে।’ এ পরিস্থিতিতে জাদুর মাঝে প্রচণ্ড অস্থিরতা অনুভব হতে শুরু করল হঠাৎ। যেন অতি আকাঙ্ক্ষিত জিনিসটি পাবার জন্য ব্যাকুল হয়ে পড়ছে সে। ধৈর্য মানছে না তার। জায়িনের দিকে ফিরেই ওর ঠোঁটদু’টো আকড়ে ধরতে চাইল নিজের ঠোঁটের মাঝে। কিন্তু জায়িন এমন বহুবার এই আক্রমণের মুখোমুখি হয়েছে। যেমন আজ দুপুরেই তো সিফাত দ্বারা হলো। আর প্রতিবারই এমন আক্রমণ থেকে খুব দক্ষতার সঙ্গে বিপরীত ব্যক্তিটাকে সামলে নিয়েছে৷ তাই চট করেই জাদুকেও সামলে নিতে পারল সে। জাদুর গলাতে আঙুলের ডগা ছুঁইয়ে তা সারা গলার মাঝে ঘোরাতে ঘোরাতে শীতল গলায় বলল, ‘আলোটা পছন্দ হচ্ছে না যে।’

২৭
পঁচিশটা দিন পার করে রেজা দেশে ফিরেছে এক সপ্তাহ হলো। আসার পরই তাকে নিয়ে জায়িন, মাহতাব শেখ আর জাকির গিয়েছিল মেয়ে দেখতে। শেখ বাড়িতে বহু বছর পর বিয়ের আনন্দ দেখা গেছে আবার। জাকিরের বিয়ে। কিন্তু জাকিরের বড়ো ভাই জাহিদকে ছাড়া বিয়েটা এখনই করতে চাইছিল না সে। এদিকে জাহিদ কোনোভাবেই বিয়ের অনুষ্ঠানে আসবে না বলে জানিয়েছে। কয়েক বছর যাবৎ এমন অনুষ্ঠানগুলো থেকে সে দূরে দূরেই থাকে। ভালো লাগে না তার। জায়িন ছিল তার জীবনের খু্ব গুরুত্বপূর্ণ আর দুর্বল একটি অংশ। আর তা এখনো। তাই ওর বিয়েতে না এসে পারেনি তখন। কিন্তু এবার আর তাকে কোনোভাবেই রাজি করানো গেল না আসার জন্য।

বিয়ের তারিখ নির্ধারণও হয়েছে খু্ব অল্প সময়ের মাঝে। গতকাল বরযাত্রী বেশে জাকির পরিবারকে নিয়ে গিয়েছিল টাঙ্গাইল। মেয়ের পরিবার মধ্যবিত্ত। তবে খুব ধার্মিক পরিবার। খুব বড়ো করে তারা আয়োজন করতে পারেনি বরযাত্রীদের জন্য। তাতে অবশ্য জাকির বা জাকিরের পরিবারের কারোরই অভিযোগ ছিল না। তারা শুধু মেয়েটাকেই আদর করে নিয়ে এসেছে।

জায়িন ডিউটি থেকে মাত্র তিনদিনের ছুটি নিতে পেরেছে। এই তিনদিন ছুটিটাও তার এই মুহূর্তে নেওয়াটা ডিপার্টমেন্ট মানতে চাইছিল না। কিন্তু মাহতাব শেখের হুকুম ফেলবার ইচ্ছা জায়িনের খুব সহজে হয় না। এ জন্যই বহুকষ্টে মাত্র তিনদিনের ছুটিই মঞ্জুর করতে পেরেছে সে। বরযাত্রীতে জান্নাতি বেগম জাদু আর মাধুকে খুব অনুরোধ করেছিলেন, তাদের সঙ্গে যাবার জন্য। সেখানে মাধু যেতে রাজি থাকলেও জাদু একেবারেই সাফ না জানিয়ে দেয়৷ এতে অবশ্য জায়িন একটু অসন্তুষ্টই হয়েছিল জাদুর ওপর। কিন্তু তা প্রকাশ করেনি। আজ বউভাত৷ বহু কাজের মধ্যে জায়িনকে থাকতে হচ্ছে। তার ধারণা, আজও জাদু আর মাধু আসবে না। তবুও সে এই কাজের ফাঁকে ফাঁকেই অনেকবার মেসেজ করেছে জাদুকে। কিছুক্ষণের জন্য হলেও সে যেন আসে। উত্তরে জাদুর থেকে কিছু আসেনি।

জাদু আর মাধু খুব ভাবনাচিন্তা করে দুজনেই সিদ্ধান্ত নিলো, যে-কোনো একজন যাবে জায়িনের বাড়িতে। এখন সময়টা চলছে তাদের জন্য খুব ঝুঁকিপূর্ণ একটি সময়৷ তাই খুব সাবধানে থাকতে হবে প্রতিটা মুহূর্ত। দেশের এমন সব প্রোগ্রামে ওরা এমনিতেও খুব একটা অভ্যস্ত নয়। আর বেশি মানুষের মাঝেও এখন চলাচল করা উচিত নয় ওদের৷ জায়িন একের পর এক মেসেজ দিয়েই চলেছে তাকে। তা পড়েও দেখেনি জাদু৷ শুধু কল করলে কলটাই রিসিভ করেছে।

মাধুকে কিছুদিন যাবৎ ভীষণ খুশি দেখাচ্ছে। আবার জায়িনের বাসার অনুষ্ঠানেও তার যাবার আগ্রহ বেশি। জাদু বোনের এমন বাচ্চামো ভাব দেখে কিছু বলতে যেয়েও বলছে না। হয়তো ওই পরিবারটার ওপর মায়া পড়ে গেছে ওরও। সেও আজ দু’দিন ধরে খুব খুশি৷ তাই মাধুর খুশির কারণ নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছে না সে।

মাধু নিজের ঘর থেকে জাদুর ঘরে এসে জাদুকে জিজ্ঞেস করল, ‘খুব বেশি সাজগোজ করে যাওয়া কি ঠিক হবে?’
জাদু কেমন বোকা বোকা চেহারায় মাধুর দিকে চেয়ে থাকল। ইতোমধ্যে মাধু ভারী সাজে পরিপূর্ণ। এরপর আর কী সাজতে চায় সে? বলল, ‘অর্নামেন্টস লাগবে তোর?’
-‘হ্যাঁ, এটাই বলতে চাচ্ছিলাম৷ দেখছিস না কেমন খালি খালি লাগছে আমার গলাটা?’ মন খারাপের সুরে বলল সে।
জাদু উঠে মাধুর সেলোয়ার স্যুটের ওড়নাটা ওর মাথায় দিয়ে আরও গুছিয়ে গায়ে জড়িয়ে দিয়ে বলল, ‘ওটা শেখ বাড়ি। মাহতাব শেখ, জাকির, জান্নাতি আন্টি, ওনারা সবাই ধার্মিক মানুষ। এত চকচকা হয়ে যাওয়াটা ওনাদের ভালো নাও লাগতে পারে। দেখা গেল, তুই বাদে ওখানে অধিকাংশ মেয়ে আর মহিলারা ঢেকেঢুকে গেছে। তখন তোর নিজের কাছে আনইজি লাগবে।’

কথাগুলো শুনে মাধু ওড়না মাথায় দেওয়া অবস্থায় আয়নার সামনে এসে দাঁড়াল। সোনালী আর লাল বর্ণের বেশ গর্জিয়াস সেলোয়ার-কামিজটা। তাকে ভীষণ মানিয়েছেও। এমন বাঙালি সাজ বহুবছর পর সাজল সে। তাই বোধ হয় এতটা উত্তেজনা কাজ করছে ওর মাঝে। জাদু এমনটাই ভাবল, মাধুর হাস্যোজ্জ্বল মুখটা দেখে। সব কিছু শেষে মাধু আর খুব বেশি দেরি করল না। সন্ধ্যা হয়ে গেছে৷ চলে গেল সে জায়িনের বাসার উদ্দেশ্যে। ও যাওয়ার প্রায় মিনিট কুড়ি পর জাদুর খেয়াল হলো, যে উপহারটা কিনে রেখেছিল সে জাকিরের বউয়ের জন্য সেটাই তো মাধু ফেলে গেছে৷ তারপরই কতবার কল করল ওকে। কিন্তু রিসিভ হওয়ার নাম নেই। জায়িনকেও কল করতে বাদ রাখেনি। কিন্তু সেও রিসিভ করছে না। যে নাম্বার থেকে কল করেছে সে। সেই নাম্বারটা জায়িনের অজানা। তাই ভাবল, অচেনা নাম্বার দেখেই হয়তো করছে না৷ অনেক ভাবনাচিন্তার পর বাধ্য হয়ে তাকেও মাধুর মতোই সেলোয়ার-কামিজে তৈরি হতে হলো। তবে মুখটা সে ঢেকে রাখল, শুধু চোখজোড়া বাদে। আজ পর্যন্ত কোনো জায়গাতেই ওরা দু’বোন এক সঙ্গে কোথাও বের হয়নি। শুধু শেখ বাড়ির মানুষগুলোর সামনেই যতটুতু যাওয়া আসা হয়েছে। কিন্তু সেটাও যে ঠিক হয়নি, তা বুঝতে একটু দেরি করে ফেলেছে সে।

বাড়ির পেছন দিকটাই জায়িন ওর বন্ধুদের জন্য আলাদাভাবে আড্ডার আয়োজন করে রেখেছে। সেদিকটাই দেখতে এসেছিল সে। কাজ শেষে বাসার মধ্যে ঢোকার মুহূর্তে ওর চোখ পড়ল, মায়ের সঙ্গে দাঁড়িয়ে থাকা সুন্দর দু’টি মেয়ের দিকে। ওদেরকে দেখে জায়িনের ঠোঁটে হাসি ফুটে উঠল। যাক, শেষমেশ জাদু তার কথা শুনেছে। এখন শুধু সুযোগ খোঁজার পালা, কখন জাদুকে একটু একা পাওয়া যাবে।

__________
***সব সিন্ধুইগল পাঠকের প্রেডিকশন দেখতে চাই গল্পটা নিয়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here