হিমি পর্ব-৭

0
1217

হিমি
লেখনী- সৈয়দা প্রীতি নাহার

০৭.

হানিফ শরিফ খবরের কাগজের পাতা উল্টাচ্ছেন। টেবিলে রাখা চা ঠান্ডা হচ্ছে। সেদিকে খেয়াল নেই ওনার। স্ত্রী অনাহিতা নাহার পাউরুটিতে জেলি লাগিয়ে অথৈর হাতে দিলেন। সরু চোখে স্বামীর দিকে তাকিয়ে বললেন,

‘চা যদি খাবেই না তবে বললেই পারতে। শুধু শুধু দুধ চিনি নষ্ট হলো!’

হানিফ শরিফ কপাল কুঁচকালেন। কাগজে চোখ রেখেই স্মিত গলায় বললেন,

‘খাবো।’

‘কখন খাবে? আমি কিন্তু আর চা গরম করতে পারবো না।’

‘প্রয়োজন নেই। ঠান্ডা চাই খাবো। বেশি গরম খেলে জিব জ্বলে!’

স্বামীর এমন খাপছাড়া ভাবে রাগ লাগে অনাহিতার। অথৈ পাউরুটিতে কামড় বসিয়ে হিমির শোবার ঘরের দরজার দিকে তাকালো। দরজা ভেজানো। ঘর অন্ধকার। অনাহিতা মেয়ের মাথায় গাট্টা মেরে বলে উঠেন,

‘এদিক ওদিক না দেখে খেয়ে উঠ। কাজে হাত লাগা এসে। আজ বাদে কাল বিয়ে এখনো ঘরের কাজ পারিস না। শ্বশুরবাড়িতে কি করবি?’

অথৈ ঠোঁট উল্টায়। মিশ্মি ফ্যাকাশে চেহারায় খাবার টেবিলে এসে বসে। অনাহিতা ভাইঝির প্লেটেও জেলি মাখানো পাউরুটি দেন। এগিয়ে দেন কফির পেয়ালা। রোশন আরা রান্নাঘর থেকে চা নিয়ে এসে মেয়ের পাশের চেয়ার টেনে বসেন। জা য়ের উদ্দেশ্যে বলেন,

‘আপা বসে পরো।’

অনাহিতা মাথা নাড়ান। স্বামীর দিকে একপলক দেখে রোশন আরার দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে কিছু জিজ্ঞাসা করেন। রোশন আরা চায়ে চুমুক বসিয়ে বলেন,

‘মিশুর বাবা সকালেই বেরিয়ে গেছেন। অফিসে গুরুত্বপূর্ণ মিটিং আছে কি না!’

অনাহিতা থমথমে গলায় স্বামীকে প্রশ্ন করেন,

‘তোমার মিটিং নেই?’

হানিফ শরিফ পেপার পরা থামান। কাগজ ভাজ করে পাশে রেখে ঠান্ডা বিস্বাদ চায়ে ঠোঁট ছুঁয়ান। গলা কেশে বলেন,

‘আছে তবে হাশিম সামলে নেবে। ছোট ভাই থাকতে বড় ভাইকে সব কাজ করতে হয় না।’

অনাহিতা বিরক্তির নিশ্বাস টানেন। হিমির ঘরে লাইট জ্বলে উঠে। ঘরের দরজা খোলে বেরিয়ে আসে ছেলেদের পোষাক ধারি হিমি। অনাহিতা মুখ গুম করে চেয়ারে বসেন। হানিফ শরিফ উজ্জ্বল চেহারায় ডেকে উঠেন ভাগ্নিকে।

‘হিমি মা? ব্রেক ফাস্ট করে নে।’

হিমি টেবিলের দিকে দৃষ্টি দেয়। টেবিল জুড়ে কফি, চা, দুধ, ডিম, পাউরুটি, জেলি, বাটার। এসব খেতে মোটেও ভালো লাগে না হিমির। কিন্তু মামুকে কি করে মানা করে? হিমি চোখ ঘুরিয়ে অনাহিতার দিকে তাকালো। একমনে পাউরুটি চিবুচ্ছেন তিনি। হিমি দাঁড়িয়ে থেকেই এক টুকরো পাউরুটি হাতে তুলে নেয়। চামচে জেলি নিয়ে হালকা প্রলেপ লাগিয়ে চটপট খেয়ে নিয়ে পানিতে চুমুক বসায়। তাড়াহুড়া করে বলে,

‘হয়ে গেছে। আমি আসি মামু!’

অথৈ ব্যথিত মনে প্রশ্ন করে,

‘এখন কোথায় যাবে আপু?’

‘কাজ আছে।’

‘কি কাজ করিস তুই? দিন নেই রাত নেই খালি ঘোরার মতো ছুটছিস! সেদিন‌ও এক্সিডেন্ট করলি। পরে বড়সড় কিছু হয়েগেছে দায় কে উঠাবে?’

অনাহিতার কথায় তটস্থ হয় হিমি। ছোট্ট শ্বাস টানে। চোখ ঘুরিয়ে মামুর দিকে তাকায়। তিনি নির্লিপ্ত হাসেন। হাসি মুখে বলেন,

‘হিমির কাজের শেষ আছে না কি? দু দুটো পরিবার তার। পরিবারের কতো কাজ। তুমি নিজেও তো কাজের বেলায় খালি হিমিকে ডাকো। আবার বলো কিসের কাজ? ও ঘোরার মতো না ছুটলে বাইকে তো জং ধরে যাবে। হিমি মা ছুটে বলেই সব ঠিক ঠাক। যা মা, কি কাজ আছে করে নে। কিন্তু তাড়াতাড়ি বাড়ি ফিরিস! ‌একটা কাজ আছে বুঝলি। পরে আলাপ করবো।’

হিমি মাথা দুলিয়ে মৃদু হেসে বেরিয়ে যায়। অথৈ মুখ গোমরা করে উঠে দাঁড়ায়। তার যে কিছু বলার ছিলো হিমিকে। দুদিন ধরে চেয়েও বলতে পারছে না। হিমিকে পাওয়াই দুষ্কর।
.
আমিনা বেগম সাবধানী গলায় বললেন,

‘তোর ছোট মামার মেয়ের কি যেনো নাম?’

হিমি ভ্রু কুঁচকে বলে,

‘মিশ্মি। কেনো?’

আমিনা বেগম বালিশের কভার বদলাতে বদলাতে বলেন,

‘ওর বিয়ের কথা বার্তা চলছে?’

হিমি পায়ের উপর পা তুলে বসে। ফেইসবুক স্ক্রল করতে করতে বলে,

‘না। অথৈর বিয়ে হোক আগে। তারপর ওসব নিয়ে ভাববেন হয়তো। কেনো বলোতো?’

আমিনা এবার‌ও জবাব দিলেন না। হাতের কাজ শেষ করে বেরিয়ে গেলেন। হিমি মোবাইল হাতে নিয়ে বেরিয়ে আসে। ঘাড়ে হাত রেখে টেনে আনে কাধ অব্দি। অলস ভঙ্গীতে বলে,

‘কাল বলেছিলে দরকারি কথা আছে। কি কথা সেটা তো বললে না।’

‘মিশ্মি অনার্স পরছে না রে?’

‘হ্যাঁ।’

হিমি সন্দিহান হয়ে তাকালো আমিনা বেগমের দিকে। কপালে চিন্তার রেখা টেনে বললো,

‘মিশ্মি সম্পর্কে এতো জানতে চাইছো কেনো বড়মা?’

আমিনা বেগম ঠোঁট টিপে হাসলেন। উকি দিয়ে ছোট জাকে দেখলেন। রাদিবা আপন মনে টিভি সিরিয়াল দেখছেন। আমিনা গলার স্বর খাদে নামিয়ে বললেন,

‘আমাদের নিহান মিশ্মিকে পছন্দ করে।’

হিমি না বুঝে বললো,

‘তো?’

‘তো আবার কি? বোকা মেয়ে বুঝিস না? নিহান মিশ্মিকে পছন্দ করে!’

হিমির মাথায় এবার‌ও কিছু ঢুকলো না। চাচাতো ভাই মামাতো বোনকে পছন্দ করে। এতে বুঝাবুঝির কি আছে? একজন মানুষ অন্য একজন মানুষকে পছন্দ করতেই পারে। এতে এতো উত্তেজিত হ‌ওয়ার কি আছে? আর তাছাড়া হিমির জানার মতে নিহান আর মিশ্মি কখনোই একে অপরকে অপছন্দ করে নি। দেখা সাক্ষাত খুব কম হলেও অপছন্দ করার কোনো কারন নেই। তবে বড়মা এতো খুশি কেনো? আমিনা বেগম দ্বিগুন উত্তেজনা নিয়ে বললেন,

‘নিহান মিশ্মিকে বিয়ে করতে চায়!’

হিমি বোকার মতো প্রশ্ন করলো,

‘কেনো?’

আমিনা বেগম কটমট করে তাকালেন। শক্ত গলায় বললেন,

‘এতো বড় মেয়েকে খোলাখোলি এসব বলতে হয়? ‌উফ। শোন, প্রাপ্ত বয়স্ক একটা ছেলে প্রাপ্তবয়স্ক একটা মেয়েকে পছন্দ করে বিয়ে করতে চায়। মানে বুঝতে পারছিস?’

হিমি বড়মার কথাগুলো মনে মনে ভাবতে থাকে। চোখ দুটো রসগোল্লার ন্যায় বড় হয়ে যায় তার। আমতা আমতা করে বলে উঠে,

‘ইউ মিন, ওরা একে অপরকে ভালোবাসে? বাট হাও?’

‘তোর হাওমাও ছার। বাসে তো বাসে। এখানে কি কেনোর কোনো জায়গা নেই।’

হিমি আগ্রহ নিয়ে বললো,

‘তুমি কি করে জানলে?’

আমিনা বেগম লাজুক হাসলেন। মুখে হাত রেখে বললেন,

‘ওর ব‌ইয়ের ভাজে মিশ্মির ছবি দেখেছি। পরে যখন জিজ্ঞেস করলাম ছবি দেখিয়ে ছেলে দেখি মিটিমিটি হাসে। কিছু বলে নি। মাথা চুলকে চোখ সরিয়ে নিয়েছে।’

হিমির মুখভঙ্গী পালটে যায়। এসবের মধ্যে নিহান মিশ্মিকে ভালোবাসে এ কথাটা কি করে জানলেন আমিনা। উনি কি মন বিশেষজ্ঞ? ‌কার মনে কি চলছে দুম করে বুঝে যান? ক‌ই হিমির মনের কথা তো বুঝেন নি। কতো কথাই তো হিমি বলে না তাকে। তাহলে নিহানের না বলা কথা কি করে বুঝে গেলেন? খটকা লাগে হিমির। মন বলে, ‘বড়মা, ভুল বুঝেছে নিশ্চয়। মিশ্মিকে তো সেই কবে দেখেছে বড়মা। এখনো চেহারা স্পষ্ট মনে আছে কি নেই কে জানে? হয়তো অন্য কারো ছবি দেখে গুলিয়ে ফেলছে’। আমিনা বেগম হিমিকে হালকা ঝাকুনি দেন। ভ্রু নাচিয়ে বললেন,

‘কথা বলিস না কেনো? ওদের ব্যাপারটা বিয়ে অব্দি গড়াতে হবে বুঝলি। দুবাড়ির সম্পর্কটাও ঠিক হয়ে যাবে।’

হিমি জোরপূর্বক হাসার চেষ্টা করে বেরিয়ে পরে। যেতে যেতে ছোটমার উদ্দেশ্যে বলে,

‘নিহান ক‌ই ছোটমা?’

টিভি সিরিয়ালে মগ্ন রাদিবা বেখেয়ালি হয়ে বলে বসেন,

‘খাটের তলায় লুকিয়ে আছে হারামজাদা। আর এরা বোকার মতো বাগানে খুঁজতে গেছে।’

আমিনা বেগম হেসে উঠেন তার কথার পরিবর্তে। হিমি গাল ফুলিয়ে শ্বাস ছাড়ে।

________________

‘তুই মিশ্মিকে ভালোবাসিস?’

নিহান চমকে উঠে। বন্ধুদের সাথে ক্যাফেতে বসে আড্ডা দিচ্ছিলো নিহান। হিমি হুট করে এসেই কথাটা বলে। নিহানের বন্ধুরা চোখের পলক ঝাপটে তার দিকে তাকায়। হিমি আবার‌ও এক‌ই প্রশ্ন করায় উঠে দাঁড়ায় নিহান। হাসার চেষ্টা করে বললো,

‘তোকে কে বললো?’

‘বড় মা! ব‌ইয়ের ভেতর মিশ্মির ছবি দেখে তোকে জিজ্ঞেস‌ও করেছিলেন। জবাব দিস নি শুনলাম। এখন বল, ভালোবাসিস?’

বন্ধুরা উচ্চস্বরে বলে উঠে,

‘ওই মেয়েটা? বাচ্চা মতোন দেখতে আমাদের ভার্সিটির? দোস্ত তুই না বলছিলি তোর আত্মীয়া তাই আলাপ টালাপ হয়। কাহিনী কি?’

হিমি রোদের তেজে চোখ মুখ কুঁচকে উত্তর দেয়,

‘আমার মামাতো বোন হয় ও। কিরে বল!’

নিহান এদিক ওদিক চোখ ঘুরিয়ে বলে,

‘বাড়ি ফিরে কথা বলি?’

‘বাড়িতে যাবো না আমি যা বলার এখানে বল। ভালোবাসিস ওকে?’

নিহান ঢোক গিলে মাথা নুয়ায়। হিমি ডান হাতের তর্জনীতে চাবি ঘুরানোয় ব্যস্ত। ধমকে উঠে বলে,

‘বলিস না কেনো?’

‘বাইরে চল!’

‘কেনো? এরা তো তোর‌ই বন্ধু‌। এদের সামনে কথা বললে কি সমস্যা?’

নিহানের বন্ধুদের মধ্যে একজন জোর দিয়ে বলে,

‘ঠিক‌ই তো। জবাব দে হিমির কথার!’

নিহান আমতা আমতা করে বলে,

‘ভালো লাগে ওকে!’

‘ভালোবাসিস কি না সে প্রশ্ন করেছি আমি। আজাইরা কথা বলে সময় নষ্ট করিস না। বিয়ে করতে চাস ওকে?’

‘হিমি প্লিজ ওকে কিছু বলিস না।’

হিমি গর্জে উঠে। বলে,

‘আমি নিজেই এখনো জানি না আবার বলে ওকে কিছু বলিস না। আগে আমাকে তো বল।’

‘হুম বাসি।’

হিমি চাবি ঘুরানো বন্ধ করে। চোখে সানগ্লাস পরে নিয়ে পকেটে দু হাত গুজে দাঁড়ায়। শান্ত গলায় বলে,

‘কেউ মেনে নেবে না জানিস তো?’

নিহান আত্মবিশ্বাসী গলায় বলে,

‘চাচ্চু মানবে।’

হিমি মৃদু হাসে। সে জানে একমাত্র তার বাবাই মানবে। প্রেমিক প্রেমিকাকে আলাদা করবেন না তিনি। দরকার পরলে সবার বিরুদ্ধে লড়বেন। কিন্তু সমস্যা তো অন্য জায়গায়। দাদু, ছোটমা, চাচামনি মানবেন না। কখনোই না। মিশ্মির কথা ভেবে নাহয় তার বাবা মা মেনে নেবে। পরোক্ষনেই খেয়াল হলো নিহান তাকে মিশ্মিকে এসব বলতে মানা করেছে। তার মানে কি মিশ্মি এসবের কিছু জানে না? মিশ্মির মনে নিহানের জন্য জায়গা আছে কি নেই? হিমি অকুল পাথারে পরে। বড়মা যদি কথায় কথায় কাউকে বলে দেয় ব্যাপারটা? তবে? কি করে সব সামলাবে? দাদু তো জানেই মেরে দেবে! কিন্তু কাকে মারবে? ভালোবাসার দায়ে নিহানকে নাকি দুবাড়ির মধ্যে কমন সদস্য হ‌ওয়ায় হিমিকে? নিহান আবেদনের সুর তুলে বলে,

‘বল না। বলবি না তো মিশ্মিকে?’

হিমি বিরক্তি নিয়ে তাকায়। তারপর বলে,

‘এখন বলবো না। রাতে বলবো।’

নিহান ভড়কে উঠে। হিমিকে আটকাতে পেছন ছুটলেও নাগাল পেলো না। বাইক নিয়ে চলে যায় হিমি। নিহান ফিরে আসে বন্ধুদের আড্ডায়। বন্ধুরা খোঁচা মারতে থাকে তাকে। একজন বলে,

‘কবে থেকে চলে এসব মামা? আমরা দেখি জানিই না।’

অন্যজন বলে,

‘মামা তো ডুবে ডুবে জ্বল খায়। জানাইবো কেমনে?’

আরেকজন বলে উঠে,

‘জানানোর হ‌ইলে ডুইবা ডু‌ইবাই জানানো সম্ভব দোস্ত! হেতে আমাগো ক‌ইতে চায় নাই তাই বলে নাই। বাদ দে।’

নিহান বিরোধীতা করে বলে,

‘ভুল বুঝছিস ইয়ার। কি জানাইতাম বল? ‌খালি ভালোবাসি, বলি নাই ওরে‌। যেখানে তোদের ভাবিই কিছু জানে না সেখানে তোরা জেনে করবি টা কি?’

পাশেরজন বিকৃত মুখভঙ্গী করে হাসে। নিহানকে কপি করে বলে,

‘ভাবি!’

প্রথম ছেলেটা কোকের বোতলে চুমুক বসায়। দ্বিতীয় জন্য এক ঢোকে অনেক খানি কোক গিলে নিয়ে বলে,

‘চিন্তা নাই মামা, হিমি আছে না! ক‌ইলো তো আইজ‌ই ক‌ইবো হেরে থুক্কু ভাবিরে। মামলা ডিসমিস।’

নিহান ভয়ার্ত গলায় বললো,

‘কিসের কি দোস্ত? ভয়ে আমার বুক কাঁপতেছে। কি জানি কি বলে গিয়ে! যদি মানা করে দেয়?’

বন্ধুরা হেসে উঠে নিহানের কথায়। একজন তার কাধে হাত রেখে বলে,

‘মানা করবো ক্যান? তুই কি খারাপ দেখতে নাকি? এমনে কালা তয় সুন্দর। মাইয়াদের মতো ঠোঁট চিকন।’

নিহান ধাক্কা মারে তাকে। শার্টের কলার ঝেড়ে বলে,

‘খবরদার কালা বলবি না। আমি মোটেও কালা ন‌ই। আর কি মাইয়াদের মতো ঠোঁট চিকন কস! ‌শালা।’

‘আমারে শালা কস ক্যান মামা আমার ব‌ইনরে তোর কাছে বিয়া দিলে তো!’

নিহান বিরক্তি নিয়ে কোকের বোতলের ছিপি খোলে। এক ঢোক খেয়ে আবার‌ও ছিপি বন্ধ করে দেয়। শরীর ঘামছে তার। হিমির কথা শুনে মিশ্মি কেমন রিয়েক্ট করবে সেটা ভাবতেই অস্বস্তি হচ্ছে নিহানের। ভয় হচ্ছে। অনেক প্রচেষ্টার পর মিশ্মির সাথে ফেইসবুকে কথা বলার সুযোগ হয়েছে তার। এখন যদি মেয়েটা তাকে ব্লক করে দেয়! ‌কি করে কথা হবে তাদের? ভার্সিটিতে দেখা হলেও যে কথা বলে না মিশ্মি। ঠিকমতো তাকে দেখে না অব্দি।

চলবে,,,,,,,,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here