সুখের_সন্ধানে পর্ব_৪৯

0
661

#সুখের_সন্ধানে
#পর্ব_৪৯

ব্লাড দেওয়ার কারণে কিছুটা দুর্বল লাগছে মিথিলার। বারবার করে প্রিয় তাকে বাসায় যেতে অনুরোধ করেছে কিন্তু মিথিলার একটাই কথা , “রূম্পা মাকে এখানে রেখে আমি বাসায় যেয়ে শান্তিতে থাকতে পারব না। তার চেয়ে বরং এখানেই থাকি। মনে তো শান্তি মিলবে। “
রুম্পাকে আইসিউতে শিফট করা হয়েছে। অবস্থা বেশ ক্রিটিক্যাল । মেহরাব বারবার ফোন দিয়ে খোঁজখবর নিচ্ছে। মাত্র ক’দিন আগেই ছুটি কাটিয়ে গেছে তাই কিছুতেই আর ছুটি ম্যানেজ করতে পারেনি সে। কিন্তু তার স্ত্রী আশা বিকেলের ফ্লাইটে ঢাকা আসছে। সেলিমও এসে একবার দেখে গেছে। প্রিয়কে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদেছে রুম্পার এমন অবস্থা দেখে। সবাই যে যার মতো দোয়া করে যাচ্ছে। সকাল থেকে কতজন এসেছে রুম্পাকে দেখতে । সেলিমের দিকের , রুম্পার দিকের আত্মীয় স্বজন অনেকেই আসছেন। যেই আসছে সেই প্রিয়কে দেখে যেন আকাশ থেকে পড়ছে। প্রিয়কে যে যার মতো জ্ঞান দেয়ার বাহানায় দু’চারটা বেশি কথা শুনিয়ে দিয়ে যাচ্ছে। প্রিয়ও মাথা নিচু করে সবার কথা শুনছে। প্রিয়র চাচা চাচী প্রিয়কে দেখে সব চাইতে বেশি অবাক হয়েছে । তবে অবাক হয়েছে নাকি দুশ্চিন্তায় পড়েছে এটা অবশ্য বুঝতে কিছুটা বেগ পেতে হয়েছে প্রিয়র।
প্রিয়র এখন এওসব পারিবারিক পলিটিক্স নিয়ে ভাববার সময় নেই সে ভুগছে বিশাল অপরাধবোধে। তার শুধু মনে হচ্ছে সবাই তো ঠিকই বলছে তার মায়ের এমন অবস্থার পেছনে সেই দায়ী। সময়মতো যদি ডাক্তারের কাছে আনতে পারত তবে হয়ত এত সিরিয়াস পর্যায়ে পৌঁছাত না। কিন্তু কী করে আনবে? সে তো অভিমানের রাজ্য গড়ে দূর দেশে বছরের পর বছর রাজত্ব করে গিয়েছে। এই মানুষটি যে তার জন্য সারাজীবন কত কত স্যাক্রিফাইস করেছে তার কথা ভাববার কথা একটাবারের জন্য মনে আসেনি তার। জীবনে কত চাওয়া পাওয়া থাকবে। কোনোটা পূর্ণ হবে , কোনোটা পূর্ণ হবে না তাই বলে আপন মানুষের উপর অভিমান করে বছরের পর বছর দূরে থেকে তাদের কষ্ট দেবার মানে নেই। এত দেরীতে হলেও যে তার হুশ ফিরেছে এজন্য উপরওয়ালাকে ধন্যবাদ দেয় মনে মনে। নিজের কাছে প্রতিজ্ঞা করল , যত যাই হোক এই মানুষ দুটিকে ছেড়ে সে আর কোথাও যাবে না। জীবনের বাকীটা সময় এদের কাছেই কাটিয়ে দিবে। ভালোবাসায় আগলে রাখবে প্রতিটি মুহূর্ত। “

প্রিয়র চোখজোড়া ছলছল করছে। সে যে কতটা অন্তর্জালায় জ্বলছে প্রিয় কিছু মুখে প্রকাশ না করলেও সেটা বুঝতে পারছে মিথিলা। সে প্রিয়র পাশে এসে বসে। তাকে সান্ত্বনা দেবার মতো রুচি তার নেই তবুও প্রিয়র মুখের দিকে তাকালে নিজের ভেতরের কাঠিন্যভাবটাকে আর ধরে রাখতে পারে না। কেমন যেন এক মায়া মাখা ওই মুখখানাতে। কিছুতেই ভেতরের জমে থাকা রাগটাকে ঝাড়তে পারে না সে। আস্তে করে সে বলল,

– চিন্তা করো না, ভাইয়া। রূম্পা মা সুস্থ হয়ে যাবেন , ইন শা আল্লাহ! ডাক্তার কী বলেছেন শোননি! আর আমরা সবাই খুব দোয়া করছি। মায়ের জন্য আমরা সন্তানেরা আল্লাহর দরবারে হাত তুলেছি। রূম্পা মায়ের মা সমতুল্য শাশুড়ি চোখের পানি ঝড়াচ্ছেন, আংকেল কত এতিম মিসকিন খাওয়াচ্ছে্ন, দান খয়রাত করছেন। আল্লাহ আমাদের ডাক না শুনে পারবেন না। বান্দা অন্তরের অন্তঃস্থল থেকে উপরওয়ালাকে স্মরণ করলে সে ডাক না শুনে পারবেই না। এটা আমার দৃঢ় বিশ্বাস।

– সেটাই যেন হয়। আমার ভুলের শাস্তি আমি এভাবে চাই না। আল্লাহ আমাকে শেষবারের মতো আর একটা সুযোগ দিক। আমি আর কোনো ভুল করতে চাই না। এতদিন পরে আম্মুকে পেয়েও আবার হারানোর কষ্ট আমি নিতে পারব না। বলতে বলতে মিথিলার হাতজোড়া চেপে ধরে ডুকরে কেঁদে উঠল ,প্রিয়।

– কেঁদে আর কী হবে বলো। শান্ত হও। ভুল থেকেই মানুষ শিখে। তুমি ভুল করেছ এটা যখন বুঝতে পেরেছ তবে একই ভুল আর করবে না আমার বিশ্বাস। এই মানুষ তিনটা তুমি ছাড়া কত যে অসহায় সে তুমি নিজের চোখে না দেখলে বুঝতে পারবে না। আজকের কথাই ভাবো! আজ তুমি ছিলে বলে রূম্পা মাকে নিয়ে এসেছ সময়মত! তুমি না থাকলে বাসার কোনো সার্ভেন্ট হয়ত নিয়ে আসত! তারা কী তোমার মতো করে সবকিছু ঠিকঠাক ম্যানেজ করতে পারত? কখনোই না। টাকা থাকলেই সব হয় না , ভাই। এই অসহায় মানুষ তিনটার তোমাকে ভীষণ প্রয়োজন, ভীষণ । জানো, আমি যখন তোমাদের বাসাতে যাই কী যে খুশির ঝলক দেখি মানুষগুলির মুখে ,তুমি যদি দেখতে! অসহায়ের মতো পড়ে থাকে তিনটা মানুষ। কারো জন্য তাদের অপেক্ষা নেই। যথানিয়মে রাত হয় ভোর হয়, এই তো তাদের রুটিন। নিরানন্দ আর একটা পানসে জীবন চলছে জীবনের নিয়মে। তিনজন মানুষের মধ্যে দু’জন মানুষই অসুস্থ। চয়াফেরা করতে তাদের সারাক্ষণ কারো না কারো হেল্প প্রয়োজন। রূম্পা মাও ডায়াবেটিকস, হাই প্রেসার , বাতের ব্যাথা আরো কত সমস্যায় ভুগছে! তোমাকে হয়ত এর কিছুই জানায় না। মা কতটা চাপা স্বভাবের তা তো তোমার অজানা নয়। কারণ তুমি যদি অভিমানের সাগর জমিয়ে দেশ ছেড়ে থাকো তবে তাদের অভিমানের পরিমাণ মহাসাগরকেও হার মানাবে!

একটা দীর্ঘশ্বাস ছেড়ে মিথিলা কিছুটা থেমে আবার বলল, এই তো এদের এভাবেই চলছে। ডাক্তার আর মেডিসিন এই নিয়েই তাদের জীবন। রূম্পা মায়ের মাঝে কী যে এক অস্থিরতা কাজ করে সারাক্ষণ! আমি যখন চলে আসতাম সেই মুহূর্তে এদের মুখের হাসিটা মিলিয়ে যেত আবার। আমি যতটুকু সময় থাকতাম চেষ্টা করতাম হাসি আনন্দে সময়টুকু কাটানোর। মাঝে মাঝে সময় সুযোগ হলে একটু বাইরে খোলা হাওয়ায় নিয়ে যেতাম । হুইল চেয়ারে বসেও আংকেল আর দাদীর চেহারার মাঝে যে উচ্ছ্বাসটুকু দেখতাম দেখে মনে হতো খাঁচায় ছটপট করতে থাকা বন্দী পাখি নীল আকাশের বুকে ডানা মেলে উড়ছে। আর রূম্পা মা তো যেন কিছু সময়ের জন্য হাফ ছেড়ে বাঁচত ! দায়িত্বের বেড়াজালে বন্দী হয়ে দম বন্ধ হয়ে ছটপট করতে থাকা ডানাভাঙা পাখি যেন।
– প্রিয় চোখের পানি মুছতে মুছতে বলল, ও বাড়ি থেকে তোমার সাথে এত অন্যায় হওয়ার পরেও তুমি এই মানুষগুলিকে কত যত্নে আগলে রেখেছ সাধ্যের সবটুকু দিয়ে। আর আমি আমার দায়িত্ব থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করেছি সারাক্ষণ। কী নীচ আমি! তোমাকে ধন্যবাদ দিতে গেলেও হয়ত অকৃতজ্ঞতার সীমা ছাড়িয়ে যাব আমি। তবে তুমি আমার আম্মু আব্বু আর দাদীর জন্য যা করেছ সেটার ঋণের বোঝা আমি কোনোদিনই শোধ করতে পারব না। আর চাইও না। কিছু কিছু ঋণের বোঝা বয়ে চলাতেই বুঝি বেশি কৃতজ্ঞতা! চোখের পানি মুছতে মুছতে বলল, প্রিয়।

– এসব বলে আমাকে পর করে দিচ্ছ, ভাইয়া। আমার কি কিছু হয় না তোমার আম্মু , আব্বু আর দাদী। আমি আসলে যা করেছি আমার ভালো থাকার জন্য করেছি। আমিও তো তাদের মতোই একটা জীবন পার করছি। সঙ্গিহীন , নিরানন্দ একটা জীবন চলছে গতিহীনভাবে। এই জীবনে এই মানুষ তিনটিই এখন আমার সবচেয়ে বড় আপনজন। সারা সপ্তাহ ছটপট করতে থাকি কখন উইকেন্ড আসবে আর আমি ছুটে যাব আমার সুখ খুঁজতে । এদের কাছে আসলে মনে হয় কিছু সময়ের জন্য জীবনের সব কষ্ট ভুলে গেছি। ভালোবাসায় জড়াজড়ি করে কাটিয়েছি কিছু মুহূর্ত! তুমি থাকলে হয়ত এভাবে যাওয়া হতো না আমার। তোমার বউ তো আমাকে একদমই সহ্য করতে পারত না। হয়ত ভুলেই যেতাম ও বাড়ির পথ আর ঠিকানা। সেই হিসেবে বলব , তোমার কাছেই বরং আমি কৃতজ্ঞ। তুমি ছিলে না বলেই হয়ত তোমার ভালোবাসা থেকে একটু ভাগ পেয়েছি । যে সেলিম আংকেল আমার সাথে কোনোদিন সোজামুখ করে কথা পর্যন্ত বলেনি সে আমাকে এখন মা ছাড়া ডাকে না, আমাকে কয়েকদিন না দেখতে পেলে নিজেই ফোন করে খোঁজখবর নেয়। দাদী তো আমাকে আগে থেকেই ভালোবাসত! আর এখন সেটার ঘনত্ব যেন কয়েকগুণ আরো বেড়েছে। তার মেয়ের কথা যতবার না মনে করে তার থেকে বেশি মনে করে আমার কথা। এই দোয়া আর ভালোবাসাই আমার শূণ্য ঝুলিতে কত বড় পাওয়া তোমাকে বোঝান যাবে না।
ভাবছ হয়ত স্বার্থপরের মতো অনেক কথাই বলে ফেলেছি। কিন্তু জানো ভাইয়া, আমার এই ভালোলাগাটুকুর থেকে এই মানুষগুলির ভালো থাকা বেশি গুরুত্বপূর্ণ। আর এদের ভালো থাকার চাবিকাঠি একমাত্র তুমি। যা হয়েছে সব ভুলে এবার এদের পাশে থাকো, প্লিজ। আর যেও না এদের ছেড়ে। ভাবিকে বোঝাও। তোমাকে, ভাবীকে আর আয়াতকে পেলে মানুষগুলি দেখবে অনেকটাই সুস্থ হয়ে গেছে। আয়াতের দুষ্টু মিষ্টি দুষ্টুমিতে ওই ভূতের বাড়ির মতো নিষ্প্রাণ বাড়িটাতেও ফের প্রাণ ফিরে আসবে ।

মিথিলা কথা শেষ করতে না করতেই কল আসল প্রিয়র ফোনে। মোবাইলের স্ক্রীণে তাকাতেই মিথিলাও দেখল স্ক্রীণে এনার নাম ভাসছে। মিথিলা সেখান থেকে উঠে যেতে চাইলে প্রিয় কল রিসিভ করতে করতে ওর হাতটা চেপে ধরল যাতে না উঠতে পারে। মিথিলা না চাইতেও সেখানে বসতে বাধ্য হয়।

– হুম , বলো! আয়াত কী করছে?
– এই তো আছে । গার্ডেনে খেলছে হয়ত! কেমন আছো ,তুমি?
– এই তো আছি। আয়াতকে বলো ,বাবা সরি! কাল থেকে একদমই কথা বলতে পারিনি। আম্মু অনেক অসুস্থ ,হসপিটালে এডমিট। খুব ক্রিটিক্যাল মোমেন্ট পার করছে। মন চাইলে দোয়া করো । আর আয়াতকেও বলো দাদীর জন্য দোয়া করতে।
– ওহ মাই গড! কী বলো! কী হয়েছে ?
– ডেঙ্গু ! আচ্ছা, আর কিছু কী বলবে? একটু বিজি আছি?
– ও সো স্যাড! দোয়া করি সুস্থ হয়ে যাবে দ্রুত । টেনশান করো না। কিছুক্ষণ থেমে সে আবার বলল, আচ্ছা , ওখানে তো তবে তোমাদের সব রিলেটিভস আছে , তাই না! তোমার কাজিনও আছে নিশ্চয়ই !
– তো? কিছুটা বিরক্তির সাথে বলল, প্রিয়!
– না, এমনিতেই। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এনা। রাখছি তবে।
– ওকে! সেটাই বেটার আমার জন্য।
মিথিলা পাশের চেয়ারেই বসা থাকার কারণে সবই শুনছিল। খুব রাগ হচ্ছে প্রিয়র বউয়ের কথা শুনে। সে এখনো পর্যন্ত তাকে নিয়ে সন্দেহ করে! এত বছর এই ভয়েই কখনো প্রিয়র সাথে যোগাযোগ করেনি। মাঝেমাঝে মন চাইলেও কল করেনি। প্রিয় কতবার তাকে নক করেছে সে মনের ভুলেও প্রিয়র সাথে কথা বলেনি। সে অযথা বিনা কারণে তাদের সংসারে অশান্তির কারণ হতে চায় না। সে চায়নি এনার সাথে প্রিয়র কোনো ঝামেলা হোক। যে ক্রিটিক্যাল মেন্টালিটির মানুষ এনা! ওকে কোনো বিশ্বাস নেই। কি থেকে কী বুঝবে! তার চেয়ে কন্ট্যাক্ট না থাকাটাই ভালো সবার জন্য।
প্রিয় মিথিলার দিকে তাকাতেই তার সামনে কিছু না শোনার ভাণ করল মিথিলা। সে স্বাভাবিক থাকতে চেষ্টা করে যাতে প্রিয় কিছু বুঝতে না পারে।

– রেখে দিলে কেন? দরকারি কিছু বলার জন্য হয়ত কল দিয়েছিল।

– সমস্যা নেই। ও এমনই । দরকার ছাড়াই কল দেয় যখন তখন।

– বিরক্ত হও কেনো? বেশি ভালোবাসে তাই হয়ত! মেয়েরা এমনই। তোমরা তো পাষাণ।

প্রিয় কিছু না বলে নিশ্চুপ থাকে আর মনে মনে ভাবে, “ভালোবাসা? ভালবাসা ইদানীং খুব উথলে উঠছে। এতদিন কই ছিল এই ন্যাকা কান্না। স্বেচ্ছায় ডিভোর্স নিয়ে এখন আবার পস্তাচ্ছে। সুযোগ পেলেই যখন তখন কল করে আয়াতের বাহানায়! কিছুই কী বুঝি না , আমি? যা করেছ ভালোই করেছ, এনা। আমিও হাঁফ ছেড়ে বেঁচেছি । একটা দম বন্ধ করা পরিবেশ থেকে মুক্ত হাওয়ায় বের হয়েছি। ছেলের জন্য কোনো সিদ্ধান্ত নিতে পারছিলাম না। তুমি নিজেই আমাকে রাস্তা দেখিয়েছ! এবার শুধু আমার ছেলেটাকে কাছে পেলে জীবনের কাছে আর কোনো অভিযোগ থাকবে না , চাওয়ারও থাকবে না। ছেলেকে বুকে নিয়ে বাকী জীবন নিজের দেশেই কাটিয়ে দিব। এখানে যে মায়ার আঁচলে আর মমতা আছে সেখানে কেটে যাবে বেশ। ”

– প্রিয়কে চুপচাপ থাকতে দেখে মিথিলা বলল, কী ব্যাপার কোথায় হারিয়ে গেলে? ভাবীকে ভাবছ?

– প্রিয়র সম্বিত ফিরে পেল যেন! সে বলল, না, না ! সেসব কিছু না। এমনিতেই! ভাবী ছাড়াও পৃথিবীতে ভাবনার অনেক অধ্যায় আছে। এতদিন ভাবিনি এখন ভাবতে শিখতে হবে। লেইট ইট বি, প্লিজ!

কয়েক সেকেন্ড চুপ করে থেকে আবার বলল, তুমি না বললে আজ আরেকজন ডোনার আসবে। কই সে? এখনো তো এলো না। নার্স এসে অলরেডি জিজ্ঞেস করে গিয়েছে।

– এখনই এসে যাবে। অপেক্ষা করো। আমার কথা হয়েছে খানিক সময় আগেই।

কথা শেষ করতে না করতেই আইমান হাজির। আইমানের ব্লাড গ্রুপও বি পজিটিভ। তাকে মিথিলা অনুরোধ করেছে ব্লাড দেবার জন্য। আইমানকে দেখে মিথিলা এগিয়ে গেল!

– থ্যাঙ্ক ইউ সো মাচ! মাত্র বলছিলাম তোমার কথা। বহু বছর বাঁচবে। এসো , পতিচয় করিয়ে দেই। আগেই চেন তবুও বেশ বছরের ব্যবধানে হয়ত ভুলে গেছ।
ভাইয়া, এই হলো আইমান! ওই ডোনার। আইমানকে তো আগেই চিনতে তুমি। আইমান , আমার কাজিন, প্রিয় ভাইয়া। গতকালই এসেছে ইতালি থেকে।

আইমান আর প্রিয় একে অপরের সাথে হ্যান্ডশেক করে হাই হ্যালো শেষ করল। নার্স এসে আবার তাড়া দেওয়ায় আইমানকে নিয়ে মিথিলা ভেতরে গেল। আইমান মিথিলার কথায় লাফাতে লাফাতে রাজী হয়ে ব্লাড দিতে এলেও এটাই তার ফার্স্ট টাইম। সে একটা ইঞ্জেকশান নিতেও যে ভয় পায়! ভয়ে গলা শুকিয়ে আসছে। ব্যাপারটা মিথিলা কিছুটা টের পেয়ে বলল, কী , ভয় হচ্ছে , ইয়াংম্যান! কোনো ভয় নেই। জাস্ট কয়েক সেকেন্ড। তুমি এরপর কিছুই টের পাবে না। আর আমি তো আছিই।

– শিওর?

– হুম!

– পাশ থেকে এক ফোঁটাও নড়বে না , প্রমিজ!

– প্রমিজ!

প্রিয় ওদের পেছনে পেছনে এসে কেবিনে ঢুকল। নার্সও এসে পড়ল মিনিট দুইয়ের মধ্যে।

আইমানকে বেডে শুইয়ে দিতেই ভয়ে বাচ্চাদের মতো কুঁকড়ে উঠল। মিথিলা পাশের টুলে বসে অভয় দিচ্ছে। নার্স নিডল পুশ করতেই সে মিথিলার হাতখানা একহাতে বুকের উপর নিয়ে শক্ত করে চেপে ধরল। মিথিলার কষ্টের মাঝেও খানিকটা হাসি পেল। সে আইমানকে অভয় দিতে তার মাথার উপরে আরেকটা হাত রাখল। আইমান কিছুতেই তার হাত ছাড়ে না । চোখ বন্ধ করেই শক্ত হাতে মিথিলার হাত ধরে আছে।

প্রিয়র এসব দেখে হঠাৎ করে বুকের মাঝে মোচড় দিয়ে উঠল। সে কিছুতেই সহ্য করতে পারছে না। আইমান যত জোরে মিথিলার হাত চেপে ধরছে তার কাছে মনে হচ্ছে ঠিক ততটা জোরে আইমান তার কলিজা খামচে ধরছে। কিছুতেই নিজেকে শান্ত করতে পারছে না। কিন্তু কেন? আইমান আর মিথিলার কথাপোকথন আর আচরণে সে এতটা তো এতক্ষণে বুঝতে পেরেছে যে এদের মধ্যকার সম্পর্কের বনিবনা হয়ত অনেক দূরই এগিয়েছে। হতেই পারে। এটা অস্বাভাবিক তো কিছুই না। মিথিলা এভাবে কেন বছরের পর বছর একটা নিঃসঙ্গ জীবন যাপন করবে? তার পূর্ণ অধিকার আছে কাউকে ভালোবেসে আপন করার, জীবনটাকে সামনে এগোবার । আইমানই হয়ত সেই ভাগ্যবান। কিন্তু এতে তার সমস্যা কোথায়? সে কেন এমন ছটপট করছে? তবে কী তার মনের কোণে এখন অবধি মিথিলার জন্য রেখে দেওয়া জায়গাটুকু সযতনেই পড়ে আছে নিভৃতে? দ্রুতপায়ে সে কেবিন ছেড়ে বেরিয়ে এল। সহ্য করতে পারছে না আর।

চোখের কোনে জমে থাকা চিকচিক করা পানি মুছে প্রিয় ভাবছে, ” মানুষের মন কত বিচিত্র । মিথিলার প্রতি তার যে এখনো কতটা গভীর অনুরাগ সেটা আজ খুব ভালো করেই জানান দিয়েছে তার মন। এই অনুরাগই হয়ত বা তার দেশ ছেড়ে যাবার সবচেয়ে বড় কারণ!
মনের মাঝে উথাল পাতাল ঝড় বইছে। কিছুতেই কূলে নোঙ্গর ফেলতে পারছে না সে। একদিকে মাকে হারানোর ভয়ের তীব্রতা অন্যদিকে মিথিলাকে নিয়ে অনুভূত হওয়া সেই প্রচণ্ড কষ্টের সুনামি। নিজের বিক্ষিপ্ত মনটাকে শান্ত করতে পারছে না কোনভাবেই। এখন মনে হচ্ছে দেশে না আসাই বুঝি ভালো ছিল! স্বার্থপরের মতো কারো কথা না ভেবে ভবঘুরের মতো একটা জীবন কাটিয়ে দিত ভিনদেশে। পঁচে গলে মরে যেত তার মনটা। এত এত মানুষের মাঝে একটা অতৃপ্ত মন না হয় এভাবেই নিঃশেষ হয়ে যেত! তাতে কার কী!

রাত তিনটা।

পাশাপাশি দুইটা চেয়ারে বসে আছে মিথিলা আর প্রিয়। ব্লাড দেবার পর থেকেই শরীর খুব দুর্বল মিথিলার। ঝিমুনি আসছে না চাইতেও। কতবার মিথিলাকে বাসায় চলে যেতে বলেছে প্রিয় কিন্তু মিথিলা নাছোড়বান্দা।
সে কিছুতেই যাবে না।

মিথিলা একটু পরপরই শুধু ঘুমে ঢুলছে । প্রিয়র চোখে একফোঁটাও ঘুম নেই। মিথিলার মুখের দিকে তাকিয়ে খুব মায়া হচ্ছে তার।

প্রিয় এক হাতে মাথা চেপে ধরে একটু চোখটা কোনোরকম বুজেছে মাত্র তখনই মিথিলা ঘুমে ঢুলতে ঢুলতে হঠাৎ তার ঘাড়ের উপর এসে হেলান দিলো। প্রিয় দ্রুত সতর্ক হলো। সে কী করবে বুঝতে পারছে না। একবার মন চাইল ডাক দেয়। আবার ভাবে , ওর বিশ্রামের প্রয়োজন। না হলে অসুস্থ হয়ে যাবে । এমন সাত পাঁচ ভেবে মিথিলাকে ধরে চেয়ারে ঠেস দিয়ে রাখতে চেয়েও আবার কী মনে করে ডান হাতটা বাড়িয়ে দিয়ে বাম হাতে মিথিলাকে নিজের হাতের ওপর ভালো করে হেলান দিয়ে শুইয়ে দিলো। মিথিলার মুখের দিকে তাকিয়ে দেখল সে এবার পরম নিশ্চিন্তে বেঘোরে ঘুমাচ্ছে খুব আরাম করে। এতক্ষণ খুব কষ্ট পাচ্ছিল বেচারি। প্রিয়র এটা দেখে খুব মায়া হচ্ছিল।

মিথিলার মুখের দিকে অপলক তাকিয়ে থাকে। বুকের মাঝে তার হার্টবিট বেড়েই চলছে। তার মন বলছে এটা হয়ত অন্যায় হচ্ছে খুব । মিথিলা টের পেলে কী ভাববে? কিন্তু নিজেকে কেন যেন নিয়ন্ত্রণ করতে পারেনি । স্বার্থপরের মতো আচরণ করে ফেলেছে একদমই। এতটা কাছাকাছি মিথিলার সে কখনো হবে কল্পনাতেও ভাবেনি। ভয় হচ্ছে মিথিলা যদি তার হার্টবিটের ঢিপঢিপ শব্দের তীব্রতায় উঠে যায়? আর উঠে যদি তাকে ভুল বোঝে? নাহ! ও ওঠার আগেই হাত সরিয়ে নিতে হবে! কিছুতেই ঘুম আসা যাবে না। পুরো সময়টুকু মিথিলার চাঁদমুখের দিকে তাকিয়েই সে পার করবে! তার এত বছরের ঘুমন্ত আত্মা আজ জাগ্রত হয়েছে । হোক না পাপ! হোক কোনো স্বার্থপরতা! যে যা ভাবে ভাবুক! কিছুতেই সে এই ক্ষণটুকুকে আবার হারিয়ে যেতে দিতে চায় না।

চলবে…

পর্ব-৪৬

https://www.facebook.com/111576077291737/posts/399066678542674/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here