হিমি পর্ব-১২

0
975

হিমি
লেখনী- সৈয়দা প্রীতি নাহার

১২.

উৎসব মুখর হয়ে উঠেছে অথৈদের বাড়ি। সন্ধ্যে থেকে লোক সমাগম বাড়ছে। এঙ্গেইজমেন্টের তোরজোর দুদিন আগে থেকেই চলছিলো আজ‌ও খানিকটা আছে। বাঙালী পরিবারের যেকোনো অনুষ্ঠানে শেষ মুহুর্ত অব্দি কাজ করতে হয়। কিছু না কিছু থেকেই যায় করার জন্য। কনে অথৈ নীল রঙের পাথরের কাজ করা ধবধবে সাদা গাউন পরে তৈরি। কানে ম্যাচিং এয়ারিং। গলায় কোনো গয়না নেই তার। গাউনের সাথে গলার গয়না মানায় না ঠিক। হাতে চুড়িও নেই। বাম হাতে ছোট্ট একটা ব্রেইসলেইট আছে। ডান হাতের মধ্যমা আঙুলে মোটা পাথরের আঙটি। পেন্সিল হিল পায়ে। চুলগুলো ওয়েভি করে খোলে রাখা পিঠে। মুখে পর্যাপ্ত মেক আপ। না ভারি না হালকা। একদম পারফেক্ট দেখতে লাগছে তাকে। দরজায় দাঁড়িয়ে মিশ্মি হাতের ইশারায় বুঝালো অথৈকে। অথৈ লাজুক হাসলো। মিশ্মি খেয়াল করলো অথৈ লজ্জা পেলে খুব সুন্দর দেখায় তাকে। অথৈ অধৈর্য গলায় তৃতীয় বারের মতো বললো,

‘মিশু? রেডি হ না যা! একটু পর‌ই আমায় নিচে যেতে হবে। তুই শুধু শুধু দেরি করছিস!’

মিশ্মির মাও জোড় গলায় বললেন,

‘কখন থেকে বলছে মেয়েটা শুনিস না কেনো তুই? ও তো তৈরি হয়েই গেছে এখন তুইও যা। আর দাঁড়িয়ে থাকিস না পরে যখন তোর মামনি বলবে, নিচে যেতে তখন এইভাবে যাবি? যা না মিশু!’

মিশ্মি অনিচ্ছা সত্ত্বেও নিজের ঘরে ঢোকলো। দরজা আটকে খাটে রাখা হালকা গোলাপী রঙের গাউনের দিকে তাকালো। এগিয়ে এসে গাউনটা হাতে নিলো মিশ্মি। ভালো করে দেখে নিয়ে তাচ্ছিল্য হাসলো সে। আলমারিতে অতীব সুন্দর নতুন গাউনটা তোলে রাখলো। খুঁজে খুঁজে পুরনো কিন্তু সুন্দর দেখতে রাউন্ড ড্রেস পরার জন্য নিলো। ড্রেসটা গায়ে জড়িয়ে আয়নায় দেখলো না মোটে, নিজের মনে মনেই ঠিক করে নিলো এই জামাটা সুন্দর। তাকে বেশ মানাবে। না মানালেও কিছু যায় আসে না। আজ তো অথৈর দিন। তাকেও ভালো দেখানো চাই। আর কাউকে না।

ঘরের ভেতরে হাঁসফাঁস করছে হিমি। গতরাত থেকে ডেকোরেশনের কাজ সামলাতে সামলাতে দুপুর গড়িয়েছে। বিকেলের দিকে ক্লান্ত হয়ে বিছানায় গা এলিয়েছিলো মাত্র। সাথে সাথে ঘুম হানা দিলো দু চোখে। হিমি ভেবেছিলো জিরিয়ে নিবে কিছুক্ষন। মেহমান আসার আগেই বাড়ি থেকে বেরিয়ে যাবে। কিন্তু তার সেই ঘুম ভাঙলো সন্ধ্যের পর। যখন বসার ঘরে অতিথিদের কথাবার্তা চলাচল বুঝা যাচ্ছিলো তখন। হিমির ঘরটা নিচেই। বসার ঘরের ডান দিকে। ঘর থেকে বেরোনোর রাস্তাটাও বসার ঘরের দিকে। এখন কি করে বেরোবে সে? মাথা কাজ করছে না কিছুতেই। অস্বস্তি হচ্ছে ভীষন। মাথাটা ব্যাথায় ছিড়ে যাচ্ছে। ক্ষুধায় পেট চো চো করছে। হিমি লম্বা শ্বাস নিলো। অনেকটা সাহস সঞ্চয় করে দরজার ছিটকিনি খুললো। হালকা দরজা ভেজাতেই চোখে পরলো অগণিত মানুষজন, বড় স্টেইজ, বরপক্ষ। হিমি ঝট করে ভেতরে দরজা এঁটে দিলো আবার‌ও। মাথা ধরে বসে র‌ইলো ডিভানে। রাগে দুঃখে চিৎকার করতে মন চাইছে তার।
.

চেম্বারে বসে ব্যস্ত সময় পার করছিলো তাহির। অসময়ে বেজে উঠা মেসেজ টোন তাহিরের কাজে ব্যাঘাত ঘটায়। মেসেজ একবার নয় কয়েকবার‌ই এসেছে। তাহির দু একবার ফোনের স্ক্রিনে তাকিয়ে চোখ ফিরিয়েছে। ধীরে সুস্থে হাতের কাজ শেষ করে তবেই ফোন হাতে নিলো সে। যে নাম্বার থেকে মেসেজ এসেছে সেটা পরিচিত নয় তার। বার কয়েক এগারো ডিজিটের নাম্বার মুখে উচ্চারণ করেও মনে করতে পারলো না ব্যক্তি কে হতে পারে। প্রতিটা মেসেজেই একটা শব্দ লিখা। তা হলো, “হ্যালো”। তাহির বিরক্ত বোধ করলো। কিছু বলার থাকলে বলে দিতে পারতো। বার বার হ্যালো বলে কি লাভ হলো বার্তা দেয়া ব্যক্তির? ‌একবার সেন্ড করলেও পারতো। তাহির তো দেখতোই! ভাবনার মাঝে আবার‌ও মেসেজ এলো, “হ্যালো”! তাহির ভ্রু কুঁচকালো। কি সমস্যা এই মানুষটির? ‌এই একটা শব্দ পড়তেই বিরক্ত লাগছে তাহিরের যিনি পাঠাচ্ছেন তার লাগছে না। কি অবলীলায় একজনকে বিরক্ত করে চলেছে তার আইডিয়া আছে ওপাশের অজানা কারোর? তাহির নিজেকে শান্ত রেখে ক্ষুদে বার্তা পাঠালো,

-হ্যালো। আমি কি আপনাকে চিনি?

ওপাশ থেকে সাথে সাথেই জবাব,

-হ্যা। আপনি চেনেন নি আমায়?

-দুঃখিত, নাম্বারটা অচেনা ঠেকছে আমার কাছে।

ওপাশে নিরবতা। প্রায় দু মিনিট পর সেই নাম্বার থেকে কল এলো। তাহির মেসেজের অপেক্ষা ছিলো। কল আসবে ভাবে নি সে। কল রিসিভ করে নম্র গলায় বললো,

-কে বলছেন?

মোবাইলের অপর প্রান্ত থেকে এক তরুণীর গলা শোনা গেলো,

-ডক্টর তাহির। আমি সামিয়া। চিনেছেন?

তাহির মনে করার চেষ্টা করলো কে সামিয়া? এই মেয়েটা তার নাম কি করে জানে? চেষ্টায় সফল‌ও হলো সে। মাথা উপর নিচ করতে করতে বললো,

-চিনলাম। কিন্তু আপনি আমার নাম্বার কোথায় পেলেন?

-হৃদির থেকে নিয়েছিলাম। কিছু কথা বলার ছিলো।

তাহির শান্ত গলায় বললো,

-বলুন।

মেয়েটি আবার‌ও নিশ্চুপ হয়ে গেলো। কয়েক সেকেন্ড পর বললো,

-দেখা করে বলি?

তাহির সম্মতি জানালো। খুব শিঘ্র‌ই সামিয়াকে বিয়ে করছে তাহির। হবু স্ত্রীর সাথে কথা বলা প্রয়োজন। তার নিজের কোনো কথা নেই তবে সামিয়ার আছে। সামিয়ার কথাগুলো শোনার জন্য হলেও যাওয়া উচিত। ঠিক হলো পরদিন লাঞ্চ করবে তারা। এ ব্যাপারে মাকে জানাতে হবে। এবং তা এক্ষুনি। নিজের জীবনের ছোট বড় সব কথাই মাকে জানানো বঞ্চনীয় বলে মনে করে তাহির।
.
.

সিড়ির কাছটায় সাদামাটা জামা গায়ে ফ্যাকাশে মুখে এক চিলতে মিথ্যে হাসি ঝুলিয়ে আছে মিশ্মি। মিশ্মির মা ছাড়াও অনাহিতা আর অথৈ চমকেছে মিশ্মিকে দেখে। রোশন আরা বেশ শখ করেই মেয়ের জন্য গাউন কিনেছিলেন। অথৈর বিয়ে নিয়ে মিশ্মির‌ও ইচ্ছে ছিলো, আনন্দ ছিলো। কিন্তু বিয়ের দিন ঠিক হ‌ওয়ার পর থেকেই কেমন উদ্ভট লাগছে তাকে। মিশ্মির বক্তব্য ছোটবেলার খেলার সাথি তথা অথৈর চলে যাওয়ার কথা ভেবেই কষ্ট লাগছে তার। ভীষন কষ্ট। সেই কষ্টের ছাপ চেহারায় ফুটে ওঠে বারংবার। এতে তার কোনো হাত নেই। রোশন আরা অতিথিদের সাথে কুশলাদি বিনিময় করে মেয়ের কাছ ঘেষে দাঁড়ান। চাপা স্বরে বলেন,

‘এই জামা পরেছিস কেনো?’

মিশ্মি শান্ত গলায় বললো,

‘গাউন ফিট হচ্ছিলো না। গায়ের দিকে বড় লাগছিলো। তাই!’

‘তাহলে ঈদে কেনা কালো জামাটা পরে নিতি!’

‘ওটাতে আমি কম্ফরটেবল না আম্মু। এই জামাটা খুব সফ্ট। তুমি ছুঁয়ে দেখো!’

‘তোকে এমন দেখাচ্ছে কেনো তবে?’

মায়ের প্রশ্নের জবাবে শুকনো হাসে মিশ্মি। বিনুনি গাঁথা চুল ঠিক করে নিয়ে বললো,

‘কোথায় কেমন দেখাচ্ছে?’

‘তুই অথৈর বিয়েতে খুশিতে নস?’

অনেকটা বিব্রত হয়েই প্রশ্ন করেন রোশন আরা। মিশ্মি চমকে উঠে। গলা কেশে বলে,

‘আম্মু প্লীজ! যা নয় তাই বলো না। পড়াশোনার টেনশন, বোনের বিয়ে, স্ট্রেস এসবের জন্য‌ই এমন লাগছে। আর তাছাড়া আমি সাজতে পারি না জানোই তো। একা একা যা পেরেছি করেছি তাই এমন লাগছে।’

অথৈর দিকে তাকিয়ে হাসি হাসি মুখে বললো,

‘অথৈকে দেখো। কি মিষ্টি দেখাচ্ছে না? একদম পরীদের মতো। আমায় কেমন দেখাচ্ছে না দেখাচ্ছে সেটা জরুরী নয়। জরুরী হলো অথৈ। ও ছোটবেলায় খুব বলতো একদিন পরী সাজবে সে। সাদা বড় গাউন পরবে, পিঠে দুটো ডানা থাকবে, হাতে পরীদের ম্যাজিক কাঠি থাকবে। ডানা আর ম্যাজিক কাঠি ছাড়াও অথৈ আজ পরী। না?’

রোশন আরা ঠোঁট প্রসারিত করলেন ঠিক তবে হাসলেন না। অজানা ভয় মনে বাসা বাঁধছে তার।

রিং সিরেমনি শুরু হয়েছে। দু পক্ষের সবাইই স্টেজের কাছে জড়ো হয়েছে। পাশাপাশি দুটো সোফায় বসে আছে অথৈ ইয়াসির। অথৈর আউটফিটের সাথে ম্যাচ করেই পোশাক পরেছে ইয়াসির। সাদা শার্টের উপর নীল কোট, নীল জিন্স, শু, হাতের চকচকে সাদা ঘড়ি। বুকের উপরে ব্রোচ! চুলগুলো স্যাট করা তার। ইয়াসির হাত বাড়িয়ে দিতেই অথৈ ডালা থেকে আঙটি নিয়ে পরিয়ে দিলো তাকে। ইয়াসির হাত বাড়ালো এবার। অথৈ কাঁপা কাঁপা হাত তুললো। ইয়াসির বাম হাতে অথৈর ডান হাত পুরলো। শিহরণ বয়ে গেলো অথৈর শরীর জুড়ে। ধীরে ধীরে অথৈর অনামিকা আঙুলের মাপের আঙটিটা আঙুলে এসে ঠেকালো ইয়াসির। দূরে দাঁড়িয়ে থাকা মানবী চোখ বন্ধ করে নিলো সাথে সাথে। চারদিকের করতালি জানান দিচ্ছে এঙ্গেইজমেন্ট হয়ে গেছে তাদের। বুক ফেঁটে কান্না আসছে মিশ্মির। চোখের জ্বল লুকোনোর তাগিদে সবার আড়ালেই সরে গেলো সেখান থেকে। বুকে ঢিপঢিপ আওয়াজ হচ্ছে। চোখদুটো জ্বলছে। হাত পা কাঁপছে তার। গলা শুকিয়ে আসছে। বিয়েটা তো অর্ধেক হয়েই গেলো। রয়ে গেলো অসম্পূর্ণ ভালোবাসা। পিলারের আড়ালে লুকিয়ে ক্রন্দন রত মেয়েটি নজর এড়ালো না হিমির।

মাইক্রফোনে রিং এক্সচেঞ্জের ঘোষনা শুনেই হিমি আঁচ করেছিলো সবাই স্টেইজের দিকে তাকিয়ে থাকবে। তাই রিস্ক নিয়েই বেরিয়ে এলো ঘরের বাইরে। সাবধানী পায়ে সদর দরজার কাছে গিয়েও পেছন ফিরে তাকালো সে। অথৈর লাজুক চেহারায় খুশির ঝিলিক পরিবার, অতিথিদের করতালি এসবের মাঝেও চোখে পরলো দরজার কাছেই পিলারের আড়ালে মিশ্মিকে। মুখ চেপে ধরে কাঁদছে সে। হিমি ভড়কে যায়। এগিয়ে গিয়ে মিশ্মির মুখোমুখি দাঁড়ায়। মিশ্মি চমকে উঠে। ওড়নার আঁচলে চোখ মুখ মুছে হালকা হাসার চেষ্টা করলো সে। নিজে থেকেই বলে উঠলো,

‘অথৈর এঙ্গেইজমেন্ট হয়ে গেছে। আর কদিন পরেই চলে যাবে ও। আমার ওকে খুব মনে পরবে আপু। অথৈ আমাদের পর হয়ে যাবে, না?’

হিমি জবাব দিলো না। চোখে মুখে চিন্তিত ভাব এনে মিশ্মিকে পর্যবেক্ষন করলো। মিশ্মি এদিক ওদিক তাকিয়ে বললো,

‘কোথায় ছিলে এতক্ষন? তোমায় দেখলাম না।’

হিমি ঘাড় উচিয়ে দেখলো স্টেইজের দিকে। গান নাচ হবে এখন। একজন অলরেডি স্টেইজে মাইক্রোফোন হাতে দাঁড়িয়ে আছে। আরেকজন গিটার হাতে উঠছে। হিমি মিশ্মির এক হাত টেনে ধরে বাইরে চলে গেলো। মিশ্মি অবুঝের মতো হিমির সাথে পা মেলালো। বাড়ির পেছনের দিকে খোলা জায়গায় এনে হাত ছাড়লো হিমি। শক্ত গলায় বললো,

‘কাঁদছিলি কেনো মিশু?’

মিশ্মি ঠোঁটে হাসির রেখা টেনে নিয়ে বললো,

‘বললাম তো। অথৈর জন্য!’

হিমি কোমরে হাত রেখে বললো,

‘মিথ্যে বলবি না একদম। অথৈ আজ চলে যাচ্ছে না। আর গেলেও এভাবে লুকিয়ে কাঁদার কিছু দেখছি না আমি।’

মিশ্মি চোখ সরিয়ে মাটির দিকে তাকালো। বললো,

‘লুকিয়ে কোথায় কাঁদছিলাম? সবার সামনে ভ্যা ভ্যা করে কাঁদলে অথৈর খুশিটাই মাটি হয়ে যেতো। তাই আড়ালে ছিলাম।’

‘এসব কি পরেছিস তুই?’

মিশ্মি অবাক হ‌ওয়া কন্ঠে বললো,

‘আমার জামা। তোমার মনে নেই? আসলে, আজকের জন্য বরাদ্য করা জামাটা গায়ে ফিট হচ্ছিলো না। তাই বাধ্য হয়েই এটা পরেছি।’

হিমি হাসলো। ভার্সিটি যাওয়ার সময়‌ও যে মেয়ে জামা বাছাই করে সে এতোটা সাদামাটা ড্রেস অনুষ্ঠানে কি করে পরে? হিমির কাছে মিশ্মিকে উদ্ভ্রান্তের মতো লাগলো। সোজা সাপ্টা বললো,

‘ঠিক তোর মতোই সোহিনীকে কাঁদতে দেখেছিলাম আমি। যখন সোহিনীর বয়ফ্রেন্ড অন্য কাউকে বিয়ে করছিলো আর তার কিছুই করার ছিলো না তখন কাঁদছিলো সে। ঠিক এমন‌ই। মুখ চেপে ধরে কাঁদছিলো। আমাদের ভয় পাচ্ছিলো কি না! ভেবেছিলো ওর কান্নাকাটি দেখে বকাঝকা করবো তাই নিজের কষ্ট লুকাচ্ছিলো। তোর বয়ফ্রেন্ড‌ও অন্য কাউকে বিয়ে করছে?’

মিশ্মি ঢোক গিললো। হিমি তীক্ষ্ণ গলায় বললো,

‘অথৈকে না তো?’

মিশ্মি হকচকালো। দাঁতে নিচের ঠোঁট চেপে ধরে জোরে জোরে নিঃশ্বাস নিলো সে। হিমি অগ্নিদৃষ্টিতে তাকালো। রাগান্বিত গলায় বললো,

‘ইয়াসিরকে ভালোবাসিস?’

মিশ্মি জবাব দিলো না। ছলছল চোখে তাকালো শুধু। হিমি আবার‌ও বললো,

‘ভেতরে যার সাথে অথৈর এঙ্গেইজমেন্ট হচ্ছে সেই লোকটাকে ভালোবাসিস তুই? আন্সার মি?’ (দাঁতে দাঁত চেপে)

মিশ্মি ফুঁপিয়ে উঠলো এবার। আর সহ্য করতে পারলো না। হিমি নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করে বললো,

‘তার মানে লোকটা তোকে ধোকা দিয়ে,,,,,?’

হিমির কথার মাঝেই কান্নায় ভেঙে পরলো মিশ্মি। হাটু গেড়ে মাটিতে বসে পরে দুহাতে মুখ ঢাকলো। কাঁদতে কাঁদতে মাথা নেড়ে বললো,

‘না! ওনার কোনো দোষ নেই এতে। উনি আমায় ভালোবাসেন না আপু। আমাকে কখনোই ভালোবাসেন নি। আমি ব্যর্থ! ওনার ভালোবাসা পাওয়া আমার ভাগ্যেই নেই।’

চলবে,,,,,,,,,

[ভুল ত্রুটি মার্জনা করবেন]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here