সৃজা পর্বঃ২৫

0
1288

#সৃজা
পর্বঃ২৫
লেখিকাঃআরুনীয়া চৌধুরী

দরজাটা শব্দ করে লাগিয়ে দিল সাফওয়ান।সৃজা চমকে তাকালো।আজ সে একটু ভয় পাচ্ছে কিন্তু কেনো?নিজের মনে প্রশ্ন করে কোনো উত্তর পেল না।ওয়াশরুমের দিকে পা বাড়ালো সে।কতক্ষণ এমনিতেই সময় পার করল সেখানে।এই লোকটার প্রতি আবারো দূর্বল হয়ে যাচ্ছে সে।দূর্বল হলে তো চলবেনা তার।নিজেকে শক্ত করতে হবে।কদিন পর তো সে বিদেশ যাবেই।উপায় না পেয়ে একসময় বেরিয়ে আসল সৃজা।

সাফওয়ান এতক্ষণ সৃজার অপেক্ষাই যেনো করছিল।
দ্রুত নিজেকে সামলে সাফওয়ানের সামনে অনুসন্ধানী দৃষ্টি মেলে দাড়ালো সৃজা।সাফওয়ানের অক্ষিগোচর হতে সৃজার দুহাত পেছনে হেলে চেপে ধরল।সৃজা অস্ফুট স্বরে বললো

“কোথায় ছিলেন সারাদিন?হাত ছাড়ুন” সাফওয়ান হাতদুটো না ছেড়ে আরো চেপে ধরলো।

“কেনো সন্দেহ হচ্ছে।”

সৃজা তাচ্ছিল্য করে বলল”হ্যাহ্ সেটাই কি সম্ভব নয়।”

“না সম্ভব নয়।একদম সন্দেহ করবেনা আমায়।আমার ভালোবাসায় কোনো ক্ষাদ নেই।” সৃজাকে নিয়ে ওভাবেই বিছানায় গিয়ে বসল।পেছন থেকে জড়িয়ে বসলো।সৃজার ডানসাইডের কাধেঁ সাফওয়ানের উষ্ণ নিঃশ্বাস আছড়ে পরছে।

“হুম তো বলুন কোথায় ছিলেন আজ।”

“ঢাকায় গিয়েছিলাম।অফিসে খুব জরুরি একটা কাজ ছিল।বুবুর আজ যাওয়ার কথা ছিল,কিন্তু যায়নি।তাই আমাকেই যেতে হলো।” একটা ক্লান্তির নিঃশ্বাস ফেললো সে।বদ্ধ ঘরে সেটা স্পষ্ট শোনা গেল।

সৃজা চুপ করে সে নিঃসৃত নিঃশ্বাস অনুভব করল তার ঘাড়ে।নিস্তব্ধতা গলিয়ে সৃজা সাফওয়ানের দুহাত নিজের হাতে আবদ্ধ করে বলল

“আপনাকে কিছু বলার ছিল।আগে পুরোটা শুনবেন তারপর প্রতিক্রিয়া করবেন।” সাফওয়ান কাঁধ থেকে মাথা তুলে সন্দিহান দৃষ্টিতে সৃজার দিকে তাকালো।

“প্লিজ সৃ আমাকে রাগানোর মতো কোনো কথা বলবেনা।অন্য যেকোনো কথা বলতে পারো তুমি।”সৃজা আশ্বাসের স্বরে বলল

“কথাটা শুনুন আগে তারপর বলবেন।এটা আপনার জানা উচিত।আজ বাড়িতে ছিলেন না বলে জানতে পারেননি।”

“ঠিক আছে বলো।”

“আজ তানভীর ভাইয়া বুবুকে বিয়ে করার প্রস্তাব দিয়েছে।”কথাটা বলে সাফওয়ানের দিকে তাকাল।সে চোখগুলো বড় করে সৃজার দিকে তাকিয়ে আছে।

” বুবুও রাজী হয়ে গেছে।বুবুর ইচ্ছানুসারে আগামিকাল ঘরোয়াভাবে ওনাদের বিয়েটা হবে।আপনি ছিলেন না তাই জানতে পারেন নি।বাড়ির বড়রা মিলেই সিদ্ধান্ত নিয়েছে।যদিও আপনার কথা বুবু জিজ্ঞেস করেছে।আমি বলেছি আপনি শুনে খুশি হবেন।”

“তুমি না জেনেই বলে দিলে আমি খুশি হবো?”

“কেনো আপনি খুশি হননি?সৃজার চোখদুটো ছোট হয়ে গেলো।এক দৃষ্টিতে সাফওয়ানের মুখের দিকে তাকিয়ে রইল।সাফওয়ান কিছুক্ষণ মৌন রইল।হয়তো ব্যাপারটা হজম করতে পারছে না।সৃজাকে আবার জিজ্ঞেস করল

” সত্যি বুবু রাজী হয়েছে?সে জন্যই আমি আসার সময় দেখলাম নিচে কিসের আয়োজনের প্রস্তুতি চলছে।”

সৃজা হ্যা সূচক মাথা নাড়াল।তৎক্ষনাৎ সাফওয়ান জড়িয়ে ধরল সৃজাকে।
“আমি কিভাবে এই অনুভূতি প্রকাশ করবো সৃ বুঝতে পারছিনা।তবে আমি খুব খুশি।মন থেকে খুশি।”

কিছুক্ষণ থেমে উদাস মনে বলল

“আমিও তো চেয়েছিলাম বুবু নতুন জীবন শুরু করুক।তবে সেটা যে তানভীর ভাইয়ার সাথে সেটা ভাবিনি।তানভীর ভাই পারফেক্ট হাজবেন্ড হবে দেখো।”

” পারফেক্ট বাবাও হবে,তানভীর ভাইয়া টিউলিপকে এডপ্ট করবে বলেছে।”সাফওয়ান তড়িৎ গতিতে সৃজার মুখের দিকে তাকিয়ে বুঝলো এটা সত্যি।সৃজা হ্যা বললো।

সে আরবার সৃজাকে জড়িয়ে ধরল।সৃজার হাতদুটো ও আলগোছে সাফওয়ানের পিঠে যেয়ে ঠেকল।সাফওয়ান সৃজার সম্মতি পেয়ে আরো হাতের বন্ধন দৃঢ় করল।

” হয়েছে এবার ছাড়ুন।আপনি ভুলে গেছেন আমার শর্ত।”

“রাখ তোমার শর্ত।এসব শর্ত আর মানছিনা আমি।তুমিও আর কোনো শর্ত দিবেনা।”

সৃজা বলতে চাইল কিন্তু বিদেশ তো আমি যাবোই পড়তে তখন কি করবেন।কিন্তু বললো না,এই খুশির মুহূর্তে নাহয় নাই রাগাল মানুষটাকে।সাফওয়ানের স্পর্শ গাঢ় হচ্ছে।শাড়ি গলিয়ে তার হাত সৃজার উন্মুক্ত কোমর স্পর্শ করল।হয়ত এতোদিন দূরে থেকে নিজেকে আজ সামলাতে কষ্ট হচ্ছে।সৃজা তৎক্ষণাৎ ছটফট শুরু করল।

“তুমি এতো নরম কেনো বলোতো।মনে হয় স্পঞ্জ রসগোল্লার মতো খেয়ে নেই।” সৃজার ছটফটানি বেড়ে গেলো।নিজের মন ও শরীরকে শক্ত করে বলল

“এই ছাড়ুন আমাকে।ছাড়ুন বলছি।এখন কিন্তু বেশি হয়ে যাচ্ছে।”

“কোনোকিছুই বেশি হচ্ছে না।আমার তোমাকে চাই আজ।” বলেই সৃজার আচলটা সড়াতে চাইল।সৃজা নিজের হাত দিয়ে চেপে ধরলো সাফওয়ানের হাতটা।
“আপনি বলেছেন আমার সম্মতি ছাড়া কিছু করবেন না।” সাফওয়ানের চোখের দিকে তাকাল।

সাফওয়ান তাকালো না।সৃজার কথাগুলো তার কাছে অসম্ভব জেদি মনে হচ্ছে।কিন্তু সে আজ তার অর্ধাঙ্গিনীর কথা কানে নিবে না।অনেক হয়েছে শর্ত। নিঃশ্বাসের অস্থিরতা ঠেলেই সাফওয়ান বেপরোয়াভাবে বললো
“কেনো এমন করছো সৃ?প্লিজ হাত সরাও।এই সরাও বলছি প্লিজ।”

“না আপনি ছাড়ুন আমাকে।” সাফওয়ান তবুও ধরে রইল বোঝার চেষ্টা করল সৃজা কি সত্যি না করছে।শেষ চেষ্টা হিসেবে সৃজার গলায় কতগুলো চুমু দিল।পেছনে হাত নিয়ে ব্লাউজের হুক খোলার চেষ্টা করল।সৃজা ছটফট করছে।মুখের কাছে আসতেই সৃজা এক হাতে আচল ধরে আরেক হাতে ঠোঁট চেপে ধরলো।শক্ত হয়ে রয়েছে সে।কোনোভাবেই যেনো নরম করা যাচ্ছে না তাকে।সাফওয়ান ছোটানোর চেষ্টা করল।তার নিঃশ্বাস ক্রমাগত ভারী হচ্ছে।

“উফ্,কি করছো তুমি।হাত সরাও, প্লিজ জান হাত সরাও।”সাফওয়ান হাতটা সরাতে পারল কিন্তু সৃজা ঠোঁট ভিতরে ঢুকিয়ে রেখেছে।সৃজা অটল রইল তার সিদ্ধান্তে।তার নিঃশ্বাসের চঞ্চলতা বাড়ছে কিন্তু কিছুতেই আজ সাফওয়ানের কাছে ধরা দিবেনা।

সাফওয়ান এবার ছেড়ে দিল।নিচে দাড়িয়ে কতক্ষণ বড় বড় নিঃশ্বাস নিলো।পরপরই পাশে রাখা কাচের জগটা ছুড়ে মারলো।শব্দ করে ভেঙে গেলো সেটা।হনহন করে ওয়াশরুমে ঢুকে গেল সে।

সৃজা বিছানায় শুয়েই ফুপিয়ে কেঁদে দিল।দুহাতে মুখ ঢেকে কান্না লুকানোর চেষ্টা করল।ওইভাবেই ঘুমিয়ে পরলো সৃজা।সাফওয়ান নিজেকে শান্ত করে,চোখে মুখে পানি দিয়ে সময় নিয়ে ওয়াশরুম থেকে বেরোলো।

বিছানায় সৃজা এলোমেলোভাবে শুয়ে আছে।সাফওয়ান গিয়ে ব্লাউজের খুলে যাওয়া হুকটা লাগিয়ে দিল।গায়ে চাদর টেনে দিল বুক পর্যন্ত।লাইটটা বন্ধ করে নিজে গিয়ে সোফায় বসল।

টি-টেবিলে দুই পা রেখে সিগারেট ধরাল।সৃজা উল্টোপাশ হয়ে ঘুমিয়ে আছে।গভীর নিদ্রা তার চোখে।এদিকে তার স্বামী যে নির্ঘুম রাত পাড় করছে সেদিকে তার বিন্দুমাত্র খেয়াল নেই।

ঘুমের ঘোরেই সিগারেটের ধোয়ায় সৃজা কেশে উঠল।সাফওয়ান বুঝতে পেরে বাইরে গিয়ে দাড়াল।আজকের জন্য সিগারেটই তার সঙ্গী।কে বলতে পারে হয়তো আগামী পাঁচ বছরও এটাই তাকে নির্ঘুম রাত পাড় করার শক্তি দিবে।সাফওয়ানের বুঝতে বাকি রইল না সৃজা তার সিদ্ধান্তে অটল।যত যাই হোক সে বিদেশে যাবে।এখন নিজের প্রতি রাগ হচ্ছে তার।

হুট করে সৃজার ঘুম ভেঙে গেল। মাঝরাতে সাফওয়ানকে রুমে না দেখে পুরোনো ভয় তাকে ঝেকে ধরল।সাথে সাথে সে উঠে বসল।মাথাটা ভার হয়ে আছে তবুও নিজেকে সামলে ওয়াশরুম চেক করল,সেখানে নেই।তড়িঘড়ি করে বাইরে বের হলো।

সামনের করিডরেই সাফওয়ান দাড়িয়ে ছিল।সৃজার যেন আশঙ্কা দূর হল।সাফওয়ানের হাতে জলন্ত সিগারেট।কতক্ষণ পরপর তাতে সুখটান দিচ্ছে আর ধোয়াটা বাইরে ঠেলে দিচ্ছে।সৃজা কতক্ষণ সেখাইনেই দাড়িয়ে রইল।তার মন আজ দোটানায় ভুগছে।

নিঃশব্দে সাফওয়ানের পিছনে গিয়ে দাড়াল।সাফওয়ানের দৃষ্টি ওই পূর্ণ চাঁদটার দিকে।গতকালই হয়তো অমাবস্যা ছিল।অন্ধকার ঠেলে আজ পূর্ণ চাঁদ দেখা যাচ্ছে।তার জীবনটার অন্ধকার কবে দূর হবে।দাড়িয়ে দাড়িয়ে সেটাই হয়ত ভাবছিল।হঠাৎ করেই সাফওয়ান বলল

“ঘুম ভাঙল কখন।” সৃজা নিজেকে সামলে নিল।এই লোকটা তার উপস্থিতি খুব সহজেই বুঝে ফেলে।তার মানে কি এই লোকটা তাকে সত্যিই ভালোবাসে।

“এই মাত্র।আপনি ঘুমাবেন না?”

“আমাকে নিয়ে না ভাবলেও হবে তোমার।আমি তো দুশ্চরিত্র।এমন স্বামীর পাশে ঘুমালে তো তুমিও কলঙ্কিত হয়ে যাবে।” তার কন্ঠে অভিমানের শ্লেষ।

সৃজা বুঝতে পারল খুব অভিমান হয়েছে তার।গভীর রাতেই তো মানুষের আবেগ প্রগাঢ় হয়।যেমন এখন দিন হলে হয়তো সাফওয়ান কখনোই এই কথাগুলো বলত না। মাঝরাতের নিস্তব্ধতা তার মনে আজ প্রভাব ফেলছে,তার ভাবনা প্রগাঢ় হচ্ছে।সে ভাবনা থেকেই অতি আবেগীয় কথা প্রকাশ পাচ্ছে এখন।

উপচে পরা কান্নাকে সামলে সাফওয়ানের হাত থেকে সিগারেটটা ফেলে দিল সৃজা।চকিত সাফওয়ান সৃজার দিকে তাকাল।চাঁদের আলোয় তাকে আরো বেশি রূপবতী লাগছে।মাঝে মাঝে তার গর্ব হয় সৃজাকে স্ত্রী হিসেবে পেয়ে।ভালোবাসে বলেই তো গর্ব হয়।সৃজা যে তার কাছে আছে এটাই অনেক।কিন্তু কাছে থাকলেই তো মাঝে মাঝে আদর করতে ইচ্ছে করে মেয়েটাকে বুঝাবে কি করে।আজও তো নিজেকে কন্ট্রোল করা দায় হয়ে দাড়িয়েছিল।কিন্তু সৃজা সেটা বুঝলো না,ও যে সৃজাকে ভালোবাসে তার কত প্রমাণই তো দেয় তাহলে মেয়েটা বোঝে না কেন?

এই যে মেয়েটা মাত্রই তার হাত থেকে সিগারেটটা ফেলে দিয়েছে সে তো রাগ করেনি।কেনো রাগ করেনি ভালোবাসে বলেই তো।সাফওয়ানের ভালোবাসা কবে বুঝবে মেয়েটা।সৃজা নীরবতা ঠেলে বলল

“দেখা হয়েছে?এবার ঘুমাবেন চলুন।কাল বাড়িতে অনেক কাজ।” সাফওয়ান তখনও মোহাবিষ্টের ন্যায় তাকিয়ে।সে বোঝার চেষ্টা করছে কে বেশি সুন্দর ওই চাঁদটা নাকি তার একমাত্র বউটা।

সৃজা আলগোছে সাফওয়ানের হাতটা ধরল
“চলুন,আমার মাথা ব্যথা করছে, ঘুমাবো।”মূলত কান্না করার কারণেই হঠাৎ করে মাথা ব্যথা দেখা দিয়েছে।

সাফওয়ান এবার যেনো বুঝতে পারল কথাগুলো। তার বউটার মাথা ব্যথা করছে সে এতক্ষণ বুঝেনি কেন?সাফওয়ান নিজেই সৃজার হাতটা ধরে রুমে ঢুকলো।ঔষধের বক্সটা দেখল,মাথা ব্যথার একটা ট্যাবলেট খুলে সৃজার দিকে এগিয়ে দিল।সৃজা চুপচাপ খেয়ে নিল।যেন সব স্বাভাবিক।

সাফওয়ান গ্লাসটা রেখে লাইটটা নিভিয়ে দিল।ইতস্তত করতে করতে সামান্য দূরত্ব বজায় রেখে সৃজার পাশে গিয়ে শুয়ে পরল।কতক্ষণ এপাশ ওপাশ করল সে,ঘুম আসছেনা।

সৃজা বুঝতে পারল কিনা জানেনা।তবে একটু পর সৃজা নিজেই সাফওয়ানের বুকে ধরা দিল।সাফওয়ান যেনো মরুভূমির মাঝে বহুকষ্টে এক ফোটা জল পেল।সে ও সৃজাকে সংকোচ ঠেলে নিজ বাহুবন্ধনে আবদ্ধ করল।

সকালে নোভার ডাকে ঘুম ভাঙল সাফওয়ানের।সে ডেকেই যাচ্ছে।বাইরে আওয়াজ শুনে সৃজা আরবার আকড়ে ধরল সাফওয়ানকে।তার ঘুম এখনো ভাঙেনি।

ওপাশে নোভা ক্রমাগত বউমনি,বউমনি বলে ডেকে যাচ্ছে।সাফওয়ানের এবার রাগ হলো মনে হচ্ছে দরজাটা ভেঙে ফেলবে।কিছুটা রেগেই বলল

“আমি আসলে কিন্তু ভালো হবে না নোভা।তোর বউমনি আসছে এখন যা।”

ওপাশ থেকে নোভা দ্বিগুণ উৎসাহে বলল
“তাড়াতাড়ি আসতে বলো দাভাই। নিচে সবাই বউমনিকে ডাকছে।”

“ঠিক আছে তুই যা।” চোখ খুলেই সাফওয়ানের কথাগুলো বুঝতে কিছুটা সময় লাগল সৃজার।নিজেকে সামলে বুঝতে পারল নোভা তাকে ডাকতে এসেছিল।ধরফরিয়ে উঠল সে।বাতায়ন দিয়ে আসা ঝলমলে আলোতে বুঝল অনেক বেলা হয়ে গেছে।রাতে মাথা ব্যথা থাকায় ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে।মোবাইলটা চেক করে বুঝতে পারল ৮টা বেজে গেছে।গ্রামে আটটা মানে অনেক বেলা।

তড়িঘড়ি করে চুলগুলো পাশে রাখা ক্লিপটা দিয়ে আটকে নিল।বিছানা থেকে নামতে গিয়েই বুঝতে পারল শাড়ির আচলটা সাফওয়ানের দখলে।সৃজা আচলটা টানার আগেই সাফওয়ান উঠে গেল।ঘুম জড়ানো কন্ঠেই বলল

“মাথা ব্যথা কমেছে?”

সৃজা আলগোছে মাথা নাড়িয়ে বলল
” হুম।”

চলবে…..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here