#অস্তিত্বে_চাই_তোমার_ছোঁয়া পর্ব_১০_১১
#লেখিকা_তামান্না(আল রাইয়ান)
শ্রেয়িতা আশ্চর্যময়ী দৃষ্টিকোণে তাকিয়ে আছে। আয়নার দিকে একপলক দেখে নিল। শাড়িটা শুদ্ধভাবে পিনআপ করেছে কিনা। না শুদ্ধতম হয়েছে। তাহলে এ পোলা ড্যাব ড্যাব করে কেন তাকিয়ে আছে! এর অর্থ খুঁজে পাচ্ছে না সে।
গলাটা পরিষ্কার করার ভান করে যুবকের কাছে গেল। এখনো এক ধ্যানে পড়ে রয়েছে যুবক।
শ্রেয়িতাকে কাছে আসতে দেখে এক পা করে করে পিছিয়ে গেল সে। ফ্যান চলছে তাও যেন কপালে ঘাম এসে ভীড় জমিয়েছে তার। শ্রেয়িতা যুবকের বেহাল দশা দেখে ফিক করে হেসে দিল।
ইফদিয়ার তড়িঘড়ি রুমের চলে আসে। শ্রেয়িতা কে হাসতে দেখে ভ্রু কুঁচকে পাশে থাকা যুবকের দিকে তাকায়। যুবকটা যেন ফিট হয়ে মূর্তির মত খাঁড়া রয়ে গেল। ইফদিয়ার কাছে গিয়ে টুকা দিল। কোনো নড়বড় নেই মনে হচ্ছে কোনো ধ্যানমগ্নে ব্যস্ত। ঠোঁট ফুলিয়ে এবার চিমটি কাটল হাতের ডগায়। ‘আহ’ করে হালকা আর্তনাদ করে উঠে যুবক।
ইফদিয়ার চোখ পাঁকিয়ে বলে,
‘কি ইসম ভাই মেয়েদের মত চিল্লাচ্ছো কেন! পাশের বাসার আন্টির কাছে ধোলাই খাওয়ার ইচ্ছে জাগছে।’
‘কি কস বোন। আমি এখানে এসে পরী দেখব তার ধারণাই ছিল না।’
ইফদিয়ার ভাইয়ের কথায় অবাক হয়ে ভাইয়ের চৌপাশ ঘুরে বলে,
‘কোথায় পরী তুই একলা দাঁড়িয়ে আছিস।’
‘গাধী তাইলে এটা কে!’
শ্রেয়িতাকে ‘পরী’ সমব্ধন করায় লজ্জায় কেঁপে উঠল। মাথা নুয়ে শাড়ির আঁচল চেপে ধরে। অকস্মাৎ যুবকটি যে তার ডাইরেক্ট প্রশংসা করে বসবে তা জানলে রুমের ভেতরই থাকতো না। তাও আবার ইফদিয়ার কি না তারই বোন। ইশ! ভাবতেও ভীষণ লাজুকতা ঘিরে ধরছে।
শ্রেয়িতা যত ভাবছে ততই লাজুকতা কাজ করছে শরীরের শিরা উপশিরায়। ইসমাইল শ্রেয়িতার আপাদমস্তক দেখে বলে,
‘অপূর্ব রুপসী।’
ইফদিয়ার টাস্কি খেয়ে যায়। ইসমাইল মেঁতে রইল নিজের ধ্যানময়ী নারীর দিকে দৃষ্টি দিয়ে। শ্রেয়িতা সহ্য করতে না পেরে রুম থেকে চলে যায়। ইফদিয়ার মুচকি হেসে যাওয়ার আগে ভাইয়ের ঘাড়ে জোরে চিমটি কাটে। এতে উচ্চস্বরে ‘আহ’ করে উঠে ইসমাইল। ইফদিয়ারকে আর পাই কে! দিল এক দৌড় রুম থেকে। ইসমাইল চেঁচিয়ে বলে,
‘রাক্ষসী ভালো হইবো না কইয়া দিলাম।’
ইফদিয়ারও তাল মিলিয়ে বলে,
‘ভালো হয়ে যাও বাচ্ছা।’
ইসমাইল হালকা হেসে মাথার চুল নাড়তে থেকে কাবার্ড খুলে এপ্রোন ঢুকিয়ে রাখে। ঘার্মাক্ত কাপড়গুলি বালতির মধ্যে ফেলে দিল। পরিপাটি কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকতে গেল। মাঝপথে পা থামিয়ে পিছিয়ে গেল আয়নার দিকে মুখ করে। নিজেকে একবার দেখে শিষ বাজাতে থেকে ওয়াশরুমে ঢুকে।
১৬.
শ্রেয়িতা ইফদিয়ার রুমে পায়চারী করছে। কবে আসল উত্তরটা সে দিবে। কেনো সে তার ভাইয়ের রুমে গিয়ে ছিল তার আসল কারণটা না জানানো পর্যন্ত। তার শান্তি নেই। ইফদিয়ার ডাইনিং টেবিলে বাটি,গ্লাস,ভাত,তরকারি এনে রাখল।
শ্রেয়িতা কে বসার রুমে পেল না। শুদ্ধ ধারণা মোতাবেক শ্রেয়িপ্পিকে নিজ রুমে পেল। পরন্তু চিন্তিত মুখখানি দেখে ইফদিয়ার সন্নিকটে গিয়ে জিজ্ঞাসা করে।
‘আপু আইনস্টাইনের মত হেঁটে কি আবিষ্কার করছো মাথায়।’
‘আইনস্টাইন কি এভাবে হাঁটতো!’
‘জানি না কিন্তু বেটা বুড়ো যতগুলো গরুর মত সূত্র দিয়া গেল। ঘাস খাওয়ার মত হজম করা লাগে।’
‘তা বটে সূত্রের শেষ নেই।’
‘বলিও না আপু পিজিক্স কেমিস্ট্রি বই ধরতেও ইচ্ছে করে না। এক একটা পাতা খেয়ে মোটকু বানিয়ে ফেলেছে বই নিজেকে।’
‘বই নিজে কই খাইলো তাকে তো খানা ঠুসাইয়া দিল হাদারামের দলবল!’
কথার পরিপক্ষে মুচকি হাসি দিল ইফদিয়ার।
‘আহহ শোন না তোকে একটা কথা বলার ছিল।’
ইফদিয়ার শ্রেয়িতার গম্ভীর মুখশ্রী দেখে কোমল কণ্ঠে বলে,
‘হে বলো না শ্রেয়িপ্পি।’
‘আসলে আমি না ইচ্ছে করে তোমার ভাইয়ের রুমে যায় নি। তোমার ওয়াশরুমে ঝরণার কলে পানি আসছিল না। সুতরাং কাপড় নিয়ে তোমার ভাইয়ের রুমটা খালি দেখে ঢুকে পড়ে ছিলাম। বিশ্বাস করো তখনো জানতাম না যে রুমটা তোমার টীট ব্রাদারের। হঠাৎ কোথার থেকে উদয় হলো রুমে। আমাকে দেখেই কেনো যেন চিৎকার দিয়ে উঠল। প্রথমে আমিও হকচক খেয়ে ছিলাম। এই বুঝি আমার শাড়ি পরা যথার্থ হয়নি। কিন্তু যখন আয়নায় দেখলাম যে না হুবহু পরেছি। তখন অবাক হয়ে শুধু তোমার ভাইয়ের প্রতিক্রিয়া দেখ ছিলাম।’
অসহায়ের মুখ করে দম ছাড়ল শ্রেয়িতা। পিটপিট করে দৃষ্টিপাত করে রেখেছে ইফদিয়ার। শ্রেয়িতার নিষ্প্রভ চাহনী দেখে ‘হে হে’ করে হেসে উঠে। ধপাস করে খাটের উপর বসে যায়। শ্রেয়িতা খিটখিটে অক্ষিদ্বয়ে দৃষ্টি রাখে ইফদিয়ার উপর। রমণী তাও পাত্তাহীন ভাবে হেসে যাচ্ছে। যা সহ্য হলো না শ্রেয়িতার। ইফদিয়ার ছোট পুচকি গাল জোরে টেনে দিল। ইফদিয়ার ‘আউচ’ করে ঠোঁট ফুলিয়ে বলে,
‘আমার গাল টেনে রাগ মিটাও কেন। যার সামনে বেইজ্জত হলে তার গাল গিয়ে টানো।’
শ্রেয়িতা অবাককর দৃষ্টিতে চেঁচিয়ে বলে,
‘হোয়াইট আর ইউ ম্যাড! আইম অলরেডি ফিলিং সেইম ইফুডল।’
‘ওকে ফাইন লিসেন ডোন্ট ওয়ারি। হি ইজ মাই লাভলী ব্রাদার ইসমাইল বুহিয়ান। লাইক এ সাই বয়।’
‘কি তোমার ভাই কে কোন এঙ্গেলে সাই লাগে হে! এক্করে নির্লজ্জের বস্তা।’
শ্রেয়িতা বলার পর ইফদিয়ার কোনো উত্তর না পেয়ে চোখ পাঁকিয়ে তাকায়। দেখে রমণী মিটমিটিয়ে হাসছে। ভ্রু কুঁচকে অনুধাবন করার চেষ্টা করে। পরক্ষণে হাসির কারণ বুঝতে পেরে ত্রপাট অস্বস্তিতে পড়ে গেল। হালকা কেশে দৃষ্টি আকর্ষণ করার প্রয়াস করে ইসমাইল। সে লাঞ্চ করে নি। তাই খাওয়ার জন্যে ডাইনিং টেবিলের কাছে এসে দেখে খাবার পরিবেশন করা। অথচ সদস্যগণ অন্তর্হিত হয়ে পড়েছে। তখন হাসির খিলখিলানির শব্দে রুমটির সান্নিধ্য পেতে এগিয়ে গেল। দরজা আলগা করে ভিজিয়ে ছিল। অতঃপর শ্রেয়িতা আর ইফদিয়ার কথোপকথন গোপনে শ্রবণ করে নিল। তথাপি শ্রেয়িতা নামক মেয়েটির শেষ কথা শুনে কেন যেন ভীষণভাবে হৃদয়টা লাফাতে শুরু করে ছিল। পরমুর্হুতে নিজের মনের ভাবনা ঝেড়ে ফেলে তাদের দৃষ্টি আকর্ষণ করতে কেশে উঠে। লেখিকা_তামান্না(আল রাইয়ান)
শ্রেয়িতা ঢোক গিলে এলোমেলো দৃষ্টি নিয়ে পরখ করে। কোনোভাবেও অক্ষিদ্বয়কে ইসমাইল এর অক্ষির সম্মুখীন হতে দিল না। বড্ড দমিয়ে রাখল নিজেকে। ইসমাইল দৃঢ় কণ্ঠে বলে,
‘বলি খাবার কি ইদুঁরের জন্যে সাজানো হয়েছে। পেটে অবশ্য একদল ইদুঁর লাফালাফি করছে। শিগ্রি যদি নারীরা খেতে আসতেন বড্ড ধন্য হতাম।’
শ্রেয়িতা সাহস করে ‘উহু’ উচ্চারণ করে চোখ ঘুরিয়ে ভাব নিল। যেন ইসমাইল এর কথা শুনতেই পাই নি। সে শ্রেয়িতার ভাব দেখে ইফদিয়ার দিকে তাকিয়ে বলে,
‘রাস্তার ভাবওয়ালীকে কুড়িয়ে এনেছিস।’
ইফদিয়ার হেসেই উঠে। আজ যেন সে মজা পাচ্ছে। চরম লেভেলের মজা যাকে বলে। ভাই আর নতুন পরিচিত শ্রেয়িপ্পির উক্তিগুলো দারুণ লাগছে শুনতে। শ্রেয়িতা আগে চলে যাওয়ায় ভাইবোন একসঙ্গে এলো। শ্রেয়িতা বসে পড়েছে। তবে খাওয়া শুরু করেনি। ইফদিয়ার শ্রেয়িতাকে খেতে না দেখে ভ্রু বাঁকিয়ে বলে,
‘আপু খাবার মজা হয়নি খাচ্ছো না যে!’
‘এত সুন্দর সুঘ্রাণ মাশাআল্লাহ তোমার হাতে জাদু আছে নিশ্চয়। ঘ্রাণ যদি এত সুঘ্রাণ হয় তাহলে খেতে ভারি সুস্বাদু হবে।’
‘জাযাকাল্লাহু খাইর আপু। তবে খাওয়া শুরু করলে না যে!’
প্রশ্নের উত্তরে মুচকি হেসে শ্রেয়িতা বলে,
‘না আসলে তোমরা ছিলে না। একা খেতে আনইজি ফিল হয়।’
ইতস্ততঃ বোধক দৃষ্টিতে তাকালো। তারা চুপ করে পরিস্থিতি মানিয়ে খেতে বসে। ইসমাইল খেয়ে নিজের রুমে চলে গেল। ক্লান্ত আর খাবার খেয়ে ঘুম যেন দলা পাঁকিয়ে এসেছে। নিজেকে সামলাতে না পেরে ঘুমিয়ে পড়ল। শ্রেয়িতা জগিং সুট পরে শাড়িটা ফিরিয়ে দিল। কুশলাদি বিনিময় করে নিজ পথে বেরিয়ে যায় শ্রেয়িতা।
১৭.
নিরিবিলি রুমের মধ্যে আঁটকা পড়েছে নাহেম। হাত-পা ছড়াছড়ি করার চেষ্টা করছে কিন্তু পারছে না। দম ফাটিয়ে চিৎকার করতে চাইছে তাও পারছে না। কেননা মুখে-হাত-পায়ে দড়ি দিয়ে বেঁধে রেখেছে কেউ। শো শো পিনপন ধুমকা হাওয়া রুমের মধ্যে প্রবেশ করছে। যার ফলে ভুতূড়ে লাগছে পরিবেশটা। না আছে কোনো আসবাবপত্র, না আছে কোনো মানব। একদম ধীরস্থির নির্জন জায়গায় মরিয়া হয়ে পড়েছে নাহেম উল্লাহ। বাহির থেকে রুমের অভ্যন্তরীণ দশা পরখ করছে যুবক। ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে রেখেছে।
হাত দিয়ে চুলগুলো নেড়ে তার পাশে থাকা অপর যুবকের দিকে তাকায়। সেই যুবকের ভয়ার্ত মুখ দর্শন করে বলে,
‘যেভাবে দেখছিস যেন ধর্ষণ করবি ওরে।’
‘হা*লা তোকে কি শয়তানে লারে! এক বুইডারে কিডনাপ করলি কারে।’
‘কেন দরদ উতলাচ্ছে বুঝি।’
‘উফ যবু বি সিরিয়াস ম্যান কেন কিডনাপ করলি।’
‘দেখ এই যাবিয়াজ মেশরাফ কৈফিয়ৎ দেওয়ার মত মানব নয়।’
যাবিয়াজের উক্তিতে হতাশার শ্বাস ছাড়ে এরফান। হে অপর যুবকটি এরফান। সে যাবিয়াজের সঙ্গে অপহরণ করেছে নাহেম উল্লাহকে। তার সঙ্গে মারপিঠ করে হাত নোংরা করার কোনো ইচ্ছে যাবিয়াজের। ফলে নাহেম যে দুহাতে ইফদিয়ার শরীরে বাজে স্পর্শ করেছিল। সেই দুহাতে মধু লাগিয়ে দিয়েছে। রুমের দরজার বাহিরে এরফান দাঁড়িয়ে আছে। শুকনো একমুঠো শ্বাস ফেলার সঙ্গে ঢোক গিলল। হাত কাঁপছে প্রচন্ড রকমের। তবুও শক্ত ভাবে আঁকড়ে রেখেছে ঘন লাল পিঁপড়ার ছাউনী। যা কাঁচের টুকরো দিয়ে আবৃত।
যাবিয়াজ তীক্ষ্ম নয়নে নাহেমের দিকে তাকিয়ে আছে। চাহনীতে রাগ সুস্পষ্টভাবে পরিলক্ষিত হচ্ছে। গম্ভীর রাগমিশ্রিত কণ্ঠে এরফানকে উদ্দেশ্য করে আদেশানুসারে বলে,
‘লিভ দ্যা রেড অ্যান্ড।’
এরফান যথার্থভাবে দরজার নিচে নল সহযোগে লাল পিঁপড়াগুলো ছেড়ে দিল। দরজার নিচ থেকে নল ভেদ করে দলবল নিয়ে বের হলো লাল পিঁপড়া। তারা মধুর মত সুমিষ্ঠিয় খাদ্যের ঘ্রাণ পেয়ে প্রখর শক্তিশালী হয়ে উঠে। দল নিয়ে ছো ছো করে এগিয়ে গেল নাহেমের দিকে। অকস্মাৎ নাহেমের মাথার উপরে থাকা সাদা ডিম বাতি জ্বলে উঠে। বাতি খেয়াল করার পর কানে কোনো পোকার আক্রমণের শব্দ পায়। ভয়ভীতির ন্যায় সামনে যেই তাকালো। তখনই চেঁচামেচি করার প্রচেষ্টা চালায়। লাল পিঁপড়াগুলো তার হাতের বাহুতে উঠে খাওয়া শুরু করে। বাহুর অস্থিসহ খেয়ে ফেলতেছে এমন অজস্র যন্ত্রণা ভোগ করছে। বাঁধন খুলার ব্যর্থ চেষ্টা চালায়। কিন্তু লাভ হলো না। কারণ তার হাতের আঙুলেও খাওয়ার ভাগ বসিয়েছে পিপাসার্ত পিঁপড়াগুলি।
এরফান জানালার বাহির থেকে দৃশ্য দেখে মুখ চেপে ধরে। এ মুহূর্তে ভয়াবহ দৃশ্য দেখে বমি পাচ্ছে তার। যাবিয়াজ স্বাভাবিক ভাবে বসে ফোনে পাবজি খেলছে। হাত নেড়ে এনিমিদের শুট করছে। এরফান এর করুণ দশা দেখে যাবিয়াজ মুখ টিপে হাসছে। নম্র সরল কণ্ঠে বলে,
‘তুই গর্ভবতী হতে চলেছিস। যা চটজলদি বমি করে ফেল।’
‘শা*লা তোর মত হারামী নিজের বাপদাদার গৌষ্ঠিতেও দেখি নাই।’
‘দেখবিও কেমনে আমি তো এক পিচ পয়দা সেই কবে নিয়া নিছি। তোর গৌষ্ঠিতে আবার কেন পয়দা হতে যামু।’
‘দোস্ত যদি মইরা যায়।’
‘কংগ্রেস তাহলে জানাযার ব্যবস্থা করব।’
‘পুলিশের হাতে ধরা একবার পড়লে। একদম মৃত্যুদন্ড দিয়া দিবে।’
‘সেটা তখন দিবি যখন ভিক্টিম ক্রিমিনাল এর তথ্য বলবে। আমার ধারণামতে সেই তথ্য দেওয়ার মত অবস্থাও ছেলের থাকবে না। কোজ অফ হি ডাজেন্ট সি এ্যাজ।’
‘ওহ সে আমাদের দেখে নি কারণ আমরা ক্লোরোফর্ম দূর থেকে নাকে ছিটিয়ে দিছি। আমাদের মুখ দেখার আগেই তো ঘুমে তলিয়ে পড়ছিল।’
‘শাবাস এই হলো বুদ্ধিমানের কথা।’
এরফান পুনরায় জানালার দিকে তাকায়। নাহেমের চামড়া কবলে খাচ্ছে পিঁপড়াগুলি। এবার দমে রাখতে পারিনি এরফান। গলগলিয়ে বমি করে দিল। কিন্তু ভাগ্যবশত যাবিয়াজ পলিথিন তার মুখে চেপে ধরেছিল। না হলে আজ ‘ইন্নালিল্লাহ’ হয়ে যেত। এরফান মুখ উঠিয়ে পানি দিয়ে গলা পরিষ্কার করে নিল। যা থুথু ফেলছে সব পলিথিনে ফেলছে। কোনো প্রকার ক্লু ছাড়ে নি রুমের বাহিরে। ত্রিশ মিনিট হয়ে যাওয়ায় যাবিয়াজ এরফানকে উৎকোচ কণ্ঠে বলে,
‘স্প্রে ফায়ার অন কর।’
এরফান কথামত অন করে দিল। পুনরায় বলে,
‘পিঁপড়ার নল শক্ত করে আঁকড়ে ধরতে।’
এরফান আঁকড়ে ধরে এতে পিঁপড়াগুলো পেট ভরিয়ে বাসস্থানে ফিরে এলো। স্প্রে হওয়ার পর নাহেমের শরীরের করুণ দশা দৃশ্যমান হলো। পৈশাচিক হাসি দিল যাবিয়াজ। নাহেমের দু হাতের বাহু থেকে গোরা পর্যন্ত চামড়া খসে গেছে, অস্থিসমূহ যেন লক্ষ হচ্ছে, হাতের আঙুলগুলি হতে টপ টপ করে রক্ত ঝরচ্ছে। যাবিয়াজ ব্যাগ থেকে পরিচ্ছদ আলখেল্লা পরে নিল। হাতে গ্লাভস, পুরু মুখ কাপড় দ্বারা আবৃত করে রুমে প্রবেশ করে। নাহেমকে কাঁধে উঠিয়ে মেডিক্যাল এ নেওয়ার জন্যে গাড়িতে বসায়। তার শরীর থেকে উৎকট দুর্গন্ধ বের হচ্ছে। এরফানও একইভাবে নিজেকে আবৃত করে রেখেছে। মেডিক্যাল এর সম্মুখে এসে রাস্তার মাঝে ফেলল নাহেম কে। যাতে লোক দেখিয়ে সাহায্য করতে পারে। নিজেদের পরণের পোশাক গাড়িতে লুকিয়ে রাখে। এরফান অকস্মাৎ নাহেমকে দেখেছে এমন ভান করে চেঁচিয়ে বলে,
‘আরে ভাই কি হলো! আপনি রাস্তায় শুয়ে আছেন কেনো। এই সবাই কই কেউ ডক্টর ডাকো।’
যাবিয়াজ চায়ের টং এ এসে দাঁড়িয়ে যায়। মানুষদের কানাঘুসো করে বেড়ায়।
‘আহারে সবাই চলেন সহায়তা করি।’
মানুষজন জটিয়ে নাহেমকে মেডিক্যাল ভর্তি করায়। রিসেপশনের টাকা মিটিয়ে ডক্টর চিকিৎসায় মনোনিবেশ করল। এরফানের দিকে তাকিয়ে চিন্তিত কণ্ঠে বলে,
‘দোস্ত লোকটার পরিবারকে জানানো দরকার। কে না কে হঠাৎ রাস্তায় কেনো পড়ে থাকে বুঝে না।’
যাবিয়াজ এর অভিনয় দেখে ভীষণ হাসি পাচ্ছে এরফানের। সে যেন পটু অভিনেত্রকে দেখছে। যার বলা, বেশভূষা, চলনে মনে হচ্ছে তার চেয়ে উদারচিত্ত মানব আর কেউ নয়। নাহেম এর ফোনের কল লিস্ট চেক করে। সেখানে প্রতিটা কনটাক্টে নতুন নতুন মেয়ের নাম। পাশে এডিট নামে লেখা রয়েছে গার্লফ্রেন্ড। এসমূহ নাম দেখে নাক ছিটকায় যাবিয়াজ। অথচ অন্য একটি নাম দেখে চটে গেল। দাঁতে দাঁত চেপে নামটা ডিলেট করে দিল। কেননা তার কল লিস্টে ইফদিয়ার কনটাক্ট নাম্বার ছিল। সেই নামে ইফু ডালিং লেখা দেখে তার মাথা বিগড়ে যায়। বিরবিরিয়ে বলে,
‘অন্যের সম্পদে হক বসানোর উচিৎ শিক্ষা দিছি হারামখোর বেয়াক্কলাহ।’
পরক্ষণে নাহেম এর মায়ের নাম্বার পেয়ে কল করে করুণ দশার কথা অবগত করে। তিনি শুনে আতঙ্কময়ী কান্না জুড়ে ছুটে এলেন। নাহেম এর মা কে পেয়ে যাবিয়াজ ইফদিয়ার নামে নানান কু কথা বলে কান ভরিয়ে দিল। এরফান শুনে মুখ গোল করে হা করে তাকিয়ে থাকে।
যাবিয়াজ সব মিটিয়ে এরফানের কাছে আসে। বেচারা কি কথা হয়ছে ইশারা করে জিজ্ঞাসা করে। যাবিয়াজ নিজের শার্টের কলার টেনে এটিটিউট মার্কা লুক দিয়ে বেরিয়ে যায়।
এরফান হ্যাবলার মত তার পথ অনুকরণ করে গাড়িতে বসে।
চলবে….